Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্রোত্র এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শ্রোত্র এর বাংলা অর্থ হলো -

(p. 789) śrōtra বি. 1 শ্রবণেন্দ্রিয়, কান; 2 বেদ, শ্রুতি।
[সং. √ শ্রু + ত্র]।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শিম
শামা1
(p. 773) śāmā1 বি. প্রদীপ, বাতি। [আ.]। ̃ দান বি. শেজ, দীপাধার। শামাপোকা দ্র শ্যামা2। 75)
শতরঞ্চি
(p. 769) śatarañci বি. পেতে বসার উপযোগী মোটা সুতোয় তৈরি বড়ো রঙিন চাদরবিশেষ। [আ. শত্রঞ্জী]। 21)
শ্রৌত
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
শুলফা, (কথ্য) শুলফো
(p. 783) śulaphā, (kathya) śulaphō বি. মৌরিজাতীয় সুগন্ধি শাক বা তার বীজ। [সং. শতপুষ্পা-তু. হি. সৌঁফ্]। 7)
শাখা
(p. 773) śākhā বি. 1 গাছের ডাল; 2 বাহু; 3 অংশ (রাজবংশের শাখা); 4 গ্রন্হাদির যে-কোনো অংশ; 5 বৃহত্ বস্তু বা বিষয় থেকে উত্পন্ন অপেক্ষাকৃত ক্ষুদ্র বস্তু বা বিষয় (শাখানদী); 6 অংশ, একদেশ (নানা শাখায় বিভক্ত ভাষা)। [সং. √ শাখ্ + অ + আ]। ̃ চ্যুত বিণ. গাছের ডাল থেকে পতিত (শাখাচ্যুত পক্ষীশাবক)। ̃ ধ্যায়ী (-য়িন্) বি. বেদের যে-কোনো শাখা অধ্যয়নকারী। ̃ নদী বি. বড়ো নদী থেকে উত্পন্ন ছোটো নদী। ̃ প্রসারী (-রিন্) বিণ. নানা শাখায় বিস্তার লাভ করে এমন। ̃ মৃগ বি. বাঁদর। ̃ স্তরাল বি. গাছের ডালের আড়াল। শাখী (-খিন্) বি. বৃক্ষ। বিণ. ডালবিশিষ্ট। 41)
শ্রোত্র
(p. 789) śrōtra বি. 1 শ্রবণেন্দ্রিয়, কান; 2 বেদ, শ্রুতি। [সং. √ শ্রু + ত্র]। 12)
শেয়াকুল
শক্ত1
শোথ
(p. 784) śōtha বি. জল সঞ্চয়হেতু দেহের ফোলা রোগ, dropsy. [সং. √ শু + থ]। 48)
শলি, (বর্জি.) শলী
(p. 772) śali, (barji.) śalī বি. ধান বা অনুরূপ শস্যের পরিমাণ। [সং. শুল্ব]। 30)
শরাব, শবারি
(p. 772) śarāba, śabāri বি. মদ, সূরা। [আ. শরাব্]। 14)
শৃঙ্খল
(p. 783) śṛṅkhala বি. 1 শিকল, নিগড় (শৃঙ্খলবদ্ধ হস্ত); 2 বন্ধন। [সং. শৃঙ্গ + √ স্খল্ + অ]। 27)
শামা2, শামি, শাঁপি
(p. 773) śāmā2, śāmi, śām̐pi বি. মুদগরাদির লোহায় মোড়া মুখ, মুগুর গদা প্রভৃতির মুখে যে লোহার আবরণ থাকে। [সং. শম্ব]। 76)
শাঙন, শাওন
(p. 773) śāṅana, śāōna বি. শ্রাবণ এর কোমল রূপ ('শাঙন গগনে ঘোর ঘনঘটা': রবীন্দ্র)। [ শ্রাবণ]। 44)
শাট
(p. 773) śāṭa বি. পোশাক (লম্বশাটপটাবৃত)। [সং. √ শাট্ + অ]। স্ত্রী. শাটী, শাটিকা। 47)
শোধক
(p. 784) śōdhaka বিণ. 1 শোধনকারী; 2 সংশোধনকারী, সংস্কারক। [সং. √ শুধ্ + অক]। 50)
শ্রোতব্য
(p. 789) śrōtabya বি. শোনার যোগ্য, শ্রবণীয়; শ্রবণ করতে হয় এমন। [সং. √ শ্রু + তব্য]। 10)
শিক্ষয়িতা
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072555
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768134
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365545
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720874
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697733
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594420
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544645
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542203

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন