Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্টিল দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্ধ
(p. 34) andha বি. 1 চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; 2 গাঢ় অন্ধকারময় ('অন্ধতামস': রবীন্দ্র); 3 অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কূপ বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy. ̃ তমস বি. গাঢ় অন্ধকার। ̃ তমিস্র বি. গাঢ় অন্ধকার। বিণ. গাঢ় অন্ধকারময়। ̃ বিশ্বাস বি. বিচার বিবেচনা না ক'রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্হা। ̃ বেগ বি. বেপরোয়া দ্রুত বেগ। অন্ধের নড়ি, অন্ধের যস্টি অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়। 41)
আঁদরু-পেঁদরু
(p. 80) ān̐daru-pēn̐daru বি. সাহেবিয়ানার উগ্র অনুকরণকারী দেশীয় খ্রিস্টান। [ইং. Andrews Pedro]। 6)
আপেক্ষিক
(p. 97) āpēkṣika বিণ. 1 তুলনামূলক, অপেক্ষাকৃত; 2 পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative. [সং. অপেক্ষা + ইক]। বি. ̃ তা। আপেক্ষিক গুরুত্ব তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity. আপেক্ষিক-তত্ত্ব, আপেক্ষিকতা-বাদ গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা: এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে। 14)
কৃস্টাল-ক্রিস্টাল
(p. 205) kṛsṭāla-krisṭāla এর রূপভেদ। 13)
কৌন্সিলি, কৌন্সলি
(p. 210) kaunsili, kaunsali বি. 1 ব্যারিস্টার; 2 উচ্চ আদালতের উকিল। [ইং. counsel]। 79)
ক্যাপ্টেন
(p. 210) kyāpṭēna বি. 1 দলনেতা (ফুটবল দলের ক্যাপ্টেন, মেরু অভিযাত্রীদের ক্যাপ্টেন); 2 জাহাজ স্টিমার প্রভৃতি যানের প্রধান চালক। [ইং. captain]। 124)
ক্যাস্টর অয়েল
(p. 210) kyāsṭara aẏēla বি (সাধারণত) জোলাপ হিসাবে ব্যবহৃত তেলবিশেষ, রেড়ির তেল। [ইং. castor oil]। 137)
ক্রিকেট
(p. 215) krikēṭa বি. ইংরেজদের দ্বারা উদ্ভাবিত এবং বর্তমানে অন্যান্য দেশে প্রচলিত ও জনপ্রিয় খোলা মাঠের খেলাবিশেষ যাতে ব্যাট বল স্টাম্প ইত্যাদি উপকরণ নিয়ে দুই দলে বাইশজন খেলোয়াড় অংশ নেয়। [ইং. cricket]। 12)
ক্রিস্টাল
(p. 215) krisṭāla বি. 1 কেলাস, দানা; 2 স্ফটিকের দানা। [ইং. crystal]। 15)
ক্রুশ
(p. 215) kruśa বি. ' + ' এই চিহ্ন বা এই আকারে যে কাষ্ঠখণ্ডে জিশু খ্রিস্টকে বিদ্ধ করে বধ করা হয়েছিল; ঢেরা চিহ্ন (+, *)। [ইং. cross]। 19)
ক্রুসেড
(p. 215) krusēḍa বি. ধর্মযুদ্ধ; মধ্যযুগে ধর্মস্হানের অধিকার নিয়ে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত ধর্মযুদ্ধ। [ইং. crusade]। 21)
খালাসি2
(p. 229) khālāsi2 বি. 1 জাহাজ-স্টিমারে বা সৈন্যবিভাগে নিযুক্ত নিম্নশ্রেণির কর্মচারী ; 2 ভারী বস্তু ওঠানো-নামানোর কাজে নিযুক্ত ভৃত্য বা শ্রমিক। [আ. খালাস্]। 2)
