Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হারেনি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখাদ্য
(p. 6) akhādya বিণ. আহারের অযোগ্য, যা খাওয়া যায় না। বি. কুখাদ্য (অখাদ্য খেয়ে বেঁচে থাকে বহু লোক); নিষিদ্ধ খাদ্য। [সং. ন+খাদ্য]। 4)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অন্বয়
(p. 34) anbaẏa বি. 1 এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ; 2 সম্বন্ধযুক্ত পদগুলির বাক্যে ব্যবহারের ক্রম, syntactic order; 3 অনুবৃত্তি, ধারা; 4 বংশ; গোত্র; 5 মিল, agreement. [সং. অনু + √ ই + অ]। অন্বয়ী (-য়িন্) বিণ. অন্বয়যুক্ত, সম্বন্ধযুক্ত, অন্বিত। 46)
অপরাজিত
(p. 34) aparājita বিণ. পরাজিত হয়নি বা হারেনি এমন। [সং. ন + পরাজিত]। অপরাজিতা বিণ. (স্ত্রী.) পরাজিত হয়নি এমন। বি. 1 নীল রঙের সুন্দর কিন্তু গন্ধহীন ছোট ফুলবিশেষ; 2 একটি ছন্দের নাম; 3 দুর্গাদেবী। 125)
অপ্রয়োগ
(p. 42) apraẏōga বি. প্রয়োগ বা ব্যবহারের অভাব, অব্যবহার; অপ্রচলন। [সং. ন + প্রয়োগ]। 25)
আবাসিক
(p. 99) ābāsika বি. 1 (বৌদ্ধ বিহারের) রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি, caretaker; 2 ছাত্রাবাসে বাসকারী ছাত্র (আবাসিকদের সুযোগসুবিধা বাড়ানো)। বিণ. আবাসসংক্রান্ত; আবাসবিশিষ্ট। [সং. আবাস + ইক]। আবাসিক বিদ্যালয় বি. যে বিদ্যালয়ে সমস্ত ছাত্রকেই ছাত্রাবাসে (hostel) আবাসিক হিসাবে থাকতে হয়, residential school. 13)
আম৩
(p. 99) āma3 বি. আম্রফল; শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ ফলবিশেষ, mango. [সং. আম্র]। আমের আচার বি. আমের সঙ্গে টক ও ঝাল মিশিয়ে প্রস্তুত চাটনিবিশেষ। বর্ণচোরা আম বি. রং দেখে কাঁচা ও টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্টি আম; (আল.) ছদ্মবেশী। পাকা আম দাঁড়কাকে খায় (উক্তি) অপাত্রে সুপাত্রী দানের জন্য বা উত্কৃষ্ট বস্তুর নিকৃষ্ট ব্যবহারের জন্য আক্ষেপ। 55)
আহার
(p. 111) āhāra বি. 1 খাদ্যগ্রহণ, ভোজন; 2 খাদ্য (আহার জোটানো); 3 আহরণ, সংগ্রহ। [সং. আ + √ হৃ + অ]। আহারবিহার বি. ভোজন ও ভ্রমণ; খাওয়াদাওয়া। আহারান্ত বি. আহারের বা ভোজনের শেষ। আহারার্থী (-র্থিন্) বিণ. বি. ভোজন করতে ইচ্ছুক, খেতে চায় এমন (ব্যক্তি)। আহারী (-রিন্) বিণ. 1 ভোজনকারী (মিতাহারী); 2 প্রচুর আহার করতে পারে এমন। আহারীয় বিণ. ভোজনের যোগ্য। 20)
আহার্য
(p. 111) āhārya বিণ. 1 আহারের যোগ্য; 2 আহরণীয়, আহরণ করার যোগ্য; 3 যত্নসাধ্য। বি. খাদ্যসামগ্রী। [সং. আ + √ হৃ + য]। 21)
আয়ুধ
(p. 103) āẏudha বি. অস্ত্র, অস্ত্রশস্ত্র, প্রহারের যন্ত্র, প্রহরণ। [সং. আ + √ যুধ্ + অ]। 16)
ঋণ
(p. 141) ṛṇa বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.̃ মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক। 10)
কাস্তে
(p. 188) kāstē বি. ধান কাটার বা বাগানের কাজে ব্যবহারের জন্য অর্ধচন্দ্রাকার অস্ত্রবিশেষ। [দেশি] 44)
কোক
(p. 209) kōka বি. গৃহস্হের ব্যবহারের উপযোগী করে পোড়ানো খনিজ কয়লা (কোকচুল্লি)। [ইং. coke]। 15)
ক্ষুন্নিবারণ, ক্ষুন্নিবৃত্তি
(p. 217) kṣunnibāraṇa, kṣunnibṛtti বি. ক্ষুধার শান্তি, আহারের ফলে ক্ষুধার উপশম; ভোজন। [সং. ক্ষুত্ + নিবারণ, নিবৃত্তি]। 48)
খামি1
(p. 226) khāmi1 বি. 1 অলংকারের মধ্যাংশ; 2 কণ্ঠহারের বলয়ের মধ্যে সংযোগকারী আংটা (খামি-দেওয়া হার)। [ফা. খম্]। 72)
খিদে
