Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হলুদ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অলুক, (বর্জি) অলুক্ (লুচ্)
(p. 65) aluka, (barji) aluk (luc) বিণ. লোপহীন, লোপ পায় না এমন। বি. লোপের অভাব, লোপহীনতা। [সং. ন + লুচ্]। অলুক সমাস বি. (ব্যাক.) সে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, যেমন যুধি (যুদ্ধ, সপ্তমী বিভক্তি) + স্হির = যুধিষ্ঠির, গায়েহলুদ। 2)
আই-বড়, আই-বুড়ো
(p. 77) āi-baḍ়, āi-buḍ়ō বিণ. অবিবাহিত বা অবিবাহিতা। [সং. অব্যূঢ় ? সং. আয়ুর্বৃদ্ধি?] ̃ ভাত বি. গায়েহলুদের পরে এবং বিবাহ অনুষ্ঠানের আগে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ ভাত খাওয়ার অনুষ্ঠান। 12)
কদম2
(p. 160) kadama2 বি. কদম্ব, হলুদ রঙের সুগন্ধ ফুল বা তার গাছ। [সং. কদম্ব]। কদমা বি. (কদম ফুলের মতো আকারবিশিষ্ট) চিনির তৈরি সাদা মিঠাইবিশেষ। জোর কদম বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি। 23)
কনক
(p. 160) kanaka বি. স্বর্ণ, সোনা। [সং. √ কন্ + অক]। ̃ চাঁপা বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল। ̃ চূড় বি. ধানবিশেষ। বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া ('কনকচূড় মুকুটখানি': রবীন্দ্র)। ̃ চূর বি. ধানবিশেষ, কনকচূড় ধান। ̃ পত্র বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ। ̃ প্রভা বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা। ̃ ময় বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন। ̃ মুকুট বি. সোনার মুকুট। ̃ রঞ্জিত বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন। ̃ রস বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল। ̃ সূত্র বি. সোনার তার, সোনার ডোর। কনকাচল বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত। কনকাঞ্জলি বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান। 41)
কাঞ্চন
(p. 179) kāñcana বি. 1 স্বর্ণ, সোনা; 2 স্বর্ণমুদ্রা; 3 ধন (কামিনীকাঞ্চন); 4 ফুলবিশেষ বা তার গাছ; 5 ধানবিশেষ। বিণ. স্বর্ণবর্ণ, সোনার মতো রংবিশিষ্ট (কাঞ্চনকান্তি); সোনার তৈরি, স্বর্ণময় (কাঞ্চনমুদ্রা)। [সং. কাঞ্চন + অ]। ̃ মূল্য বি. কাঞ্চনের বা স্বর্ণমূদ্রার মূল্য; স্বর্ণমুদ্রার মূল্যস্বরূপ দক্ষিণা; অতি উচ্চ মূল্য; পারিশ্রমিকস্বরূপ অর্থ। কাঞ্চনী বি. (স্ত্রী.) 1 হলুদ; 2 গোরোচনা। 6)
কুটা2, কোটা
(p. 194) kuṭā2, kōṭā ক্রি. 1 কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); 2 চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); 3 ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। বি. কোটার কাজ। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]। কুটন, কোটন বি. কোটার কাজ। কুটানো, কোটানো ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। 41)
গন্ধক
(p. 240) gandhaka বি. হলুদ বর্ণের মৌলিক পদার্থবিশেষ, sulphur [সং. গন্ধ + ক]। ̃ চূর্ণ বি. বারুদ। গন্ধক-দ্রাবক, গন্ধকাম্ল বি. মহাদ্রাবক, sulphuric acid. 18)
গাঁদা
(p. 246) gān̐dā বি. হলুদ রঙের ফুলবিশেষ, marigold. [হি. গেঁদা সং. গেন্দুক?]। 15)
গাত্র
