Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সিঁড়ির দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-রোহ, অধি-রোহণ
(p. 17) adhi-rōha, adhi-rōhaṇa বি. আরোহণ; উপরে ওঠা; চড়া। [সং. অধি+√ রুহ্+অ, অন]। অধি-রোহণী বি. যার সাহায্যে উপরে উঠা যায়; সিঁড়ি, সোপান; মই। 90)
অব-তরণ
(p. 44) aba-taraṇa বি. নিচে নামা, নিম্নে গমন; অবরোহণ (বন্দরে অবতরণ)। [সং. অব + √ তৃ + অন]। অব-তরণিকা বি. 1 (বইয়ের) ভূমিকা, মুখবন্ধ; 2 সিঁড়ি, সোপান। অব-তরা ক্রি. (কাব্যে) 1 নামা, নেমে আসা; 2 অবতীর্ণ বা আবির্ভূত হওয়া। 9)
অব-তারণ
(p. 44) aba-tāraṇa বি. 1 উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; 2 প্রসঙ্গ উত্থাপন। [সং. অব + √ তৃ + ণিচ্ + অন]। অব-তারণা বি. আলোচনার সূত্রপাত; ভূমিকা; প্রসঙ্গ উত্থাপন। অব-তারণী বি. সিঁড়ি; যে নীচে নামায়। 12)
অব-রোহ
(p. 45) aba-rōha বি. 1 নীচে নামা, অবতরণ; 2 (দর্শ. ও ন্যায়) কারণ থেকে কার্য অনুমান, deduction. [সং. অব + √ রুহ্ + অ]। ̃ ণ নীচে নামা, অবতরণ। ̃ ণী বি. সিঁড়ি, অবতারণী। অব-রোহী (-হিন্) বিণ. 1 অবরোহণকারী, নীচে নামছে এমন; 2 (দর্শ. ও ন্যায়.) কারণ থেকে কার্য অনুমানের প্রণালীগত, deductive. বিপ. আরোহী। 32)
আরোহ
(p. 104) ārōha বি. 1 উচ্চতা; 2 দৈর্ঘ্য; 3 কটিদেশ; 4 নিতম্ব (বরারোহা); 5 শ্রেণী; 6 (দর্শ.) ফল বা কার্য থেকে কারণ অনুমাণ, induction. [সং. আ + √রুহ্ + অ]। ̃ ণ বি. উপরে ওঠা। ̃ ণী বি. সিঁড়ি, সোপান। আরোহী (-হিন্) বিণ. 1 আরোহণকারী; 2 (সংগীতে) ক্রমান্বয়ে ঊর্ধ্বদিকে গতিযুক্ত, ক্রমশ চড়ার দিকে যাচ্ছে এমন (আরোহী সুর); 3 (দর্শ.) কার্য দেখে কারণ বিচারের প্রণালীসম্মত, inductive. স্ত্রী. আরোহিণী। 30)
ঘড়াঞ্চি
(p. 265) ghaḍ়āñci বি. বাঁশ বা কাঠের সিঁড়িযুক্ত উঁচু টুলবিশেষ; মই। [দেশি়]। 26)
চিলে-কোঠা
(p. 290) cilē-kōṭhā বি. ছাদে সিঁড়ির ঘর, attie. [দেশি]। 54)
দিয়া, (চলিত ও কথ্য) দিয়ে
(p. 408) diẏā, (calita ō kathya) diẏē অব্য. অনু. 1 দ্বারা, সাহায্যে (কাটারি দিয়ে কাটা); 2 মারফত (তার হাত দিয়ে পাঠিয়েছি); 3 সংযোগে, সহযোগে (চিনি না দিয়ে চা); 4 ধরে, বেয়ে (এই পথ দিয়ে যাও, সিঁড়ি দিয়ে ওঠো); 5 সঙ্গে, সহিত (মনোযোগ দিয়ে পড়ো)। [বাং. অনুসর্গ]। 34)
দুপ
(p. 411) dupa বি. অব্য. ধপ থেকে মৃদুতর আওয়াজ, ধুপ আওয়াজ, [ধ্বন্যা.]। ̃ দাপ বি. অব্য. ক্রমাগত দুপ শব্দ (দুপদাপ শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে লাগল)। 27)
