Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সনাতন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাম
(p. 2) akāma বিণ. নিষ্কাম, বাসনাশূন্য, কাম বা ভোগবাসনা নেই এমন; 2 জিতেন্দ্রিয়। [সং.ন+কাম]। বি (আঞ্চ.)
অকালি
(p. 3) akāli বি. শিখসম্প্রদায়বিশেষ (এরা ঈশ্বরোপাসনাকালে অকালপুরুষকে অর্থাত্ অবিনশ্বর আত্মাকে ভজনা করে)। 8)
অনভি-লষণীয়
(p. 23) anabhi-laṣaṇīẏa বিণ. অবাঞ্ছনীয়, অকাম্য। [সং. ন+অভিলষণীয়]। অনভি-লষিত বিণ. অবাঞ্ছিত, যা চাওয়া হয়নি। অনভি-লাষ বি. অনিচ্ছা; অভিলাষ বা বাসনার অভাব। অনভি-লাষী (-ষিন্) বিণ. অভিলাষী নয় বা ইচ্ছুক নয় এমন। 17)
অভি-লাষ
(p. 50) abhi-lāṣa বি. 1 বাসনা, কামনা, ইচ্ছা; লোভ; 2 অনুরাগ। [সং. অভি + √ লষ্ + অ]। অভি-লষণীয় বিণ. কামনা বা বাসনার যোগ্য, স্পৃহণীয়। অভি-লষিত বিণ. বাঞ্ছিত, প্রার্থিত, চাওয়া হয়েছে এমন। অভি-লাষী (-ষিন্) বিণ. ইচ্ছুক, কামনা করে এমন, পেতে চায় এমন। স্ত্রী. অভি-লাষিণী। 124)
আরাধন, আরাধনা
(p. 104) ārādhana, ārādhanā বি. 1 উপাসনা, পূজা (দেবতার আরাধনা); 2 প্রার্থনা। [সং. আ + √রাধ্ + অন, + আ]। আরাধনীয় বিণ. উপাসনার যোগ্য। আরাধিত বিণ. আরাধনা বা পূজা করা হয়েছে এমন। আরাধ্য বিণ. পূজার যোগ্য, আরাধনীয়। আরাধ্য-মান বিণ. পূজিত হচ্ছে এমন। 19)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
উপ-রত
(p. 133) upa-rata বিণ. 1 নিবৃত্ত, বিরত; 2 মৃত; 3 বিগত। [সং. উপ + √ রম্ + ত]। উপ-রতি বি. 1 বৈরাগ্য; 2 কামনাবাসনার নিবৃত্তি; 3 মৃত্যু। 36)
উপাসন, উপাসনা
(p. 133) upāsana, upāsanā বি. 1 আরাধনা, ভজনা, পূজা; 2 ভগবত্-চিন্তা; 3 উপকার-প্রত্যাশায় অপরের সেবা বা মনস্তুষ্টি বা সন্তোষসাধনের চেষ্টা। [সং. উপ + √ আস্ + অন, অ]। উপাসক বিণ. বি. উপাসনাকারী (সৌন্দর্যের উপাসক, ঈশ্বরের উপাসক, অর্থের উপাসক)। স্ত্রী. উপাসিকা। উপাসিত বিণ. উপাসনা করা হয়েছে এমন। 111)
উপাস্য
(p. 133) upāsya বিণ. উপাসনার যোগ্য, ভজনা বা আরাধনা করা উচিত এমন, আরাধ্য (উপাস্য দেবতা)। [সং. উপ + √ আস্ + য]। ̃ মান বিণ. উপাসিত বা পূজিত হচ্ছে এমন। 113)
এবাদত, ইবাদত
(p. 148) ēbādata, ibādata বি. প্রার্থনা, উপাসনা। [আ. ইবাদত্]। ̃ খানা বি. প্রার্থনাগৃহ, উপাসনার স্হান; মোগল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্মচর্চার গৃহ। [আ. ই'বাদত্ + ফা. খানা]। 10)
কমিশনার
(p. 164) kamiśanāra বি. 1 শাসনাঞ্চলের বা বিভাগের প্রশাসক; 2 মিউনিসিপ্যালিটি বা পৌরসংঘের সদস্য; 3 অনুসন্ধান সমিতি বা তদন্ত কমিটির সদস্য। [ইং. commissioner]। 61)
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
ক্লোম
(p. 217) klōma (-মন্) বি. 1 পিত্তকোষ; 2 মূত্রাশয়; 3 ফুসফুস, lungs. [সং. √ ক্লু + মন্]। ̃ নালিকা বি শ্বাসনালী, wind pipe (বি. প.)। ̃ শাখা বি. শ্বাসনালীর প্রধান শাখাদ্বয়ের যেকোনোটি, bronchus (বি.প.)। 5)
গির্জা
(p. 250) girjā বি. খ্রিস্টানদের ধর্মমন্দির বা উপাসনালয়। [পো. igreja]। 4)
চার্চ
