Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শোভা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শোভা এর বাংলা অর্থ হলো -

(p. 784) śōbhā বি. 1 সৌন্দর্য, কান্তি, বাহার; 2 সৌন্দর্যের বা উজ্জ্বলতার বিকাশ।
[সং. √ শুভ্ + অ + আ]।
শোভা পাওয়া ক্রি. বি. 1 সৌন্দর্য বিস্তার করা, শোভাযুক্ত হয়ে বিরাজ করা; 2 যোগ্য হওয়া (তোমার এমন কাজ শোভা পায় না); 3 ভালো দেখানো (ধনীর সবই শোভা পায়)।
কর বিণ. শোভাদায়ক।
ঞ্জন
বি. শজনেগাছ।
ন্তরী
অব্য. চমত্কার, বেশ বেশ, শাবাশ।
ময় বিণ. শোভাপূর্ণ।
স্ত্রী.ময়ী।
যাত্রা
বি. বহুলোকের একত্রে সমারোহের সঙ্গে যাওয়া, মিছিল।
যাত্রী
(-ত্রিন্) বি. বিণ. মিছিলের সঙ্গে গমনকারী।
শূন্য,হীন
বিণ. সৌন্দর্যহীন; সৌন্দর্যের বিকাশশূন্য।
শোভিত বিণ. শোভাযুক্ত, ভূষিত।
স্ত্রী. শোভিতা।
শোভী (-ভিন্) বিণ. 1 শোভাদানকারী; 2 শোভাযুক্ত, সুন্দর।
স্ত্রী. শোভিনী।
শোভা ক্রি. (কাব্যে) শোভা পাওয়া ('লঙ্কাপুরী শোভিল সম্মুখে': মধু.)।
57)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শুভ
(p. 781) śubha বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)। বিণ. শুভজনক, কল্যাণকর। [সং. √ শুভ্ + অ]। স্ত্রী. শুভা। ̃ কামনা বি. মঙ্গলকামনা; শুভেচ্ছা। ̃ কাল, ̃ ক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ। ̃ গ্রহ বি. (জ্যোতিষ.) যে-গ্রহের প্রভাবে জাতকের মঙ্গল হয়। ̃ ংকর, ̃ স্কর বিণ. মঙ্গলজনক। বি. শুভংকরী নামক গণিতশাস্ত্রের রচয়িতা। ̃ ংকরী, ̃ ঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকররচিত গণিতশাস্ত্র। ̃ দ বিণ. কল্যাণকারী। স্ত্রী. ̃ দা। ̃ দিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)। ̃ দৃষ্টি বি. 1 কল্যাণকর দৃষ্টি, সুনজর; 2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান। ̃ বিবাহ বি. মঙ্গল জনক বিবাহ; বিবাহের শুভ অনুষ্ঠান। ̃ বুদ্ধি বি. সুবুদ্ধি, সুমতি। ̃ যোগ - শুভকালশুভক্ষণ এর অনুরূপ। ̃ রাত্রি বি. 1 মঙ্গলজনক রাত্রি; 2 দিনের শেষে 'রাত্রি মঙ্গলজনক হোক' এই শুভকামনাবিশেষ। ̃ সংকল্প বি. মঙ্গলজনক প্রতিজ্ঞা। ̃ সংবাদ বি. ভালো খবর। ̃ সন্ধ্যা বি. সন্ধ্যাবেলার অভিবাদনবিশেষ। ̃ সূচনা বি. ভালো ও আশাজনক আরম্ভ। শুভকাঙ্ক্ষা, শুভানু-ধ্যান বি. কল্যাণকামনা, হিতকামনা। শুভাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্), শুভানু-ধ্যায়ী (-য়িন্), শুভার্থী (-র্থিন্) বিণ. কল্যাণকামী, হিতকামী। স্ত্রী. শুভাকাঙ্ক্ষিণী, শুভানু-ধ্যায়িনী, শুভার্থিনী। শুভানন বিণ. সুন্দরমঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। স্ত্রী. শুভাননা। শুভানুষ্ঠান বি. মাঙ্গলিক কর্ম। শুভারম্ভ বি. শুভ বা মঙ্গলজনক সূচনা। শুভাশংসা বি. মঙ্গলকামনা। শুভাশীর্বাদ, শুভাশিস বি. মঙ্গল কামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ বি. হিতাহিত, মঙ্গলঅমঙ্গল। 48)
শিখর
শ্লিষ্ট
শৃঙ্গ-বের
(p. 784) śṛṅga-bēra বি. 1 আদা; 2 রামায়ণোক্ত গুহকচণ্ডালের নগর। [সং. শৃঙ্গ + বের]। 3)
শুকদেব
শুষির
শাখোট, শাখোটক
(p. 773) śākhōṭa, śākhōṭaka বি. শেওড়া গাছ। [দেশি]। 42)
শিক্ষণ
শিল1
শার্কর
শতায়ু
(p. 769) śatāẏu (-য়ুস্) বিণ. 1 শতবর্ষজীবী; 2 (আল.) দীর্ঘজীবী। [সং. শত + আয়ুস্]। 27)
