Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম্পাদন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অননুষ্ঠিত
(p. 22) ananuṣṭhita বিণ. অনুষ্ঠান বা সম্পাদন করা হয়নি এমন (যে সভাটি হওয়ার কথা ছিল তা আজও অননুষ্ঠিতই থেকে গেছে)। [সং. ন+অনুষ্ঠিত]। 12)
অনু-রঞ্জন
(p. 30) anu-rañjana বি. 1 তৃপ্তি বা সন্তোষ বিধান, প্রীতিসম্পাদন; মনোরঞ্জন; 2 রঞ্জিতকরণ। [সং. অনু + রন্জ্+ অন]। অনু-রঞ্জক বি. বিণ. 1। প্রীতি-উত্পাদক, আনন্দদানকারী (রাম প্রজানুরঞ্জক শাসক ছিলেন); 2 রঞ্জনকারী। অনু-রঞ্জিত বিণ. 1 অনুরাগযুক্ত; তোষিত; 2 বর্ণরঞ্জিত। 25)
অনুষ্ঠান
(p. 31) anuṣṭhāna বি. 1 আরম্ভ; উদ্যোগ; 2 ক্রিয়াকর্ম, উত্সবাদি কর্মের সম্পাদন; নির্বাহ। [সং. অনু + √ স্হা + অন]। অনুষ্ঠিত বিণ. নির্বাহিত; আচরিত; সম্পাদিত। অনুষ্ঠেয় বিণ. নির্বাহ করা উচিত বা করার যোগ্য, অনুষ্ঠানযোগ্য (প্রতিদিনের অনুষ্ঠেয় কর্ম)। 27)
অসম্পাদন
(p. 70) asampādana বি. (কোনো কাজ) না করা; অক্রিয়া, কাজের অভাব। [সং. ন + সম্পাদন]। অসম্পাদিত বিণ. করা হয়নি এমন, সম্পন্ন বা নিষ্পন্ন হয়নি এমন (অসম্পাদিত কাজ)। 29)
আনা2
(p. 94) ānā2 ক্রি. নিয়ে আসা। বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ̃ .নো ক্রি. আনয়ন করানো। বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। বিণ. অন্যের দ্বারা আনীত। 16)
আপ্যায়ন
(p. 97) āpyāẏana বি. সংবর্ধনা, অভ্যর্থনা; প্রীতি সম্পাদন; প্রীতি ও সৌজন্যসহকারে বন্ধু অতিথি ইত্যাদির অভ্যর্থনা। [সং. করেছে এমন, সংবর্ধিত, অভ্যর্থিত।] 20)
আসাদন
(p. 110) āsādana বি. 1 লাভ, প্রাপ্তি; 2 সমাগম; 3 সম্পাদন। [সং. আ + √ সাদি + অন]। আসাদিত বিণ. লব্ধ, প্রাপ্ত; কাছে এসেছে এমন; সম্পাদিত। 4)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
উদ্-যাপন
(p. 126) ud-yāpana বি. 1 সমাপন, ব্রত-সমাপন; 2 সম্পাদন; 3 নির্বাহ; 4 পালন (জন্মদিন উদ্যাপন করা)। [সং. উত্ + যাপন]। উদ্-যাপিত বিণ. সম্পন্ন বা পালন করা হয়েছে এমন। 28)
উপ-পত্তি
(p. 132) upa-patti বি. 1 যুক্তি, প্রমাণ; 2 সিদ্ধান্ত; মীমাংসা, সমাধান; 3 উত্পত্তি; 4 প্রাপ্তি; 5 সম্পাদন। [সং. উপ + √ পদ্ + তি]। 35)
উপ-পাদন
(p. 133) upa-pādana বি. 1 মীমাংসা সাধন; 2 সম্পাদন; 3 প্রতিপাদন, যুক্তির সাহায্যে সমর্থন। [সং. উপ + √ পাদি (√ পদ্ + ণিচ্) + অন]। উপপাদক বিণ. মীমাংসাকারী; সম্পাদনকারী। উপ-পাদনীয় বিণ. উপপাদনের যোগ্য; প্রতিপাদ্য; সম্পাদন করতে হবে বা করার যোগ্য এমন। উপ-পাদ্য বিণ. উপপাদনীয়। বি. (জ্যামি.) যথার্থ বলে প্রমাণ করতে হবে এমন প্রতিজ্ঞা, theorem. 7)
একাহ
(p. 145) ēkāha বি. একদিন। বিণ. একদিনের। [সং. এক + অহন্]। একাহিক বিণ. একদিনে সম্পাদন করা হয় এমন। তু. ঐকাহিক। 22)
ঐক্য-পদ্য
(p. 150) aikya-padya বি. একপদতা; বহুপদের একার্থবোধকত্ব সম্পাদন, বহুপদকে একার্থবোধক পদে পরিণত করা। [সং. একপদ + য]। 6)
করণ
(p. 167) karaṇa বি. 1 সম্পাদন; কার্য; 2 কারণ, কার্যের প্রধান সহায় বা সাধক; 3 ইন্দ্রিয়; 4 শরীর; 5 স্হান, ক্ষেত্র; 6 দফতর, অফিস (তু. মহাকরণ); 7 (ব্যাক.) ক্রিয়া সম্পাদনে সহায়ক কারকবিশেষ; 8 কায়স্হ বর্ণভুক্ত হিন্দু লিপিকর জাতিবিশেষ। [সং. √ কৃ + অন]। ̃ কারণ বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান। 4)
করা
(p. 167) karā ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]। 25)
করিয়া-কর্মিয়া, (চলিত) করেকর্মে
(p. 167) kariẏā-karmiẏā, (calita) karēkarmē ক্রি-বিণ. স্বহস্তে সম্পাদন করে; হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করে; পরিশ্রমের দ্বারা এবং চেষ্টাচরিত্র করে (ছেলেটা যাহোক করেকর্মে খাচ্ছে)। [বাং. করিয়া-কর্ম করিয়া]। 35)
কর্তা
