Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কোল2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কোল2 এর বাংলা অর্থ হলো -

(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)।
[সং. ক্রোড়]।
কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে।
কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে।
কুঁজো
বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো।
জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব।
পোঁছা,মোছা
বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)।
জুড়ানো
বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন।
বালিশ
- বালিশ দ্র।
50)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ক্লান্ত
কারেনসি নোট
(p. 185) kārēnasi nōṭa বি. পত্রমুদ্রা, কাগজি মুদ্রা, টাকার নোট। [ইং. currency note]।
কৃপাণ
(p. 204) kṛpāṇa বি. তরবারি; খড়্গ; ছোরা। [সং. √কৃপ্ + আন]। ̃. পাণি বিণ. খড়্গহস্ত, যার হাতে তরবারি বা ছোরা রয়েছে। 28)
কড়কা
(p. 158) kaḍ়kā ক্রি. ধমক দেওয়া, ভর্ত্সনা করা (ওকে আচ্ছা করে কড়কে দিয়েছি)। ̃ নো বি. ধমকানি, ভর্ত্সনা। ক্রি. কড়কে দেওয়া। [তু. হি. কড়কনা]। 20)
কিষান, কিষাণ
(p. 191) kiṣāna, kiṣāṇa বি. কৃষক, চাষি। [সং. কৃষাণ]। বি. (স্ত্রী.) কিষানি, কিষাণি। 10)
কুলিশ
(p. 199) kuliśa বি. বজ্র, অশনি (কুলিশপাত)। [সং. কুল + √ শো +অ]। ̃ ধারী (-রিন্) বি. ইন্দ্র। ̃ পাত বি. বজ্রপাত। 53)
কূট-ভাষী
(p. 202) kūṭa-bhāṣī (-ষিন্) বিণ. কপটতা বা ছলনা করে কথা বলে এমন। [সং. কূট + ভাষিন্]। 26)
কৃষাণ
কৃতাস্ত্র
কর-কচি
(p. 166) kara-kaci বিণ. 1 কোমল; 2 অপুষ্ট (করকচি ডাব)। বি. কোমল বা অপুষ্ট ভাব। [দেশি]। 23)
কলালাপ1
(p. 172) kalālāpa1 বি. 1 অস্ফুট মধুর ধ্বনি; 2 মধুর আলাপ; 3 ভ্রমর। [সং. কল3 + আলাপ]। 7)
কথোপ-কথন
কুজ
(p. 194) kuja বি. মঙ্গলগ্রহ। [সং. কু (পৃথিবী) + √জন্ + অ]। ̃ গ্রহ বি. মঙ্গলগ্রহ। 23)
কাপ2
(p. 181) kāpa2 বি. 1 বারেন্দ্র ব্রাহ্মণের শ্রেণিবিশেষ, ভঙ্গকুলীন; 2 ছলনা, ভান (মোটেই অসুখ হয়নি, কাপ করে পড়ে আছে)। বিণ. ছদ্মবেশী, কপটী; কৌতুককারী ('ঐ এল শিব বুড়া কাপ': ভা. চ.)। [সং. কপট]। 55)
কঙ্ক-রোল
(p. 156) kaṅka-rōla বি. কাঁকরোল গাছ বা তার ফল। [সং. কঙ্ক + লোল]। 29)
কুনকে1
(p. 196) kunakē1 বি. কুনকি, অন্য হাতি বা বন্য হাতি ধরতে সাহায্য করে এমন হস্তিনী। [বাং. কুনকি হি. কুম্কী]। 18)
কুট1
(p. 194) kuṭa1 বি. 1 দুর্গ, গড়; 2 পর্বত; 3 পর্বতশৃঙ্গ; 4 গাছ। [সং. √ কুট্ + অ]। ̃ জ বি. 1 গিরিমল্লিকা ফুলের গাছ, কুড়চি; 2 দ্রোণাচার্য; 3 অগস্ত্য। 35)
কাঁচ-কড়া
(p. 174) kān̐ca-kaḍ়ā বি. 1 কাছিমের খোলা, tortoise shell; 2 তিমির দন্তসংলগ্ন কোমল অস্হি, wale-bone; 3 রবার থেকে প্রস্তুত কাছিমের খোলার মতো পদার্থবিশেষ; vulcanite. [কাচ (কচ্ছ, কাছিম) + কড়া (কটাই); তু. হি. কচকড়া]। 51)
কামাখ্যা
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534728
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140254
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730413
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942590
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883504
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us