শক্তি
(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্যমারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ীপ্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। 20)
শাঁস
(p. 773) śām̐sa বি. 1 ফলাদির ভিতরের সারভাগ; 2 ফলের আঁটির বা বীজের ভিতরের নরম অংশ; 3 সারপদার্থ (মগজে শাঁস নেই)। [ সং. শস্য]। শাঁসালো বিণ. 1 শাঁসযুক্ত (শাঁসালো ফল); 2 সারবান, সারবস্তু আছে এমন; 3 (আল.) অর্থশালী (শাঁসালো লোক)। 32)
শরচ্চন্দ্র, (বাং. রূপ) শরত্-চন্দ্র
(p. 772) śaraccandra, (bā. ṃrūpa) śarat-candra বি. শরত্কালের চাঁদ। [সং. শরদ্ + চন্দ্র]. 4)
শাকম্ভরী
(p. 773) śākambharī বি. 1 দুর্গাদেবী; 2 হিন্দু তীর্থবিশেষ; 3 শম্বরহ্রদ। [সং. শাক + √ ভৃ + অ (+ম্) + ঈ]। 36)
শেয়ার
শিটা, (কথ্য) শিটে
(p. 776) śiṭā, (kathya) śiṭē বি. গাদ, কাইট, গাঁজ, গ্যাঁজলা, ফেনা। [দেশি-তু. সং. শিষ্ট (অবশিষ্ট)]। 72)
শেষ
(p. 784) śēṣa বি. 1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ); 2 বলরাম; 3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই); 4 সীমা (পথের শেষ); 5 ধ্বংস, বিনাশ; 6 পশ্চাত্, সর্বনিম্ন স্হান (শেষের দিকে); 7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই); 8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)। বিণ. 1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা); 2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল); 3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা); 4 অবশিষ্ট (শেষ কাজটুকু); 5 চরম (শেষ সতর্কবাণী); 6 যার পরে আর নেই (শেষ কথা); 7 সর্বনিম্ন (শেষ স্হান)। [সং. √ শিষ্ + অ]। শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)। ̃ কালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত। ̃ কৃত্য বি. মৃতের অন্ত্যেষ্টি। ̃ তম বিণ. সর্বশেষ, শেষের। [সং. শেষ + ওতমচ্]। ̃ যাত্রা বি. মৃতদেহ নিয়ে সমাধিস্হানের দিকে যাত্রা। ̃ রাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ। ̃ শয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু। শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)। শেষান্ন বি. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট। শেষাশেষি ক্রি-বিণ. প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে, শেষের দিকে। শেষোক্ত বিণ. সবার শেষে বা পরে উক্ত বা উল্লিখিত। 30)
শরা, সরা
(p. 772) śarā, sarā বি. মাটির তৈরি অগভীর পাত্র বা হাঁড়ি-কলসির ঢাকনি। [সং. শরাব, সরাব]। 11)
শূর
(p. 783) śūra বিণ. বি. বীর, শক্তিশালী, শৌর্যশালী। [সং. √ শূর্ + অ]। স্ত্রী. শূরা। ̃ সেন বি. মথুরা ও তার সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577648
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185332
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785382
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901038
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620001

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us