Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(গ্রা) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভদ্রা
(p. 50) abhadrā বি. (আঞ্চ) বাধা, বিঘ্ন; অশুভ ব্যাপার (গ্রামে যেন অভদ্রা লেগেছে)। [দেশি]। 52)
অমন্দ
(p. 55) amanda বিণ. 1 মন্দ বা খারাপ নয় এমন, ভালো; 2 বেগবান, দ্রুতগতিসম্পন্ন, দ্রুত যায় এমন; 3 প্রচুর; 4 পটু; দক্ষ; 5 (গ্রা.) খুব খারাপ। [সং. ন + মন্দ]। 52)
অসুহৃত্
(p. 72) asuhṛt বি. 1 বন্ধু নয় এমন ব্যক্তি; শত্রু; 2 (গ্রা.) অসদ্ভাব, শত্রুতা। [সং. ন + সুহৃত্]। 20)
আচ্ছাদক
(p. 85) ācchādaka বিণ. আবৃত করে এমন; আচ্ছাদনকারী। বি. যা দিয়ে আচ্ছাদন করা হয়। [সং. আ + √ ছদ্ + ণিচ্ + অক]। আচ্ছাদ, আচ্ছাদন বি. 1 আবরণ; 2 ঢাকনি; ছাউনি; 3 পরিধেয় বস্ত্র (গ্রাসাচ্ছাদন)। আচ্ছাদনীয়, আচ্ছাদ্য বিণ. আচ্ছাদনের যোগ্য। আচ্ছাদা ক্রি. আচ্ছাদন করা। আচ্ছাদিত বিণ. আচ্ছাদন করা হয়েছে এমন। আচ্ছাদনী বি. আবরণী, আচ্ছাদক; ঢাকনি। 16)
আবর্তন
(p. 98) ābartana বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। 24)
আবলি, আবলী
(p. 98) ābali, ābalī বি. 1 পঙ্ক্তি, সারি; 2 সমষ্টি (গ্রন্হাবলি, রচনাবলি)। [সং. আ + √বল্ + ই]। 25)
আভাষ
(p. 99) ābhāṣa বি. 1 মুখবন্ধ, ভুমিকা, অবতরণিকা (গ্রন্হের পূর্বাভাষ); 2 আলাপ। [সং. আ + ̃ ভাষ্ + অ]। ̃ ণ বি. সম্বোধনপূর্বক কথন; আলাপ; উক্তি; বক্তৃতা। আভাষিত বিণ. কথিত, উক্ত। 41)
উদ্যোগ
(p. 128) udyōga বি. 1 উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; 2 উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); 3 (হিন্দির প্রভাবে)। শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্) বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী। 46)
কড়া৪
(p. 158) kaḍ়ā4 বি. কর্পদক, কড়ি। [সং. কর্পদক, তু. হি. কৌড়ী]। এক কড়া বি. বিণ. (আল.) অতি তুচ্ছ বা সামান্য পরিমাণ (তার এক কড়া বুদ্ধি নেই)। ̃ কিয়া (গ্রা.) ̃ ঙ্কিয়া, ̃ ঙ্কে বি. (1 থেকে 1) কড়ার হিসাব। ̃ ক্রান্তি দ্র ক্রান্তি। কড়ায়-গণ্ডায় ক্রি-বিণ. অতি নিপুণ ও সূক্ষ্ম হিসাবমতে (কড়ায়-গণ্ডায় আদায় করেছি)।
কর্তা
(p. 169) kartā (-র্তৃ) বিণ. বি. 1 যিনি স্বাধীনভাবে কর্ম করেন; 2 প্রণেতা (গ্রন্হকর্তা); 3 নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); 4 গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); 5 প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); 6 প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); 7 (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী বিণ. বি. (স্ত্রী.) 1 কর্মসম্পাদনকারিণী; 2 প্রণেত্রী; লেখিকা; 3 গৃহিণী; 4 প্রভুপত্নী; 5 অধ্যক্ষা। ̃ ভজা বি. 1 আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; 2 (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য। 6)
কোকিল
(p. 209) kōkila বি. কোয়েলজাতীয় সুকণ্ঠ পাখিবিশেষ, পিক। [সং. √ কুক্ (গ্রহণ করা) + ইল]। বি. (স্ত্রী.) কোকিলা। ̃ কণ্ঠ বিণ. কোকিলের মতো মধুর কণ্ঠবিশিষ্ট। স্ত্রী. ̃ কণ্ঠী। কোকিলাসন বি. তান্ত্রিক যোগাসনবিশেষ। কোকিলেক্ষু বি. কালো রঙের বা 'কাজলা' আখ। 17)