ধাপ
(p. 433) dhāpa বি. 1 সিঁড়ির পৈঠ্য, সোপান (ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে); 2 স্তর (প্রথম ধাপ শেষ করে সবে দ্বিতীয় ধাপে পৌঁছেছি)। [হি. ধাপ]। 46)
ধুপ2
(p. 439) dhupa2 বি. ধপ-এর চেয়ে লঘুতর পতনের শব্দ। [ধ্বন্যা.]। ̃ ধাপ, ̃ ধুপ বি. ক্রমাগত ধুপ শব্দ (ধুপধাপ করে সিঁড়ি দিয়ে নামছে)। 10)
পইঠা
(p. 483) piṭhā বি. 1 সোপান, সিঁড়ি; 2 ধাপ। [সং. প্রতিষ্ঠা]। 4)
বাঁধা2
(p. 591) bān̐dhā2 ক্রি. বি. 1 বাঁধন দেওয়া বা বন্ধন করা (দড়ি দিয়ে বাঁধা); 2 আটক করা ('আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে': রবীন্দ্র); 3 বাঁধ দেওয়া (খাল বাঁধা); 4 থামানো (বাস বাঁধুন, নামব); 5 সংযত বা শান্ত করা (মনটাকে বাঁধো); 6 গ্রথিত বা রচনা করা (গান বাঁধা, খোঁপা বাঁধা); 7 স্হায়ী করা, নির্মাণ করা (ঘর বাঁধা); 8 ছন্দোবদ্ধ করা (একটা গান বেঁধেছি); 9 ঠিকমতো সংযোগ করা (সেতারের সুর বাঁধা); 1 একত্র করা বা একত্র হওয়া (দল বাঁধা); 11 সংহত হওয়া (দানা বাঁধা, জমাট বাঁধা)। বিণ. 1 আবদ্ধ, বন্ধনযুক্ত (বাঁধা হাত, স্নেহের বন্ধনে বাঁধা); 2 আটক (ফাঁসে বাঁধা পড়া); 3 বাঁধযুক্ত (বাঁধা খাল); 4 বাঁধানো বা পাকা করা হয়েছে এমন (বাঁধা সিঁড়ি, বাঁধা রাস্তা); 5 নির্ধারিত, নির্দিষ্ট, বরাদ্দ (বাঁধা মাইনে); 6 বৈচিত্র্যহীন, একঘেয়ে (বাঁধা গত্); 7 অপরিবর্তনীয় (বাঁধা পথে চলা, বাঁধা নিয়ম)। [সং. √ বন্ধ্ + বাং. আ]। ̃ ই বি. বাঁধা বা বাঁধানোর কাজ; বাঁধা বা বাঁধানোর মজুরি (বাঁধাইয়ের খরচ)। ̃ কপি বি. কেবল পাতাযুক্ত ভোজ্য কপিবিশেষ। বাঁধা গত্ বি. (আল.) বৈচিত্র্যহীন ও একঘেয়ে নিয়ম বা কাজকর্ম। ̃ ছাঁদা বি. ভালো করে বাঁধার কাজ, বাঁধা এবং গোছগাছ (গাড়ি এসে গেছে, এখনও বাঁধাছাঁদা হয়নি?)। ̃ ধরা বিণ. 1 নির্দিষ্ট; অপরিবর্তনীয়; 2 একঘেয়ে। ̃ নো ক্রি. বি. 1 বইখাতা ইত্যাদি শক্ত বা মজবুত করে বাঁধাই করা; 2 ফ্রেমে আবদ্ধ করা (ছবি বাঁধানো); 3 নির্মাণ করানো (দাঁত বাঁধানো); 4 খচিত করা, মোড়া (সোনা দিয়ে বাঁধানো); 5 ইট ইত্যাদি দিয়ে পাকা করা (রাস্তা বাঁধানো, শান বাঁধানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ বাঁধি বিণ. ধরাবাঁধা, নির্দিষ্ট, নিয়মবদ্ধ (এ ব্যাপারে কোনো বাঁধাবাঁধি নিয়ম নেই)। বি. ধরাবাঁধা নিয়ম (পথ্যের ব্যাপারে বাঁধাবাঁধি নেই)। বাঁধা বুলি বি. যে কথা অপরিবর্তিতভাবে বারবার বলা হয়। 26)
