Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হারিয়েছে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজিহ্ব
(p. 8) ajihba বিণ. জিহ্বা নেই এমন। বি. ব্যাং (পৌরাণিক কাহিনী অনুসারে অগ্নির অভিশাপে ব্যাং জিভ হারিয়েছিল)। [সং. ন+জিহ্বা]। 121)
আউট
(p. 77) āuṭa বিণ. 1 সংশোধনের অতীত; গোল্লায় গেছে এমন ('ও ছেলে একেবারে আউট হয়ে গেছে': শরত্); 2 ক্রিকেট খেলায় কোনো ব্যাটস্ ম্যান ব্যাট করার অধিকার হারিয়েছে এমন। [ইং. out]। 21)
গুপ্ত
(p. 253) gupta বিণ. 1 অপ্রকাশ্য, লুকানো (গুপ্তধন, গুপ্তব্যাধি); 2 অদৃশ্য, প্রচ্ছন্ন ('কে বলে ঈশ্বর গুপ্ত, ব্যাপ্ত চরাচরে': ঈ. গু.); 3 (প্রায় অপ্রচলিত) রক্ষিত; 4 বৈদ্য বা বৈশ্য জাতির পদবিবিশেষ। [সং. √গুপ্ + ত]। স্ত্রী. গুপ্তা। ̃ কথা বি. গোপন কথা; গোপনীয় কথা; অজ্ঞাত কাহিনী। ̃ ঘাতক বি. গোপনে হত্যাকারী (গুপ্তঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন)। ̃ চর বি. যে গোপনে সংবাদ সংগ্রহ করে; গোয়েন্দা। ̃ ধন বি. সবার অজ্ঞাতে ও অগোচরে লুকানো ধন। ̃ বেশ বি. ছদ্মবেশ। ̃ ভোট, গুপ্ত মত বি. ব্যালট ভোট, গোপন ভোট, secret ballot. গুপ্তি বি. 1 গোপনে রক্ষণ (মন্ত্রগুপ্তি); 2 ফাঁপা লাঠির মধ্যে লুকিয়ে রাখা সরু তরবারি। 5)
ধৈর্য
(p. 439) dhairya বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতা ও প্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ̃ চ্যুত, ̃ হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ̃ চ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ̃ ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ̃ শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ̃ শালিনী। ̃ শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ̃ শীলা। ̃ হারা, ̃ হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।
নষ্ট
(p. 447) naṣṭa বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। ̃ চন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। ̃ চেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। ̃ মতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার। 92)
বীত
(p. 630) bīta বিণ. অতীত, বিগত, চলে গেছে বা দূর হয়েছে এমন, অপগত (বীতশোক, বীতরাগ, বীতকাম)। [সং. বি + √ ই + ত]। ̃ কাম বিণ. কামনাবর্জিত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন ('রয়েছি বীতনিদ্র চোখে': নী. চ.)। ̃ ভয় বিণ. ভয়মুক্ত। ̃ রাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত। ̃ শোক বিণ. শোকমুক্ত। ̃ শ্রদ্ধা বিণ. শ্রদ্ধা বা আস্হা হারিয়েছে এমন; বিরক্ত। ̃ স্পৃহ বিণ. স্পৃহাহীন; বিরক্ত। 67)
বেহেড
(p. 642) bēhēḍa বিণ. 1 মতিভ্রষ্ট, কাণ্ডজ্ঞানহীন, চিন্তাশক্তি হারিয়ে ফেলেছে এমন; 2 অতি প্রমত্ত, বুদ্ধি বা কাণ্ডজ্ঞান হারিয়েছে এমন, প্রমত্ত (বেহেড মাতাল)। [ফা. বে + ইং. head]। 68)
লগ্ন2
(p. 753) lagna2 বিণ. (জ্যোতিষ) 1 রাশির উদয়কাল; 2 সূর্যের রাশিসংক্রমণের মুহুর্ত; 3 উপযুক্ত বা শুভ সময় (বিয়ের লগ্ন)। [সং. √ লগ্ + ত]। ̃ .পত্র বি. যে লিপিতে বিবাহের লগ্ন জ্যোতিষ-বিচারের দ্বারা স্হির করা হয়েছে। ̃ .ভ্রষ্ট বিণ. 1 লগ্নকালের মধ্যে কার্যারম্ভ করতে পারেনি এমন; 2 (সচ. বিবাহের) উপযুক্ত বা শুভ সময় হারিয়েছে এমন। স্ত্রী. ̃ .ভ্রষ্টা (লগ্নভ্রষ্টা মেয়ে)। লগ্নাচার্য বি. দৈবজ্ঞ, জ্যোতিষী। 40)
