Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হেলা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-লীলা
(p. 46) aba-līlā বি. অনায়াস, ক্লেশ বা কষ্টের অভাব, অক্লেশ; হেলা; হেলাফেলা। [সং. অব + লীলা]। ̃ ক্রমে ক্রি-বিণ. অনায়াসে, অক্লেশে, বিনা কষ্টে; হেলায়। 11)
অব-হেলন, অব-হেলা
(p. 46) aba-hēlana, aba-hēlā বি. 1 উপেক্ষা, অবজ্ঞা, হেলা, তাচ্ছিল্য (উপদেশ অবহেলা করা); 3 অনায়াস (সে অবহেলায় এই কাজ করতে পারে। ক্রি-বিণ. অনায়াসে (করবে অবহেলে)। [সং. অব + হেলা]। অব-হেলিত বিণ. উপেক্ষিত, অবজ্ঞা করা হয়েছে এমন। 45)
অমনো-যোগ
(p. 55) amanō-yōga বি. 1 মনোযোগ বা একাগ্রতার অভাব (পাঠে অমনোযোগ), অনবধানতা; 2 উপেক্ষা, অবহেলা। [সং. ন + মনোযোগ]। অমনো-যোগী (-গিন্) বিণ. একাগ্র নয় এমন, মন দেয় না এমন; অন্যমনস্ক (অমনোযোগী পাঠক)। 48)
অযত্ন
(p. 59) ayatna বি. যত্নের অভাব, চেষ্টার অভাব; অবহেলা। [সং. ন + যত্ন]। ̃ ..কৃত বিণ. বিনা চেষ্টায় করা হয়েছে এমন; অবহেলায় করা হয়েছে এমন। ̃ .জাত, ̃ .সম্ভূত বিণ. বিনা চেষ্টায় বা আপনা থেকেই সৃষ্টি হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন। ̃ .লব্ধ বিণ. চেষ্টা না করেই পাওয়া গেছে এমন। ̃ .শীল বিণ. নিশ্চেষ্ট; অধ্যবসায়হীন। 18)
অলঙ্ঘন
(p. 64) alaṅghana বি. 1 লঙ্ঘন না করা বা অবহেলা না করা; 2 উপবাস পালন না করা; 3 ডিঙিয়ে না যাওয়া, অতিক্রম না করা। [সং. ন + লঙ্ঘন]। অলঙ্ঘনীয়, অলঙ্ঘ্য বিণ. 1 লঙ্ঘন করা উচিত্ নয় বা করা যায় না এমন (অলঙ্ঘ্য আদেশ)। অলঙ্ঘিত বিণ. লঙ্ঘিত হয়নি এমন, লঙ্ঘন করা হয়নি এমন। 10)
আরাম-কেদারা
(p. 104) ārāma-kēdārā বি. হেলান দিয়ে আরামে বসার উপযোগী চেয়ার, easy chair. [সং. আরাম + পো. cadeira]। 23)
ইজি-চেয়ার
(p. 113) iji-cēẏāra বি. হেলান দিয়ে আরামে বসার বা আধশোয়া ভঙ্গিতে বসার উপযুক্ত চেয়ার। [ইং. easy chair, তু. arm chair]। 30)
উপেক্ষা, উপেক্ষণ
(p. 133) upēkṣā, upēkṣaṇa বি. 1 অগ্রাহ্য করা, তুচ্ছতাচ্ছিল্য করা (দোষত্রুটি উপেক্ষা করা); 2 অবহেলা (আদেশ উপেক্ষা করা); 3 ঔদাসীন্য, অমনোযোগ; অনাদর; অস্বীকার। ক্রি. গ্রাহ্য না করা; অবহেলা করা; গুরুত্ব না দেওয়া। [সং. উপ + √ ঈক্ষ্ + অ + আ, অন]। উপেক্ষক বিণ. উপেক্ষাকারী; উদাসীন; অমনোযোগী। উপেক্ষণীয় বিণ. উপেক্ষার যোগ্য, উপেক্ষা করা উচিত বা উপেক্ষা করা যায় এমন। উপেক্ষিত বিণ. উপেক্ষা বা অবহেলা করা হয়েছে এমন। স্ত্রী. উপেক্ষিতা। 117)
কসুর
(p. 174) kasura বি. 1 দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন); 2 ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই); 3 অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)। [আ. ক'সূর]। 13)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
গাফিলতি, গাফিলি
(p. 246) gāphilati, gāphili বি. 1 অমনোযোগ, অবহেলা (তোমার গাফিলাতির জন্যই আমার এই ক্ষতি হল); 2 কুঁড়েমি। [আ. গফ্লত্]। 61)
চেয়ার
(p. 294) cēẏāra বি. কেদারা, হেলান দিয়ে বসার উঁচু আসনবিশেষ. কুরসি। [ইং. chair]। 70)
জনেক
(p. 312) janēka বিণ. অনির্দিষ্ট কোনো একজন, জনৈক ('জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটলো বলে শাপ দিলেন প্রভু': বুদ্ধ)। [বাং.মতে জন + এক]। 70)
ঝুঁকা, ঝোঁকা
(p. 338) jhun̐kā, jhōn̐kā বি. ক্রি. 1 হেলে পড়া, সামনের দিকে বা নীচের দিকে নত হওয়া (ঝুঁকে দেখবার চেষ্টা করছে); 2 আকৃষ্ট হওয়া (খেলার দিকে মন ঝুঁকেছে)। বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ঝুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 হেলানো, নত করা; 2 আকৃষ্ট বা পক্ষপাতগ্রস্ত করা। বিণ. উক্ত সব অর্থে। 26)
