Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দমন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দমন এর বাংলা অর্থ হলো -

(p. 398) damana বি. 1 দণ়্ড দেওয়া, শাস্তিদান, শাসন (শত্রুদমন); 2 সংযম (ইন্দ্রিয়দমন); 3 নিবারণ (রোগ দমন)।
বিণ. দমনকারী ('শমন-দমন রাবণ রাজা, রাবণ দমন রাম')।
[সং. √ দম্ + অন]।
দমনীয় বিণ. দমন বা শাসন করার যোগ্য।
দময়িতা (-তৃ) বিণ. দমনকারী, শাসক।
দময়িত্রী বিণ. (স্ত্রী.) দমনকারিণী।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দূষক
(p. 418) dūṣaka বি. বিণ. 1 দোষদায়ক, যে দোষ দেয় বা দেখায়; 2 নিন্দাকারী (আমি দূষকদের দলে নেই)। [সং. √ দূষি (=√ দূষ্ + ণিচ্) + অক]। 2)
দিবস
(p. 408) dibasa বি. 1 দিনমান, দিনভাগ (দিবসরজনী); 2 দিন, দিন ও রাত্রি (বহু দিবস কেটেছে). [সং. √ দিব্ + অস]। 30)
দহা
(p. 402) dahā ক্রি. দগ্ধ করা বা হওয়া, পোড়া বা পোড়ানো। [সং. √ দহ্ + বাং. আ]। 17)
দাপা
(p. 405) dāpā ক্রি. দাপানো, দাপাদাপি করা, অস্হিরভাবে বা ক্রোধিত হয়ে ছুটোছুটি করা। [বাং. দাপ + আ]। ̃ দাপি বি. 1 এমনভাবে ছুটোছুটি যাতে পায়ের শব্দ হয়, জোর পদশব্দ করে ছুটোছুটি; 2 অস্হিরভাবে ছুটোছুটি। ̃ নো ক্রি. 1 আস্ফালন করা; 2 ছটফট করা; 3 দাপাদাপি করা (দাপিয়ে বেড়ানো)। বি. উক্ত সব অর্থে। ̃ নি বি. দাপাদাপি। 5)
দোয়া1
(p. 421) dōẏā1 বি. 1 আশীর্বাদ; 2 শুভকামনা, শুভেচ্ছা; 3 প্রার্থনা (আল্লার কাছে দোয়া করব)। [আ. ফা. দুআ]। 99)
দেনা
(p. 419) dēnā বি. 1 ধার, কর্জ (দেনা শোধ করেছি); 2 দেয় অর্থ (দেনা-পাওনা); 3 টাকাপয়সা ইত্যাদি দেওয়া (লেনা-দেনা)। [আ. দয়েন্]। ̃ দার, দেন-দার বি. বিণ. ঋণী, খাতক, যে ধার করেছে। দেনা-পাওনা বি. 1 দেয় ও প্রাপ্য অর্থ; 2 দেয় ও প্রাপ্যের হিসাবনিকাশ। 23)
দাবানো
(p. 405) dābānō দ্র দাবা1। 15)
দাগি
(p. 402) dāgi বিণ. 1 দাগযুক্ত (দাগি আম); 2 কলঙ্কযুক্ত, কলঙ্কিত; 3 পূর্বে দণ্ডপ্রাপ্ত, ঘাগি (দাগি চোর)। [বাং. দাগ + ই]। 50)
দণ্ড-কলস
(p. 396) daṇḍa-kalasa বি. ওষধি গাছবিশেষ। [তু. সং. দণ্ডোত্পল]। 26)
দড়াম
(p. 396) daḍ়āma অব্য. বি. 1 কঠিন পদার্থের উপর ব়ড় ও ভারী জিনিসের পতনের শব্দ; 2 হঠাত্ দরজা খুলে ফেলার বা বন্ধ করার শব্দ; 3 বন্দুক ছোড়ার শব্দ। [ধ্বন্যা.]। 21)
দুলুনি
(p. 416) duluni বি. দোলা, দোলন, দোল (পালকির দুলুনি)। [দুলা দ্র]। 19)
দৈর্ঘ্য
দায়-বদ্ধ
দুখান, দুখানা, দুখানি, দুগুণ
(p. 411) dukhāna, dukhānā, dukhāni, duguṇa দ্র দু। 12)
দেহ2
