Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম্মুখীন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অভি-মুখ
(p. 50) abhi-mukha বি. সম্মুখ; দিক, উদ্দেশ (গুরুজনের অভিমুখে, সমুদ্রাভিমুখে)। বিণ. সম্মুখীন (প্রান্তরাভিমুখ গুহা); কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর (গৃহাভিমুখ বালকের দল)। [সং. অভি + মুখ]। অভি-মুখী (-খিন্) বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত (সমুদ্রাভিমুখী নদী)। অভি-মুখীন বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর, অভিমুখী। বি. অভি-মুখীনতা। 112)
উপেত
(p. 133) upēta বিণ. 1 (সাধারণত পরপদে) সংযুক্ত (গুণোপেত); 2 মিলিত; 3 সম্মুখে আগত। [সং. উপ + √ ই + ত]। 118)
কেঁচো
(p. 205) kēn̐cō বি. মাটির নীচে বাসকারী কৃমিজাতীয় সরীসৃপ কীটবিশেষ, মহীলতা। [সং. কিঞ্চলুক, কিঞ্চুলুক]। কেঁচো খুড়তে সাপ বের হওয়া তুচ্ছ কারণ থেকে বা সামান্য কাজ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে গুরুতর ব্যাপার ঘটা বা ভীষণ বিপদের সম্মুখীন হওয়া। 22)
ছামুতে
(p. 304) chāmutē ক্রি-বিণ. সামনে, সম্মুখে। [তু. প্রাকৃ. ছাঅন; তু. সং. সম্মুখ]। 44)
দীর্ঘ
(p. 408) dīrgha বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক. ও সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ̃ তা, দৈর্ঘ্য। ̃ গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ̃ জীবিনী। ̃ তপা, (বর্জি.) ̃ তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ̃ নিঃশ্বাস, ̃ নিশ্বাস, ̃ শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ̃ পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ̃ মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ̃ রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। বি. ভল্লুক। ̃ সূত্র, ̃ সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ̃ সূত্রতা। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘ ও প্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী। 72)
ধুরা
(p. 439) dhurā বি. 1 গোরুর গাড়ি ইত্যাদির অগ্রভাগ যা গোরু মোষের কাঁধে লাগানো হয়, জোয়াল; 2 কোনোকিছুর সম্মুখের অংশ; 3 অক্ষদণ্ড, চাকার মধ্যবর্তী দণ্ড, ঈষ, axle; 4 ভার। [সং. √ ধুর্ব্ + ক্বিপ্ + আ]। 26)
নাস্তি
(p. 458) nāsti ক্রি. নেই (ঘরে চাল নাস্তি)। বি. সত্তাহীনতা, অবিদ্যমানতা ('সম্মুখে নিখিল নাস্তি': সু. দ; অস্তিনাস্তি জানি না)। [সং. ন + অস্তি]। ̃ মান, ̃ মান্ (-মত্) বি. বিত্তহীন বা রিক্ত ব্যক্তি, have-nots. বিণ. বিত্তহীন। 3)
নিক্ষেপ
(p. 459) nikṣēpa বি. 1 ক্ষেপণ, ছুড়ে দেওয়া বা ফেলা (শরনিক্ষেপ); 2 সম্মুখে স্হাপন (পদনিক্ষেপ); 3 ত্যাগ; 4 অর্পণ। [সং. নি + √ ক্ষিপ্ + অ]। ̃ ক বিণ. নিক্ষেপকারী। ̃ ণ বি. নিক্ষেপ। নিক্ষেপা ক্রি. (কাব্যে) নিক্ষেপ করা। 25)
পুরত (-তস্), (চলিত) পুরতো
(p. 526) purata (-tas), (calita) puratō ক্রি-বিণ. অব্য. সম্মুখে, সামনে, আগে। [সং. পুর্ + অতস্]। 18)
পুরো-ভূমি
(p. 526) purō-bhūmi বি. 1 সামনের ভূমি; 2 চিত্রের বা দৃশ্যের সম্মুখের অংশ, foreground. [সং. পুরস্ + ভূমি]। 65)
