Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গ্রাম্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গ্রাম্য এর বাংলা অর্থ হলো -

(p. 261) grāmya বিণ. 1 গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক; 2 গ্রামজাত, গ্রামে উত্পন্ন ; 3 গ্রামস্হ, গ্রামের; 4 ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)।
[সং. গ্রাম + য]।
তা বি. 1 অমার্জিত ভাব, অভদ্রতা; 2 ভাষার শব্দগতঅর্থগত অশোভনতা।
ধর্ম
বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ।
মৃগ বি. কুকুর।
65)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গিরীন্দ্র
(p. 246) girīndra বি. হিমালয়। [সং. গিরি + ইন্দ্র]।
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্রদূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তীক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
গাণিতিক
(p. 246) gāṇitika বি. বিণ. গণিতজ্ঞ, গণিত শাস্ত্রে পণ্ডিত এমন (ব্যক্তি)। বিণ. গণিতবিষয়ক (গাণিতিক সমস্যা)। [সং. গণিত + ইক]। 39)
গণ্ডার
গোঁফ, গোঁপ
(p. 256) gōm̐pha, gōm̐pa বি. পুরুষের নাকের নীচে ওষ্ঠের উপরে গজানো চুল বা লোম, মোচ ('কারুর যদি গোঁফ গজায় একশো আনা ট্যাক্স চায়': সু. রা.)। [সং. গুম্ফ]। ̃ খেজুরে বিণ. খেজুরটি গোঁফের উপর এসে পড়েছে তবু সেটি মুখের মধ্যে পুরে নেবার চেষ্টা করে না এমন অলস; অত্যন্ত অলস। গোঁফে তা 1 গোঁফ চুমরানো; 2 (আল.) সুযোগের অপেক্ষায় থাকা বা আরামে দিন কাটানো। 56)
গুঁজি
(p. 250) gun̐ji বি. 1 ছোট গোঁজ, খিল; 2 ছিপি; 3 খোঁপার কাঁটা। [বাং. গোঁজ + ই (ক্ষুদ্রার্থে)]। 25)
গুটি-সুটি
(p. 250) guṭi-suṭi ক্রি-বিণ. জড়সড় (গুটিসুটি হয়ে থাকা)। [বাং. গুটি 2 + সুটি (সহচর শব্দ)]। 57)
গিয়া, গিয়ে, গে
(p. 246) giẏā, giẏē, gē অস-ক্রি. গমন করে (ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করব)। অব্য. কথার মাত্রাবিশেষ (তারপর হল গিয়ে, যাওগে, খাওগে)। [বাং. √যা (সং. √গম্) + ইয়া, ইয়ে, এ]। 114)
গোঁসাই
(p. 256) gōm̐sāi দ্র গোসাঁই। 60)
গর-ঠিকানা
(p. 242) gara-ṭhikānā বি. ভুল ঠিকানা। [আ. গয়র্ + হি. ঠিকানা]। 13)
গুমি
(p. 253) gumi বিণ. লুকানো, গুপ্ত; নিখোঁজ। [গুম2 দ্র]। 21)
গলদা
(p. 244) galadā বি. বড় চিংড়িমাছবিশেষ। বিণ. মোটা, মোটাসোটা (গলদা চেহারা)। [দেশি]। 4)
গার্হস্হ, গার্হস্হ্য
গম্বুজ
গণ্ডূষ
(p. 239) gaṇḍūṣa বি. 1 এক মুখ বা এক কোষ জল; 2 হাতের কোষ; 3 মন্ত্রোচ্চারণ করে হাতের কোষ ভরে জল পান (পুজোয় বসে আগে গণ্ডূষ করবে)। [সং. √গণ্ড়্ + ঊষ]। 3)
গোত্তা, গোপ্তা
(p. 256) gōttā, gōptā বি. নীচের দিকে মাথা দিয়ে বেগে পতন (ঘুড়িটা গোত্তা খেয়ে পড়ল)। [আ. গউতহ্]। 77)
গ্রাস
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
গোপী, গোপীজনবল্লভ, গোপীচন্দন, গোপীযন্ত্র
(p. 256) gōpī, gōpījanaballabha, gōpīcandana, gōpīyantra দ্র গোপিকা। 100)
গাথক
(p. 246) gāthaka বিণ. বি. গায়ক। [সং. √গৈ + থক]। স্ত্রী. গাথিকা। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614759
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227931
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839864
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098930
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916359
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649156

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us