(p. 246) gātra বি. 1 শরীর, অঙ্গ, গা ('ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা': সু. রা); 2 পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)। [সং. √গা (গত্যর্থক) + ত্র ('ষ্ট্রন্' করণে)]। ̃ জ্বালা, ̃ দাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব। ̃ মার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি। ̃ হরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান। গাত্রানু-লেপনী বি. 1 গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; 2 সাবান। গাত্র-বস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. 1 গায়ের চাদর; 2 বর্ম, সাঁজোয়া। গাত্রোত্থান, গাত্রোত্-পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো। 44)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
চিতা৩
(p. 288) citā3 বি. হলুদ রঙের উপর গোল গোল কালো ছাপ যুক্ত অত্যন্ত দ্রূতগামী বাঘবিশেষ, cheetah. [সং. চিত্রক]। 37)
দো-
(p. 421) dō- বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো সং. দ্বি]। ̃ আনি দ্র দু। ̃ আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ̃ আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ̃ আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ̃ কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ̃ কলা, ̃ কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ̃ চালা বিণ. বি. দু দ্র। ̃ ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ̃ ছুট, ̃ ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। ̃ তরফা দ্র দু। ̃ তলা, ̃ তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ̃ তারা, ̃ ধারি, ̃ নলা, ̃ নালা, ̃ পেয়ে দ্র দু। ̃ পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ̃ ফলা, ̃ ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ̃ ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ̃ ফাল, ̃ ফালি দ্র দু। ̃ ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ̃ মনা, ̃ মুখো, ̃ মেটে, ̃ য়ানি দ্র দু। ̃ য়াব-দোআব -এর বানানভেদ। ̃ রকা, ̃ রোকা, ̃ রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ̃ রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ̃ শালা বি. শালের জোড়া। ̃ সুতি দ্র দু। ̃ হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ। 68)
নব2
(p. 447) naba2 (-বন্) বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (নবগ্রহ, নবরত্নসভা)। [সং. √ নু + অন্ = নবন্]। ̃ গুণ দ্র নবলক্ষণ। ̃ গ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ। ̃ দুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি। ̃ দ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্হ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র। ̃ ধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)। ̃ পত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ। ̃ রত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচিরাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির। নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা। ̃ রস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভত্স অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস। ̃ রাত্র বি. আশ্বিনমাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় তিথিতে পালনীয় ব্রতবিশেষ। ̃ ল বিণ. নবীন, নতুন। ̃ লক্ষণ, ̃ গুণ বি. আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা আবৃত্তি তপ ও দান-ব্রাহ্মণ বা কুলীনের এই নয়টি গুণ বা কুললক্ষণ। ̃ শায়ক, (কথ্য) ̃ শাক, (কথ্য) ̃ শাখ বি. তাঁতি মালাকার সদ্গোপ নাপিত বারুই কামার কুম্ভকার তিলি ময়রা-বাঙালি হিন্দুজাতির এই নয়টি শ্রেণি বা শাখা। 3)
পিউলি
(p. 519) piuli বি. ফিকে বা ফ্যাকাশে হলুদ রঙের ফুলবিশেষ। [ সং. পিঙ্গলী]। 14)
