Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংস্কারবিশেষ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কর্ণ৩
(p. 167) karṇa3 বি. শ্রবণেন্দ্রিয়, কান। [সং. √ কর্ণি + অ]। ̃ কুহর, ̃ বিবর, ̃ রন্ধ্র বি. কানের ছিদ্র বা ফুটো। ̃ গোচর বিণ. শ্রুত, কানে এসেছে বা শোনা গেছে এমন (কথাটা তাঁর কর্ণগোচর হয়নি)। ̃ পট, ̃ পটহ বি. শ্রবণযন্ত্রের সূক্ষ্ম ঝিল্লি যাতে আঘাত লাগলে ধ্বনি শ্রুত হয়। ̃ পথ বি. কানের মধ্যে শব্দ ঢোকার পথ, কর্ণকুহর। ̃ পাত বি. শ্রবণ; কান দেওয়া(অপরের কথায় কর্ণপাত না করা)। ̃ বেধ বি. কানে অলংকার পরবার জন্য কান ছিদ্র করার সংস্কারবিশেষ। ̃ মল বি. কানের ময়লা, কানের খোল। ̃ মূল বি. কানের গোড়া। ̃ শূল বি. কানের প্রদাহ বা যন্ত্রণা। কর্ণাভরণ বি. কানের গয়না। 54)
গন্ধাধি-বাস, গন্ধাধি-বাসন
(p. 240) gandhādhi-bāsa, gandhādhi-bāsana বি. পূজায় বা বিবাহাদি শুভকার্যে গন্ধদ্রব্যাদির দ্বারা কৃত সংস্কারবিশেষ। [সং. গন্ধ + অধিবাস, অধিবাসন]। 21)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
চূড়া
(p. 294) cūḍ়ā বি. 1 শিখর, শীর্ষদেশ, শৃঙ্গ (পর্বতচূড়া, বৃক্ষচূড়া, কৃতিত্বের চূড়ায় আরোহণ করা); 2 মুকুট; 3 ঝুঁটি, টিকি (মাথায় চূড়া বাঁধা); 4 সংস্কারবিশেষ (চূড়াকরণ); 5 শ্রেষ্ঠ, প্রধান, অলংকারস্বরূপ ব্যক্তি (বংশের চূড়া)। [সং. √চূড়্ + অ + আ]। ̃ করণ, ̃ কর্ম বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের প্রাচীন সংস্কারবিশেষ, যাতে মাথা মুড়িয়ে মাথার মাঝখানে একগোছা চুল রেখে দেওয়া হয়। ̃ ন্ত বি. শেষ বা চরম পরিণতি (এই ব্যাপারের চূড়ান্ত দেখতে চাই; অপমানের চূড়ান্ত)। বিণ. চরম (চূড়ান্ত অপমান)। ̃ মণি বি. 1 মুকুটে বা মাথায় পরার রত্ন; 2 সংস্কৃত পণ্ডিতদের উপাধিবিশেষ; 3 (আল.) শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (সমাজের চূড়ামণি)। ̃ মণি-যোগ বি. নির্দিষ্ট দিনে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ উপলক্ষ্যে গঙ্গাস্নানের যোগ। 36)
জাত৩
(p. 321) jāta3 বিণ. 1 জন্মেছে এমন (সদ্যোজাত); 2 উত্পন্ন (ক্ষেত্রজাত)। বি. 1 জন্ম (জাতকর্ম); 2 সমূহ (দ্রব্যজাত)। [সং. √ জন্ + ত]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. হিন্দু শিশুর জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ। ̃ কোপ, ̃ ক্রোধ বি. আজন্মকাল ধরে ক্রোধ, বহু পুরোনো ও তীব্র ক্রোধ। বিণ. দীর্ঘকাল ধরে ক্রুদ্ধ। ̃ পত্র বি. কোষ্ঠী, জন্মপত্রিকা। ̃ পুত্র বিণ. যার পুত্র জন্মেছে, পুত্রবান। ̃ বেদা, ̃ বেদাঃ (-দস্) বি. অগ্নিদেব।̃ মাত ্র ক্রি-বি জন্মের সঙ্গে সঙ্গে বিণ.ণ. সদ্যোজাত। ̃ শত্রু বি. আজন্ম শত্রু। বিণ. (যার) অনেক শত্রু জন্মেছে এমন। 8)
দশা
