Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গোছা1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গোছা1 এর বাংলা অর্থ হলো -

(p. 256) gōchā1 বি. 1 গুচ্ছ (এক গোছা চুল, চাবির গোছা); 2 থোকা, থোলো, তাড়া (গোছা গোছা কাগজ); 3 পায়ের গোছ।
[বাং. গোছ + আ (স্বার্থে)]।
64)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গেও
(p. 256) gēō ক্রি. (ব্রজ.) গেল, গিয়েছে ('হরি গেও মধুপুর': বিদ্যা)। 5)
গোপাল-ভোগ
(p. 256) gōpāla-bhōga বি. আমের জাতিবিশেষ। [বাং. গোপাল (শ্রীকৃষ্ণ) + ভোগ]। 95)
গোপিত্ত
গা2
গাণ-পত্য
গৃহাসক্ত
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
গ্রেপ্তার, গ্রেফ্তার
গয়না, গয়নার নৌকা
(p. 241) gaẏanā, gaẏanāra naukā যথাক্রমে গহনা ও গহনার নৌকা -র চলতি রূপ।
গ্রহ
(p. 261) graha বি. 1 (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet; 2 গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ); 3 উপলব্ধি (অর্থগ্রহ) ; 4 গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি। [সং. √গ্রহ্ + অ]। ̃ দেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা। ̃ দোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ। ̃ পতি বি. সূর্য। ̃ বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা। ̃ বিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি। ̃ বিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য। ̃ বৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ। ̃ মণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগত্। ̃ রাজ বি. 1 সূর্য; 2 চন্দ্র; 3 বৃহস্পতি। ̃ শান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন। ̃ স্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্হিতিস্হাপক রাশি। গ্রহের ফের বি. 1 কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; 2 বিপদ। 53)
গোপাল1
(p. 256) gōpāla1 বি. 1 গোয়ালা; 2 রাখাল; 3 শ্রীকৃষ্ণের বালকবয়সের নাম; 4 রাজা; 5 সন্তান, পুত্র (আমার গোপাল, আদুরে গোপাল)। [সং. গো (গোরু, পৃথিবী) + √পা + ণিচ্ + অ]। ̃ ক বি. গোরু পালনকারী, গোয়ালা; রাখাল। ̃ ন বি. গোরুর পালন বা পরিচর্যা। 93)
গৃহিণী
(p. 253) gṛhiṇī বি. 1 বাড়ি বা পরিবারের কর্ত্রী; 2 গৃহীর পত্নী। [সং. গৃহ + ইন্ + ঈ]। ̃ পনা বি. 1 গৃহিণীর আচরণ; 2 গৃহিণীর নৈপুণ্য; 3 (ব্যঙ্গে) অল্প বয়সে বা বিনা অধিকারে গৃহকর্ত্রীর ভাব দেখানো। 71)
গুম্ফা
গোল্লা
গা1
গ্রৈব, গ্রৈবেয়
(p. 264) graiba, graibēẏa বিণ. গ্রীবাসম্বন্ধীয়। [সং. গ্রীবা + অ, এয়]। গ্রৈবেয়ক বি. কণ্ঠভূষণ। 2)
গুঁজা, গোঁজা
(p. 250) gun̐jā, gōn̐jā ক্রি. 1 ঢোকানো (মাথা গুঁজবার জায়গা); 2 পোঁতা (পেরেক গোঁজা); 3 এঁটে রাখা, স্হাপন করা (কানে কলম গোঁজা) ; 4 লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা); 5 নিচু করা (মুখ গোঁজা)। বি. 1 অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়। বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন। [বাং. √গুঁজ্ + আ]। ̃ মিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া। 24)
গর-গর2
(p. 242) gara-gara2 বিণ. 1 গদ্গদ, বিহ্বল, অভিভূত (ভাবে গরগর); 2 উল্লসিত ('রাইরূপ হেরি অন্তর গরগর': বিদ্যা.); 3 টকটকে, ঘোর লাল। [দেশি]। 10)
গন-গন, গন্-গন্
গৃহ্য1
(p. 256) gṛhya1 বিণ. 1 গ্রহণযোগ্য; 2 আয়ত্ত। [সং. √গ্রহ্ + য]। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577637
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185327
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785374
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026160
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619999

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us