Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সরকারি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধরিক
(p. 17) adharika বিণ. নিচুস্তরের, নিম্নশ্রেণীর, inferior (স. প.)। ̃ কৃত্যক বি. নিম্নশ্রেণীর সরকারি চাকরি, inferior service (স. প.)। 41)
অধি-গ্রহণ
(p. 17) adhi-grahaṇa বি. সরকার-কর্তৃক বেসরকারি প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও দায়িত্ব গ্রহণ, takeover. [সং. অধি+√ গ্রহ্+অন]। 64)
অধি.কর্তা
(p. 17) adhi.kartā (-র্তৃ) বি. যার অধিকারে কোনো সরকারি বিভাগ বা দপ্তর থাকে, কোনো সরকারি বিভাগের পরিচালক, director (স. প.)। [সং. অধি+কর্তা]। 50)
অধি.কার
(p. 17) adhi.kāra বি. 1 স্বত্ব; 2 দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); 3 কর্তৃত্ব; অধিপত্য; 4 এলাকা, jurisdiction; 5 সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); 6 অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); 7 যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); 8 বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)। [সং. অধি+√ কৃ+অ]। ̃ .ক্ষেত্র বি. এলাকা, অধিক্ষেত্র (স. প.)। ̃ .চ্যুত বিণ. বেদখল, হাতছাড়া হয়েছে এমন; বরখাস্ত। ̃ .ভেদ বি. যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়। অধি-কারী (-রিন্) বিণ. 1 যার স্বত্ব বা অধিকার আছে; 2 দাবিদার; 3 যোগ্যতাসম্পন্ন। বি. 1 মালিক; 2 রাজা ('কান্দে চান্দ অধিকারী': বি. গু); 3 যাত্রা থিয়েটার কীর্তন প্রভৃতির দলনায়ক বা পরিচালক; 4 বৈষ্ণবদলের পূজনীয় ব্যক্তি; 5 উপাধি বা পদবিবিশেষ। বি. (স্ত্রী.) অধিকারিণী। 53)
অনু-দান
(p. 28) anu-dāna বি. (সরকারি) অর্থসাহায্য, subsidy, grant (স. প.)। [সং. অনু + দান]। 4)
অনু-মোদন
(p. 30) anu-mōdana বি. 1 সম্মতি; অনুকূল অভিমত; সমর্থন; 2 মঞ্জুরি sanction (কর্তৃপক্ষের অনুমোদন, সরকারি অনুমোদন)। [সং. অনু + √ মুদ্ + অন]। অনু-মোদিত বিণ. 1 সম্মতিপ্রাপ্ত; অনুমতিপ্রাপ্ত (সরকার-অনুমোদিত পাঠ্যপুস্তক); 2 সমর্থিত (শাস্ত্রানুমোদিত); 3 সরকারিভাবে স্বীকৃত বা ক্ষমতাপ্রাপ্ত, authorized; 4 মঞ্জুরিপ্রাপ্ত, sanctioned (স. প.)। 17)
অন্তরিত
(p. 32) antarita বিণ. 1 অন্তর্হিত, অদৃশ্য বা দূর হয়েছে এমন (ব্যথা অন্তরিত); 2 আচ্ছন্ন, আবৃত; 3 সরকারি আদেশে কারাগারের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায় নিঃসঙ্গ অবস্হায় আবদ্ধ, গৃহবন্দি, interned. [সং. অন্তর + ইত]। অন্তরণ বি. অন্তরিত করা, internment. অন্তরিন বিণ. গৃহবন্দি, interned. বি. internee. 39)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আনু-কুল্য
(p. 94) ānu-kulya বি. 1 সহায়তা, পোষকতা (সরকারি আনুকূল্যে কাজটি সম্পন্ন হয়েছে): 2 অনুগ্রহ, উপকার। [সং. অনুকূল + য]। বিণ. অনুকূল। 28)
আবাসন
(p. 99) ābāsana বি. নাগরিকদের বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ বণ্টন ও সংরক্ষণের সরকারি ব্যবস্হা (আবাসন-পর্ষদ্)। [সং. আ + ̃ বস্ + ণিচ্ + অন]। 12)
আমলা2
(p. 101) āmalā2 বি. 1 কেরানি; 2 কর্মচারী; 3 উচ্চপদস্হ কর্মচারী। [আ. আমিল]। ̃ তন্ত্র বি. যে শাসনব্যবস্হায় উচ্চপদস্হ সরকারি কর্মচারিমণ্ডলই সর্বেসর্বা; bureaucracy. 29)
উর্দি
(p. 133) urdi বি. (প্রধানত সরকারি ও সেনাবাহিনীর) কর্মচারীদের কাজের সময় পরবার জন্য পেয়াদা বেয়ারা প্রভৃতি নিম্নপদস্হ কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাক, uniform [তুর্ ওর্দি]। 147)
কন-ট্রোল
(p. 160) kana-ṭrōla বি. অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নির্দিষ্ট মূল্যে সরবরাহের জন্য সরকারি ব্যবস্হা (কনট্রোলের চাল, কনট্রোলের দোকান)। [ইং. control]।
কানুনগো, (বর্ত. অপ্র.) কানুন-গোই
(p. 181) kānunagō, (barta. apra.) kānuna-gōi বি. রাজস্ববিভাগীয় হিসাবপরীক্ষক; জমি-জরিপকারী সরকারি কর্মচারী। [আ. কানূন্ + ফা. গোয়্]। 41)