গা1
(p. 245) gā1 অব্য. (গ্রা.) সম্বোধনসূচক শব্দবিশেষ (ওখানে কে গা, হ্যাঁ গা)। 2)
গাত
(p. 246) gāta বি. (ব্রজ.) গা, দেহ ('তাঁহা তাঁহা ধরণী হইয়ে মঝু গাত': গো. দা.)। [সং. গাত্র]। (গ্রা.) গাঁত। 41)
গ্রন্হ
(p. 261) granha বিণ. 1 গ্রাস করা হয়েছে এমন (রাহুগ্রস্ত); 2 গিলিত, গিলে ফেলা হয়েছে এমন (গ্রস্ত অন্ন) ; 3 আক্রান্ত (রোগগ্রস্ত); 4 অভিভূত (শোকগ্রস্ত)। [সং. √গ্রস্ + ত]। 52)
গ্রন্হি
(p. 261) granhi বি. 1 গাঁট, গিরা (গ্রন্হি শিথিল হওয়া); 2 দেহের (বিশেষত অস্হির) সন্ধিস্হান ; 3 বাঁশ ইত্যাদির সন্ধি বা গিঁট; 4 দেহাভ্যন্তরস্হ রসনিঃসারক কোষ, gland (পাচকগ্রন্হি, লালাগ্রন্হি)। [সং. √গ্রন্হ্ + ই]। ̃ প্রদাহ বি. অস্হির সন্ধিস্হানের জ্বালা। ̃ বন্ধন বি. গাঁটছড়া। ̃ ল বিণ. বহু গ্রন্হিযুক্ত, গ্রন্হিময়। 47)
গ্রহ
(p. 261) graha বি. 1 (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet; 2 গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ); 3 উপলব্ধি (অর্থগ্রহ) ; 4 গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি। [সং. √গ্রহ্ + অ]। ̃ দেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা। ̃ দোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ। ̃ পতি বি. সূর্য। ̃ বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা। ̃ বিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি। ̃ বিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য। ̃ বৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ। ̃ মণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগত্। ̃ রাজ বি. 1 সূর্য; 2 চন্দ্র; 3 বৃহস্পতি। ̃ শান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন। ̃ স্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্হিতিস্হাপক রাশি। গ্রহের ফের বি. 1 কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; 2 বিপদ। 53)
গ্রাম2
(p. 261) grāma2 বি. 1 পল্লি, পাড়াগাঁ; 2 ক্ষুদ্র জনবসতি; 3 সমূহ (গুণগ্রাম) ; 4 (সংগীতে) প্রবাহ বা ওঠা-নামা ভেদে স্তর বা পর্দা (স্বরগ্রাম)। [সং. √গ্রস্ + ম]। ̃ জ বিণ. গ্রামে জাত বা উত্পন্ন (গ্রামজ সম্পদ)। ̃ ণী গ্রামের মণ্ডল বা নেতা। ̃ ধর্ম বি. স্ত্রীসংসর্গ, যৌনসম্ভোগ। ̃ বাসী (সিন্) বি. গ্রামের অধিবাসী। ̃ ভাটি বি. গ্রামবৃত্তি; গ্রামের সামাজিক অনুষ্ঠানাদির জন্য সংগৃহীত অর্থ। ̃ মৃগ বি. কুকুর। ̃ সম্পর্ক বি. একই গ্রামের অধিবাসী হওয়ার ফলে প্রতিষ্ঠিত বা স্হাপিত সম্বন্ধ (গ্রামসম্পর্কে তিনি আমার কাকা)। গ্রামান্ত বি. গ্রামের প্রান্তসীমা বা শেষ সীমা। গ্রামান্তর বি. অন্য গ্রাম, ভিন্ন গ্রাম (গ্রামান্তরে চলে যাওয়া)। গ্রামিক বি. গ্রামের অধিকারী; গ্রামরক্ষক। গ্রামী (-মিন্) বিণ. 1 গ্রামের কর্তা ; 2 গ্রামবাসী; 3 গ্রাম্য; 4 গ্রামবিশিষ্ট; গ্রামযুক্ত। গ্রামীণ বিণ. 1 গ্রামে উত্পন্ন; 2 গ্রাম্য; 3 গ্রামস্হ (গ্রামীণ শিল্প)। 63)
