Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্বভাবগত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধিষ্ঠান
(p. 20) adhiṣṭhāna বি. 1 উপস্হিতি, স্হিতি, অবস্হান ('শয়নগৃহের শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল': রবীন্দ্র); 2 উপবেশন; 3 আবির্ভাব (এমন সময় হঠাত্ তাঁর অধিষ্ঠান হল); 4 নগর; 5 দেবতার আবির্ভাবস্হান বা আশ্রয়স্হান; 6 (মনোবিদ্যায়) স্বভাবগত হওয়া, inherence (বি. প.)। [সং অধি+ √ স্হা+অন]। অধিষ্ঠিত বিণ. অধিষ্ঠান করেছে এমন; অবস্হিত; আবির্ভূত; অধিকৃত। 4)
অধ্যয়ন
(p. 20) adhyaẏana বি 1 মনোযোগের সঙ্গে পাঠ; 2 শাস্ত্রালোচনা। [সং. অধি+√ ই+অন]। ̃ .রত বিণ. গভীর মনোযোগের সঙ্গে পাঠ করেছে এমন। ̃ .শীল বিণ. গভীর মনোযোগের সঙ্গে পাঠ করার অভ্যাস বা স্বভাববিশিষ্ট। 25)
অমানুষ
(p. 57) amānuṣa বিণ. 1 মনুষ্যত্বহীন, মানুষের গুণ নেই এমন; পশুর মতো স্বভাববিশিষ্ট; 2 অলৌকিক, মনুষ্যাতীত। বি. মানুষ ছাড়া অন্য; মনুষ্যত্বহীন ব্যক্তি; পশুতুল্য মানুষ, স্বভাবে হীন এমন ব্যক্তি। [সং. ন + মানুষ]। অমানুষিক বিণ. 1 মানুষের অসাধ্য (অমানুষিক পরিশ্রম); 2 মানুষের পক্ষে অসহ্য (অমানুষিক অত্যাচার)। বি. অমানুষিকতা। 23)
অসচ্চরিত্র
(p. 67) asaccaritra বিণ. চরিত্র ভালো নয় এমন; অসাধু; মন্দ স্বভাববিশিষ্ট। [সং. ন + সচ্চরিত্র]। স্ত্রী. অসচ্চরিত্রা। ̃ তা বি. চরিত্রের দোষ, মন্দ স্বভাব। 59)
অসামাল
(p. 72) asāmāla বিণ. সামলাতে পারে না এমন, বেসামাল; অসর্তক; এলোমেলো, শিথিল স্বভাববিশিষ্ট; অসংযত (কাপড়চোপ়ড় অসামাল হওয়া)। [বাং. অ + হি. সম্ভাল সামাল]। 2)
অসূয়ক
(p. 72) asūẏaka বিণ. অন্যের গুণকে ঈর্ষা করে বা অস্বীকার করে এমন, বিদ্বেষী; নিন্দুক। বি. স্বভাবতই সবকিছুর প্রতি বিদ্বেষযুক্ত বা অসূয়াপরবশ ব্যক্তি, cynic (বি. প.)। [সং. অসূয় + অক]। 22)
ইমান
(p. 114) imāna বি. 1 ধর্মবিশ্বাস; 2 বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। ̃ দার বিণ. 1 ধার্মিক; 2 সাধুস্বভাবসম্পন্ন; 3 বিশ্বস্ত; 4 বিবেকসম্পন্ন। ̃ দারি বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা। 51)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
কুচরিত্র
(p. 194) kucaritra বি. মন্দ স্বভাব, অসত্ চরিত্র। বিণ. মন্দ স্বভাববিশিষ্ট (তার মতো কুচরিত্র লোকের সঙ্গ পরিহার করাই ভালো)। [সং. কু + চরিত্র]। বিণ. স্ত্রী. কুচরিত্রা। 7)
কুপ্রকৃতি
(p. 197) kuprakṛti বি. বিণ. মন্দ স্বভাব বা মন্দ স্বভাববিশিষ্ট। [সং. কু + প্রকৃতি]। 14)
কুশীল
(p. 201) kuśīla বিণ. দুষ্ট বা মন্দ স্বভাববিশিষ্ট; দুশ্চরিত্র। [সং. কু + শীল]। 24)
কুস্বভাব
(p. 202) kusbabhāba বি. অসত্ চরিত্র; মন্দ প্রকৃতি। বিণ. দুশ্চরিত্র। [সং. কু + স্বভাব]। বিণ. স্ত্রী. কুস্বভাবা। 10)
কৃত্রিম
(p. 204) kṛtrima বিণ. 1 স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী); 2 কৌশলে নির্মিত; 3 শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম); 4 নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা); 5 কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)। [সং. √কৃ + ত্রিম]।বি. ̃. তা। কৃত্রিম উপগ্রহ বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite. 21)
কোপ2
