Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শৃঙ্খলা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্রম
(p. 4) akrama বি. 1 ধারাবাহিকতা বা ক্রমের অভাব; 2 বিশৃঙ্খলা। বিণ. 1 বিশৃঙ্খল, এলোমেলো; 2 ক্রমহীন, পরম্পরাহীন। [সং. ন+ক্রম]। অক্রমিক বিণ. 1 বিশৃঙ্খল; ক্রমহীন, ধারাবাহিকতাহীন। 16)
অনিয়ম
(p. 25) aniẏama বি. 1 নিয়মের অভাব, নিয়মশীলতা; 2 বিশৃঙ্খলা, শৃঙ্খলার অভাব; 3 অসংযম। [সং. ন + নিয়ম]। অনিয়মিত বিণ. 1 অনির্দিষ্ট, নিয়মিত ঘটে না এমন, irregular (স. প.); 2 অসংযত; নিয়মহীন। 44)
অব্যবস্হা
(p. 50) abyabashā বি. সুষ্ঠু ব্যবস্হার অভাব, শৃঙ্খলার অভাব, বেবন্দোবস্ত; গোলযোগ; অরাজকতা (দেশে তখন চরম প্রশাসনিক অব্যবস্হা)। [সং. ন + ব্যবস্হা]। অব্যবস্হ বিণ. ব্যবস্হাহীন, বিশৃঙ্খল; গোলযোগপূর্ণ; অস্হির। 27)
অরাজক
(p. 61) arājaka বিণ. 1 শাসনহীন; বিশৃঙ্খল; কোনো নিয়ম বা শৃঙ্খলা নেই এবং যার যা ইচ্ছা তাই করে এমন; 2 রাজা নেই এমন, রাজহীন। [সং. ন + রাজন্ + ক]। ̃ তা বি. বিশৃঙ্খল অবস্হা (দেশে তখন চরম অরাজকতা চলছিল)। 6)
অলবড্ডে, অলবড্যে
(p. 64) alabaḍḍē, alabaḍyē বিণ. 1 অগোছালো, শৃঙ্খলাহীন; 2 নিটপিটে; 3 বুদ্ধিহীন, হাবাগোবা। [দেশি]। 13)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
আবদ্ধ
(p. 98) ābaddha বিণ. 1 রুদ্ধ, বন্ধ (গণ্ডির মধ্যে আবদ্ধ); 2 জড়িত (নানা সাংসারিক সমস্যায় আবদ্ধ); 3 বাঁধা রয়েছে বা বেঁধে রাখা হয়েছে এমন (শৃঙ্খলাবদ্ধ); 4 বন্ধকি, mortgaged [সং. আ + বদ্ধ]। 16)
উচ্ছৃঙ্খল
(p. 119) ucchṛṅkhala বিণ. শৃঙ্খলা বা নিয়মের শাসন নেই এমন; যথেচ্ছাচারী; অনিয়ন্ত্রিত; নিয়ম বা বিধি মানে না এমন। [সং. উত্ + শৃঙ্খলা]। বি. ̃ তা। 54)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
গণ্ডগোল
(p. 240) gaṇḍagōla বি. 1 গোলমাল, হইচই (এত গণ্ডগোল কীসের?); 2 গোলযোগ, বিশৃঙ্খলা (হিসেবে গণ্ডগোল হয়ে গেছে)। [দেশি]। 11)
গাজন
(p. 246) gājana বি. (বিশেষত চড়কের সময়) শিবের উত্সব; শিবের গান। [সং. গর্জন]। অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজে অনাবশ্যক অনেক কর্মী জুটলে বিশৃঙ্খলা ঘটে এবং কাজ পণ্ড হয়। 25)
গোছ
(p. 256) gōcha বি. 1 বত্রিশটির সমষ্টি বা গুচ্ছ (দুই গোছ পান); 2 আঁটি (ধানের গোছ); 3 সুবন্দোবস্ত, শৃঙ্খলা (কাজের গোছ); 4 রকম (বেঁটে গেছের লোক); 5 গোড়ালির উপরে হাঁটুর নীচের অংশ (পায়ের গোছ)। [সং. গুচ্ছ]। ̃ গাছ বি. বিন্যাস; সুশৃঙ্খলভাবে স্হাপন; গুছিয়ে রাখা, পরিপাটি। 63)
গোছালো
(p. 256) gōchālō বিণ. 1 সুবিন্যস্ত, সুশৃঙ্খলভাবে স্হাপিত (গোছালো সংসার); 2 শৃঙ্খলার সঙ্গে বা পরিপাটিভাবে কাজ করে এমন (গোছালো স্বভাবের মানুষ)। [বাং. গোছ + আলো (যুক্তার্থে)]। 66)
গোল-মাল
(p. 256) gōla-māla বি. 1 বহু লোকের মিলিত চিত্কার, হট্টগোল (ওখানে এত গোলমাল কীসের?); 2 বিশৃঙ্খলা (তুমি কাজে হাত দিয়েই তো সব গোলমাল করে ফেলেছ); 3 বিঘ্ন; হাঙ্গামা (এখন এই গোলমাল থেকে উদ্ধার কী করে পাব?)। [হি. গোলমাল]। গোল-মেলে বিণ. 1 জটিল; 2 বিশৃঙ্খল (গোলমেলে ব্যাপার); 3 অবিন্যস্ত, অসংলগ্ন, এলোমেলো। 146)
