Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিষয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিষয় এর বাংলা অর্থ হলো -

(p. 627) biṣaẏa বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্হান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)।
[সং. বি + √ সি + অ]।
আশয় বি. ধনসম্পত্তি।
ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)।
কর্ম
বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ।
জ্ঞান
বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান।
তৃষ্ণা,বাসনা,লালসা
বি. ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ।
পরায়ণ
বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী।
বস্তু
বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)।
বিতৃষ্ণা,বৈরাগ্য
বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য।
বুদ্ধি
বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি।
সূচি
বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা।
বিষয়ান্তর বি. অন্য বিষয়।
বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ।
বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী।
বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়।
বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বৈশাখি
বৈভাষিক
(p. 644) baibhāṣika বিণ. বৈকল্পিক। বি. বৌদ্ধ দর্শনের মতবিশেষ। [সং. বিভাষা + ইক]। 50)
বনাশ্রয়
বেড়া1
(p. 633) bēḍ়ā1 ক্রি. বেষ্টন করা, ঘেরা (ঘোলা জল বাড়িটাকে বেড়ে আছে)। বি. বেষ্টন; যার দ্বারা বেষ্টন করা বা ঘেরা হয়, বেষ্টনী (বেড়া ভাঙা)। বিণ. বেষ্টনকারী, যা ঘিরে রাখে (বেড়া আগুন, বেড়াজাল)। [প্রাকৃ. বেঢ়্ ( সং. বেষ্ট্) + বাং. আ]। 153)
বিভা
(p. 621) bibhā বি. 1 প্রভা, দীপ্তি, কিরণ ('তোমার নয়নে দিব্য বিভা': রবীন্দ্র); 2 সৌন্দর্য। [সং. বি + √ ভা + অ + আ]। ̃ কর, ̃ বসু বি. সূর্য। 29)
বর্ষানো
(p. 580) barṣānō ক্রি. বি. বর্ষণ করা। [সং. √ বৃষ্ + বাং. আনো]। 141)
বিধি
(p. 616) bidhi বি. 1 বিধান, নিয়ম, ব্যবস্থা (সরকারি বিধি, পূজাবিধি); 2 উপায়, প্রণালী, ক্রম (কার্যবিধি); 3 ভাগ্য, দৈব (বিধির বিধান, বিধির বিড়ম্বনা); 4 বিধানকর্তা, ঈশ্বর ('বিধির বাঁধন কাটবে তুমি': রবীন্দ্র)। [সং. বি + √ ধা + ই]। ̃ জ্ঞ বিণ. শাস্ত্রীয় বিষয়ে অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্রীয় বিধি বা নিয়মাদি জানে এমন। ̃ নির্দিষ্ট বিণ. ভাগ্যের দ্বারা স্থিরীকৃত। ̃ নিষেধ বি. নিয়মের বন্ধন; নিয়মকানুন। ̃ বদ্ধ বিণ. নিয়মবদ্ধ, নির্দিষ্ট নিয়মানুযায়ী, যথাবিধি। ̃ বহির্ভূত বিণ. নিয়ম বা ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় এমন; নিয়মবিরুদ্ধ; বেআইনি। ̃ বিড়ম্বনা বি. ভাগ্যের ছলনা। ̃ ভঙ্গ বি. নিয়মভঙ্গ। ̃ মতো বিণ. বিধান বা নিয়ম-অনুযায়ী, যথাবিহিত (বিধিমতো শাস্তি)। ̃ লিপি বি. ভাগ্যের লিখন; ভাগ্য (বিধিলিপি কে খণ্ডাতে পারে?)। ̃ শাস্ত্র বি. 1 স্মৃতিশাস্ত্র; 2 ব্যবহারশাস্ত্র, আইন। ̃ সংগত, ̃ সম্মত বিণ. শাস্ত্রীয় বিধানানুযায়ী; নিয়মানুযায়ী। 20)
ব্রোকে়ড
(p. 652) brōkē়ḍa বি. বস্ত্রের উঁচু-উঁচু বুনটবিশেষ। [ইং. brocade]। 47)
বিস্মাপন, বিস্মায়ন
(p. 630) bismāpana, bismāẏana বি. বিস্ময় উত্পাদন। [সং. বি. + √ স্মি + ণিচ্ + অন]। 30)
বার2
(p. 600) bāra2 বি. 1 রাজসভা, দরবার ('বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়': ভা.চ.); 2 দরবারে দর্শনদান ('বার দিয়া বাঙ্গালার শেষ রাজা বসিয়াছিলেন': ব. চ.)। [ফা. দরবার]। 46)
বেকায়দা
(p. 633) bēkāẏadā বি. মুশকিল, সংকট (বেকায়দায় পড়া, বেকায়দায় ফেলা)। বিণ. কৌশল খাটানো যায় না এমন; শক্তি বা বুদ্ধির বহির্ভূত; অসুবিধাজনক। [ফা. বে + আ. কায়্দা]। 114)
বস্ত্র
বর্ণপরিচয়, বর্ণবিদ্বেষ, বর্ণবিপর্যয়, বর্ণবৈচিত্র্য, বর্ণমালা, বর্ণশ্রেষ্ঠ
বারাঙ্গনা
(p. 602) bārāṅganā বি. বেশ্যা, গণিকা। [সং. বার5 + অঙ্গনা]। 24)
বাসোপ-যোগী
বাগাড়ম্বর
(p. 591) bāgāḍ়mbara বি. ফাঁকা কথার ঘটা, বড়ো বড়ো কথা। [সং. বাচ্ + আড়ম্বর]। 61)
বদনাম, বদনেশা, বদবু, বদবুদ্ধি, বদমাশ, বদমায়েশি, বদমেজাজ, বদমেজাজি
(p. 575) badanāma, badanēśā, badabu, badabuddhi, badamāśa, badamāẏēśi, badamējāja, badamējāji দ্র বদ। 46)
বাঁটন2, বাঁটা, বাঁচানো
(p. 591) bān̐ṭana2, bān̐ṭā, bān̐cānō যথাক্রমে বাটন, বাটা ও বাটানো -র রূপভেদ। 15)
বেড়েন
(p. 633) bēḍ়ēna বি. লাঠির আঘাত, লাঠি দিয়ে আঘাত (আচ্ছা করে বেড়েন দিয়েছে, গো-বেড়েন)। [বাং. বাড়ি + আন = বাড়িয়ান বেড়েন]। 158)
বল্লম
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us