Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সদ্য। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকৌশল
(p. 4) akauśala বি. 1 কৌশলের অভাব, অপটুতা; 2 (বাং. অপ্র.) অসদ্ভাব, বিরোধ, মন কষাকষি। [সং. ন+কৌশল]। 10)
অনাত্মীয়
(p. 24) anātmīẏa বি. বিণ. 1 আত্মীয় বা সম্পর্কযুক্ত নয় এমন (ব্যক্তি); 2 শত্রু; 3 আত্মীয় নেই এমন, আত্মীয়হীন। [সং. ন + আত্মীয়]। ̃ তা বি. আত্মীয়হীনতা; অসদ্ভাব; আত্মীয়তার অভাব। স্ত্রী. অনাত্মীয়া। 14)
অপ-জাত
(p. 34) apa-jāta বিণ. কুলোচিত সদ্গুণাবলি থেকে বা পূর্বের উত্কর্ষ বা উচ্চ মান থেকে বিচ্যুত, হীনাবস্হাপ্রাপ্ত, degenerate. [সং. অপ + জাত]। বি. আপজাত্য। 85)
অপ্রীতি
(p. 43) aprīti বি. প্রীতির অভাব; মনোমালিন্য; অসদ্ভাব; বিরাগ। [সং. ন + প্রীতি]। ̃ কর বিণ. বিরক্তিকর। ̃ ভাজন বিণ. বিরক্তিভাজন। 12)
অবনি-বনা, অবনি-বনাও
(p. 45) abani-banā, abani-banāō বি. (মতের) অমিল, অনৈক্য; অসস্প্রীতি, সদ্ভাব বা মিলমিশের অভাব। [বাং. অ + হি. বনিবনাও]। 4)
অভাব
(p. 50) abhāba বি. 1 না থাকা (টাকার অভাবে কাজটা করা গেল না, তোমার অভাব আমরা অনুভব করছি); 2 অনটন, টানাটানি; দরিদ্র (তাদের সংসারে বড়ই অভাব চলছে, অভাবের সংসার); 3 অসদ্ভাব, অ-ভাব। [সং. ন + √ ভূ +অ]। ̃ .গ্রস্ত বিণ. দরিদ্র, টানাটানির মধ্যে রয়েছে এমন। ̃ .পূরণ বি. দারিদ্র দূর করা। অভাবে স্বভাব নষ্ট অনটনের চাপে সত্পথ থেকে বিচ্যুত হওয়া। 61)
অভ্যগ্র
(p. 55) abhyagra বিণ. 1 আসন্ন; নিকটবর্তী; সম্মুখবর্তী ('হে আমার অভ্যগ্র পদধ্বনি': শরত্); 2 সদ্য ঘটে গেছে এমন; 3 অভিনব। [সং. অভি + অগ্র]। 11)
অরণ
(p. 61) araṇa বি. 1 সূর্যের সারথি, গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা; 2 সদ্য - উদিত সূর্য; 3 উষাকালীন বা সন্ধ্যাকালীন সূর্যের দীপ্তি; 4 রক্তের বর্ণ। বিণ. রক্তবর্ণবিশিষ্ট; সদ্য- উদিত সূর্যের কিরণে লাল (অরুণ উষা); আরক্ত, লাল। [সং. √ ঋ + উণ]। অরুণা বিণ. (স্ত্রী.) রক্তবর্ণবিশিষ্টা। বি. গরুড়ের ভগিনী। ̃. বসন বি. লাল রঙের বস্ত্র। ̃. লোচন, ̃. নেত্র বি. রক্তচক্ষু। ̃ সারথি বি. সূর্য। অরুণিত বিণ. রক্তের রঙে রঞ্জিত, লাল রঙে রাঙানো। অরুণিম বিণ. লাল আভাবিশিষ্ট। অরুণিমা বি. (স্ত্রী.) লালচে আভা; রক্তিমা। অরুণোদয় বি. সূর্যোদয়ের পূর্বমুহূর্ত, উষা। 15)
অসংস্হান
(p. 67) asaṃshāna বি. সংস্হান না থাকা, অপ্রতুল, অভাব; অসদ্ভাব। [সং. ন + সংস্হান]। 49)
অসদ্-বুদ্ধি, অসদ্বুদ্ধি
(p. 67) asad-buddhi, asadbuddhi বি. কুবুদ্ধি, সদ্বুদ্ধির অভাব, মন্দ কাজ করার মতলব বা বুদ্ধি। বিণ. (বিরল) কুবুদ্ধিপূর্ণ। [সং. অসত্ + বুদ্ধি] 69)
অসদ্-ব্যবহার, অসদ্ব্যবহার
(p. 67) asad-byabahāra, asadbyabahāra বি. অভদ্র বা মন্দ ব্যবহার, মন্দ আচরণ; দুর্ব্যবহার। [সং. অসত্ + ব্যবহার]। 71)
