Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চাকলা2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চাকলা2 এর বাংলা অর্থ হলো -

(p. 281) cākalā2 বি. কয়েকটি পরগনার সমষ্টি।
[ফা. চকলা]।
দার বি. চাকলার শাসক, চাকলার প্রধান সরকারি কর্মচারী।
[ফা. চক্লা + দার]।
65)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চপল
(p. 278) capala বিণ. 1 অস্হির, চঞ্চল ('চপল তব নবীন আঁখিদুটি': রবীন্দ্র); 2 তরল; 3 প্রগল্ভ; 4 ক্ষণস্হায়ী। [সং. √চপ্ + অল]। চপলা বিণ. (স্ত্রী.) চপল অর্থে। বি. 1 লক্ষ্মী; 2 বিদ্যুত্। বি. ̃ তা।
চিন্তে
(p. 290) cintē বি. চিন্তা -র বিকৃত কথ্য রূপ। অস-ক্রি. চিন্তিয়া -র কথ্য রূপ (ভেবেচিন্তে কাজ করবে)। 18)
চাপড়
(p. 281) cāpaḍ় বি. আলতো চড় বা থাপ্পড় (মাথায় চাপড় মারা) [সং. চপেট]। 112)
চিল্লা
(p. 290) cillā ক্রি. চিত্কার করা। [হি. চিল্লানা-তু. সং. √চিল্ল]। ̃ চিল্লি বি. (সচ. বহুকণ্ঠের মিলিত) ক্রমাগত চেঁচামেচি। বি. উক্ত অর্থে। ̃ নি বি. চিত্কার। ̃ নো ক্রি. বি. চিত্কার করা। 55)
চিক্কুর2
চারপায়া, চারপো, চারপোয়া
(p. 281) cārapāẏā, cārapō, cārapōẏā দ্র চার4। 148)
চিক্কণ
চেয়ে1, চাইতে
(p. 294) cēẏē1, cāitē অনু. অপেক্ষা, থেকে (অপমানের চেয়ে মৃত্যুও ভালো, তোমার চাইতে সে বড়)। [বাং. চাহিয়া]। 72)
চমক
(p. 279) camaka বি. 1 ঝলক, ঝলকানি (বিদ্যুতের চমক); 2 বিস্ময় (দেখলে চমক লাগে); 3 আতঙ্ক; 4 চৈতন্য, জ্ঞান, হুঁশ (এতক্ষণে চমক হয়েছে)। [সং. চমত্]। ̃ ই, ̃ য়ে ক্রি. (প্রা. বাং) চমকিত হয় ('শুনইতে চমকই গৃহপতি রাব': গো. দা.)। চমক ভাঙা ক্রি. বি. হঠাত্ হুঁশ হওয়া; অন্যমনষ্ক ভাব সহসা কেটে যাওয়া। চমকা ক্রি. 1 হঠাত্ ভীত বা বিস্মিত করা, চমকিত করা। চমকানো ক্রি. চমকা। বি. বিণ. উক্ত সব অর্থে। চমকানি বি. হঠাত্ ঝলকানি, ঝিলিক। চমকিত বিণ. চমকে উঠেছে বা গেছে এমন। স্ত্রী. চমকিতা। 7)
চিনা, চেনা
(p. 290) cinā, cēnā বি. ক্রি. 1 পরিচিত বলে বা আগে দেখা বলে জানা, পরিচয় জানা (আমি তাকে চিনি); 2 স্বরূপ জানা (আসল মুক্তো চেনা); 3 শনাক্ত করা (নিহত লোকটিকে চিনতে পারলে?); 4 বাছাই করা (ভালোমন্দ চিনি না); 5 পরিচয় করা (অক্ষর চেনা)। বিণ. পরিচিত, জানাশুনা (চেনা লোক)। [সং. চিহ্ন বাং. চিন + আ]। ̃ চিনি বি. পরস্পর পরিচয়। ̃ নো ক্রি. বি. পরিচিত করানো। বিণ. উক্ত অর্থে। ̃ পরিচয়, ̃ শুনা, (কথ্য) ̃ শোনা বি. আলাপপরিচয়। 11)
চতুর্থ
চমত্-করণ
(p. 279) camat-karaṇa বি. বিস্মিতকরণ, আশ্চর্যের বোধ উত্পাদন। [সং. চমত্ + √কৃ + অন]। 11)
