Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সর্দি)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
গরমি, গর্মি
(p. 242) garami, garmi বি. 1 গ্রীষ্ম (গরমির দিন); 2 উত্তাপ (সর্দিগরমি); 3 উষ্মা; দর্প (খুব গরমি হয়েছে দেখছি); 4 উপদংশ রোগ। [হি. গর্মী]। 23)
গয়ার, গয়ের
(p. 242) gaẏāra, gaẏēra বি. গলা থেকে বেরোনো সর্দির শ্লেষ্মা; কফ। [দেশি]। 5)
তারুণ্য
(p. 375) tāruṇya বি. 1 তরুণ অবস্হা বা বয়স; যৌবন (তারুণ্যের শক্তি, 'তারুণ্যের নীলরক্ত': সুকান্ত; তারুণ্যের উদ্যম); 2 কাঁচা বা কচি অবস্হা (তারুণ্য এখনও কাটেনি); 3 প্রথমাবস্হা (সর্দির তারুণ্য)। [সং. তরুণ + য]। বিণ. তরুণ। 78)
নতুন, নোতুন
(p. 444) natuna, nōtuna বিণ. 1 নূতন, অভিনব (নতুন বই, নতুন খেলা, নতুন পথ); 2 আধুনিক, নব্য (নতুন যুগ); 3 টাটকা, সদ্য উত্পন্ন হয়েছে এমন (নতুন চাল); 4 তরুণ, কাঁচা (নতুন সর্দি)। [সং. নবতন-তু. হি. নৌতন]। বি. নতুনত্ব। 46)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
ব্যাং1
(p. 648) byā1 বি. চার পা-বিশিষ্ট লেজহীন উভচর প্রাণীবিশেষ, ভেক, মণ্ডূক। [হি. বেঁগ সং. ব্যঙ্গ]। ব্যাঙের আধুলি (আল.) অতি দরিদ্র ব্যক্তির যত্সামান্য সঞ্চয়। ব্যাঙের ছাতা বি. ছত্রাক। ব্যাঙের সর্দি সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান। 49)
রসা2
(p. 736) rasā2 বিণ. 1 রসযুক্ত 2 প্রচুর রস আছে এমন (রসা মাছ, রসা কাঁঠাল)। বি. মাছ মাংস প্রভৃতির অল্প ঝোলযুক্ত ব্যঞ্জনবিশেষ (মাছের মাথা দিয়ে রসা রান্না)। ক্রি. 1 রসযুক্ত হওয়া (মাটি রসেছে); 2 সর্দিতে ভারাক্রান্ত হওয়া (চোখমুখ রসেছে)। [সং. রস + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রসযুক্ত করা; 2 আর্দ্র কোমল বা রসভাবযুক্ত করা। বিণ. উক্ত অর্থে। 36)
শ্লেষ্মা
(p. 789) ślēṣmā (-ষ্মন্) বি. কফ্, গয়ের, শিকনি, সর্দি। [সং. √ শ্লিষ্ + মন্]। 21)
সর্দি
(p. 818) sardi বি. 1 কফজনিত রোগবিশেষ, নাক দিয়ে পাতলা শ্লেষ্মা বেরোনো; শ্লেষ্মা; 2 শৈত্য। [ফা.]। ̃ গরমি, ̃ গর্মি বি. অতিরিক্ত তাপভোগ হেতু শ্লেষ্মাজনিত রোগবিশেষ। 29)
হিট-স্ট্রোক
(p. 869) hiṭa-sṭrōka বি. সর্দি-গরমি। [ইং. heatstroke]। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614801
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227951
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839929
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098987
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916381
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856871
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719497
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us