Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সুজাত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

খমধ্য
(p. 221) khamadhya বি. মাথার ঠিক সোজাসুজি উপরে আকাশে কল্পিত বিন্দুবিশেষ, সুবিন্দু, zenith (বি.প.)। [সং. খ + মধ্য]।
চোখ
(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ̃ খাগি, ̃ খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ̃ খেগো, ̃ খেকো। চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো - চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি। 4)
দরি2
(p. 399) dari2 বি. শতরঞ্চি, সুজনি। [হি. দরী]। 30)
দালিয়া
(p. 407) dāliẏā বি. গমের সুজি, গম পিষে প্রস্তুত সুজির মতো খাদ্যবিশেষ। [সং. দাল- ডাল1 দ্র]। 2)
প্রত্যক্ষ
(p. 544) pratyakṣa বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। ̃ কারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। ̃ গোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। ̃ জ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। ̃ তা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। ̃ দর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ। ̃ ফল বি. কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল অর্থাত্ যে ফলের কারণ স্পষ্ট বোঝা যায়। ̃ বাদ বি. জড়বাদ; দেহাত্মবাদ, positivism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদ বা দেহাত্মবাদ বিশ্বাসী। প্রত্যক্ষী (-ক্ষিন্) বিণ. প্রত্যক্ষকারী। প্রত্যক্ষী-কৃত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ করা হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-করণ। প্রত্যক্ষী-ভূত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-ভবন। 19)
মোহন
(p. 719) mōhana বি. 1 সম্মোহন, মুগ্ধ করা; 2 কামদেবের সম্মোহক বাণবিশেষ। বিণ. মুগ্ধকারী; চিত্তাকর্ষক, মনোহর (গোপীমোহন, 'কে রয় ভুলে তোমার মোহন রূপে': রবীন্দ্র; কৃষ্ণের মোহন বাঁশি)। [সং. √ মুহ্ + ণিচ + অন]। &tilde ভোগ বি. দুধ চিনি সুজি প্রভৃতি দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। মোহন মালা বি. সোনার কণ্ঠহারবিশেষ। মোহনিয়া (কাব্যে) বিণ. মুগ্ধকর, মোহজনক। 39)
সটান
(p. 801) saṭāna বিণ. 1 একটানা, সোজা (সটান রাস্তা); 2 টানটান, অবক্র (বিছানায় শুয়ে সটান হওয়া)। ক্রি-বিণ. 1 সোজাসুজি (সটান দৌড়ানো); 2 লম্বাভাবে (সটান শুয়ে পড়া); 3 আদৌ বিলম্ব না করে (সটান দেশে পাড়ি দেওয়া)। [সং. সহ + বাং. টান]। 8)
সরাসরি
(p. 818) sarāsari ক্রি-বিণ. বিণ. 1 কোনো মধ্যস্হের সাহায্য না নিয়ে সোজাসুজি (সরাসরি আদালতে যাওয়া); 2 সংক্ষিপ্ত (সরাসরি বিচার); 3 দুটিমাত্র প্রতিদ্বন্দ্বীর মধ্যে সীমাবদ্ধ (সরাসরি লড়াই)। [ফা. সরাসর]। 7)
সিধা1, (কথ্য) সিধে1
(p. 834) sidhā1, (kathya) sidhē1 বিণ. 1 সোজা (সিধে লোক, সিধে হয়ে দাঁড়ানো); 2 সরল (সিধা বাঁশ, সিধে লাইন টানা); 3 একটানা (সিধা রাস্তা); 4 সহজ, হ্রস্বতম (সিধা পথ ছেড়ে ঘুরপথে যাওয়া); 5 শাসিত, সংশোধিত, দুরস্ত, দমিত (মেরে সিধে করা)। ক্রি-বিণ. 1 বরাবর, সোজাসুজি (সিধা চলা); 2 অবিলম্বে (বলামাত্র সিধে ছুটল)। [হি. সীধা]। 3)
সুচন্দন, সুচরিত, সুচরিতেষু, সুচরিত্র, সুচারু, সুচিক্কণ, সুচিত্রিত, সুচিন্তিত, সুচির, সুচেতা, সুছাঁদ, সুজন
(p. 838) sucandana, sucarita, sucaritēṣu, sucaritra, sucāru, sucikkaṇa, sucitrita, sucintita, sucira, sucētā, suchān̐da, sujana দ্র সু। 16)
সুজনি
(p. 838) sujani বি. কারুকার্যযুক্ত বিছানার মোটা চাদরবিশেষ। [ফা. সোজনী]। 17)
সুজলা, সুজাত
(p. 838) sujalā, sujāta দ্র সু। 18)
সুজি
(p. 838) suji বি. রেঁধে খাওয়ার মোটা গোধূমচূর্ণবিশেষ। [দেশি]। 19)
সৌজন্য
(p. 846) saujanya বি. ভদ্রতা, শিষ্টাচার। [সং. সুজন + য (ভাবঅর্থে)]। 20)
সৌজাত্য
(p. 846) saujātya বি. 1 জন্মের উত্কর্ষ; 2 সু-প্রজননবিদ্যা, eugenics. [সং. সুজাত + য]। 21)
হালুয়া
(p. 867) hāluẏā বি. সুজি চিনি দুধ প্রভৃতি দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ, মোহনভোগ। [আ. হলবা]। 61)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2397375
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2012448
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1586193
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 826624
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 802682
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 778034
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 662543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 583598

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us