Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্বার্থের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অ-কার
(p. 3) a-kāra বি. 'অ' বর্ণ বা ধ্বনি। [বাং. অ+কার (স্বার্থে)]। 3)
অম্বিকা2
(p. 59) ambikā2 বি. 1 জননী; 2 দুর্গা। [সং. অম্বা + (স্বার্থে) ক + আ]। ̃ .নাথ, ̃ .পতি বি. শিব। 7)
অম্রাতক
(p. 59) amrātaka বি. আমড়া। [সং. অম্র + অত্ + ক (স্বার্থে)]। 12)
অলক্ত, অলক্তক
(p. 62) alakta, alaktaka বি. আলতা, লাক্ষারস ('রক্ত-অলক্তক ধৌত পায়ে': রবীন্দ্র)। [সং. ন্ + রক্ত (=লক্ত) + স্বার্থে ক]। অলক্ত-রাগ বি. আলতার রং দাগ বা আভা। 40)
আগন্তুক
(p. 82) āgantuka বি. অতিথি; নবাগত বা অপরিচিত ব্যক্তি। বিণ. 1 নবাগত, সদ্য বা হঠাত্ এসেছে এমন; 2 হঠাত্ ঘটেছে এমন (আগন্তুক বিপদ)। [সং. আ + √ গম্ + তু + ক (স্বার্থে)]। 43)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
উত্তরা-কাণ্ড
(p. 125) uttarā-kāṇḍa বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড, উত্তরকাণ্ড। [সং. উত্তর + আ (স্বার্থে) + কাণ্ড]। 8)
কনীনিকা
(p. 162) kanīnikā বি. 1 চোখের মণি বা তারা; 2 কড়ে আঙুল; 3 কনিষ্ঠা ভগিনী। [সং. √ কন্ + ঈন + ক (স্বার্থে) ই আগম + আ (স্ত্রী.)]। 7)
করঞ্জ, করঞ্জক
(p. 167) karañja, karañjaka বি. করমচা গাছ; করমচা ফল। [সং. ক (=জল) + √ রন্জ্ + অ; স্বার্থে ক]। 2)
কর্পদক
(p. 163) karpadaka বি. 1 শিবের জটা; 2 কড়ি। [সং. কর্পদ + ক (স্বার্থে)]। ̃ হীন বিণ. নিঃস্ব। ̃ হীনতা বি. নিঃস্বতা; দারিদ্র। 2)
কলম্বী, কলম্বিকা
(p. 169) kalambī, kalambikā বি. কলমি শাক। [সং. √ কল্ + অম্ব+ঈ, কলম্বী + ক স্বার্থে + আ (স্ত্রী.)]। 63)
কলিকা1
(p. 172) kalikā1 বি. কোরক, কুঁড়ি, কলি (কমলকলিকা)। [সং. কলি + ক স্বার্থে + স্ত্রী. আ]। 12)
কারুণ্য
(p. 185) kāruṇya বি. করুণার ভাব, দয়াগুণ; অনুকম্পা (তাঁর অন্তর কারুণ্যে পূর্ণ)। [সং. করুণা + য (স্বার্থে)]। 33)
কালিকা
(p. 188) kālikā বি. (স্ত্রী.) কালী, চণ্ডিকাদেবীর রূপবিশেষ। [সং. কালী + স্বার্থে ক + আ]। ̃ পুরাণ বি. কালিকার মাহাত্ম্যসংবলিত গ্রন্হবিশেষ। 6)
কুরুবক, কুরবক
(p. 199) kurubaka, kurabaka বি. ঝিণ্ডি বা ঝাঁটি ফুল: ঝাঁটি ফুলের গাছ। [সং. কুরব (কুরুব) + ক স্বার্থে]। 16)
ক্ষত্রিয়
(p. 217) kṣatriẏa বি. 1 হিন্দু চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণ; 2 ক্ষেত্রী বা ছত্রী জাতি। [সং. ক্ষত্র + ইয় (স্বার্থে)]। ক্ষত্রিয়া, ক্ষত্রিয়াণী বি. (স্ত্রী.) ক্ষত্রিয়জাতীয়া নারী। ক্ষত্রিয়ী বি. (স্ত্রী.) ক্ষত্রিয়ের পত্নী। 13)
ক্ষপণক
(p. 217) kṣapaṇaka বি. 1 বৌদ্ধ সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ; 2 মহারাজ বিক্রমাদিত্যের 'নবরত্নে'র অন্যতম। [সং. √ ক্ষপ্ + অন + ক (স্বার্থে)]। 17)
ক৪, কো
(p. 156) ka4, kō (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)। 5)
খোলক
(p. 234) khōlaka বি. সর্বাঙ্গ আবৃত করে এমন বস্ত্রবিশেষ; খোলা, আবরণ, shell. [সং. খোল + ক (স্বার্থে)]।
গরল
(p. 242) garala বি. 1 বিষ; 2 সাপের বিষ; 3 (আঞ্চ.) বিষাক্ত ঘা। [সং. গর + ল (স্বার্থে)]। 26)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গুটি2, গুটিকা
(p. 250) guṭi2, guṭikā বি. 1 বটিকা, বাড়ি (ঔষধের গুটিকা); 2 গুলি, ছোট ডেলা; 3 ঘুঁটি (দাবার গুটি); 4 নবজাত ফল, কুশি (আমের গুটি) ; 5 ছোট ছোট দানা বা গোলাকার বস্তু ; 6 বসন্ত ইত্যাদি রোগের ব্রণ (মারীগুটিকা); 7 রেশমের কোষ (রেশমের গুটি); 8 কোষকীট (গুটি পোকা)। [সং. √গুড়্ (=গুট্) + ই (স্বার্থে) + আ]। ̃ পোকা বি. রেশমকীট, তুঁতপোকা। 55)
গোছা1
(p. 256) gōchā1 বি. 1 গুচ্ছ (এক গোছা চুল, চাবির গোছা); 2 থোকা, থোলো, তাড়া (গোছা গোছা কাগজ); 3 পায়ের গোছ। [বাং. গোছ + আ (স্বার্থে)]। 64)
গোলক
(p. 256) gōlaka বি. 1 গোলাকৃতি বস্তু (ভূগোলক); 2 ভাঁটা, কন্দুক, বাঁটুল, বল; 3 যে বর্তুলের উপর পৃথিবীর প্রতিরূপ অঙ্কিত থাকে, globe. [সং. গোল3+ ক (স্বার্থে)]। 140)
ঘনক
(p. 266) ghanaka বি. ঘনক্ষেত্র, ঘন, cube. [সং. ঘন + ক (স্বার্থে)]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535151
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730939
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us