(p. 281) cārca বি. গির্জা, খ্রিস্টানদের উপাসনামন্দির। [ইং. church]। 157)
জড়োপাসক
(p. 312) jaḍ়ōpāsaka বিণ. জড়প্রকৃতি অর্থাত্ নদী বৃক্ষ প্রভৃতি অচেতন পদার্থের উপাসনাকারী। [সং. জড় + উপাসক]। 36)
তন্ত্র
(p. 367) tantra বি. 1 সাধনপ্রণালীপ্রধান শাস্ত্রবিশেষ; শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্র বা উপাসনাবিধি (তন্ত্রবিদ্যা, তন্ত্রশাস্ত্র); 2 বেদের শাখাবিশেষ, আগম, নিগম; 3 রাষ্ট্রশাসন পদ্ধতি (প্রজাতন্ত্র, রাজতন্ত্র); 4 বিদ্যা বা শাস্ত্র (চিকিত্সাতন্ত্র); 5 সাধনপ্রণালী, পন্হা; 6 মতবাদ (কোনো তন্ত্র মানি না, বস্তুতন্ত্র); 7 অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চতন্ত্র); 8 মন্ত্রবিদ্যা, ঝাড়ফুঁক; 9 তাঁত, বয়নযন্ত্র; 1 পশুর অন্ত্র; 11 তার (বীণাতন্ত্র)। বিণ. অধীন, আয়ত্ত, বশ (স্বতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, পরতন্ত্র)। [সং. √ তন্ + ত্র]। ̃ ধারক, ̃ ধারী বি. ধর্মীয় ক্রিয়াকর্মের অনুষ্ঠানে যে-ব্রাহ্মণ পুঁথি দেখে পুরোহিতকে মন্ত্রপাঠে সাহায্য করে। ̃ শাস্ত্র বি. শিব-শক্তি সম্বন্ধীয় শাস্ত্রবিশেষ। 17)
ত্যাগ
(p. 387) tyāga বি. 1 বর্জন, পরিহার (ধর্মত্যাগ, দেশত্যাগ); 2 ক্ষেপণ (শরত্যাগ, অস্ত্রত্যাগ); 3 বিসর্জন (প্রাণত্যাগ)। [সং. √ ত্যজ্ + অ]। ত্যাগী (-গিন্) বিণ. 1 ত্যাগকারী, যে ত্যাগ করে; 2 বিরাগী, ভোগবাসনাবিমুখ (ত্যাগী পুরুষ)। 73)
দুর্বাসনা
(p. 414) durbāsanā বি. 1 যে ইচ্ছা পূরণ করা যায় না; 2 অত্যুগ্র বাসনা ('দুর্বাসনার ডোরে': রবীন্দ্র); 3 দুরভিসন্ধি; দুষ্ট অভিপ্রায়। [সং.দুর্ + বাসনা]। 47)
দ্বৈরাজ্য
(p. 426) dbairājya বি. 1 দ্বৈতশাসনাধিন রাজ্য; 2 দ্বৈতশাসন, dyarchy. [সং. দ্বিরাজ + য]। 41)
নর্তন
(p. 447) nartana বি. নাচন, নাচ, নৃত্য ('অতি সনাতন ছন্দে, করতেছে নর্তন': রবীন্দ্র)। [সং. √ নৃত্ + অন]। নর্তিত বিণ. 1 নাচছে বা নাচানো হচ্ছে এমন; 2 আন্দোলিত। 78)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
পূরক
(p. 529) pūraka বিণ. বি. 1 পূর্ণকারক (বাসনাপূরক); 2 (জ্যামি.) যে দুটি কোণের যোগে এক সমকোণ হয় তাদের যেকোনোটি, complementary (বি. প.); 3 (পাটি.) গুণক, multiplier; 4 প্রাণায়ামকালে দেহের মধ্যে বায়ুগ্রহণ। [সং. √ পূর্ + অক]। ̃ পিণ্ড বি. হিন্দুদের মৃত্যুর দশম দিনে মৃতের উদ্দেশে প্রদেয় পিণ্ড। 14)
পূরণ
(p. 529) pūraṇa বি. 1 পূর্ণ করা বা হওয়া (বাসনাপূরণ, ক্ষতিপূরণ); 2 সমাধান (সমস্যাপূরণ); 3 বৃদ্ধি; 4 (গণি.) গুণন, multiplication. বিণ. পূর্ণকারক, পূরক। [সং. √ পূর্ + অন]। ̃ বাচক বিণ. 1 গুণবাচক, গুণনসংক্রান্ত; 2 সংখ্যার ক্রমবাচক, ordinal. 15)
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534874
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140390
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730616
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942814
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us