(p. 210) kōpa2 বি. 1 ক্রোধ, রাগ, রোষ (কোপানল); 2 অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)। [সং. √ কুপ্ + অ]। ̃ কটাক্ষ বি. ক্রুদ্ধদৃষ্টি। ̃ ন বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)। বিণ. স্ত্রী. কোপনা। কোপন-প্রকৃতি, কোপন-স্বভাব বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট। কোপানল বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ। কোপাবিষ্ট বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। 21)
খাণ্ডার
(p. 226) khāṇḍāra বিণ. কলহপ্রিয়, ঝগড়াটে। [দেশি]। খাণ্ডারি, খাণ্ডারনি বিণ. (স্ত্রী.) কলহপ্রিয়; উগ্রস্বভাবা। 54)
গন্ধর্ব
(p. 240) gandharba বি. 1 দেবযোনিবিশেষ, স্বর্গের গায়ক শ্রেণি; 2 স্বভাবগায়ক। [সং. গন্ধ + √অর্ব্ (=গতি) + অ]। ̃ বিদ্যা বি. সংগীতবিদ্যা। ̃ বিবাহ বি. কেবল পাত্র-পাত্রীর মতানুসারেই অনুষ্ঠিত হিন্দু বিবাহবিধিবিশেষ। ̃ বেদ বি. সংগীতশাস্ত্র। ̃ লোক বি. গন্ধর্বদের আবাস। 19)
গাঁইয়া
(p. 245) gām̐iẏā বিণ. গেঁয়ো; গেঁয়ো স্বভাববিশিষ্ট। [বাং. গাঁ + ইয়া]।
চণ্ডী
(p. 276) caṇḍī বি. 1 দুর্গার রূপবিশেষ; 2 মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য; 3 চণ্ডিকাদেবীর মাহাত্ম্যকথা; 4 অতি কোপনস্বভাবা স্ত্রীলোক। [সং. চণ্ড + ঈ]। ̃ মঙ্গল বি. চণ্ডীর মাহাত্ম্যকথা সম্বন্ধে রচিত বাংলার মধ্যযুগীয় কাব্যবিশেষ। ̃ মণ্ডপ বি. 1 যে মণ্ডপে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়; 2 ঠাকুরদালান। মঙ্গল-চণ্ডী বি. শুভদা চণ্ডী, দুর্গা। রণ-চণ্ডী বি. 1 দানবদের সঙ্গে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী; 2 (আল.) অতি কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী। বিণ. রণোন্মত্তা, উগ্রা (রণচণ্ডী মূর্তি)। 27)
চরিত্র
(p. 279) caritra বি. 1 স্বভাব; আচরণ; 2 রীতিনীতি; 3 সদাচার, সত্ প্রকৃতি (চরিত্রবান ছেলে); 4 উপন্যাস-কাব্য-নাটকাদির পাত্র-পাত্রী (উপন্যাসের নারী ও পুরুষ চরিত্র)। [সং. √চর্ + ইত্র]। চরিত্র খোয়ানো, চরিত্র হারানো ক্রি. বি. চরিত্র নষ্ট করা, দুশ্চরিত্র বা মন্দচরিত্র হওয়া, লম্পট হওয়া। ̃ দোষ বি. অসচ্চরিত্রতা। ̃ বান (-বত্) বিণ. সত্স্বভাব, সচ্চরিত্র। ̃ হনন বি. কারও স্বভাবচরিত্র সম্পর্কে বদনাম রটিয়ে ক্ষতি করা, character assassination এর অনুকরণে। ̃ হীন বিণ. লম্পট, মন্দচরিত্র। 35)
চারু
(p. 281) cāru বিণ. 1 সুন্দর, মনোরম, সুদর্শন (চারুনেত্র); 2 ললিত, সুকুমার (চারুকলা)। [সং. √চর্ + উ]। ̃ কলা - কলা1 দ্র। বি. ̃ তা। ̃ শীলা বিণ. (স্ত্রী.) সত্স্বভাবা। 156)
চাল৩
(p. 281) cāla3 বি. 1 জীবনযাত্রার ধরন (বনেদি চাল); 2 প্রথা, কর্মপ্রণালী, আচারব্যবহার (চালচলন); 3 ফন্দি, কৌশল (চাল ফসকানো, বুদ্ধির চাল); 4 গতিভঙ্গি (গদাইলশকরি চাল); 5 দাবা লুডো পাশা প্রভৃতি খেলায় ঘুঁটির দান (এবার তুমি চাল দেবে); 6 মিথ্যা বা ফাঁকা বড়াই (চালবাজ, চাল মারা)। [দেশি-তু. সং. √চল্]। চাল কমানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর কমানো; ব্যয় সংকোচ করা। চাল চালা ক্রি. বি. ফন্দি খাটানো; 3 দাবা পাশা ইত্যাদি খেলায় দান দেওয়া। চাল বাড়ানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর বাড়ানো; ব্যয় বৃদ্ধি করা। চাল মারা বি. ক্রি. মিথ্যা বড়াই করা; ফাঁকি দেওয়া। ̃ চলন বি. রীতিনীতি; স্বভাবচরিত্র; আচারব্যবহার। ̃ বাজ বিণ. মিথ্যা বড়াইকারী; ফন্দিবাজ। ̃ বাজি বি. মিথ্যা বড়াই; ফাঁকিবাজি; ফন্দিবাজি। 163)
