(p. 733) raṇa বি. 1 যুদ্ধ, সংগ্রাম, সমর (রণস্হল); 2 শব্দ, রব। [সং. √ রণ্ + অ]। ̃ .কুশল বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু। ̃ .কৌশল বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা। ̃ .ক্ষেত্র বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র। ̃ .চণ্ডী দ্র চণ্ডী। ̃ .জয়ী, ̃.জিত্ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন। ̃ .তরঙ্গ বি. যুদ্ধরূপ ঢেউ। ̃ .তরি, ̃.তরী, ̃.পোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়। ̃ .তূর্য বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা। ̃ .পণ্ডিত বিণ. রণকুশল। ̃ .বেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক। ̃ .ভেরি বি. যুদ্ধের দামামা। ̃ .মত্ত বিণ. যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে করতে মেতে উঠেছে এমন। ̃ .যাত্রা বি. যুদ্ধের জন্য যাওয়া, অভিযান। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) 1 রণমত্তা; 2 উগ্রমূর্তি (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .সজ্জা, ̃.সাজ বি. যুদ্ধের বেশ। ̃ .স্হল, রণাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র। রণে ভঙ্গ দেওয়া ক্রি. বি. 1 যুদ্ধে বিরত হওয়া বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া; 2 (আল.) প্রতিযোগিতা বিতর্ক ইত্যাদি থেকে মাঝপথে বিরত হওয়া। রণোন্মত্তরণমত্ত -র অনুরূপ। রণোন্মাদনা বি. যুদ্ধ করবার জন্য অতিশয় ব্যগ্রতা। 39)