Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হেলায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গুলি
(p. 8) aṅguli বি. আঙুল। [সং. অঙ্গ্+উলি]। অঙ্গুলিত্র, অঙ্গুলি-ত্রাণ বি. 1 ছুঁচের খোঁচা থেকে আঙ্গুলকে বাঁচাবার এবং ছুঁট ঠেলবার জন্য আঙ্গুলে পরবার টুপিবিশেষ; 2 সেতারবাদকের মেজরাপ। ̃ .নির্দেশ বি. আঙুলের সংকেতের সাহায্যে নির্দেশ। ̃ .মেয় বিণ. আঙ্গুলে গোনা যায় এমন। ̃ .মোটন বি. আঙুল মটকানো। ̃ সংকেত বি. আঙুল নেড়ে নির্দেশ দেওয়া। ̃ .হেলন বি. আঙুল নেড়ে ইশারা করা। অঙ্গুলীয়ক বি. আংটি। 49)
অনাদর
(p. 24) anādara বি. 1 আদরযত্ন শ্রদ্ধা বা মনোযোগের অভাব; 2 উপেক্ষা; 3 অপমান, অসম্মান। [সং. ন + আদর]। ̃ ণীয় বিণ. অনাদরের যোগ্য। অনাদৃত বিণ. অবহেলিত, উপেক্ষিত; অসম্মানিত। 17)
অব-লীলা
(p. 46) aba-līlā বি. অনায়াস, ক্লেশ বা কষ্টের অভাব, অক্লেশ; হেলা; হেলাফেলা। [সং. অব + লীলা]। ̃ ক্রমে ক্রি-বিণ. অনায়াসে, অক্লেশে, বিনা কষ্টে; হেলায়। 11)
অব-হেলন, অব-হেলা
(p. 46) aba-hēlana, aba-hēlā বি. 1 উপেক্ষা, অবজ্ঞা, হেলা, তাচ্ছিল্য (উপদেশ অবহেলা করা); 3 অনায়াস (সে অবহেলায় এই কাজ করতে পারে। ক্রি-বিণ. অনায়াসে (করবে অবহেলে)। [সং. অব + হেলা]। অব-হেলিত বিণ. উপেক্ষিত, অবজ্ঞা করা হয়েছে এমন। 45)
অমনো-যোগ
(p. 55) amanō-yōga বি. 1 মনোযোগ বা একাগ্রতার অভাব (পাঠে অমনোযোগ), অনবধানতা; 2 উপেক্ষা, অবহেলা। [সং. ন + মনোযোগ]। অমনো-যোগী (-গিন্) বিণ. একাগ্র নয় এমন, মন দেয় না এমন; অন্যমনস্ক (অমনোযোগী পাঠক)। 48)
অযত্ন
(p. 59) ayatna বি. যত্নের অভাব, চেষ্টার অভাব; অবহেলা। [সং. ন + যত্ন]। ̃ ..কৃত বিণ. বিনা চেষ্টায় করা হয়েছে এমন; অবহেলায় করা হয়েছে এমন। ̃ .জাত, ̃ .সম্ভূত বিণ. বিনা চেষ্টায় বা আপনা থেকেই সৃষ্টি হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন। ̃ .লব্ধ বিণ. চেষ্টা না করেই পাওয়া গেছে এমন। ̃ .শীল বিণ. নিশ্চেষ্ট; অধ্যবসায়হীন। 18)
অলঙ্ঘন
(p. 64) alaṅghana বি. 1 লঙ্ঘন না করা বা অবহেলা না করা; 2 উপবাস পালন না করা; 3 ডিঙিয়ে না যাওয়া, অতিক্রম না করা। [সং. ন + লঙ্ঘন]। অলঙ্ঘনীয়, অলঙ্ঘ্য বিণ. 1 লঙ্ঘন করা উচিত্ নয় বা করা যায় না এমন (অলঙ্ঘ্য আদেশ)। অলঙ্ঘিত বিণ. লঙ্ঘিত হয়নি এমন, লঙ্ঘন করা হয়নি এমন। 10)
আরাম-কেদারা
(p. 104) ārāma-kēdārā বি. হেলান দিয়ে আরামে বসার উপযোগী চেয়ার, easy chair. [সং. আরাম + পো. cadeira]। 23)
আলেয়া
(p. 106) ālēẏā বি. 1 (সাধারণত রাতে) জলাভূমিতে দৃষ্ট জ্বলন্ত গ্যাস যাতে প্রায়ই পথিকের পথভ্রম ঘটে, will-o-the-wisp; 2 (আল.) বিভ্রান্তিকর বস্তু, প্রহেলিকা। আলেয়ার আলো (আল.) মিথ্যা মায়া। 57)
আহেল, আহলে, আহেলি
(p. 111) āhēla, āhalē, āhēli বিণ. খাস; খাঁটি, অমিশ্র; নতুন, আনকোরা। [আ. আহল্]। ̃ বিলাত, ̃ বিলাতি বিণ. সদ্য বিলাত বা বিদেশ থেকে এসেছে এমন। 32)
ইজি-চেয়ার
(p. 113) iji-cēẏāra বি. হেলান দিয়ে আরামে বসার বা আধশোয়া ভঙ্গিতে বসার উপযুক্ত চেয়ার। [ইং. easy chair, তু. arm chair]। 30)
উপেক্ষা, উপেক্ষণ
(p. 133) upēkṣā, upēkṣaṇa বি. 1 অগ্রাহ্য করা, তুচ্ছতাচ্ছিল্য করা (দোষত্রুটি উপেক্ষা করা); 2 অবহেলা (আদেশ উপেক্ষা করা); 3 ঔদাসীন্য, অমনোযোগ; অনাদর; অস্বীকার। ক্রি. গ্রাহ্য না করা; অবহেলা করা; গুরুত্ব না দেওয়া। [সং. উপ + √ ঈক্ষ্ + অ + আ, অন]। উপেক্ষক বিণ. উপেক্ষাকারী; উদাসীন; অমনোযোগী। উপেক্ষণীয় বিণ. উপেক্ষার যোগ্য, উপেক্ষা করা উচিত বা উপেক্ষা করা যায় এমন। উপেক্ষিত বিণ. উপেক্ষা বা অবহেলা করা হয়েছে এমন। স্ত্রী. উপেক্ষিতা। 117)