গোল-যোগ
(p. 256) gōla-yōga বি. 1 গোলমাল, হট্টগোল; 2 বিশৃঙ্খলা; 3 অব্যবস্হা; 4 বিঘ্ন; বিপত্তি; হাঙ্গামা। [ফা. গোল2 + সং. যোগ]। 147)
চেতক
(p. 294) cētaka বিণ. 1 চেতনা দানকারী, যে চেতনা জাগিয়ে তোলে; উদ্বোধক; 2 দলের শৃঙ্খলারক্ষক ও কর্তব্যনিয়ামক, party whip. [সং. √চিত্ + অক]। 61)
ছকড়া-নকড়া
(p. 301) chakaḍ়ā-nakaḍ়ā বি. 1 তুচ্ছতাচ্ছিল্য; 2 বিশৃঙ্খলা। বিণ. বিশৃঙ্খল। [দেশি]। 6)
ছর-কট, ছর-কোট
(p. 301) chara-kaṭa, chara-kōṭa বি. ছড়াছড়ি, বিশৃঙ্খলা, বেবন্দোবস্ত (জিনিসপত্রের ছরকট)। [দেশি]। ছর-কুটে বিণ. বিশৃঙ্খল; এলোমেলো স্বভাবের (ছরকুটে লোক)। 48)
ডামা-ডোল
(p. 355) ḍāmā-ḍōla বি. ব্যাপক ও তীব্র গণ্ডগোল বা বিশৃঙ্খলা (এই ডামাডোলে সবকিছুই ওলটপালট হয়ে গেছে)। [দেশি]। 37)
তালে-গোলে
(p. 375) tālē-gōlē ক্রি-বিণ. বিশৃঙ্খলার মধ্যে, গোলমালের মধ্যে (তালেগোলে আসল কথাটাই ভুলে গেছি)। [বাং. তাল1 + এ + গোল (গোলমাল) + এ]। 105)
দিশ
(p. 408) diśa বি. (প্রা. বাং. ও ব্রজ.) দিক। [সং. দিশ্]। ̃ পাশ বি. 1 কূলকিনারা (কোনো দিশপাশ পাচ্ছি না); 2 শৃঙ্খলা (কাজের কোনো দিশপাশ নেই)। 43)
নগর
(p. 444) nagara বি. বড় শহর। [সং. নগ + র]। বিণ. নাগরিক। বি. (স্ত্রী.) নগরী। ̃ কীর্তন, ̃ সংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান। ̃ চত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্হান বা বাজার। ̃ দ্বার বি. শহরের প্রধান প্রবেশপথ। ̃ পাল বি. 1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্হ কর্মচারী; 2 পুলিশ কমিশনার; 3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট। ̃ স্হ বিণ. নগরে অবস্হিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী। নগরিয়ানগুরে -র বিরল রূপ। নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে। নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্হান। 12)
নৈরাজ্য
(p. 480) nairājya বি. 1 অরাজকতা, বিশৃঙ্খলা; 2 যথেচ্ছাচার। [অব্যুত্পন্ন-সম্ভবত নৈরাশ্য শব্দের অনুকরণে গঠিত]। 34)
পরি-পাটি
(p. 498) pari-pāṭi বি. 1 সুবিন্যাস; 2 শৃঙ্খলা; 3 নৈপুণ্য। বিণ. 1 সুবিন্যস্ত (পরিপাট পোশাক); 2 সুশৃঙ্খল (পরিপাটি কাজকর্ম, পরিপাটি সংসার); 3 নিপুণ (পরিপাটিরূপে সাজানো, পরিপাটি অভিনয়)। [সং. পরি + পাটি1]। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577697
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185384
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785447
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026304
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901064
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848099
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708551
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620050

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us