বাওয়া1
(p. 590) bāōẏā1 ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। 27)
বাহা2, বাওয়া
(p. 605) bāhā2, bāōẏā ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]। 37)
ভাঙা
(p. 661) bhāṅā ক্রি. 1 টুকরো বা চূর্ণ করা (কাচ ভাঙা, পাথর ভাঙা); 2 দুর্বল বা হতাশ করা বা হওয়া (খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ল); 3 দূর করা বা দূর হওয়া, ঘোচা বা ঘুচানো (ঘুম ভাঙা, মান ভাঙা); 4 বাতিল বা ছিন্ন হওয়া (সম্বন্ধ ভেঙে গেছে); 5 প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া (কথাটা ভাঙল না, ভেঙে বলো); 6 এলোমেলো হওয়া, আয়ত্তে না থাকা (আইনশৃঙ্খলা ভেঙে পড়া, রেশনব্যবস্হা ভেঙে পড়েছে); 7 ধসে পড়া (দেওয়ালটা ভেঙে পড়েছে); 8 অতিক্রম করা, টপকানো (সিঁড়ি ভাঙা, জলকাদা ভেঙে এগোল); 9 প্রচণ্ড ভিড় জমিয়ে সমবেত হওয়া (বক্তৃতা শুনতে গোটা শহর ভেঙে পড়েছে); 1 তছরূপ করা, চুরি করা (তহবিল ভাঙা)। বি. উক্ত সব অর্থে (পাথর ভাঙা সহজ নয়; দুঃখে ভেঙে পড়া খুব স্বাভাবিক, আমার পক্ষে সিঁড়ি ভাঙা সম্ভব নয়)। বিণ. 1 ভেঙেছে এমন (ভাঙাগাছ, ভাঙা দেওয়াল, ভাঙা পা); 2 নষ্ট হয়েছে এমন (ভাঙা সম্বন্ধ, ভাঙা শরীর); 3 ভাঙে এমন (হাড়ভাঙা খাটুনি); 4 হতাশ (ভাঙা মন); 5 মন্দ (ভাঙা কপাল)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। ভাঙা কপাল জোড়া লাগা ক্রি. বি. দুঃসময় শেষ হয়ে সুসময় আসা। ̃ .গড়া বি. কেনোকিছু ভেঙে ফেলে বা নষ্ট করে আবার নতুন করে তৈরী করা। ̃ .চোরা বিণ. ভেঙে টুকরো হয়ে গেছে এমন; বিনষ্ট (ভাঙা-চোরা টেবিল)। ভাঙা-ভাঙা বিণ. 1 প্রায় ভেঙেছে এমন, ভগ্নপ্রায়; 2 বিকৃত ও অস্পষ্ট (ভাঙা-ভাঙা বাংলায় যা বলল তার মানে এই)। আকাশ ভাঙা ক্রি. বি. প্রবল বৃষ্টি হওয়া (আকাশ ভেঙে বৃষ্টি নামল)। ঘাড় ভাঙা ক্রি. বি. কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা। 2)
সিঁড়ি
(p. 832) sin̐ḍ়i বি. সোপান; মই; (নামা-ওঠার জন্য) সিঁড়ির ধাপ। [সং. শ্রেণি বা শ্রেঢ়ী]। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577649
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185333
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785382
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901038
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620001

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us