Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অন্যায়ভাবে) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনাধি-কার
(p. 21) anādhi-kāra বি. অধিকার না থাকা, অধিকারের বা যোগ্যতার অভাব; দখলের অভাব। [সং. ন+অধিকার়]। ̃ চর্চা বি. অনুচিত বা অনায়ত্ত বিষয়ে হস্তক্ষেপ বা তত্সম্বন্ধে আলোচনা; যে বিষয়ে আলোচনা করার যোগ্যতা নেই সেই বিষয়ে আলোচনা। ̃ প্রবেশ বি. অনুমতি বা অধিকার ব্যতীত অন্যের অধিকৃত স্হানে প্রবেশ; অন্যায়ভাবে প্রবেশ, trespass. অনাধি-কারী (-রিন্) বিণ. যার অধিকার নেই; অযোগ্য। অনধি-কৃত বিণ. যা অধিকার করা হয়নি; অনায়ত্ত। 28)
অন্যায়
(p. 34) anyāẏa বি. অনুচিত কাজ; অনৌচিত্য; অবিচার (অন্যায়ের প্রতিবাদ)। বিণ. ন্যায়বিরুদ্ধ; অনুচিত (অন্যায় কাজ); অকর্তব্য। [সং. ন + ন্যায়]। ̃ ত, (বার্জি.) ̃ তঃ অব্য ক্রি-বিণ. অন্যায়ভাবে। অন্যায়াচার বি. অনুচিত ব্যবহার। অন্যায়াচারী (-রিন্) বিণ. অনুচিত কাজ করে এমন। 54)
অপ-ব্যবহার
(p. 34) apa-byabahāra বি. অন্যায়ভাবে বা অসদুদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ; অপচয়; অন্যায় আচরণ। [সং. অপ + ব্যবহার]। বিণ. অপ-ব্যবহৃত। 111)
অপ-হরণ
(p. 39) apa-haraṇa বি. 1 বিনা অনুমতিতে বা অন্যায়ভাবে অন্যের জিনিস নেওয়া, চুরি; 2 লুণ্ঠন। [সং. অপ + √ হৃ + অন]। অপ-হরা ক্রি. চুরি করা, লুঠ করা। অপ-হারক, অপ-হারী (-রিন্) বিণ. অপহরণ বা চুরি করে এমন। বি. চোর; লুঠেরা। অপ-হৃত বিণ. অপহরণ করা বা চুরি করা হয়েছে এমন; লুণ্ঠিত। 32)
অযথা
(p. 59) ayathā বিণ. যথার্থ নয় বা ঠিক নয় এমন; অমূলক; সঠিক নয় এমন, অপ্রকৃত। ক্রি-বিণ. অন্যায়ভাবে; অকারণে (অযথা মিথ্যা বোলো না)। [সং. ন + যথা]। 19)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আরোপ
(p. 104) ārōpa বি. 1 এক বস্তুতে অন্য বস্তুর গুণ বা ধর্ম সংস্হাপন, অধ্যাস (রজ্জুতে সর্পের আরোপ); 2 অর্পণ, স্হাপন; 3 অন্যায়ভাবে বা অসংগতভাবে দায়ী করা (দোষারোপ)। [সং. আ + √রুহ্ + ণিচ্ +অ]। ̃ ক বিণ. আরোপকারী বা আরোপণকারী। ̃ ণ বি. 1 আরোপ করা; 2 স্হাপন; 3 আরোহণ করানো; 4 ধনুকে জ্যা পরানো; 5 শস্য রোপণ। আরোপিত বিণ. আরোপ করা বা আরোপণ করা হয়েছে এমন। 29)
উদো, উধো
(p. 127) udō, udhō বিণ. নির্বোধ, কাণ্ডজ্ঞানহীন; হাবাগবা। [দেশি]। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে একজনের কাজের দায় অন্যায়ভাবে বা অজ্ঞাতসারে আর একজনের উপর আরোপ করা। ̃ মাদা বিণ. বোকাসোকা, হাবাগবা। 22)
কূট-যুদ্ধ
(p. 202) kūṭa-yuddha বি. অন্যায় যুদ্ধ (ইংরেজরা কূটযুদ্ধে বাংলার নবাবকে পরাজিত করে). [সং. কূট + যুদ্ধ]। কূট-যোদ্ধা বি. অন্যায়ভাবে যে যুদ্ধ করে। 28)
গ্রাস
(p. 261) grāsa বি. 1 ভোজনের জন্য এক-একবারে যে পরিমাণ খাদ্যদ্রব্য হাত দিয়ে মুখে তোলা হয়; 2 কবল (কালগ্রাস) ; 3 ভক্ষণ, গলাধঃকরণ, গেলা; 4 খোরাক, অন্ন (গ্রাসাচ্ছাদন) ; 5 গ্রহণের সময় আবৃত হওয়া (চন্দ্রের বা সূর্যের পূর্ণগ্রাস, বলয়গ্রাস) ; 6 (গৌণার্থে) অন্যায়ভাবে গ্রহণ (অপরের সম্পত্তি গ্রাস)। [সং. √গ্রস্ + অ]। ̃ কারী (-রিন্) বিণ. বি. ভক্ষণকারী, খাদক; যে গ্রাস করে। ̃ নালি, ̃ নালী বি. যে-পথে ভুক্ত দ্রব্য পাকস্হলীতে পৌঁছায়, অন্ননলি, খাদ্যনলি, gullet. গ্রাসাচ্ছাদন বি. খোরপোশ, অন্নবস্ত্র। গ্রাসিত বিণ. 1 কবলিত; 2 ভক্ষিত। 66)
চালানো