টালা
(p. 343) ṭālā ক্রি. 1 অবহেলা করা; 2 বৃথা সময় নষ্ট করা ('মনুষ্য দুর্লভ জন্ম বৃথা কেন টাল': ঘ.); 3 ভাঁড়ানো ('সত্য কথা মিথ্যা করি টালে': শি.); 4 অগ্রাহ্য করা; 5 চালা; বিচলিত করা, নড়চড় করা। [সং. √ টালি √ টল্ + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি; বারবার নড়চড় (কথা টালাটালি)। 39)
ঠেস
(p. 350) ṭhēsa বি. 1 হেলান (দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো); 2 যাতে হেলান দেওয়া যায় (পিঠে বালিশের ঠেস দেওয়া); 3 ঠেকনা; 4 আটকাবার কৌশল (দরজার হাওয়া-ঠেস); 5 খোঁটা, কটাক্ষ, বক্রোক্তি (ঠেস দিয়ে কথা বলা)। [হি. ঠেস]। 63)
ঠেসা
(p. 350) ṭhēsā ক্রি. 1 ঠেস দেওয়া; 2 ঘেঁষা; 3 ঠাসা, মর্দন করা। [হি. ঠেসনা]। ̃ ঠেসি বি. ঠাসাঠাসি; গাদাগাদি। ̃ ন বি. হেলান (দেওয়ালে ঠেসান দেওয়া)। ̃ নো ক্রি. বি. 1 হেলানো; 2 ভেজানো (দরজা ঠেসানো); 3 বক্রোক্তি করা। বিণ. উক্ত সব অর্থে। 64)
ঢলা
(p. 360) ḍhalā ক্রি. বি. 1 হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); 2 ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); 3 পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ̃ ঢলি বি. 1 অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); 2 কেলেঙ্কারি। ̃ নে বিণ. কেলেঙ্কারি করে এমন। ̃ নো বি. ক্রি. 1 হেলানো; ঝোঁকানো; 2 কেলেঙ্কারি করা। 17)
তাচ্ছিল্য, (বিরল) তাচ্ছল্য
(p. 373) tācchilya, (birala) tācchalya বি. তুচ্ছজ্ঞান, অবজ্ঞা; অবহেলা (শত্রুকে তাচ্ছিল্য করা উচিত নয়)। [বাং. সং. তুচ্ছ]। 30)
তুচ্ছ
(p. 375) tuccha বিণ. 1 গুরুত্বহীন, অকিঞ্চিত্কর (তুচ্ছ বিষয়); 2 অত্যল্প, অতি সামান্য (এই তুচ্ছ টাকার জন্য এত ঝগড়া?); 3 নগণ্য, হেয় (তিনি মোটেই তুচ্ছ লোক নন); 4 অসার (জগত্সংসারকে তুচ্ছ জ্ঞান করা)। [সং. তুদ্ + ছ]। বি. ̃ তা। ̃ তাচ্ছিল্য, ̃ তাচ্ছল্য বি. তুচ্ছজ্ঞান, অবহেলা, অনাদর, উপেক্ষা। 182)
দায়2
(p. 405) dāẏa2 বি. 1 সংকট, বিপদ (দায়ে ঠেকেছে); 2 গরজ, প্রয়োজন (পেটের দায়ে, দায়টা আমারই); 3 গুরুতর কর্তব্যের ভার (কন্যাদায়, পিতৃদায়); 4 দায়িত্ব, ঝুঁকি (অপরের দায় ঘাড়ে নেওয়া); 5 অভিযোগ (ডাকাতির দায়ে গ্রেপ্তার হয়েছে)। [সং. দায় বাং. অর্থান্তরে]। ̃ সারা বি. বিণ. অবহেলা বা অবহেলাপূর্ণ; অসহযোগিতা বা অসহযোগিতাপূর্ণ (দায়সারা কাজ)। দায়ে ঠেকা, দায়ে পড়া ক্রি. বি. বিপদে পড়া; প্রয়োজনের চাপে পড়া (দায়ে পড়া টাকা দিতে হল)। 30)
নকড়াছকড়া
(p. 443) nakaḍ়āchakaḍ়ā বি. অবহেলা, তাচ্ছিল্য (তাকে এভাবে নকড়াছকড়া করা উচিত হয়নি)। [বাং. নয় কড়া + ছয় কড়া]। 16)
পরা-করণ
(p. 495) parā-karaṇa বি. 1 ঘৃণা করা অবহেলা; 2 প্রত্যাখান। [পরা2 + কৃ + অন]। বিণ. পরা-কৃত। 11)
পয়লা
(p. 488) paẏalā বি. মাসের প্রথম তারিখ (আজ আষাঢ়ের পয়লা)। বিণ. 1 মাসের প্রথম তারিখের (পয়লা চৈত্র) 2 প্রথম (এটাই আমার পয়লা কাজ 3 প্রধান (পয়লা নম্বরের শত্রু 4 শ্রেষ্ঠ (পয়লা নম্বরের ঘি)। [হি. পহেলা]। 90)
ফাঁকি
(p. 563) phān̐ki বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (চালাকি করতে গিয়ে সে নিজেই ফাঁকিতে পড়েছে); 2 ধাপ্পা, ধোঁকা (তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়); 3 কর্তব্যে অবহেলা (কাজে ফাঁকি দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ); 4 কূটতর্ক (ন্যায়ের ফাঁকি); 5 গুঁড়ো, সূক্ষ্ম চূর্ণ। [মুণ্ডা. ফাঙ্ক বাং. ফাঁক + ই-তু. সং. ফক্কিকা]। ̃ বাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু। ̃ বাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140656
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us