দান2
(p. 402) dāna2 বি. 1 স্বত্ব ত্যাগ করে কাউকে অর্পণ বা বিতরণ (অন্নদান, বস্ত্রদান); 2 উত্সর্গ (গোদান, বলিদান); 3 সম্প্রদান (কন্যাদান); 4 ত্যাগ (দানব্রত); 5 দেওয়া (আশ্রয়দান); 6 দেওয়া হয়েছে এমন জিনিস, দত্তবস্তু (মহামূল্য দান); 7 পালা (এবার আমার দান); 8 পাশা ইত্যাদি খেলায় ছক ফেলা (দান দেওয়া); 9 তোলা বা হাটবাজারের মালিককে দেয় শুল্ক; 1 হাতির মদজল বা গণ্ডদেশ থেকে নির্গত রস; 11 শত্রুকে বশ করার উপায়বিশেষ ('সাম-দান-দণ্ড-ভেদ')। [সং. √ দা + অন]। ̃ খয়রাত বি. দানকর্ম, নানারকম দান। ̃ ধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ। ̃ ধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ। ̃ পত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করার দলিল। ̃ বীর, ̃ শৌণ্ড বিণ. অতি দানশীল (দানবীর ব্যক্তি)। ̃ শীল বিণ. বদান্য স্বভাবযুক্ত। বি. ̃ শীলতা। ̃ সজ্জা, ̃ সামগ্রী বি. (বিবাহে) দানের জন্য সাজিয়ে রাখা দ্রব্যসামগ্রী। ̃ সত্র বি. দানশালা, যেখানে দান করা হয়। ̃ সাগর বি. 1 শ্রাদ্ধকর্তার ষোলোটি দান বা ষোড়শদান; 2 (আল.) প্রচুর দান; দত্তবস্তুর অসাধারণ প্রাচুর্য। 72)
দুঃ
(p. 411) duḥ অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ̃ শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ̃ শীল বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট। ̃ শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ̃ সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ̃ সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ̃ সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিত্স্য (দুঃসাধ্য ব্যাধি)। ̃ সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ̃ সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ̃ সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ̃ সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ̃ স্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ̃ স্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ̃ স্হিতি, দুস্হিতি। ̃ স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ̃ স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন। 3)
দুর্বৃত্ত
(p. 414) durbṛtta বিণ. 1 দুষ্ট স্বভাববিশিষ্ট, দুরাত্মা, দুশ্চরিত্র; 2 কুকর্মকারী, অসত্ বা সমাজবিরোধী কাজ করে এমন। বি. দুশ্চরিত্র ব্যক্তি; কুকর্মে নিযুক্ত ব্যক্তি (গুলির আওয়াজে দুর্বৃত্তরা পালিয়ে গেল)।[সং. দুর্ + বৃত্ত (চরিত্র)]। 56)
দুশ্চরিত্র, দুশ্চরিত
(p. 416) duścaritra, duścarita বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট; চরিত্রহীন। বি. মন্দ স্বভাব। [সং. দুর্ + চরিত্র, চরিত]। বি. ̃ তা। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534888
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140428
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730645
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942842
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696655
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603080

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us