Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শোকের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-শাসন
(p. 31) anu-śāsana বি. 1 উপদেশ; 2 শিক্ষা; 3 আদেশ, আজ্ঞা, নির্দেশ (ধর্মের অনুশাসন); 4 বিধান, edict (অশোকের অনুশাসন)। [সং. অনু + শাসন]। 20)
অশোক
(p. 66) aśōka বিণ. শোকহীন। বি. 1 গাঢ় লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; 2 মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। ̃ .কানন, ̃ .বন বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। ̃ লিপি বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। ̃ ষষ্ঠী বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। ̃ স্তম্ভ বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী। 12)
অশোচনীয়, অশোচ্য
(p. 66) aśōcanīẏa, aśōcya বিণ. শোক করা উচিত নয় এমন, শোকের বা দুঃখের অযোগ্য, যার জন্য শোক করা উচিত নয়। [সং. ন + শোচনীয়, শোচ্য]। 13)
অহিংস
(p. 75) ahiṃsa বিণ. 1 হিংসাশূন্য, হিংসা নেই এমন; 2 অন্যকে আঘাত দিতে চায় না এমন (সম্রাট অশোকের অহিংস নীতি)। [সং. ন + হিংসা]। অহিংস অসহযোগ (রাজ.) বলপ্রয়োগহীন অসহযোগ আন্দোলন, non-violent non-cooperation. 26)
উপ-হত
(p. 133) upa-hata বিণ. 1 আহত; 2 পীড়িত; 3 অভিভূত (শোকোপহত); 4 বিনষ্ট। [সং. উপ + √ হন্ + ত]। 79)
কায়স্হ
(p. 181) kāẏasha বি. 1 কায়েত, হিন্দু জাতিবিশেষ; 2 (অপ্র.) কেরানি, সরকারি কর্মচারীবিশেষ। [সং. কায় + √ স্হা + অ]। কায়স্হা, (অশু.) কায়স্হিনী বি. (স্ত্রী.); 1 কায়স্হজাতীয়া নারী; 2 কায়স্হের পত্নী ('নবীনের কায়স্হিনী পতিশোকে ব্যাকুলা': দীন.)। 118)
গত
(p. 239) gata বিণ. 1 চলে গেছে বা হয়ে গেছে এমন, প্রস্হিত, সমাপ্ত, অতীত, বিগত (গত যুগ, গতযৌবন, গতপ্রাণ) ; 2 অব্যবহিত পূর্ববর্তী (গত কাল, গত মাসে); 3 মৃত (গত হয়েছেন) ; 4 লব্ধ, প্রাপ্ত (হস্তগত); 5 পরিব্যাপ্ত, নিহিত, আশ্রিত (মনোগত, দেহগত, রন্ধ্রগত); 6 সম্বন্ধযুক্ত (ব্যক্তিগত সম্পর্ক, গুণগত পার্থক্য)। [সং. √গম্ + ত]। ̃ কল্য, ̃ কাল বি. আজকের অব্যবহিত পূর্ববর্তী দিন। ̃ ক্লম বিণ. ক্লান্তি দূর হয়েছে এমন (গতক্লম ব্যক্তি)। ̃ চেতন বিণ. চেতনাহীন। ̃ জীব, ̃ জীবন, ̃ প্রাণ বিণ. প্রাণহীন, মৃত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন; ঘুম ভেঙেছে যার। ̃ প্রায় বিণ. যা শীঘ্রই গত হবে। ̃ ব্যথ বিণ. ব্যথা দূর হয়েছে এমন (গতব্যথ দেহ); ব্যথাশূন্য। ̃ যৌবন বিণ. যৌবনোত্তীর্ণ; প্রৌঢ় বা বৃদ্ধ। স্ত্রী. ̃ যৌবনা। ̃ শোক বিণ. শোক দূর হয়েছে এমন, শোকোত্তীর্ণ। ̃ সঙ্গ বিণ. বিণ. আসক্তিহীন। ̃ স্পৃহ বিণ. বীতরাগ; কামনাহীন; আসক্তিহীন। 6)
জর-জর
(p. 312) jara-jara বিণ. 1 অতিশয় ক্লিষ্ট (দুঃখে জরজর); 2 জীর্ণ; 3 জারিত (নুনে জরজর); 4 দুঃখে বা আনন্দে বিহ্বল ('তার পুলকিত তনু জরজর', 'শোকে হিয়া জরজর': রবীন্দ্র)। [সং. জর্জর]। 130)
পরি-বাদ
(p. 499) pari-bāda বি. অপবাদ, কুত্সা, নিন্দা (দুঃখে শোকে নিন্দা পরিবাদে': রবীন্দ্র)। [সং. পরি + √ বদ্ + অ]। ̃ ক, পরি-বাদী (-দিন্) বিণ. নিন্দাকারী। পরি-বাদিনী বিণ. পরিবাদী র স্ত্রীলিঙ্গ। বি. সপ্ততন্ত্রী বীণাবিশেষ। 19)
বিদীর্ণ
(p. 614) bidīrṇa বিণ. 1 ছিন্নভিন্ন, খণ্ডিত, খণ্ড খণ্ড হয়ে গেছে এমন (আঘাতে আঘাতে দেহ বিদীর্ণ হল); 2 ভগ্ন (বিদীর্ণ হৃদয়ে বিদায় দিলেন); 3 ফেটে গেছে এমন (চিত্কারে আকাশ বিদীর্ণ করা)। [সং. বি + √ দৃ + ত]। বিদীর্য-মাণ বিণ. বিদীর্ণ হচ্ছে এমন (শোকে বিদীর্যমাণ মাতৃহৃদয়)। 19)
বিবশ
(p. 619) bibaśa বিণ. 1 অবশ, অসাড় (হাত-পা বিবশ হওয়া); 2 বিহ্বল (শোকে বিবশ); 3 নিশ্চেষ্ট, অলস (বিবশ মন)। [সং. বি (=বিগত) + বশ (ইচ্ছাশক্তি)]। বি. ̃ তা। স্ত্রী. বিবশা। 52)
বিলাপ