চিবুনি
(p. 290) cibuni দ্র চিবা। 28)
চিত্রা
চূত
(p. 294) cūta বি. 1 আমগাছ; 2 আম। [সং. √চুত্ + অ (দীর্ঘ-ঊ)। ̃ মঞ্জরি বি. আমের শিষ বা মুকুল। ̃ লতা বি. যে লতা আমগাছকে বেষ্টন করে থাকে। 37)
চাকি
(p. 281) cāki বি. 1 চাকতি; 2 গম ডাল প্রভৃতি পেষার যন্ত্র বা জাঁতা (আটার চাকি); 3 রুটি, লুচি প্রভৃতি বেলার গোল পীঠিকা বা পিঁড়ি। [বাং. চাক + ই]। ̃ বেলন বি. রুটি লুচি ইত্যাদি বেলার পীঠিকা ও গোল কাঠের দণ্ডবিশেষ। 67)
চোট
(p. 297) cōṭa বি. 1 আঘাত (লাঠির চোট, পায়ে চোট আছে); 2 জোর, শক্তি (কথার চোট, মারের চোটে); 3 ক্রোধ, রাগ, কোপ (চোটপাট করা); 4 বেগ, তোড়, দমক (হাসির চোট); 5 দফা, বার (একচোটে অনেকটা)। [হি. চোট্]। ̃ পাট বি. ক্রোধ প্রকাশ; তিরস্কার, বকুনিঝকুনি। চোট হওয়া ক্রি. বি. (অশোভন) ক্ষতি হওয়া; লোকসান হওয়া (অনেকগুলো টাকা চোট হয়ে গেল)। 12)
চাপ1
(p. 281) cāpa1 বি. 1 ধনুক; 2 (জ্যামি.) বৃত্ত-পরিধির অংশ, arc. [সং. √চপ্ + অ]। 108)
চরণ
(p. 279) caraṇa বি. 1 পা, পদ; 2 কবিতার পদ বা পঙ্ক্তি, শ্লোকের একচতুর্থাংশ; 3 ভ্রমণ, বিচরণ; 4 শীল, আচরণ, অনুষ্ঠান। [সং. √চর্ + অন]। ̃ কমল বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ চারণ বি. পদচারণা, পায়চারি। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পদব্রজে গমনকারী। ̃ চিহ্ন বি. পায়ের চিহ্ন। ̃ ধুলা, ̃ ধূলি, ̃ রেণু বি. পদধূলি। ̃ পদ্ম বি. পাদপদ্ম। ̃ প্রান্ত বি. পদপ্রান্ত, পাদমূল, পায়ের কাছে। ̃ বন্দনা বি. পাদপূজা, পায়ের আরাধনা। ̃ রেখা বি. পদচিহ্ন। ̃ সেবা বি. পাদপূজা; পা টেপা। চরণামৃত বি. বিগ্রহাদি বা পূজনীয় ব্যক্তির পা-ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ বি. পাদপদ্ম। চরণাশ্রয় বি. পায়ের কাছে আশ্রয়, পা-কে আশ্রয় করা। চরণাশ্রিত বিণ. পায়ে আশ্রয় নিয়েছে এমন। চরণোপান্ত বি. পদপ্রান্ত। 28)
চৌপদী, চৌপর, চৌপল
(p. 299) caupadī, caupara, caupala দ্র চৌ। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577645
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185328
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785376
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026165
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901037
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619999

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us