কসুর
(p. 174) kasura বি. 1 দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন); 2 ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই); 3 অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)। [আ. ক'সূর]। 13)
কুজ্-ঝটিকা, কুজ্-ঝটি, কুজ্-ঝটী
(p. 194) kuj-jhaṭikā, kuj-jhaṭi, kuj-jhaṭī বি. কুয়াশা, কুহেলিকা। [সং. ক + উত্ + √ ঝট্ + ইক + আ]। 24)
কুহেলিকা, কুহেড়িকা, কুহেলি, কুহেলী
(p. 202) kuhēlikā, kuhēḍ়ikā, kuhēli, kuhēlī বি. কুজ্ঝটিকা, কুয়াশা। [সং. কু (পৃথিবী) + √ হেড়্ (বেষ্টন করা) + ইক + আ, ই, ঈ; ড=ল]। 17)
কুয়াশা, কুয়াসা
(p. 198) kuẏāśā, kuẏāsā বি. কুজ্ঝটিকা, কুহেলিকা, ভূপৃষ্ঠের কাছাকাছি যে সূক্ষ্ম জলবিন্দুর পুঞ্জ ধোঁয়ার মতো দেখা যায়, fog. [তু. হি. কুহাসা]। 24)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
গাফিলতি, গাফিলি
(p. 246) gāphilati, gāphili বি. 1 অমনোযোগ, অবহেলা (তোমার গাফিলাতির জন্যই আমার এই ক্ষতি হল); 2 কুঁড়েমি। [আ. গফ্লত্]। 61)
চেয়ার
(p. 294) cēẏāra বি. কেদারা, হেলান দিয়ে বসার উঁচু আসনবিশেষ. কুরসি। [ইং. chair]। 70)
ছত্রী2
(p. 301) chatrī2 (-ত্রিন্) বিণ. ছত্রধারী। [সং. ছত্র + ইন্]। ̃ সেনা, ̃ সৈন্য বি. ছত্রাকৃতি প্যারাশ্যুট-এর সাহায্যে বিমান হেলিকপ্টার ইত্যাদি থেকে ভূতলে অবতরণকারী সৈন্য, parachute troops, paratroops. 31)
ছাই
(p. 303) chāi বি. 1 ভস্ম, খাক, কোনো পদার্থ সম্পূর্ণ পুড়ে যাবার পর যে মিহি অবশেষ থাকে; 2 (আল.) অকিঞ্চিত্কর অসার বা জঞ্জালতুল্য বস্তু বা বিষয় (ও ছাই কেন খাচ্ছ ?); 3 কিছুই নয় (তুমি ছাই জানো)। [সং. ক্ষার]। ছাই-চাপা আগুন যে মর্মযন্ত্রণা বা প্রতিভা প্রকাশ করা যায় না বা প্রকাশিত হয় না। ছাই-চাপা কপাল ভাঙা কপাল; দুর্ভাগ্য। ̃ পাঁশ বি. (আল.) আজেবাজে জিনিস। ছাই ফেলতে ভাঙা কুলো অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন। ̃ ভস্ম বি. বাজে বা জঞ্জালতুল্য বস্তু। 2)
জনেক
(p. 312) janēka বিণ. অনির্দিষ্ট কোনো একজন, জনৈক ('জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটলো বলে শাপ দিলেন প্রভু': বুদ্ধ)। [বাং.মতে জন + এক]। 70)
ঝুঁকা, ঝোঁকা
(p. 338) jhun̐kā, jhōn̐kā বি. ক্রি. 1 হেলে পড়া, সামনের দিকে বা নীচের দিকে নত হওয়া (ঝুঁকে দেখবার চেষ্টা করছে); 2 আকৃষ্ট হওয়া (খেলার দিকে মন ঝুঁকেছে)। বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ঝুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 হেলানো, নত করা; 2 আকৃষ্ট বা পক্ষপাতগ্রস্ত করা। বিণ. উক্ত সব অর্থে। 26)
টালনি
(p. 343) ṭālani বি. হেলন, কাত হওয়ার ভাব ('চূড়ার টালনি বামে': জ্ঞান)। [টাল2 দ্র]। 37)
টালা
(p. 343) ṭālā ক্রি. 1 অবহেলা করা; 2 বৃথা সময় নষ্ট করা ('মনুষ্য দুর্লভ জন্ম বৃথা কেন টাল': ঘ.); 3 ভাঁড়ানো ('সত্য কথা মিথ্যা করি টালে': শি.); 4 অগ্রাহ্য করা; 5 চালা; বিচলিত করা, নড়চড় করা। [সং. √ টালি √ টল্ + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি; বারবার নড়চড় (কথা টালাটালি)। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535225
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140693
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731012
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us