Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্রাবণী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঝুলন
(p. 339) jhulana বি. 1 দোলন; 2 ঝুলে থাকার অবস্হা; 3 শ্রীকৃষ্ণের দোলন উত্সব। [ঝুলা দ্র]। ̃ যাত্রা বি. শ্রাবণ-ভাদ্র মাসে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের দোলন উত্সব। 20)
তারিখ
(p. 375) tārikha বি. মাসের দিনসংখ্যা, দিনাঙ্ক (শ্রাবণের 1 তারিখ)। [আ. তারীখ]। 75)
ধারা2
(p. 433) dhārā2 বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ̃ কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ̃ কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ̃ ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ̃ ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ̃ জল বি. বৃষ্টি। ̃ ধর বি. মেঘ। ̃ পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ̃ বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাত্ক্ষণিক বিবরণ, running commentary. ̃ বর্ষ, ̃ বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ̃ বাহিক, ̃ বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ̃ বাহিকতা, ̃ বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ̃ বিবরণী, ̃ ভাষ্য - ধারাবর্ণনা -র অনুরূপ। ̃ যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ̃ সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ̃ সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ̃ স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান। 75)
নাগ
(p. 452) nāga বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর। [সং. √ নগ্ + অ]। স্ত্রী. নাগী, (বাং) নাগিনী। ̃ কেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃ গর্ভ বি. সিঁদূর। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা। ̃ পঞ্চমী বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজা ও নাগপূজা হয়। ̃ পাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)। ̃ পুষ্প বি. নাগকেশর ফুল। ̃ ফণী বি. ফণীমনসার গাছ, cactus. ̃ মাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী। ̃ রাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2 ঐরাবত। ̃ লোক বি. নাগদের বাসভূমি পাতাল। অষ্ট-নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ। 16)
বর্ষিত
(p. 580) barṣita বিণ. 1 অবিরাম পতিত (শ্রাবণের ধারা বর্ষিত); 2 অকাতরে বা অকুণ্ঠভাবে প্রদত্ত (আশীর্বাদ বর্ষিত)। [সং. √ বৃষ্ + ণিচ্ + ত]। 143)
বাইশ
(p. 590) bāiśa বি. বিণ. 22 সংখ্যা বা সংখ্যক। [সং. দ্বাবিংশ]। বাইশে, (আঞ্চ.) বাইশা বি. মাসের বাইশ তারিখ। বিণ. বাইশ তারিখের (বাইশে শ্রাবণ)। 17)
ভরা
(p. 658) bharā ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ̃ ট বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। বিণ. পূর্ণ, পূরিত। ̃ .ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ̃ নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ̃ .ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি। 29)
রাখি
(p. 738) rākhi বি. বিপদ থেকে রক্ষা কামনায় প্রিয়জনের মণিবন্ধে যে মঙ্গলসূত্র বেঁধে দেওয়া হয়। [সং. রক্ষী-তু. হি. রক্ষাবন্ধন]। ̃ পূর্ণিমা বি. শ্রাবণমাসের পূর্ণিমা তিথি। ̃ বন্ধন বি. শ্রাবণ-পূর্ণিমায় প্রিয়জনের হাতে রাখি বেঁধে দেওয়া। 37)
শাঙন, শাওন
(p. 773) śāṅana, śāōna বি. শ্রাবণ এর কোমল রূপ ('শাঙন গগনে ঘোর ঘনঘটা': রবীন্দ্র)। [ শ্রাবণ]। 44)
শ্রাবক
(p. 786) śrābaka বি. 1 শ্রবণকারী, শ্রোতা; 2 শিষ্য; 3 বৌদ্ধ গৃহস্হ। [সং. √ শ্রু + অক]। 64)
শ্রাবণ1
(p. 786) śrābaṇa1 বি. বাংলা বত্সরের চতুর্থ মাস। বিণ. শ্রবণানক্ষত্র সম্বন্ধীয়। [সং. শ্রবণা + অ]। শ্রাবণী, শ্রাবণিক বিণ. শ্রাবণসম্বন্ধীয়, শ্রাবণের (শ্রাবণী পূর্ণিমা)। 65)
শ্রাবণ2
(p. 786) śrābaṇa2 বিণ. শ্রবণেন্দ্রিয়জনিত; শ্রবণেন্দ্রিয়সম্বন্ধীয় (শ্রাবণ জ্ঞান)। [সং. শ্রবণ + অ]। 66)
শ্রাবিত
(p. 786) śrābita বিণ. শুনানো হয়েছে এমন। [সং. √ শ্রু + ণিচ্ + ত]। 67)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614759
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227931
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839864
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098930
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916359
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719475
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649156

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us