Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

করিয়া-কর্মিয়া, (চলিত) করেকর্মে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  করিয়া-কর্মিয়া, (চলিত) করেকর্মে এর বাংলা অর্থ হলো -

(p. 167) kariẏā-karmiẏā, (calita) karēkarmē ক্রি-বিণ. স্বহস্তে সম্পাদন করে; হাতেকলমে অভিজ্ঞতা অর্জন করে; পরিশ্রমের দ্বারা এবং চেষ্টাচরিত্র করে (ছেলেটা যাহোক করেকর্মে খাচ্ছে)।
[বাং. করিয়া-কর্ম করিয়া]।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কোরক
(p. 210) kōraka বি. কুঁড়ি, মুকুল, কলিকা (পুষ্পকোরক)। [সং. √ কুর্ + অক]। 36)
কুপথ্য
(p. 196) kupathya বি. অনিষ্টকর খাদ্য, যা রোগীর খাওয়া উচিত নয়। [সং. কু + পথ্য]। 35)
কংগ্রেস
করায়ত্ত
ক্রিস্টাল
(p. 215) krisṭāla বি. 1 কেলাস, দানা; 2 স্ফটিকের দানা। [ইং. crystal]। 15)
কোলা
(p. 210) kōlā বি. বড় মোটা জালাবিশেষ। বিণ. বড় ও মোটা (কোলা ব্যাং)। [দেশি]। 55)
কেয়াস
(p. 207) kēẏāsa বি. অনুমান, আন্দাজ (এ ব্যাপারে তোমার কেয়াস কেমন দেখি; সঠিক বলা যায় না, তবে কেয়াস করে বলতে পারি)। [আ. কি'য়াস]। 10)
কুস্তি, (বর্জি.) কুস্তী
(p. 202) kusti, (barji.) kustī বি. মল্লযুদ্ধ; (আল.) জড়াজড়ি। [ফা. কুশ্তী]। ̃ গির, (বর্জি.) ̃ গীর, ̃ বাজ বি. কুস্তিতে পটু ব্যক্তি, মল্ল। 7)
কন্দর
(p. 162) kandara বি. 1 পর্বতের গুহা; 2 আদা, আর্দ্রক; 3 ওল; 4 কাঁধ, স্কন্ধ। [সং. কম্ + √ দৃ + অ]। 14)
কড়ি৩
(p. 159) kaḍ়i3 বি. (সংগীতে) কোনো সুরের অপেক্ষাকৃত চড়া বা বিবৃত পরদা (কড়ি ও কোমল)। [দেশি]। ̃ মধ্যম বি. মধ্যম বা 'মা' সুরের ঈষত্ চড়া পরদা, মধ্যমপঞ্চমের মধ্যবর্তী সুর। 9)
কলম2
(p. 169) kalama2 বি. পল-কাটা কাচ বা স্ফটিকের লম্বা ফলক বা খণ্ড (ঝড়ের কলম)। [আ. ক'ল্ম্]। কলমি বিণ. কলমের লম্বা কাচ বা স্ফটিকের ফলকের আকৃতিবিশিষ্ট (কলমি শোরা)। 54)
ক্যামেরা
কুবিন্দ
(p. 197) kubinda বি. তন্তুবায়, তাঁতি। [সং. কু + √ বিদ্ + অ]। 26)
কিঞ্জল, কিঞ্জল্ক
(p. 188) kiñjala, kiñjalka বি. 1 ফুলের কেশর; 2 পরাগ; পুষ্পরেণু। [সং. কিম্ + জল + অ, + ক]। 68)
কর্মানু-রূপ
কঞ্চুল
(p. 156) kañcula বি. স্ত্রীলোকের অলংকারবিশেষ। [সং. √ কচ্ + উল]। 57)
করর্মদ
(p. 167) kararmada বি. করমচা ফল ও তার গাছ। [সং. কর + √ মৃদ্ + অ]। 21)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
কুলা1, কুলো
কৈছন-কইসন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839806
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719459
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us