Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গুপ্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গুপ্ত এর বাংলা অর্থ হলো -

(p. 253) gupta বিণ. 1 অপ্রকাশ্য, লুকানো (গুপ্তধন, গুপ্তব্যাধি); 2 অদৃশ্য, প্রচ্ছন্ন ('কে বলে ঈশ্বর গুপ্ত, ব্যাপ্ত চরাচরে': ঈ. গু.); 3 (প্রায় অপ্রচলিত) রক্ষিত; 4 বৈদ্য বা বৈশ্য জাতির পদবিবিশেষ।
[সং. √গুপ্ + ত]।
স্ত্রী. গুপ্তা।
কথা বি. গোপন কথা; গোপনীয় কথা; অজ্ঞাত কাহিনী।
ঘাতক
বি. গোপনে হত্যাকারী (গুপ্তঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন)।
চর বি. যে গোপনে সংবাদ সংগ্রহ করে; গোয়েন্দা।
ধন বি. সবার অজ্ঞাতেঅগোচরে লুকানো ধন।
বেশ বি. ছদ্মবেশ।
ভোট, গুপ্ত মত বি. ব্যালট ভোট, গোপন ভোট, secret ballot. গুপ্তি বি. 1 গোপনে রক্ষণ (মন্ত্রগুপ্তি); 2 ফাঁপা লাঠির মধ্যে লুকিয়ে রাখা সরু তরবারি।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গালচে2, গালসি
(p. 246) gālacē2, gālasi বি. ঠোঁটের কোণ, কশ। [দেশি]। 95)
গান্ধি, গান্ধি পোকা
গুড়ি
(p. 250) guḍ়i বি. দেহ সংকুচিত করে বা গুটিয়ে নিঃশব্দে চলার বা অবস্হানের ভাব। [সং. গুটি বা গূঢ়]। গুড়ি মারা ক্রি. বি. 1 দেহ সংকুচিত করে লুকিয়ে থাকা; 2 ওত পাতা (বাঘটা ঝোপের আড়ালে গুড়ি মেরে বসে আছে)। 63)
গিরি2
(p. 246) giri2 বি. 1 পর্বত, পাহাড়; 2 দশনামী সম্প্রদায়ের তান্ত্রিকবিশেষ। [সং. √গৃ+ ই]। ̃ কন্দর, ̃ গহ্বর, ̃ গুহা বি. পর্বতের গুহা। ̃ কুমারী, ̃ জা বি. হিমালয়কন্যা দুর্গাদেবী, উমা, পার্বতী। ̃ জায়া বি. হিমালয়পত্নী, উমার জননী মেনকা। ̃ তল বি. পর্বতের নিম্নদেশ; পর্বতপৃষ্ঠ। ̃ দরী বি. পর্বতগুহা। ̃ দুর্গ বি. পাহাড়ের উপর নির্মিত দুর্গ; পর্বতরূপ দুর্গ। ̃ নন্দিনী - গিরিকুমারী -র অনুরূপ। ̃ পথ বি. পর্বতের মধ্য দিয়ে পথ। ̃ বর বি. শ্রেষ্ঠ পর্বত, হিমালয়। ̃ বর্ত্ম বি. গিরিপথ -এর অনুরূপ। ̃ মল্লিকা বি. কুড়চি গাছ বা তার ফুল। ̃ মাটি বি. গৈরিক বা গেরি মাটি। ̃ রাজ বি. হিমালয়। ̃ রানি বি. গিরিজায়া -র অনুরূপ। ̃ শ়ৃঙ্গ বি. পর্বতের চূড়া, শৈলশিখর। ̃ সংকট বি. পর্বতশ্রেণির মধ্যস্হ সংকীর্ণ নিম্নভূমি যা পথরূপে ব্যবহৃত হয়। 119)
গাঁতা
(p. 246) gān̐tā বি. গ্রামের কোনো নিঃস্ব বা বিপন্ন কৃষকের কাজ অন্য কৃষকদের দ্বারা দলবদ্ধভাবে ও বিনা পারিশ্রমিকে করার রীতি [গাঁতি1 দ্র]। 9)
গোটা2, গোটানো
(p. 256) gōṭā2, gōṭānō যথাক্রমে গুটা ও গুটানো -র চলিত রূপ। 69)
গলুই