(p. 169) kartā (-র্তৃ) বিণ. বি. 1 যিনি স্বাধীনভাবে কর্ম করেন; 2 প্রণেতা (গ্রন্হকর্তা); 3 নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); 4 গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); 5 প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); 6 প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); 7 (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী বিণ. বি. (স্ত্রী.) 1 কর্মসম্পাদনকারিণী; 2 প্রণেত্রী; লেখিকা; 3 গৃহিণী; 4 প্রভুপত্নী; 5 অধ্যক্ষা। ̃ ভজা বি. 1 আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; 2 (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য। 6)
কর্তৃ-পদ
(p. 169) kartṛ-pada বি. (ব্যাক.) বাক্যে ক্রিয়ার সম্পাদনকর্তা, বাক্যের কর্তা, nominative. [সং. কর্তৃ + পদ]। 13)
কর্মেন্দ্রিয়
(p. 169) karmēndriẏa বি. যে সমস্ত ইন্দ্রিয়ের সাহায্যে কর্ম সম্পাদন করা হয়, যথা বাক্ পাণি, পাদ, পায়ু, উপস্হ। [সং. কর্মন্ + ইন্দ্রিয়]। 33)
কল্প2
(p. 172) kalpa2 বি. 1 যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ; 2 ব্রহ্মার এক অহোরাত্র অর্থাত্ 432 কোটি বত্সর (কল্পান্তে); 3 শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প); 4 প্রলয়; 5 পূজার বিধি (কল্পারম্ভ); 6 অভিপ্রায় (রক্ষাকল্পে); 7 সংকল্প (দৃঢ়কল্প); 8 পক্ষ (মুখ্যকল্প)। [সং. √ ক্9প্ (যোগ্যতা, উত্পত্তি প্রভৃতি অর্থে) + অ]। 27)
কষ্ট
(p. 174) kaṣṭa বি. 1 দুঃখ, ক্লেশ, যন্ত্রণা (কষ্টকর, কষ্টদায়ক); 2 পরিশ্রম, আয়াস, মেহনত (কষ্টার্জিত ধন); 3 অনটন (কষ্টে আছে)। [সং. √ কষ্ + ত]। ̃ কর বিণ. যন্ত্রণাদায়ক। কষ্ট করা ক্রি. বি. পরিশ্রম করা, মেহনত করা; ক্লেশ স্বীকার করা; দুঃখ বা যন্ত্রণা ভোগ করা। ̃ কল্পনা বি. সহজসাধ্য বা স্বাভাবিক নয় এমন কল্পনা। ̃ কল্পিত বিণ. কষ্ট করে, কল্পনা করা হয়েছে এমন। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহু কষ্টে দুঃখ ভোগ করে বেঁচে থাকে বা জীবিকা অর্জন করে এমন। ̃ লভ্য বিণ. কষ্ট করে লাভ করতে হয় এমন। ̃ দায়ক বিণ. কষ্টকর, যাতে কষ্ট বা যন্ত্রণা ভোগ হয় এমন। ̃ সহ, ̃ সহিষ্ণু বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন। ̃ সাধ্য বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর। কষ্টার্জিত বিণ. বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন। 5)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
কৃতি
(p. 204) kṛti বিণ.A 1 সম্পাদন, করণ (স্বীকৃতি); 2 নির্মাণ, রচনা (কবিকৃতি); 3 সম্পাদিত কর্ম (সুকৃতি); 4 সাধনা, যত্ন (কৃতিসাধ্য)। [সং. √কৃ + তি]। ̃ স্বত্ব বি. কোনো পন্যদ্রব্য তার আবিষ্কারক বা উদ্ভাবক ভিন্ন অন্য কেউ যাতে তৈরি করতে বা বিক্রয় করতে না পারে তার জন্য আইনগত ব্যবস্হা, patent (স.প.)। 10)
জোগাড়, (বর্জি.) যোগাড়
(p. 327) jōgāḍ়, (barji.) yōgāḍ় বি. 1 সংগ্রহ (টাকার জোগাড়); 2 আয়োজন (বিয়ের জোগাড়)। [সং. যোগ + বাং. আড়]। &tilde ; যন্ত্র বি. কাজ সম্পাদনের ব্যবস্থা ও কাজের উপকরণের আয়োজন। জোগাড়ে, যোগাড়ে বিণ. 1 জোগাড় করতে পটু; 2 সাহায্যকারী। 98)
তোয়াজ
(p. 387) tōẏāja বি. 1 মনোরঞ্জন, সন্তোষসম্পাদন (সবসময় তোয়াজ করে চলতে হয়); 2 আরাম; 3 যত্ন, খাতির (তাকে বেশ তোয়াজে রেখেছে). [আ. তবাজ্জহ্]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534920
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140463
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730676
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942871
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603083

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us