খৃষ্ট, খৃষ্টান, খৃষ্টীয়
(p. 231) khṛṣṭa, khṛṣṭāna, khṛṣṭīẏa খ্রিস্ট, খ্রিস্টান, খ্রিস্টীয় -র বানানভেদ। 40)
খ্রিষ্ট, খ্রিষ্টান, খ্রিষ্টীয়
(p. 235) khriṣṭa, khriṣṭāna, khriṣṭīẏa যথাক্রমে খ্রিস্ট, খ্রিস্টান ও খ্রিস্টীয় -র বানানভেদ। 20)
খ্রিস্ট
(p. 235) khrisṭa বি. খ্রিস্টান ধর্মের প্রবর্তক জিশু, Jesus. [ইং. Christ]। ̃ ধর্ম বি. জিশুর প্রবর্তিত ধর্ম। ̃ পূর্ব বিণ. জিশুর জন্মের পূর্ববর্তী (ইং. Before Christ (B.C.) এর বঙ্গানুবাদ)। খ্রিস্টান বি. বিণ. খ্রিস্টধর্মাবলম্বী। [ইং. Christian]। খ্রিস্টানি বি. 1 সাহেবিয়ানা। বিণ. খ্রিস্টান-সম্প্রদায়সম্বন্ধীয়; খ্রিস্টধর্মসম্বন্ধীয়; খ্রিস্টানদের (খ্রিস্টানি রীতি)। খ্রিস্টাব্দ বি. জিশুখ্রিস্টের জন্ম থেকে পরিগণিত অব্দ। খ্রিস্টীয় বিণ. 1 খ্রিস্টসম্বন্ধীয়; 2 খ্রিস্টের জন্ম থেকে পরিগণিত (খ্রিস্টীয় চতুর্থ শতক)।
গির্জা
(p. 250) girjā বি. খ্রিস্টানদের ধর্মমন্দির বা উপাসনালয়। [পো. igreja]। 4)
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
ঘাটা
(p. 266) ghāṭā বি. নদী খাল প্রভৃতির তীরে নৌকা স্টিমার ইত্যাদি ভিড়াবার স্হান (জাহাজঘাটা, স্টিমারঘাটা)। [বাং. ঘাট2 + আ]। 55)
চার্চ
(p. 281) cārca বি. গির্জা, খ্রিস্টানদের উপাসনামন্দির। [ইং. church]। 157)
জবাবি
(p. 312) jabābi বিণ. 1 জবাব লেখার জন্য প্রদত্ত (জবাবি পোস্টকার্ড); 2 জবাব হিসাবে বলা হয় এমন, পালটা (জবাবি কৈফিয়ত)। [আ. জওয়াব + বাং. ই]। 97)
জহর-কোট
(p. 312) jahara-kōṭa বি. জওহরলাল নেহরু কর্তৃক ব্যবহৃত ওয়েস্টকোটের মতো ফতুয়াজাতীয় জামাবিশেষ। [জহর জওহর + ইং. coat]। 182)
জালি-বোট
(p. 324) jāli-bōṭa বি. স্টিমারের সঙ্গে যে ছোট নৌকা বাঁধা থাকে। [ইং. jolly-boat]। 14)
জাহাজ
(p. 324) jāhāja বি. বিশাল জলযান, বড় স্টিমার; (আল.) বিশাল আধার (বিদ্যের জাহাজ)। [আ. জহাজ]। ̃ ঘাটা বি. নদী বা সমুদ্রের তীরে যেখানে জাহাজ ভিড়ানো হয়। জাহাজি বিণ. জাহাজসম্বন্ধীয়; জাহাজে বাহিত; জাহাজে কাজ করে এমন। 22)
জিশু
(p. 326) jiśu বি. খ্রিস্টধর্মের প্রবর্তক, জিশুখ্রিস্ট। [ইং. Jesus]। 10)
জেটি
(p. 327) jēṭi বি. জাহাজ, স্টিমার প্রভৃতি থেকে মালপত্র নামাবার বা যাত্রী নামাবার মঞ্চবিশেষ। [ইং. jetty]। 62)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577802
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185528
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785615
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026568
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708598
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us