অসদ্-ভাব, অসদ্ভাব
(p. 67) asad-bhāba, asadbhāba বি. 1 মনোমালিন্য (প্রতিবেশীদের মধ্যে অসদ্ভাব); কলহ; 2 অভাব; অবিদ্যমানতা। [সং. অসত্ + ভাব]। 72)
অসদ্বুদ্ধি
(p. 67) asadbuddhi দ্র অসদ্বুদ্ধি। 76)
অসদ্ব্যবহার
(p. 67) asadbyabahāra দ্র অসদ্ব্যবহার। 77)
অসদ্ভাব
(p. 67) asadbhāba দ্র অসদ্ভাব। 78)
অসুহৃত্
(p. 72) asuhṛt বি. 1 বন্ধু নয় এমন ব্যক্তি; শত্রু; 2 (গ্রা.) অসদ্ভাব, শত্রুতা। [সং. ন + সুহৃত্]। 20)
অসৌহার্দ, অসৌহার্দ্য, অসৌহৃদ্য
(p. 73) asauhārda, asauhārdya, asauhṛdya বি. বন্ধুত্বের অভাব; অসদ্ভাব; শত্রুতা। [সং. ন + সৌহার্দ, সৌহৃর্দ্য]। 3)
আঁতাঁত
(p. 79) ān̐tān̐ta বি. বিভিন্ন ব্যক্তি বা রাষ্ট্রের মধ্যে সদ্ভাব ও সহযোগিতা; মৈত্রী (অশুভ আঁতাঁত)। [ফ. entente]। 27)
আগন্তুক
(p. 82) āgantuka বি. অতিথি; নবাগত বা অপরিচিত ব্যক্তি। বিণ. 1 নবাগত, সদ্য বা হঠাত্ এসেছে এমন; 2 হঠাত্ ঘটেছে এমন (আগন্তুক বিপদ)। [সং. আ + √ গম্ + তু + ক (স্বার্থে)]। 43)
আড়ি2
(p. 85) āḍ়i2 বি. 1 আড়াল, অন্তরাল; 2 বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; 3 (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি পাতা, আড়ি মারা ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা। 99)
আপ-জাত্য
(p. 95) āpa-jātya বি. জাতীয় বা কুলোচিত গুণের অভাব বা হানি; সদ্গুণের নাশ বা সদ্গুণ থেকে বিচ্যুতি, degeneracy. [সং. অপজাত + য]। বিপ. আভি.জাত্য। 39)
আহেল, আহলে, আহেলি
(p. 111) āhēla, āhalē, āhēli বিণ. খাস; খাঁটি, অমিশ্র; নতুন, আনকোরা। [আ. আহল্]। ̃ বিলাত, ̃ বিলাতি বিণ. সদ্য বিলাত বা বিদেশ থেকে এসেছে এমন। 32)
কড়2, কড়া
(p. 158) kaḍ়2, kaḍ়ā বি. মুকুল থেকে সদ্য যে কচি ফল বেরিয়েছে; ফলের গুটি, অপুষ্ট কচি ফল (আমের কড়া, কুমড়োর কড়া)। [সং. কলি=কড়ি]। 17)
কপোত
(p. 163) kapōta বি. পায়রা। [সং. ক (=বায়ু) + পোত]। বি. (স্ত্রী.) কপোতী। ̃ পালি বি. পাকা বাড়ির কার্নিশ। ̃ পালী, ̃ পালিকা বি. (স্ত্রী.) পায়রার খোপ। ̃ বৃত্তি বি. কপোতের আচরণ; কপোতের মতো সঞ্চয়হীন জীবিকা। বিণ. কপোতের মতো সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন; সঞ্চয়হীন বৃত্তিসম্পন্ন। কপোতারি বি. শ্যেন, বাজপাখি। কপোতেশ্বর বি. মহাদেব। 24)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535027
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730818
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943023
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883618
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603097

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us