(p. 401) daśā বি. 1 অবস্হা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা); 2 ধরন, গতিক (মনের দশা); 3 প্রদীপের পলতে বা সলতে; 4 মানুষের মনের দশ অবস্হা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ; 5 মানবজীবনের দশ অবস্হা-গর্ভবাস জন্ম বাল্য ও কৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্হবিরতা জরা প্রাণরোধ মৃত্যু; 6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্হানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা); 7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি); 8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব; 9 সমাধি, ভাবাবেশ; 1 বস্ত্রের প্রান্ত। [সং. √ দন্শ্ + অ + আ]। দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্হ বা সমাধিস্হ হওয়া। দশাবিপর্যয়, ̃ স্তর বি. দুরবস্হা, দুর্দশা। 11)
নত্তা
(p. 444) nattā বি. নবজাতকের জন্মের নবম দিনে পালনীয় হিন্দু সংস্কারবিশেষ ('নত্তা কৈল নয় দিনে': ক. ক.)। [দেশি]। 50)
পুং2
(p. 523) pu2 বি. (অন্য শব্দ বা প্রত্যয়ের পূর্বে পুম্স্-শব্দের রূপ) পুরুষ প্রাণী। বিণ. পুরুষ, পুরুষজাতীয় (পুংলিঙ্গ, পুংকেশর)। [সং. পুম্স্]। ̃ কেশর বি. ফুলের যে অংশে পরাগ জন্মে, stamen. ̃ গব-পুঙ্গব দ্র। ̃ বাচক বিণ. পুরুষ বোঝায় এমন। ̃ লিঙ্গ বি. 1 (ব্যাক.) শব্দের পুরুষবাচকতা; 2 লিঙ্গ, পুরুষের জননেন্দ্রিয়। বিণ. পুরুষবাচক (পুংলিঙ্গ শব্দ)। পংশ্চলী বি. (স্ত্রী.) 1 বেশ্যা; 2 কুলটা। পুংশ্চিহ্ন বি. পুরুষের শিশ্ন ও অন্যান্য দৈহিক লক্ষণ যেমন গোঁফদাড়ি। ̃ সন্তান বি. ছেলে। ̃ সবন বি. গর্ভিণীর দ্বিতীয় বা তৃতীয় মাসে পুত্রসন্তান কামনায় পালনীয় সংস্কারবিশেষ। ̃ স্কোকিল বি. পুরুষ কোকিল। ̃ স্ত্ব বি. 1 পুরুষত্ব; 2 বীর্য; 3 (ব্যাক.) শব্দের পুংলিঙ্গবাচকতা। 17)
বর্ধাপন
(p. 580) bardhāpana বি. 1 নবজাতকের নাড়িচ্ছেদনের সংস্কারবিশেষ; 2 জন্মদিনে মঙ্গলকামনায় অনুষ্ঠানবিশেষ; 3 জয়ন্তী, জয়ন্তী উত্সব। [সং. বৃদ্ধি + ই + অন (প্ আগম)]। 126)
মূর্ছনা
(p. 712) mūrchanā বি. 1 সংগীতের স্বরগ্রামের আরোহ বা অবরোহের ক্রম; 2 সুরের সুমধুর কম্পনবিশেষ; 3 আয়ুর্বেদীয় ওষুধের সংস্কারবিশেষ। [সং. √ মুর্ছ + অন + আ]। 70)
সীমন্ত
(p. 834) sīmanta বি. 1 সিঁথি, কেশবীথি; 2 মাথা, মস্তক। [সং. সীমন্ + অন্ত (নি.)]। ̃ ক বি. সিঁদুর। ̃ সীমা বি. সিঁথির প্রান্ত ('সীমন্তসীমায় মঙ্গল সিন্দূরবিন্দু': রবীন্দ্র)। সীমন্তিত বিণ. সীমন্তযুক্ত, সিঁথি-কাটা। সীমন্তিনী বি. 1 সিঁথিতে এয়োতির চিহ্নস্বরূপ সিন্দূরযুক্তা রমণী, সধবা নারী; 2 নারী ('কী বলিতে চাহ মোরে প্রণয়বিধুরা সীমন্তিনী মোর': রবীন্দ্র); 3 বধূ। সীমন্তোন্নয়ন বি. গর্ভিণীর চতুর্থ বা ষষ্ঠ মাসে কৃত্য হিন্দুসংস্কারবিশেষ। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534521
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140031
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730160
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942325
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883432
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838406
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696568
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us