শ্রী
(p. 786) śrī বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। ̃ অঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তি ও প্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। ̃ কণ্ঠ বি. শিব। ̃ কান্ত বি. বিষ্ণু। ̃ ক্ষেত্র বি. পুরীধাম। ̃ খণ্ড বি. চন্দনকাঠ। ̃ খণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। ̃ খোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল। ̃ ঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার। ̃ ঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা। ̃ চরণ, ̃ চরণ-কমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ। ̃ চরণ-কমলেষু, ̃ চরণেষু পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ। ̃ ছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য ছিরি-ছাঁদ। ̃ ধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ। ̃ নিবাস, ̃ পতি বি. বিষ্ণু। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি। ̃ পদ, ̃ পদ-পঙ্কজ, ̃ পদ-পল্লব, ̃ পদ-কমল, ̃ পাদ, ̃ পাদ-পদ্ম - শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)। ̃ পর্ণ বি. পদ্ম। ̃ ফল বি. বেল। ̃ বত্স বি. 1 শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা; 2 বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি। ̃ বত্স-লাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি। ̃ ভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া। ̃ মণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়। ̃ মত্ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমত্ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)। ̃ মতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী। বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা। ̃ মন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী। ̃ মান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত। ̃ মুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ। ̃ যুক্ত, ̃ যুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। স্ত্রী. ̃ যুক্তা। ̃ ল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। ̃ শ বি. বিষ্ণু। ̃ হস্ত বি. সুন্দর বা পবিত্র হাত। ̃ হস্তিনী বি. হাতিশুঁড়া গাছ। ̃ হীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন। বি. ̃ হীনতা। 70)
সর্ব
(p. 818) sarba বিণ. 1 সব, সকল; 2 সম্পূর্ণ। বি. 1 বিষ্ণু; 2 শিব; 3 নিখিল বিশ্ব, বিশ্বমানব, সর্বব্যাপী সত্তা ('আমারে ফিরায়ে লহ সেই সর্ব মাঝে': রবীন্দ্র)। [সং. √ সর্ব + অ]। ং-সহ বিণ. সব-কিছু সহ্য করে এমন। ̃ ং-সহা বিণ. (স্ত্রী.) সব-কিছু সহ্যকারিণী (সর্বসংহা পৃথিবী)। বি. পৃথিবী। ̃ কনিষ্ঠ বিণ. বয়সে সবচেয়ে ছোটো। ̃ কর্ম বি. সমস্ত কাজ। ̃ কালীন বিণ. সকল যুগের সম্বন্ধে প্রযোজ্য, চিরন্তন (সর্বকালীন আদর্শ)। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. সর্বত্র গমনকারী। স্ত্রী. ̃ গা, ̃ গামিনী। ̃ গত বিণ. সর্বব্যাপী, সর্বত্রস্হিত। ̃ গুণ-নিধি, ̃ গুণাধার বিণ. সমস্তরকম গুণের অধিকারী। ̃ গ্রাস বি. (বাং.) সম্পূর্ণ আত্মসাত্; পূর্ণগ্রাস। ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে বা করতে পারে এমন (সর্বগ্রাসী ক্ষুধা)। স্ত্রী. ̃ গ্রাসিনী। ̃ জন বি. সমস্ত নরনারী ('সর্বজনে নারি তুষিবারে')। ̃ জনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)। বি. ̃ জনীনতা। ̃ জয়া বি. 1 অগ্রহায়ণমাসে পালনীয় মেয়েদের ব্রতবিশেষ; 2 পুষ্পবৃক্ষবিশেষ; 3 (বাং.) দুর্গা। ̃ জ্ঞ বিণ. সমস্ত-কিছু জানে এমন, সবজান্তা। ̃ ত অব্য. ক্রি-বিণ. সকল প্রকারে দিকে বা বিষয়ে, সম্পূর্ণরূপে। ̃ তো-ভদ্র বি. 1 সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম; 2 শুভকর্মে অঙ্কিত চতুষ্কোণ মণ্ডল বা আলপনাবিশেষ; 3 চতুর্দিকে দ্বারযুক্ত গৃহবিশেষ; 4 প্রাচীন ভারতের যুদ্ধব্যুহবিশেষ; 5 নবদুর্গার ও শিবের মূর্তিযুক্ত নগর; 6 চিত্রকাব্যবিশেষ; 7 (জ্যোতিষ.) শুভাশুভ-জ্ঞানার্থ মণ্ডলবিশেষ। ̃ তো-ভাবে ক্রি-বিণ. সকল প্রকারে। ̃ তো-মুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ। স্ত্রী. ̃ তো-মুখা, ̃ তো-মুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা)। ̃ ত্যাগী বিণ. 1 সমস্তকিছু ত্যাগ করেছে এমন; 2 সর্ববিষয়ে বিরাগী। ̃ ত্র ক্রিবিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে। ̃ থা অব্য. ক্রি-বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে। ̃ থা অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ̃ দর্শী (-র্শিন) বিণ. সমস্তকিছু দেখতে পারেন বা দেখেন এমন। বি. ঈশ্বর। ̃ দা অব্য. ক্রি. বিণ. সকল সময়ে। ̃ দেশীয় বিণ. 1 সমস্ত দেশ সম্বন্ধীয়; 2 সমস্ত দেশের প্রতি প্রযোজ্য। ̃ ধর্ম বি. সমস্ত রকমের ধর্ম; সকল পালনীয় আচার-আচরণ ও করণীয় কাজকর্ম। ̃ নাম (-মন্) বি. 1 (ব্যাক.) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা যায়; 2 যে 'নাম' বা শব্দ সকলের সম্বন্ধে প্রযোজ্য। ̃ নাশ বি. 1 সমূহ বিনাশ; 2 ঘোর অনিষ্ট; 3 ভীষণ বিপদ। ̃ নাশা, ̃ নেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)। স্ত্রী. (বাং.) ̃ নাশী। ̃ নাশী (-শিন্) বিণ. সর্বনাশকারী। স্ত্রী. ̃ নাশিনী। ̃ নিয়ন্তা (-ন্তৃ) বিণ. বি. সমস্তকিছুর নিয়ন্ত্রণকারী; ঈশ্বর। স্ত্রী. ̃ নিয়ন্ত্রী। ̃ প্রকার বিণ. সমস্তরকম। ̃ প্রকারে ক্রি-বিণ. 1 সমস্তরকমে; 2 সর্বভাবে; 3 সমস্ত উপায়ে; 4 সব দিক দিয়ে। ̃ প্রথম বিণ. প্রথম; সর্বাগ্রবর্তী। ̃ প্রথমে ক্রি-বিণ. সবার আগে; প্রথমে। ̃ প্রধান বিণ. সকলের মধ্যে শীর্ষস্হানীয়। ̃ প্রযত্ন বি. সমস্তরকম চেষ্টা। ̃ প্রিয় বিণ. সকলের প্রিয়। ̃ বাদি-সম্মত বিণ. সমস্তপ্রকার মতাবলম্বীরা যাতে সম্মতি দিয়েছে এমন; সমস্ত লোক কর্তৃক স্বীকৃত। ̃ ব্যাপী (-পিন্) বিণ. সর্বত্র ব্যাপ্ত বা বিদ্যমান। স্ত্রী. ̃ ব্যাপিনী। ̃ ভক্ষ, ̃ ভক্ষ্য, ̃ ভুক (-ভুজ্) বিণ. সমস্ত কিছুই খায় এমন। ̃ ভূত বি. সমস্ত প্রাণী (সর্বভূতে দয়া)। ̃ মঙ্গলা বি. (সকলের মঙ্গ লকারিণী) দুর্গাদেবী। ̃ মঙ্গল্য বিণ. সর্বশুভকর। স্ত্রী. ̃ মঙ্গল্যা। ̃ ময় বিণ. সর্বাত্মক, সর্বব্যাপী; একমাত্র (সর্বময় কর্তা); সর্বেসর্বা। বি. ঈশ্বর। স্ত্রী. ̃ ময়ী। ̃ লোক বি. 