(p. 421) dēha2 বি. শরীর। [সং. √ দিহ্ + অ]। ̃ কোষ বি. 1 প্রাণী বা উদ্ভিদের দেহের সূক্ষ্ম অংশ, cell; 2 গায়ের চামড়া, ত্বক। ̃ ক্ষয় বি. 1 দেহের ক্ষতি বা ধ্বংস; স্বাস্হ্যহানি; 2 মৃত্যু। ̃ চর্চা বি. শরীরের বা স্বাস্হ্যের উন্নতির জন্য ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়া। ̃ জ বিণ. দেহ থেকে উত্পন্ন (দেহজ মল)। বি. পুত্র। বিণ. স্ত্রী. ̃ জা। ̃ তত্ত্ব বি. 1 অঙ্গসংস্হানবিদ্যা, শারীরস্হানবিদ্যা, anatomy; 2 দেহের মধ্যেই সমস্ত সত্যের অবস্হান-এই তত্ত্ব (দেহতত্ত্বের গান)। ̃ ত্যাগ বি. মৃত্যু, প্রাণত্যাগ। ̃ দান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ। ̃ ধারণ বি. 1 প্রাণধারণ, জীবনযাপন, বেঁচে থাকা; 2 দেবতাদের মানবদেহ বা মানবজন্ম পরিগ্রহ। ̃ ধারী (-রিন্) বিণ. শরীরী, অঙ্গ বা মূর্তিবিশিষ্ট। ̃ পাত বি. 1 দেহের ক্ষয় বা ধ্বংস (কার জন্য দেহপাত করছি); 2 মৃত্যু। ̃ পিঞ্জর বি. পিঞ্জরস্বরূপ দেহ, দেহ; শরীরের কাঠামো। ̃ ভৃত্ বি. দেহ। ̃ যাত্রা বি. জীবনযাপন। ̃ রক্ষা বি. মৃত্যু (দেহরক্ষা করা)। ̃ রক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে। দেহ রাখা ক্রি. বি. মারা যাওয়া (কাশীতে দেহ রেখেছেন)। ̃ শোভা, ̃ শ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি। ̃ সৌন্দর্য, ̃ সৌষ্ঠব বি. দেহশ্রী -র অনুরূপ। 42)
দরখাস্ত
(p. 399) darakhāsta বি. আবেদনপত্র, অভাব-অভিযোগ নিরাকরণের জন্য পত্র। [ফা. দরখোআস্ত]। ̃ কারী (-রিন্) বিণ. আবেদনকারী। [বাং. দরখাস্ত + সং. √ কৃ + ইন্]। 13)
দিঘ
(p. 408) digha বি. (আঞ্চ.) দৈর্ঘ্য (আড়েদিঘে)। বিণ. (প্রা. বাং.) দীর্ঘ। [ সং. দীর্ঘ]। ̃ ল বিণ. (সচ. কাব্যে) দীর্ঘ, লম্বাটে (দিঘল আঁখি)। 9)
দুঁহু, দুঁহা, দুঁহুঁ, দোঁহা
(p. 411) dum̐hu, dum̐hā, dum̐hu, n̐dōm̐hā সর্ব. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) উভয়, দুই, দুইজন ('দুঁহু-কোরে দুঁহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া': চণ্ডী)। [ সং. দ্বয়, দ্বৌ]। ̃ কার বিণ. দুইজনের, উভয়ের (দোঁহাকার মনে)। 6)
দা2
দুকুল1
(p. 411) dukula1 বি. 1 দুই তীর বা তট (নদীর দুকুল); 2 (গৌণ অর্থে) ইহকালপরকাল; 3 সমস্ত আশ্রয় (একূল-ওকূল দুকূল গেল)। [সং. দ্বি বাং. দু (+ই) + সং. কূল (তীর, তট)]। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534931
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140470
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730684
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942895
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us