(p. 229) khidē বি. (কথ্য) ক্ষুধা, আহারের ইচ্ছা। [সং. ক্ষুধা]। চোখের খিদে প্রকৃত খিদে না থাকা সত্ত্বেও চোখের সামনে খাদ্যবস্তু থাকায় যে খিদের উদ্রেক হয়। চোরা খিদে যে খিদে অনুভব করা যায় না। দুষ্টু খিদে পেট ভরা থাকা সত্ত্বেও খাদ্যবস্তুর প্রতি লোভ। খিদের মাথায় খিদের সময়, খিদের উদ্রেক হলে। খিদে মরা ক্রি. বি. খিদের সময় খাবার না পেয়ে খাওয়ার ইচ্ছা নষ্ট হওয়া (খিদে মরে গেলে আর পোলাও মাংস কিছুই খেতে পারব না)। 26)
খোজা
(p. 234) khōjā বি. বিণ. ক্লীব, নপুংসক, পুরুষত্বহীন (ব্যক্তি)। [ফা. খাজা]। খোজা-প্রহরী বি. ভারতের মুসলমান নৃপতিদের হারেম বা অন্তঃপুরের নপুংসক পাহারাদার। 9)
গণ্ডকী
(p. 236) gaṇḍakī বি. উত্তর বিহারের নদীবিশেষ। [সং. গণ্ডক + ঈ]। ̃ শিলা বি. গণ্ডকী নদীর গর্ভে উত্পন্ন শালগ্রাম শিলা। 58)
গাড়ি
(p. 246) gāḍ়i বি. যান, স্হলপথে এক স্হান থেকে অন্যত্র পরিবহণের জন্য ব্যবহৃত যান, শকট। [হি. গাড়ী-তু. সং. গন্ত্রী]। গাড়ি করা ক্রি. বি. গাড়ি ভাড়া করা; নিজের ব্যবহারের জন্য গাড়ি কেনা। গাড়ি ডাকা ক্রি. বি. গাড়ি ভাড়া করে নিয়ে আসা। গাড়ি ধরা ক্রি. বি. গাড়িতে ওঠা (রোজ পাঁচটার গাড়ি ধরতে হয়)। গাড়ি ফেল করা ক্রি. বি. গাড়ি ধরতে না পারা। গাড়ি বারান্দা বি. যে বারান্দার নীচে গাড়ি দাঁড়াতে পারে। 33)
গান্ধার
(p. 246) gāndhāra বি. 1 কান্দাহারের প্রাচীন নাম; 2 (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় স্বর, গা ; 3 সংগীতের রাগবিশেষ। বিণ. গান্ধারদেশীয়; গান্ধারদেশবাসী। গান্ধারী বি. (স্ত্রী.) গান্ধার রাজকন্যা, দুর্যোধনের জননী। 57)
জবান
(p. 312) jabāna বি. 1 ভাষা (হিন্দি জবান); 2 কথা, প্রতিশ্রুতি (জবানের ঠিক নেই); 3 জিহ্বা (জবান সামলে কথা বলবে, জবান দুরস্ত করো)। [ফা. যবান; তু. আ. জবান]। ̃ বন্দি বি. বিচারকার্যে ব্যবহারের জন্য প্রদত্ত সাক্ষ্য। জবানি বি. উক্তি। ক্রি-বিণ. প্রমুখাত্, মুখে (সব কথা তার জবানিতে শুনে নিয়ো)। 95)
জীর্ণ
(p. 327) jīrṇa বিণ. 1 সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য (জীর্ণ বস্ত্র); 2 শীর্ণ হয়েছে এমন (জীর্ণদেহ); 3 জারিত (জীর্ণ লৌহ); 4 হজম হয়েছে এমন (জীর্ণ অন্ন)। [সং. √ জৃ + ত]। স্ত্রী. জীর্ণা। বি. ̃ তা। ̃ দশা বি. ভগ্ন অবস্হা। ̃ সংস্কার বি. ভগ্ন বা ক্ষয়প্রাপ্ত বস্তুর মেরামত। জীর্ণোদ্ধার বি. জীর্ণ বস্তুর মেরামত, জীর্ণসংস্কার। 19)
ডালা
(p. 355) ḍālā বি. 1 বেত চাঁচাড়ি প্রভৃতি দ্বারা নির্মিত ছোট ঝুড়িবিশেষ; 2 পূজার অর্ঘ্য বা উপহারের সামগ্রীপূর্ণ পাত্র (কালীবাড়িতে ডালা দেওয়া); 3 (আল.) পরিপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ আধার (রূপের ডালা); 4 বাক্স তোরঙ্গ প্রভৃতির ঢাকনি। [সং. ডল্লক]। 49)
দগড়া
(p. 396) dagaḍ়ā বি. 1 চাবুক দিয়ে প্রহারের লম্বা দাগ; 2 দড়ির মতো লম্বা দাগ। [তু. হি. দগ্ড়া (=রাস্তা, দাগ)]। 9)
দানা2
(p. 402) dānā2 বি. 1 ছোলা, মটর, কলাই প্রভৃতি শস্য বা তাদের বীজ; 2 বীজ, বীচি (ডালিমের দানা); 3 ক্ষুদ্র গুটিকার মতো গোলাকার পদার্থ (সাগুদানা, পোস্তর দানা); 4 মটরাকৃতি স্বর্ণগুটিকায় গ্রথিত কণ্ঠহারবিশেষ ('স্যাকর ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা'); 5 হারের গুটিকা; 6 ঘোড়া, গাধা প্রভৃতি জন্তুর খাদ্য (দানাপানি)। [ফা. দানা]। ̃ পানি বি. অন্নজল। ̃ দার বিণ. ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকায় গঠিত; দানাওয়ালা (দানাদার গুড়)। বি. দানাওয়ালা মিঠাইবিশেষ। [ফা. দানা + দার]। 74)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577802
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785616
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026569
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708598
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us