কায়স্হ
(p. 181) kāẏasha বি. 1 কায়েত, হিন্দু জাতিবিশেষ; 2 (অপ্র.) কেরানি, সরকারি কর্মচারীবিশেষ। [সং. কায় + √ স্হা + অ]। কায়স্হা, (অশু.) কায়স্হিনী বি. (স্ত্রী.); 1 কায়স্হজাতীয়া নারী; 2 কায়স্হের পত্নী ('নবীনের কায়স্হিনী পতিশোকে ব্যাকুলা': দীন.)। 118)
কুদেতা
(p. 196) kudētā বি. আকস্মিক সামরিক বা রাজনৈতিক অভ্যুত্থান, যার ফলে প্রায়ই সরকারবদল ঘটে। [ফ. coup d'e'tat]। 16)
কৃত্য
(p. 204) kṛtya বিণ. করণীয় (কৃত্যকর্ম)। বি 1 কার্য, কর্তব্যকর্ম (নিত্যকৃত্য, প্রাতঃকৃত্য); 2 (ব্যাক.) তব্যাদি প্রত্যয়। [সং. √কৃ + য]। ̃. ক বি. সরকারি চাকরি, service (স. প.)। ̃. কৃত্যা বি. (স্ত্রী.) 1 আভিচারিক তন্ত্রমন্ত্র; 2 কার্য, ক্রিয়া। কৃত্যাকৃত্য বি. কর্তব্য-অকর্তব্য, কার্যাকার্য। 20)
কেন্দ্র
(p. 206) kēndra বি. 1 মধ্যবিন্দু (ভূকেন্দ্র); 2 মূল বা প্রধান স্হান (শীক্ষাকেন্দ্র, কর্মকেন্দ্র, বাণিজ্যকেন্দ্র); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের লগ্নস্হান এবং লগ্ন থেকে চতুর্থ সপ্তম ও দশম স্হান; 4 সূর্য থেকে গ্রহ-উপগ্রহগুলির ব্যবধান; 5 (জ্যামি.) বৃত্ত; মধ্যবিন্দু। [সং. গ্রি. কেন্ত্রন kentron]। ̃ গত বিণ. মধ্যস্ত; প্রধান বা মূল স্হানে অবস্হিত। ̃ বিন্দু বি. প্রধান স্হান; প্রধান কেন্দ্র (আন্দোলনের কেন্দ্রবিন্দু)। ̃ বিমুখ, কেন্দ্রাতিগ বিণ. কেন্দ্র থেকে দূরে গমনশীল, centrifugal. কেন্দ্রাভিগ, কেন্দ্রানুগ বিণ. কেন্দ্রাভিমুখে গমনশীল, centripetal. কেন্দ্রিক বিণ. (ন.শ.) কোনো কিছুকে কেন্দ্র করে রয়েছে বা ঘটছে এমন (নগরকেন্দ্রিক সভ্যতা, গ্রামকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক)। কেন্দ্রিত বিণ. কেন্দ্রগত। কেন্দ্রী (-ন্দ্রিন্) বিণ. কেন্দ্রযুক্ত; কেন্দ্রস্হলে অবস্হিত। কেন্দ্রীয় (অপ্র.) কৈন্দ্রিক বিণ. কেন্দ্রসম্পর্কীয়; কেন্দ্রে অবস্হিত (কেন্দ্রীয় সরকার)। কেন্দ্রীভূত বিণ. কেন্দ্রে আগত বা নীত (সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত করা); কেন্দ্রগত; কেন্দ্রে পরিণত। 23)
কোআর্টার, কোয়ার্টার
(p. 207) kōārṭāra, kōẏārṭāra বিণ. 1 সরকারিভাবে ব্যবস্হাপিত অস্হায়ী বাসভবন; 2 কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারীদের জন্য অস্হায়ী বাসভবন। [ইং. quarters]। 54)
ক্রোক
(p. 215) krōka বি. (সচ. সরকারি আদেশে বা কর্তৃত্ববলে) সম্পত্তি আটক। [আ. কূর্ক]। ক্রোকি বিণ. ক্রোকসম্বন্ধীয়। 27)
খোলা-বাজার
(p. 235) khōlā-bājāra বি. সর্বসাধারণের জন্য উন্মুক্ত (এবং সরকারি বা অন্যবিধ নিয়ন্ত্রণমুক্ত) বৈধ বাজার (খোলাবাজারে এখন অঢেল চাল পাওয়া যাচ্ছে)। [বাং. খোলা (=নিয়ন্ত্রণমুক্ত) + বাজার]। 7)
গেজেট
(p. 256) gējēṭa বি. 1 সংবাদপত্র; 2 সরকারি নির্দেশ ও তথ্যাদি সংবলিত সংবাদপত্র; 3 (আল.) সমস্ত খবর রাখে ও সরবরাহ করে এমন ব্যক্তি (পাড়ার গেজেট)। [ইং. gazette]। 20)
ঘোষিত
(p. 272) ghōṣita বিণ. ঘোষণা করা হয়েছে এমন, প্রচারিত (সরকারি সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষিত হয়েছে, সরকারের ঘোষিত নীতি)। [সং. √ঘুষ্ + ণিচ্ + ত]। 24)
চাকলা2
(p. 281) cākalā2 বি. কয়েকটি পরগনার সমষ্টি। [ফা. চকলা]। ̃ দার বি. চাকলার শাসক, চাকলার প্রধান সরকারি কর্মচারী। [ফা. চক্লা + দার]। 65)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534976
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140510
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730742
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942939
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883597
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838498
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696686
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us