(p. 244) galui বি. নৌকার সামনের বা পিছনের সরু অংশ, নৌকোর যে অংশ ক্রমশ সরু হয়ে এসেছে (মাঝি গলুইয়ের উপর বসে দাঁড় টানছে)। [দেশি]। 14)
গামার1, গাম্ভারি
(p. 246) gāmāra1, gāmbhāri বি. গাম্ভারি গাছ বা তার কাঠ (গামার কাঠ)। [সং. গাম্ভারিকা]। 73)
গেঞ্জি
গোছা1
(p. 256) gōchā1 বি. 1 গুচ্ছ (এক গোছা চুল, চাবির গোছা); 2 থোকা, থোলো, তাড়া (গোছা গোছা কাগজ); 3 পায়ের গোছ। [বাং. গোছ + আ (স্বার্থে)]। 64)
গেও
(p. 256) gēō ক্রি. (ব্রজ.) গেল, গিয়েছে ('হরি গেও মধুপুর': বিদ্যা)। 5)
গোবিষ্ঠা
(p. 256) gōbiṣṭhā বি. গোবর, গোময়। [সং. গো + বিষ্ঠা]। 115)
গভীর
(p. 241) gabhīra বিণ. 1 নিম্নে অর্থাত্ নীচের দিকে সুদূরবিস্তৃত (গভীর জল) ; 2 অতিনিম্ন (গভীর খাদ); 3 নিচু তলদেশবিশিষ্ট (গভীর পাত্র); 4 নিবিড়, গহন (গভীর বন); 5 প্রগাঢ় (গভীর চিন্তা, গভীর জ্ঞান); 6 দুর্গম, দুরধিগম্য, জটিল, দুর্বোধ্য (গভীর তত্ত্ব, গভীর ব্যাপার) ; 7 গম্ভীর (গভীর কণ্ঠ) ; 8 জমাট, ঘন (গভীর অন্ধকার)। বি. দুর্গম দূরবর্তী বা গোপন স্হান (মনের গভীরে)। [সং. √গম্ + ঈর, নি.]। বি. ̃ তা, ̃ ত্ব। গভীর জলের মাছ (আল.) অগাধ জলের মাছের মতো যাকে সহজে ধরাছোঁয়া যায় না; অত্যন্ত ধূর্ত ও চাপা স্বভাবের লোক। 20)
গয়ালি
(p. 242) gaẏāli বি. বিখ্যাত তীর্থস্হান গয়ার পাণ্ডা। [বাং. গয়া + লি]। 7)
গোধা, গোধিকা
(p. 256) gōdhā, gōdhikā বি. গোসাপ। [সং. √গুধ্ (বেষ্টন করা) + অ + আ]। 85)
গিরা2
(p. 246) girā2 বি. বস্ত্রাদি মাপার (বর্ত. অপ্র.) পরিমাণবিশেষ (=1/16 গজ)। [ফা. গিরা]। 117)
গাত্র
গ্রৈব, গ্রৈবেয়
(p. 264) graiba, graibēẏa বিণ. গ্রীবাসম্বন্ধীয়। [সং. গ্রীবা + অ, এয়]। গ্রৈবেয়ক বি. কণ্ঠভূষণ। 2)
গড়৩
(p. 236) gaḍ়3 বি. মোটামুটি হিসাব, মাঝামাঝি গণনা, average (গড় কষা, গড়ে পাঁচ টাকা)। [সং. গণ]। ̃ পড়তা ক্রি-বিণ. গড়ে, স্হূল গণনায়, মোটামুটি হিসাবে (গড়পড়তা পাঁচ টাকা)। 33)
গ্রাহ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534868
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140369
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730584
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942784
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838477
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696633
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603075

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us