(p. 625) bilāpa বি. খেদোক্তি, শোকপ্রকাশ (পুত্রশোকে বিলাপ করা)। [সং. বি + √ লপ্ + আ]। বিলাপা-বিলপা দ্র। বিলাপী (-পিন্) বিণ. বিলাপকারী। স্ত্রী. বিলাপিনী।
বিষয়
(p. 627) biṣaẏa বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্হান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)। [সং. বি + √ সি + অ]। ̃ আশয় বি. ধনসম্পত্তি। ̃ ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)। ̃ কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ। ̃ জ্ঞান বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান। ̃ তৃষ্ণা, ̃ বাসনা, ̃ লালসা বি. ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ। ̃ পরায়ণ বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী। ̃ বস্তু বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)। ̃ বিতৃষ্ণা, ̃ বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য। ̃ বুদ্ধি বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি। ̃ সূচি বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর বি. অন্য বিষয়। বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ। বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী। বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়। বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত। 39)
মুহ্য-মান
(p. 712) muhya-māna বিণ. 1 মোদগ্রস্ত, আচ্ছন্ন, বিহ্বল; 2 অতিশয় কাতর (শোকে মুহ্যমান)। [সং. মোহ্যমান-এর অশু. কিন্তু চলিত রূপ]। 65)
লেখ
(p. 763) lēkha বি. লিখন, লিখিত বিষয় (তাম্রলেখ, অশোকের শিলালেখ)। [সং. √ লিখ্ + অ]। ̃ মালা বি. বিবিধ লিখিত বিষয়; লেখসমূহ। 4)
শোক
(p. 784) śōka বি. প্রিয় ব্যক্তি বস্তু প্রভৃতিকে হারাবার ফলে মানসিক যন্ত্রণা বা দুঃখ। [সং. √ শুচ্ + অ]। ̃ গাথা, ̃ সংগীত বি. শোকপ্রকাশক গান, elegy. ̃ গ্রস্ত বিণ. শোক ভোগ করছে এমন। স্ত্রী. ̃ গ্রস্তা। ̃ চ্ছবি বি. 1 যে-ছবিতে শোক প্রকাশিত হচ্ছে; 2 শোকের প্রতিমূর্তি। ̃ জর্জর, ̃ জীর্ণ, ̃ তপ্ত বিণ. শোকে কাতর। ̃ ব্যঞ্জক বিণ. শোক প্রকাশ করে এমন। শোকাকুল, শোকাতুর, শোকার্ত বিণ. শোকে কাতর। শোকানল, শোকাগ্নি বি. শোকের যন্ত্রণা; তীব্র শোক। শোকাবহ বিণ. শোকজনক (শোকাবহ পরিণাম)। শোকাবেগ, শোকোচ্ছ্বাস বি. শোকের প্রাবল্য। 43)
শোচন, শোচনা
(p. 784) śōcana, śōcanā বি. শোক করা, বিলাপ, অনুতাপ (তু. অনুশোচনা)। [সং. √ শুচ্ + অন, + আ]। শোচনীয়, শোচ্য বিণ. দুঃখজনক, শোকের যোগ্য বা বিষয়ীভূত। 44)
সমুত্-কীর্ণ
(p. 814) samut-kīrṇa বিণ. বিশেষভাবে বা সম্যক ক্ষোদিত (অশোকের বাণী স্তম্ভগাত্রে সমুত্কীর্ণ)। [সং. সম্ + উত্কীর্ণ]। 10)
সময়
(p. 808) samaẏa বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 1 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। ̃ নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. ̃ নিষ্ঠা। সময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে ('ভেঙে পড়ে সময়-সময়': বিষ্ণু.)। ̃ সারণি বি. সময়জ্ঞাপক নির্ঘণ্ট বা তালিকা, timetable. ̃ সেবী (-বিন্), ̃ সেবক বিণ. সময় বুঝে স্বীয় মত ও কর্মপ্রণালীর পরিবর্তন করে এমন, সুবিধাবাদী। সময়ান্তর বি. ভিন্ন সময়। সময়াভাব বি. সময়ের অভাব। সময়োচিত, সময়োপ-যোগী (-গিন্) বিণ. বিশেষ এক সময়ের পক্ষে উচিত বা উপযুক্ত (সময়োচিত পদক্ষেপ)। 60)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535218
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140689
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731000
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943175
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us