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
পেশ
(p. 533) pēśa বি. 1 সম্মুখে স্হাপন (নজরানা পেশ করা); 2 নিবেদন, দাখিল (আরজি পেশ করা)। [ফা. পেশ]। ̃ কস বি. নজরানা, উপহার। ̃ কার বি. যে কর্মচারী বিচারকের সামনে প্রয়োজনীয় নথিপত্র উপস্হাপিত করে বা তা সংরক্ষণ করে। ̃ কারি বি. পেশকারের কাজ বা পদ (বড়ো আদালতে পেশকারি করে)। 6)
প্রত্যক্ষ
(p. 544) pratyakṣa বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। ̃ কারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। ̃ গোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। ̃ জ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। ̃ তা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। ̃ দর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ। ̃ ফল বি. কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল অর্থাত্ যে ফলের কারণ স্পষ্ট বোঝা যায়। ̃ বাদ বি. জড়বাদ; দেহাত্মবাদ, positivism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদ বা দেহাত্মবাদ বিশ্বাসী। প্রত্যক্ষী (-ক্ষিন্) বিণ. প্রত্যক্ষকারী। প্রত্যক্ষী-কৃত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ করা হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-করণ। প্রত্যক্ষী-ভূত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-ভবন। 19)
বলী2
(p. 580) balī2 (-লিন্) বিণ. বলবান (কোন বলে বলী? 'সম্মুখে বলী দেবাকৃতি রথী': মধু)। [সং. বল3 + ইন্]। ̃ ন্দ্র বিণ. সর্বাপেক্ষা অধিক শক্তিশালী; বীরশ্রেষ্ঠ। 188)
মুখো-মুখি
(p. 708) mukhō-mukhi ক্রি-বিণ. 1 সামনাসামনি (মুখোমুখি বসে কথা শোনা); 2 নিকটবর্তী (অর্থব্যবস্হা বিপর্যয়ের মুখোমুখি)। বিণ. 1 পরস্পরের মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ এমন; 2 পরস্পর সম্মুখীন (শত্রুর মুখোমুখি হওয়া, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ)। [সং. মুখ + বাং. আ + সং. মুখ + বাং. ই]। 21)
শোভা
(p. 784) śōbhā বি. 1 সৌন্দর্য, কান্তি, বাহার; 2 সৌন্দর্যের বা উজ্জ্বলতার বিকাশ। [সং. √ শুভ্ + অ + আ]। শোভা পাওয়া ক্রি. বি. 1 সৌন্দর্য বিস্তার করা, শোভাযুক্ত হয়ে বিরাজ করা; 2 যোগ্য হওয়া (তোমার এমন কাজ শোভা পায় না); 3 ভালো দেখানো (ধনীর সবই শোভা পায়)। ̃ কর বিণ. শোভাদায়ক। ̃ ঞ্জন বি. শজনেগাছ। ̃ ন্তরী অব্য. চমত্কার, বেশ বেশ, শাবাশ। ̃ ময় বিণ. শোভাপূর্ণ। স্ত্রী. ̃ ময়ী। ̃ যাত্রা বি. বহুলোকের একত্রে সমারোহের সঙ্গে যাওয়া, মিছিল। ̃ যাত্রী (-ত্রিন্) বি. বিণ. মিছিলের সঙ্গে গমনকারী। ̃ শূন্য, ̃ হীন বিণ. সৌন্দর্যহীন; সৌন্দর্যের বিকাশশূন্য। শোভিত বিণ. শোভাযুক্ত, ভূষিত। স্ত্রী. শোভিতা। শোভী (-ভিন্) বিণ. 1 শোভাদানকারী; 2 শোভাযুক্ত, সুন্দর। স্ত্রী. শোভিনী। শোভা ক্রি. (কাব্যে) শোভা পাওয়া ('লঙ্কাপুরী শোভিল সম্মুখে': মধু.)। 57)
সমক্ষ
(p. 808) samakṣa অব্য. দৃষ্টির সম্মুখে। বিণ. 1 অগ্রবর্তী; 2 প্রত্যক্ষ। [সং. সম্ + অক্ষি + অ]। সমক্ষে ক্রি-বিণ. দৃষ্টির সম্মুখে; সামনে (সকলের সমক্ষে)। 42)
সমুদ্র