গ্রাম্য
(p. 261) grāmya বিণ. 1 গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক; 2 গ্রামজাত, গ্রামে উত্পন্ন ; 3 গ্রামস্হ, গ্রামের; 4 ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)। [সং. গ্রাম + য]। ̃ তা বি. 1 অমার্জিত ভাব, অভদ্রতা; 2 ভাষার শব্দগত ও অর্থগত অশোভনতা। ̃ ধর্ম বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ। ̃ মৃগ বি. কুকুর। 65)
গ্রাস
(p. 261) grāsa বি. 1 ভোজনের জন্য এক-একবারে যে পরিমাণ খাদ্যদ্রব্য হাত দিয়ে মুখে তোলা হয়; 2 কবল (কালগ্রাস) ; 3 ভক্ষণ, গলাধঃকরণ, গেলা; 4 খোরাক, অন্ন (গ্রাসাচ্ছাদন) ; 5 গ্রহণের সময় আবৃত হওয়া (চন্দ্রের বা সূর্যের পূর্ণগ্রাস, বলয়গ্রাস) ; 6 (গৌণার্থে) অন্যায়ভাবে গ্রহণ (অপরের সম্পত্তি গ্রাস)। [সং. √গ্রস্ + অ]। ̃ কারী (-রিন্) বিণ. বি. ভক্ষণকারী, খাদক; যে গ্রাস করে। ̃ নালি, ̃ নালী বি. যে-পথে ভুক্ত দ্রব্য পাকস্হলীতে পৌঁছায়, অন্ননলি, খাদ্যনলি, gullet. গ্রাসাচ্ছাদন বি. খোরপোশ, অন্নবস্ত্র। গ্রাসিত বিণ. 1 কবলিত; 2 ভক্ষিত। 66)
গ্রিক
(p. 261) grika বি. গ্রিসদেশের লোক বা ভাষা। বিণ. গ্রিসদেশ বা গ্রিক ভাষাসম্বন্ধীয় (গ্রিক পুরাণের গল্প)। [ইং. Greek]। 69)
গ্রেপ্তার, গ্রেফ্তার
(p. 261) grēptāra, grēphtāra বি. পাকড়াও, আটক, ধরা (গ্রেপ্তার এড়াতে সে দেশের সীমানার বাইরে চলে গেল)। বিণ. পাকড়াও বা আটক করা হয়েছে এমন, ধৃত (অবশেষে সেই কুখ্যাত চোরাচালানকারী গ্রেপ্তার হল)। [ফা. গিরিফ্তার]। গ্রেপ্তারি, গ্রেফতারি বিণ. গ্রেফতারসম্বন্ধীয়; গ্রেফতারের (গ্রেফতারি পরোয়ানা)।
চরা
(p. 279) carā ক্রি. 1 বিচরণ করা (গ্রামময় চরে বেড়াচ্ছে); 2 (প্রধানত গবাদি পশুর তৃণক্ষেত্রে) বিচরণ করে তৃণাদি আহার করা (মাঠে গোরু চরছে); 3 (মাছের) চারা খাওয়া; 4 চরানো। বি. বিচরণ; গবাদি পশুর বিচরণপূর্বক তৃণাদি আহার। [সং. √চর্ + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 গবাদি পশুকে মাঠে নিয়ে গিয়ে তৃণাদি আহার করানো; 2 (বিদ্রূপে) পরিচালন করা বা পড়ানো (ছেলে চরানো)। 31)
ঝুমুর
(p. 339) jhumura বি. নৃত্যসংবলিত শৃঙ্গাররসাত্মক সংগীতবিশেষ (গ্রামে একটা ঝুমুরের দল এসেছে)। [সং. ঝুমরি]। ঝুমুর ঝুমুর বি. নূপুর ঘুঙুর ইত্যাদির মৃদুমধুর ধ্বনি। 11)
তত্তাবত্
(p. 365) tattābat বি. বিণ. সেইসব, সেইসমস্ত, সেই সমুদয় (গ্রামে থেকে সে তত্তাবত্ দেখাশুনা করছে)। [সং. তত্ + তাবত্]। 6)
তরস্ত
(p. 367) tarasta বিণ. (গ্রা.) ব্যস্ত; তটস্হ। [সং. ত্রস্ত]। 115)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074236
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768709
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366117
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721070
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698081
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594669
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545219
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন