Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জীর্ণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জীর্ণ এর বাংলা অর্থ হলো -

(p. 327) jīrṇa বিণ. 1 সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য (জীর্ণ বস্ত্র); 2 শীর্ণ হয়েছে এমন (জীর্ণদেহ); 3 জারিত (জীর্ণ লৌহ); 4 হজম হয়েছে এমন (জীর্ণ অন্ন)।
[সং. √ জৃ + ত]।
স্ত্রী. জীর্ণা।
বি.তা।
দশা বি. ভগ্ন অবস্হা।
সংস্কার
বি. ভগ্ন বা ক্ষয়প্রাপ্ত বস্তুর মেরামত।
জীর্ণোদ্ধার বি. জীর্ণ বস্তুর মেরামত, জীর্ণসংস্কার।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জাফরি
(p. 322) jāphari বি. 1 চৌকো ছিদ্রযুক্ত বেড়া; 2 জালতি। [আ. জাফ্রী]। 28)
জলা
(p. 312) jalā বি. জলময় নিম্নভূমি, বিল। বিণ. জলময় ও নিচু; জলে ডুবে থাকে এমন (জলাভূমি, জলাজায়গা)। [সং. জল + বাং. আ]। ̃ ভূমি বি. নিচু জলা জায়গা। 158)
জেলা
জটে, জটিয়া
(p. 312) jaṭē, jaṭiẏā বিণ. জটাবিশিষ্ট, জোটে। [বাং. জট + ইয়া এ]। ̃ বুড়ি - জোটেবুড়ি -র রূপভেদ। 23)
জ্বালা2
(p. 331) jbālā2 ক্রি. 1 প্রজ্বলিত করা (আগুন জ্বালা); 2 আগুন ধরানো, অগ্নিসংযোগ করা (উনুন জ্বালা, চিতা জ্বালা)। বি. বিণ. উক্ত দুই অর্থে। [সং. √ জ্বল্ + বাং. আ]। 37)
জরদ্-গব
(p. 312) jarad-gaba বি. 1 জরাগ্রস্ত ষাঁড়; 2 (আল.) অকর্মণ্য স্হবির লোক। [সং. জরত্ + গো + অ]। 138)
জ্বলিত
(p. 331) jbalita বিণ. 1 জ্বলেছে বা জ্বলে গেছে এমন; প্রজ্বলিত; 2 প্রকাশিত; 3 দীপ্ত; 4 দগ্ধ। [সং. √ জ্বল্ + ত]। 32)
জৌনপুরি
জোড়
(p. 330) jōḍ় বি. 1 মিলন, সংযোগ (কাঠের জোড়ের মুখ); 2 যুগল (তারা জোড়ে এসেছিল, মানিকজোড়); 3 বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কর্মের ধুতি ও চাদর (চেলির জোড় পরেছে); 4 যন্ত্রসংগিতের দ্রুত বাদনরীতির অঙ্গবিশেষ। বিণ. যুক্ত; মিলিত (জোড়হাতে)। [প্রাকৃ. জোডিঅ সং. √ জুড়্ (বন্ধনে)]। ̃ কলম বি. বড় গাছের ডালের সঙ্গে চারাগাছ জুড়ে দিয়ে উত্পাদিত কলম। জোড় খাওয়া, জোড় মেশা ক্রি. বি. ঠিকভাবে সংযুক্ত হওয়া, মিশ হওয়া (এটার সঙ্গে ওটা ঠিক জোড় খাবে না)। ̃ সংখ্যা বি. যুগ্ম সংখ্যা, 2-দ্বারা বিভাজ্য সংখ্যা। ̃ হাত বি. কৃতাঞ্জলি হয়ে অর্থাত্ দুই করতল যুক্ত করে নমস্কার করার ভঙ্গিবিশেষ। জোড়ে যাওয়া ক্রি. বি. বিবাহের পর স্ত্রীকে নিয়ে বরের প্রথম শ্বশুরালয়ে যাওয়া। 5)
জিরা1
(p. 325) jirā1 ক্রি. জিরানো, বিশ্রাম করা। [আ. জিরিয়ান্]।
জা1
(p. 312) jā1 বি. দেবর বা ভাসুরের পত্নী। [সং.যাতৃ]। 189)
জন্মাবধি
(p. 312) janmābadhi ক্রি-বিণ. জন্মকাল থেকে, আজন্ম (জন্মাবধি এই কথা শুনে আসছি)। [সং. জন্ম + অবধি (থেকে)]। 81)
জেঁকো
(p. 327) jēn̐kō বিণ. জাঁক করে এমন। [বাং. জাঁক + উয়া ও]। 60)
জনার
(p. 312) janāra বি. মকাই বা ভুট্টা বা ওইজাতীয় শস্যবিশেষ। [হি.]। 58)
জোর
(p. 330) jōra বি. 1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে); 2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া); 3 তীব্রতা, উচ্চতা (গলার জোর); 4 দৃঢ়তা (মনের জোরে); 5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)। বিণ. 1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ); 2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া); 3 কড়া (জোর হুকুম); 4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম); 5 আশাতীতরকম ভালো (জোর বরাত); 6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)। [ফা. যোর]। ̃ কপাল, ̃ বরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা। ̃ জবর-দস্তি, ̃ জুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি। ̃ জার বি. জবরদস্তি। ̃ তলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম। জোরা-জুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি। ̃ দার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)। 22)
জরদা, জর্দা
জন্মানো
(p. 312) janmānō দ্র জন্মা। 77)
জাং
(p. 312) jā বি. জঙ্ঘা, ঊরু। [সং. জঙ্ঘা]।
জড়িমা
জতু
(p. 312) jatu বি. 1 লাক্ষা, গালা (জতুগৃহ); 2 আলতা। [সং. √ জন্ +উ]। ̃ ক বি. হিং. হিঙ্গু। ̃ গৃহ বি. মহাভারতে পাণ্ডবদের জীবন্ত দগ্ধ করার জন্য দুর্যোধনের আদেশে গালা দিয়ে তৈরি গৃহ। ̃ রস বি. আলতা, গালা থেকে প্রস্তুত রং-বিশেষ। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140269
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730431
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942609
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us