(p. 814) samudra বি. পৃথিবীর অধিকাংশ স্হান জুড়ে রয়েছে যে লবণাক্ত ঊর্মিল জলরাশি; সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর। [সং. সম্ + √ উন্দ্ + র]। ̃ গর্ভ বি. সমুদ্রের তলদেশ। ̃ তট, ̃ তীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্হলভাগ। ̃ পথ বি. যাতায়াতের জন্য ব্যবহৃত সমুদ্র। ̃ মন্হন বি. অমৃত আহরণার্থ মন্দরপর্বতকে দণ্ড এবং শেষনাগকে রজ্জুরূপে ব্যবহার করে দেবাসুর কর্তৃক সমুদ্রজলের আলোড়ন। ̃ মেখলা বিণ. সমুদ্র যাকে মেখলার ন্যায় পরিবেষ্টন করে আছে এমন (সমুদ্রমেখলা পৃথ্বী)। বি. পৃথিবী। ̃ যাত্রা বি. জাহাজে চড়ে সমুদ্রপথে যাওয়া। ̃ যান বি. অর্ণবপোত, জাহাজ। ̃ হৃদয় বিণ. (আল.) উদারমনা, যার হৃদয় বা মন (সমুদ্রের মতো) বিরাট। সমুদ্রে ঝাঁপ দেওয়া ক্রি. বি. (আল.) কঠিন বিপদের সম্মুখীন হওয়া। 26)
সম্মুখ
(p. 816) sammukha বি. অভিমুখ, সমুখ, সমক্ষ (তার সম্মুখে)। বিণ. 1 অভিমুখী; সামনের (সম্মুখ পথ); 2 মুখোমুখি (সম্মুখ যুদ্ধ)। [সং. সম্ + মুখ]। ̃ গতি বি. সামনের দিকে এগিয়ে যাওয়া, এগোনো, সামনের দিকে গতি। ̃ গামী (-মিন) বিণ. সামনের দিকে যাচ্ছে এমন। সম্মুখীন বিণ. সম্মুখে উপস্হিত, সম্মুখস্হ (কঠিন পরিস্হিতির সম্মুখীন)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. সামনে রয়েছে এমন। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ যুদ্ধ বি. মুখোমুখি লড়াই। 21)
সম্মুখগতি, সম্মুখগামী, সম্মুখবর্তী, সম্মুখীন
(p. 816) sammukhagati, sammukhagāmī, sammukhabartī, sammukhīna দ্র সম্মুখ। 22)
সশঙ্ক, (বাং. প্রয়োগ) সশঙ্কিত
(p. 820) saśaṅka, (bā. mpraẏōga) saśaṅkita বিণ. ভীত, শঙ্কাযুক্ত (সশঙ্ক হৃদয়, সশঙ্কিত চিত্ত)। [সং. সহ + শঙ্কা]। সশঙ্কে ক্রি-বিণ. শঙ্কার সঙ্গে, ভয়ে ভয়ে (সশঙ্কে পিতার সম্মুখে গেলেন)। 13)
সামনা
(p. 828) sāmanā বি. (আঞ্চ.) সম্মুখ। ̃ সামনি বিণ. ক্রি-বিণ. 1 সম্মুখবর্তী; 2 মুখোমুখি; 3 সমক্ষে। সামনে ক্রি-বিণ. সম্মুখে (চোখের সামনে)। [হি. সামনা, সামনে]। 29)
স্হাপন, স্হাপনা
(p. 849) shāpana, shāpanā বি. 1 রেখে দেওয়া (ভূতলে স্হাপন); 2 আরোপণ, রক্ষণ (বিশ্বাস স্হাপন); 3 তর্পণ (মস্তকে স্হাপন); 4 নিবেশন (মনোযোগ স্হাপন); 5 নিবাসন (উদ্বাস্তুদের স্বস্হানে স্হাপন); 6 প্রতিষ্ঠা (মন্দির স্হাপন, উপনিবেশ স্হাপন); 7 রচনা বা প্রতিষ্ঠা (সন্ধি, সম্বন্ধ বা দৃষ্টান্ত স্হাপন)। [সং. √ স্হা + ণিচ্ + অন, আ]। স্হাপক বিণ. বি. স্হাপনকারী। স্হাপয়িতা (-তৃ) বিণ. 1 স্হাপনকারী। স্ত্রী. স্হাপয়িত্রী। স্হাপা ক্রি. (কাব্যে) স্হাপন করা ('স্হাপিলা বিধুরে বিধি': মধু.)। স্হাপিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছ এমন (শান্তি সমিতি বা বিদ্যালয় স্হাপিত হয়েছে); 2 রক্ষিত (সম্মুখে স্হাপিত)। স্ত্রী. স্হাপিতা। স্হাপ্য বিণ. স্হাপন করতে হবে এমন। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534948
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140487
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730711
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942913
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us