পীত1
(p. 523) pīta1 বি. হলুদ রং (শ্বেতপীত)। বিণ. হলুদ রং-বিশিষ্ট, হলুদ রঙের (পীতধড়া, পীতবাস)। [সং. √ পা + ত]। ̃ জ্বর বি. পাণ্ডুরতা ও রক্তস্রাবযুক্ত জ্বরবিশেষ, yellow fever. ̃ ধড়া বি. 1 হলুদ রঙে রঞ্জিত কটিবাস; 2 শ্রীকৃষ্ণের পরিধেয় বস্ত্র। ̃ বাস, পীতাম্বর বি. 1 হলুদ রঙের বস্ত্র; 2 (পীতবস্ত্রধারী) শ্রীকৃষ্ণ। বিণ. পীতবস্ত্রধারী। পীতাভ বিণ. পীত বা হলুদ রঙের আভাযুক্ত, হালকা হলুদ রঙের। 9)
বসন্তী
(p. 580) basantī বি. 1 কোকিল; 2 ফিকে হলুদ রং ('বসন্তীরঙ বসনখানি নেশার মতো বক্ষে ধরে': রবীন্দ্র)। [সং. বসন্ত + ঈ]। 216)
বোলতা
(p. 646) bōlatā বি. দংশনকারী হলুদ রঙের বিষাক্ত পতঙ্গবিশেষ। [সং. বরটা]। 63)
মুগ
(p. 708) muga বি. হলুদ রঙ্গের ডালবিশেষ। [সং মুদ্গ]। ̃ .কলাই বি. খোসা না-ছাড়ানো মুগ 28)
রাধা
(p. 742) rādhā বি. বৃষভানু গোপের কন্যা, আয়ান ঘোষের পত্নী ও কৃষ্ণের প্রেমিকা। [সং. রাধ্ + অ + আ]। ̃ .কান্ত, ̃.নাথ, ̃.বল্লভ, ̃.মাধব, ̃.রঞ্জন, ̃.রমণ বি. শ্রীকৃষ্ণ। ̃ .কৃষ্ণ বি. শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ। ̃ .চূড়া বি. হলুদ রঙের ফুলযুক্ত বড়ো গাছবিশেষ। ̃ .পদ্ম বি. সূর্যমুখী ফুল। ̃ ষ্টমী বি. ভাদ্রমাসের শুক্লাষ্টমী; রাধার জন্মতিথি। 19)
লা-মাটি
(p. 76) lā-māṭi বি. হলুদ রঙের মাটিবিশেষ। [দেশি]। 31)
শটি, (বর্জি.) শটী
(p. 769) śaṭi, (barji.) śaṭī বি. হলুদজাতীয় ওষধিবিশেষ বা তার কন্দ যা থেকে পালো তৈরি হয়। [সং. √ শট্ + ই]। ̃ ফুড বি. শটি থেকে প্রস্তুত পালো। 14)
সবুজ
(p. 808) sabuja বিণ. বি. 1 বর্ণবিশেষ, বর্ণালিতে আশমানি ও হলুদের মাঝের বর্ণ, গাছপালা ও ঘাসের পাতার বর্ণ, হরিত্; 2 (আল.) অল্পবয়স্ক বা তরুণ ('ওরে সবুজ ওরে আমার কাঁচা': রবীন্দ্র)। [ফা. সব্জ]। সবুজাভ বিণ. সবুজের আভাযুক্ত, সবজেটে। 26)
স্বর্ণ
(p. 853) sbarṇa বি. উজ্জ্বল হলুদরঙের বহুমূল্য ধাতুবিশেষ, সোনা, সুবর্ণ, হিরণ্য, কনক, কাঞ্চন, হেম। [সং. সু + √ ঋণ্ (=গতি) + অ]। ̃ কমল বি. রক্তপদ্ম। ̃ কার বি. সোনার অলংকারাদির নির্মাতা, স্যাকরা। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে সোনা আছে এমন, স্বর্ণপূর্ণ। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) স্বর্ণপূর্ণা; (আল.) গর্ভে সোনার চাঁদের মতো সন্তান ধারণ করেছে এমন, সুসন্তানপ্রসবিনী। ̃ প্রতিমা বি. স্বর্ণনির্মিত প্রতিমা; (আল.) অতি সুন্দর মূর্তি। ̃ প্রসূ বিণ. (আল.) অতিশয় উর্বরা। ̃ বণিক (-ণিজ্) বি. সোনার বেনে, হিন্দুজাতিবিশেষ। ̃ ভূষণ, স্বর্ণালংকার বি. সোনার গহনা। ̃ মৃগ বি. সীতাকে প্রলুব্ধ করার জন্য মায়ারূপধারী রাক্ষস মারীচ; (আল.) মিথ্যা ও সর্বনাশা প্রলোভন। ̃ সিন্দূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ, মকরধ্বজ। ̃ সুযোগ বি. সুবর্ণ সুযোগ। ̃ সূত্র বি. সোনার হার। স্বর্ণাক্ষরে লেখা সোনার মতো অতি উজ্জ্বল অক্ষরে লেখা। 22)
হরিদ্রা
(p. 860) haridrā বি. (প্রধানত মশলারূপে ব্যবহৃত) পীতবর্ণ মূলবিশেষ, হলুদ। [সং. হরি + √ দ্রু + অ + আ]। ̃ ভ বিণ. পীতবর্ণযুক্ত; হলদে। 37)
হরী-তকী
(p. 860) harī-takī বি. 1 (কবিরাজি ওষুধে ও মুখশুদ্ধির কাজে ব্যবহৃত) হলুদ রঙের কষায় ফলবিশেষ; 2 তার গাছ। [সং. হরি (পীতবর্ণ) + ইত (প্রাপ্ত) + ক + ঈ]। 42)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534899
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140443
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730665
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942856
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us