1 সমগ্র সৃষ্টি বা ব্রহ্মাণ্ড; 2 সকল ব্যক্তি, সর্বজন। ̃ শ (-শস্), (বর্জি.) ̃ শঃ অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ̃ শক্তি-মান (-মত্) বিণ. সকল প্রকার শক্তির অধিকারী। বি. ঈশ্বর। ̃ শুদ্ধ ক্রি-বিণ. সবসমেত; মোট। ̃ শ্রেষ্ঠ বিণ. সকলের চেয়ে উত্কৃষ্ট, সর্বোত্তম; সর্বপ্রধান। স্ত্রী. ̃ শ্রেষ্ঠা। ̃ সমক্ষে ক্রি-বিণ. সব লোকের সামনে। ̃ সম্মত বিণ. সকলের অনুমোদিত। ̃ সম্মতি বি. সকলের অনুমোদন। ̃ সম্মতি-ক্রমে ক্রি-বিণ. সকলের মতানুসারে বা অনুমোদনে। ̃ সাধারণ বি. সর্বজন, উচ্চ-নীচ নরনারী, সমস্ত লোক। ̃ সিদ্ধি বি. সকল প্রকার সাফল্য বা অভীষ্টপূরণ। ̃ স্ব বি. সমস্ত সম্পদ বা সম্বল। ̃ স্বান্ত বিণ. সমস্ত সম্পদ হারিয়েছে এমন, সর্বনাশগ্রস্ত (সর্বস্বান্ত হওয়া)। সর্বাঙ্গ বি. সমস্ত শরীর। সর্বাঙ্গসুন্দর বিণ. সমস্ত শরীরে কোথাও খুঁত নেই এমন; নিখুঁত, সম্পূর্ণ সুন্দর বা ত্রুটিহীন। সর্বাঙ্গীণ বিণ. 1 সর্বাঙ্গব্যাপী; 2 পূর্ণাঙ্গ; সম্পূর্ণ (সর্বাঙ্গীণ কুশল, সর্বাঙ্গীণ ঐক্য)। সর্বাণী বি. (স্ত্রী.) সর্ব অর্থাত্ শিবের স্ত্রী, দুর্গাদেবী। সর্বাতি-রিক্ত বিণ. সবচেয়ে বেশি। সর্বাত্মক বিণ. 1 সর্বত্র বা সব-কিছুতে প্রসারিত (সর্বাত্মক ধর্মঘট); 2 অবাধ। সর্বাদৃত বিণ. সকলের নিকট বা সর্বত্র আদরপ্রাপ্ত। সর্বাধার বি. সকল প্রাণী ও পদার্থের আধার বা আশ্রয়; ঈশ্বর। সর্বাধি-কারী (-রিন্) বিণ. 1 সকল বিষয়ে অধিকারসম্পন্ন; 2 সার্বভৌম কর্তৃত্বসম্পন্ন; 3 বাঙালি হিন্দুদের পদবিবিশেষ। সর্বাধ্যক্ষ বি. সকলের ও সবকিছুর কর্তা। সর্বানু-ভূত বিণ. সকলে উপলব্ধি করেছে এমন। সর্বানু-ভূতি বি. সকল বিষয়ের উপলব্ধি। সর্বান্তর্যামী (-মিন্) বিণ. যিনি সকলের অন্তরে অবস্হান করেন এবং মনের কথা জানেন। সর্বাবস্হায় ক্রি-বিণ. সকল অবস্হায়। সর্বার্থ বি. সকল অভীষ্ট বা প্রয়োজন। সর্বার্থ-সাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন। বিণ. স্ত্রী. সর্বার্থ-সাধিকা। সর্বার্থ-সিদ্ধি বি. সমস্ত রকমের অভীষ্টলাভ। সর্বালং-কার-ভূষিতা বিণ. সমস্ত রকম গহনাদি-পরা। সর্বাশী (-র্শিন্) সর্বভুক। সর্বেশ্বর বি. বিণ. 1 সকলের বা সব-কিছুর প্রভু; 2 সার্বভৌম; 3 শিব। সর্বে-সর্বা বিণ. সকলের ও সবকিছুর একমাত্র কর্তা, সর্বময় কর্তা, সর্বপ্রধান। সর্বৈব ক্রি-বিণ. পুরোপুরি, সম্পূর্ণ (কথাটা সর্বৈব মিথ্যা)। সর্বোত্তম বিণ. সর্বাপেক্ষা উত্কৃষ্ট। সর্বোত্তর বিণ. 1 সকলের অপেক্ষা অধিক; 2 সর্বপ্রধান। (বাং.) বি. উত্তরদিকে সর্বপেক্ষা দূরবর্তী স্হান। সর্বোপরি অব্য. সকলের উপর। সর্বোপায়ে ক্রি-বিণ. সমস্ত উপায়ে। সর্বৌষধি বি. সমস্ত ওষধি। 33)
হতাশ্বাস
(p. 858) hatāśbāsa বিণ. যে ভরসা হারিয়েছে, কোনো সান্ত্বনা যার নেই। [সং. হত + আশ্বাস]। 33)
হৃত
(p. 872) hṛta বিণ. 1 অপহৃত, লুণ্ঠিত; 2 আনীত; 3 আকৃষ্ট। [সং. √ হৃ + ত]। ̃ সর্বস্ব বিণ. যার যাবতীয় ধনসম্পত্তি চুরি বা লুঠ হয়ে গেছে। হৃতাধি-কার বিণ. অধিকার বা প্রভুত্ব হারিয়েছে এমন। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534991
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140523
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730769
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942970
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us