Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

য়িত্রী। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধ্যাপক, অধ্যাপয়িতা
(p. 20) adhyāpaka, adhyāpaẏitā (-তৃ) বি. 1 বিশেষ জ্ঞানসম্পন্ন শিক্ষক, আচার্য; 2 কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; 3 বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। [সং. অধি+√ ই+ণিচ্+অক]। স্ত্রী অধ্যাপিকা, অধ্যাপয়িত্রী।
অর্পণ
(p. 62) arpaṇa বি. 1 দান, দেওয়া (এই ধন তোমাকেই অর্পণ করলাম); 2 স্হাপন; 3 ন্যাস; ন্যস্ত করা (দায়িত্ব অর্পণ, ভারার্পণ)। [সং. √ অর্পি + অন]। অর্পিত বিণ. দেওয়া হয়েছে বা ন্যস্ত করা হয়েছে এমন। স্ত্রী. অর্পিতা। অর্পণীয় বিণ. অর্পণ করার যোগ্য। অর্পয়িতা (-তৃ) বি. বিণ. অর্পণকারী। স্ত্রী. অর্পয়িত্রী। 25)
উত্-পাদন
(p. 123) ut-pādana বি. 1 সৃষ্টি, নির্মাণ, জনন (অন্তরে ভয়োত্পাদন); 2 নির্মিত বস্তু, শিল্পজাত দ্রব্য, production. [সং. উত্ + √ পদ্ + ণিচ্ + অন]। ̃ শুল্ক, অন্তঃশুল্ক বি. দেশের মধ্যে উত্পন্ন বা নির্মিত পণ্যদ্রব্যের উপর ধার্য শুল্ক বা মাশুল, excise duty. উত্-পাদক বিণ. বি. উত্পাদনকারী; জনক; সৃজক, নির্মাতা; (গণি.) গুণনীয়ক, factor. স্ত্রী. উত্-পাদিকা। উত্-পাদনীয়, উত্-পাদ্য বিণ. উত্পাদন করতে হবে এমন, উত্পাদনের যোগ্য। উত্-পাদয়িতা বিণ. বি. উত্পাদক। স্ত্রী. উত্-পাদয়িত্রী। উত্-পাদিত বিণ. উত্পন্ন; নির্মাণ বা সৃষ্টি বা তৈরি করা হয়েছে এমন। উত্-পাদী বিণ. উত্পন্ন হয় বা করে এমন। উত্-পাদ্য-মান বিণ. উত্পাদিত হচ্ছে এমন। 29)
উদ্বেজয়িতা
(p. 128) udbējaẏitā (-তৃ) বিণ. উদ্বেগসৃষ্টিকারী। [সং. উত্ + √ বিজ্ + ণিচ্ + তৃ]। স্ত্রী. উদ্বেজয়িত্রী। 26)
উন্মূল
(p. 130) unmūla বিণ. মূল উত্পাটিত হয়েছে এমন। [সং. উদ্ + মূল]। উন্মূলন বি. সমূলে উত্পাটন; উচ্ছেদ; বিনাশ। উন্মূলিত বি. সমূলে উত্পাটিত করা হয়েছে এমন। উন্মূলয়িতা (-তৃ) বিণ. উন্মূলনকারী। স্ত্রী. উন্মূলয়িত্রী। 24)
উপ-মাতা1
(p. 133) upa-mātā1 (-তৃ) বি. (স্ত্রী.) ধাত্রী পালয়িত্রী শিক্ষাদাত্রী পিসি মাসি শাশুড়ি প্রভৃতি মাতৃতুল্যা বা মাতৃস্হানীয়া নারী। [সং. উপ + মাতা]। 27)
উপ-স্হাপক, উপ-স্হাপয়িতা
(p. 133) upa-shāpaka, upa-shāpaẏitā (-তৃ) বিণ. উপস্হাপনকারী, প্রস্তাব-উত্থাপক। স্ত্রী. উপ-স্হাপিকা, উপ-স্হাপয়িত্রী। উপ-স্হাপিত বিণ. উপস্হাপন করা হয়েছে এমন। 76)
কারিকা
(p. 185) kārikā বি. 1 ছন্দোবদ্ধ ব্যাখ্যা; 2 অল্পাক্ষর ব্যাখ্যার দ্বারা বহু অর্থের বোধক কবিতা; 3 শিল্পকর্ম; 4 (স্ত্রী.) কর্মসম্পাদিকা। বিণ. কর্মসম্পাদিকা, কারয়িত্রী। [সং. √ কৃ + অক + আ]। 26)
কারয়িতা
(p. 185) kāraẏitā (-তৃ) বিণ. অন্যের দ্বারা কাজ করিয়ে নেয় এমন। [সং.√ কৃ + ণিচ্ + তৃ]। স্ত্রী. কারয়িত্রী। 20)
খনন
(p. 221) khanana বি. খোঁড়া (মৃত্তিকা খনন করা)। [সং. √খন্ + অন]। ̃ কারী (রিন্) বিণ. বি. খনক, যে খোঁড়ে। ̃ যন্ত্র বি. যে যন্ত্র দিয়ে খোঁড়া হয়। খনিত বিণ. খোঁড়া হয়েছে এমন, খাত। খননীয়, খন্য বিণ. খোঁড়ার যোগ্য, খুঁড়তে হবে বা খোঁড়া উচিত এমন। খনয়িত্রী বি. (স্ত্রী.) যে খোঁড়ে। 74)
জগদ্ধাত্রী
(p. 311) jagaddhātrī বি. 1 পৃথিবীর ধাত্রী বা পালয়িত্রী; 2 দুর্গাদেবী; 3 পরমেশ্বরী। [সং. জগত্ + ধাত্রী]। 30)
জনয়িতা
(p. 312) janaẏitā (-তৃ) বি. জন্মদাতা, জনক, পিতা। [সং. √ জন্ + ণিচ্ + তৃ]। জনয়িত্রী বি. (স্ত্রী., ) জন্মদাত্রী, জননী, মাতা। 51)
জ্ঞাপয়িতা
(p. 331) jñāpaẏitā (-তৃ) বিণ. জ্ঞাপক, জ্ঞাপনকারী। [সং. √ জ্ঞা + ণিচ্ + তৃ]। স্ত্রী. জ্ঞাপয়িত্রী। 21)
দমন
(p. 398) damana বি. 1 দণ়্ড দেওয়া, শাস্তিদান, শাসন (শত্রুদমন); 2 সংযম (ইন্দ্রিয়দমন); 3 নিবারণ (রোগ দমন)। বিণ. দমনকারী ('শমন-দমন রাবণ রাজা, রাবণ দমন রাম')। [সং. √ দম্ + অন]। দমনীয় বিণ. দমন বা শাসন করার যোগ্য। দময়িতা (-তৃ) বিণ. দমনকারী, শাসক। দময়িত্রী বিণ. (স্ত্রী.) দমনকারিণী। 17)
দময়িতা, দময়িত্রী
(p. 398) damaẏitā, damaẏitrī দ্র দ্মন। 22)
ধারয়িতা
(p. 433) dhāraẏitā (-তৃ) বিণ. যে ধারণ করে, ধারণকারী, ধারক। [সং. √ ধৃ + ণিচ্ + তৃ]। ধারয়িত্রী বিণ. (স্ত্রী.) ধারণকারিণী। বি. পৃথিবী। 72)
নিমন্ত্রণ
(p. 461) nimantraṇa বি. 1 কোনো অনুষ্ঠানে সাদর আহ্বান (সভাপতি হবার নিমন্ত্রণ); 2 ভোজে আহ্বান। [সং. নি + √ মন্ত্র্ + অন]। নিমন্ত্রিত বিণ. নিমন্ত্রণ লাভ করেছে এমন, আহূত। নিমন্ত্রয়িতা (-তৃ) বিণ. নিমন্ত্রণকরী। স্ত্রী. নিমন্ত্রয়িত্রী। 94)
পালয়িতা
(p. 513) pālaẏitā (-র্তৃ) বিণ. পালনকারী, প্রতিপালক। [সং. √ পা + ণিচ্ + তৃ]। বিণ. স্ত্রী. পালয়িত্রী। 170)
পূজন
(p. 529) pūjana বি. পূজা করা, অর্চনা, উপাসনা ('পূজনসাধনহীনজনে': রবীন্দ্র)। [সং. √ পূজ্ + অন]। পূজনীয় বিণ. পূজার যোগ্য, উপাস্য, আরাধ্য; গুরুস্হানীয়; শ্রদ্ধেয়। পূজয়িতা (তৃ) বিণ. পূজক, উপাসক। স্ত্রী. পূজয়িত্রী। 2)
প্রতিষ্ঠা-পন
(p. 543) pratiṣṭhā-pana বি. 1 সংস্হাপন, প্রতিষ্ঠা; 2 উত্সর্গ; 3 অর্পণ। [সং. প্রতি + √ স্হা + ণিচ্ + অন]। প্রতিষ্ঠা-পয়িতা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. প্রতিষ্ঠা-পয়িত্রী। প্রতিষ্ঠা-পিত বিণ. প্রতিষ্ঠা করা হয়েছে এমন। 17)
প্রেরণ
(p. 554) prēraṇa বি. 1 পাঠানো, পাঠিয়ে দেওয়া; 2 প্রণোদন; 3 নিয়োগ, নিয়োজন। [সং. প্র + √ ঈর্ + ণিচ্ + অন]। প্রেরক, প্রেরয়িতা (-র্তৃ) বিণ. প্রেরণকারী। স্ত্রী. প্রেরিকা, প্রেরয়িত্রী। 112)
প্রেরয়িতা, প্রেরয়িত্রী
(p. 554) prēraẏitā, prēraẏitrī দ্র প্রেরণ। 114)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বরমাল্য, বরযাত্র, বরযাত্রী, বরয়িতা, বরয়িত্রী
(p. 580) baramālya, barayātra, barayātrī, baraẏitā, baraẏitrī দ্র বর। 56)
বারয়িতা
(p. 602) bāraẏitā (-তৃ) বিণ. বারক, বারণকারী, নিবারণকারী। [সং. √ বৃ + ণিচ্ + তৃ]। স্ত্রী. বারয়িত্রী। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534816
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140317
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730497
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942690
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883527
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838456
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696619
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603063

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us