Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্রোণ্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-ভাষণ
(p. 50) abhi-bhāṣaṇa বি. (সভায় উপস্হিত শ্রোতাদের উদ্দেশে) বক্তৃতা, address; সম্ভাষণ। [সং. অভি + ভাষণ]। 107)
অশ্রবণ
(p. 67) aśrabaṇa বি. কানে না শোনা, বধিরতা। বিণ. কর্ণহীন; শ্রবণশক্তিহীন। [সং. ন + শ্রবণ]। অশ্রবণীয় বিণ. শোনা উচিত নয় এমন, অশ্রোতব্য; অশ্লীল (অশ্রবণীয় ভাষা)। 8)
অশ্রোতব্য
(p. 67) aśrōtabya বিণ. শোনা উচিত নয় এমন, শোনার অযোগ্য; অশ্লীল। [সং. ন + শ্রোতব্য]। 15)
অশ্রোত্রিয়
(p. 67) aśrōtriẏa বি. বেদ অধ্যয়ন করেনি এমন ব্রাহ্মণ। বিণ. শ্রোত্রিয়হীন, বেদজ্ঞ ব্রাহ্মণবিহীন। [সং. ন + শ্রোত্রিয়]। 16)
উপ-স্হিত
(p. 133) upa-shita বিণ. 1 আগত, সমাগত, হাজির (উপস্হিত শ্রোতারা সকলেই বক্তৃতার প্রশংসা করলেন); 2 বর্তমান (উপস্হিত কাল); 3 আসন্ন (উপস্হিত বিপদ); 4 বিদ্যমান (উপস্হিত থাকা)। [সং. উপ + √ স্হা + ত]। ̃ বক্তা (-ক্তৃ) বি. আগে থেকে প্রস্তুত না হয়েও যিনি বক্তৃতা করতে পারেন। ̃ বুদ্ধি বি. প্রত্যুত্পন্নমতিত্ব; ঠাণ্ডা মাথায় পরিস্হিতির মোকাবিলা করতে পারার ক্ষমতা। ̃ মতো বিণ. ক্রি-বিণ. প্রয়োজনানুসারে; সময়মতো (উপস্হিতমতো ব্যবস্হা করা যাবে)। উপ-স্হিত বি. 1 সমাগম; হাজিরা; 2 বিদ্যমানতা। 77)
এনকোর
(p. 146) ēnakōra বি. (অভিনয় নৃত্যগীত প্রভৃতি শিল্পকলা) আবার দেখাবার বা শোনাবার জন্য অনুরোধ; আবার আবার; বাহবা (শ্রোতারা তাঁর বক্তৃতা শুনে এনকোর দিতে লাগল)। [ফা. encore (মূল উচ্চারণ অঁকর্। কিন্তু শব্দটির ইংরেজি উচ্চারণ অনুসারে এনকোর বাংলায় প্রচলিত হয়েছে]। 59)
ছান্দস
(p. 304) chāndasa বি. বেদাধ্যায়ী, বেদশিক্ষক; শ্রোত্রিয়। বিণ. বৈদিক (ছান্দস প্রয়োগ); 2 ছন্দসম্বন্ধীয়। [সং. ছন্দস্ + অ]। 29)
জীবন
(p. 326) jībana বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান - জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা। 21)
প্যালা
(p. 534) pyālā বি. 1 গাইয়ে-বাজিয়েদের জন্য শ্রোতাদের দেওয়া পুরস্কার বা দর্শনী; 2 ঠেকনো, prop. [দেশি]। 90)
বক্তৃতা
(p. 573) baktṛtā বি. 1 (সমবেত শ্রোতার সামনে) ভাষণ; 2 বাগ্বিন্যাস; 3 বাক্পটুতা। [সং. বক্তৃ + তা]। 27)
বক্রোক্তি
(p. 573) bakrōkti বি. 1 শ্লেষপূর্ণ বা বিদ্রুপাত্মক বাক্য; 2 টিটকারি; 3 তির্যক মন্তব্য; 4 প্রচ্ছন্ন নিন্দাবাদ; 5 কাব্যালংকারবিশেষ-এতে বক্তা যে অর্থে কথা বলে শ্রোতা সেই অর্থে গ্রহণ না করে অন্য অর্থে গ্রহণ করে। [সং. বক্র + উক্তি]। 32)
মাধুর্য
(p. 692) mādhurya বি. 1 মাধুরী, মধুরতা মনোহারিতা, সৌন্দর্য; 2 (অল.) কাব্যের যে গুণে পাঠক বা শ্রোতার হৃদয় দ্রবীভূত হয়। [সং মধুর + য]। 138)
শ্রাবক
(p. 786) śrābaka বি. 1 শ্রবণকারী, শ্রোতা; 2 শিষ্য; 3 বৌদ্ধ গৃহস্হ। [সং. √ শ্রু + অক]। 64)
শ্রোণি, শ্রোণী
(p. 789) śrōṇi, śrōṇī বি. নিতম্ব, পাছা। [সং. √ শ্রোণ্ + ই, ঈ]। 9)
শ্রোতব্য
(p. 789) śrōtabya বি. শোনার যোগ্য, শ্রবণীয়; শ্রবণ করতে হয় এমন। [সং. √ শ্রু + তব্য]। 10)
শ্রোতা
(p. 789) śrōtā (-তৃ) বিণ. বি. শ্রবণকারী। [সং. √ শ্রু + তৃ]। শ্রোতৃ-বর্গ, শ্রোতৃ-মণ্ডল, শ্রোতৃ-মণ্ডলী বি. শ্রোতারা, শ্রোতার দল, audience. 11)
শ্রোত্র
(p. 789) śrōtra বি. 1 শ্রবণেন্দ্রিয়, কান; 2 বেদ, শ্রুতি। [সং. √ শ্রু + ত্র]। 12)
শ্রোত্রিয়
(p. 789) śrōtriẏa বি. 1 বেদজ্ঞ ব্রাহ্মণ; 2 অকুলীন ব্রাহ্মণের শাখাবিশেষ। [সং. শ্রোত্র + ইয়]। 13)
সমঝ, সমজ
(p. 808) samajha, samaja বি. 1 বুদ্ধি, বোধ; বিবেচনা; 2 উপলব্ধি। [হি. সমঝ্]। ̃ দার বিণ. 1 উপলব্ধি করতে সমর্থ, রসজ্ঞ; 2 বোঝে এমন (সমঝদার শ্রোতা)। [হি. সমঝ্ + ফা. দার]। সমঝা, সমজা ক্রি. সমঝানো। সমঝানো, সমজানো ক্রি. 1 ক্রি. 1 বোঝা; 2 বুঝানো, উপলব্ধি করানো (সমঝে দেওয়া); 3 সতর্ক বা শাসন করা। বি. বিণ. উক্ত অর্থে। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535178
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140647
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730953
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us