(p. 281) cālānō ক্রি. বি. 1 পরিচালনা করা (অফিস চালানো); 2 নির্বাহ করা (সংসার চালানো); 3 গতিযুক্ত করা বা চলিত করা (গাড়ি চালানো); 4 প্রয়োগ করা (কাঁচি চালানো, ছুরি চালানো); 5 প্রচলিত বা চালু করা (এ জিনিস বাজারে চালানো যাবে না); 6 অন্যের কাছে অন্যায়ভাবে গছানো (জাল টাকা চালানো); 7 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালানো); 8 নিয়ন্ত্রিত করা (ছেলেকে সত্ পথে চালানো); 9 করতে থাকা (তুমি গানবাজনা চালিয়ে যাও); 1 উপযোগী করা (এতেই চালিয়ে নেব)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চালা + আনো]। 177)
তছ-রূপ
(p. 364) tacha-rūpa বি. 1 (অন্যের ধনসম্পত্তি) অন্যায়ভাবে ও গোপনে আত্মসাত্ করা বা চুরি করা (তহবিল তছরূপ); 2 অনিষ্ট (ফসলের তছরূপ)। [আ. তসর্রুফ্]। 8)
দালাল
(p. 406) dālāla বি. 1 ব্যাবসাবাণিজ্য, ক্রয়-বিক্রয় ইত্যাদিতে যে ব্যক্তি মধ্যস্হের কাজ করে; 2 (নিন্দায়) অযৌক্তিকভাবে কারও পক্ষ অবলম্বনকারী বা পক্ষসমর্থনকারী (সরকারের দালাল, মালিকের দালাল)। [আ. দলাল]। দালালি বি. 1 দালালের বৃত্তি বা কাজ; 2 দালালের প্রাপ্য পারিশ্রমিক (দালালির টাকা); 3 (নিন্দায়) অন্যায়ভাবে মধ্যস্হতা বা পক্ষসমর্থন।
দুষ্কৃত
(p. 416) duṣkṛta বি. 1 দুষ্কর্ম, মন্দ কাজ, কুকাজ; 2 পাপ। বিণ. অন্যায়ভাবে কৃত (দুষ্কৃতকর্ম)। তু. কৃতকর্ম। [সং. দুর্ + কৃত (=কাজ)]। ̃ কারী (-রিন্) বিণ. বি. দুষ্কর্মকারী, অন্যায়কারী (পুলিশ দুষ্কৃতকারীদের পিছু নিয়েছে)। 34)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
ধামা
(p. 433) dhāmā বি. শস্যাদি রাখবার বা মাপবার জন্য বেতের তৈরি ঝুড়িবিশেষ। [সং. ধামক]। ̃ চাপা বিণ. অন্যায়ভাবে লোকচক্ষুর আড়ালে আনা হয়েছে এমন (ব্যাপারটাকে এভাবে ধামাচাপা দেওয়া উচিত হয়নি)। ̃ ধরা বিণ. তোষামুদে। 61)
নকল
(p. 443) nakala বি. 1 অনুকরণ (বিলাতের নকল করা); 2 প্রতিলিপি বা প্রতিরূপ (এটাকে হুবহু নকল করতে পারবে?); 3 পরীক্ষায় অসাধুভাবে বা অন্যায়ভাবে অন্যের উত্তরপত্র দেখে কিংবা অন্য কাগজপত্র দেখে লেখা। বিণ. কৃত্রিম, মেকি, ঝুটো (নকল গয়না)। [আ. নক্ল্]। ̃ নবিশ বি. 1 অনুলিপি লেখক, copyist; 2 বি. বিণ. নকল বা অনুকরণ করতে পটু এমন। নকলি বিণ. কৃত্রিম, জাল (নকলি মুক্তো)। 18)
বেদখল
(p. 633) bēdakhala বিণ. 1 অধিকারচ্যুত; 2 হাতছাড়া (জমিটা বেদখল হয়ে গেল)। [ফা. বে + আ. দখ্ল্]। বেদখলি বিণ. 1 অন্যায়ভাবে অধিকৃত; 2 হাতছাড়া হয়ে গেছে এমন। 181)
মজুত, মজুদ
(p. 676) majuta, majuda বিণ. 1 সঞ্চিত, বা জমা করা হয়েছে এমন (মজুত চাল); 2 বর্তমান, হাজির, উপস্হিত (আপনার সেবায় এই বান্দা সর্বদাই মজুত)। [আ. মৌজুদ্]। মজুদ তহবিল ভবিষ্যত্ প্রয়োজনের জন্য পৃথক করে রাখা অর্থাদি। ̃ .দার বি. যে ব্যবসায়ী দ্রব্যাদি (সচ. অন্যায়ভাবে) মজুত করে রাখে। ̃ .দারি বি. (সচ. অন্যয়ভাবে) মজুত করা। 17)
লুট, লুঠ
(p. 760) luṭa, luṭha বি. 1 লুণ্ঠন, বলপূর্বক অপহরণ, ডাকাতি (লুটের মাল); 2 অন্যায়ভাবে আত্মসাত্ (সম্পত্তি লুট); 3 দেবতার প্রসাদ বিতরণ বা অনেকে মিলে গ্রহণ (হরির লুট)। বিণ. লুণ্ঠিত (টাকা লুট হয়েছে) [সং. √ লুঠ্]। ̃ .তরাজ, ̃ .পাট বি. ব্যাপক লুণ্ঠন। 71)
লুটা, লুঠা, লোটা
(p. 760) luṭā, luṭhā, lōṭā ক্রি বি. 1 লুট করা; 2 অন্যায়ভাবে আত্মসাত্ করা (জনসাধারণের টাকা লুটে নেওয়া); 3 প্রচুর পরিমাণে উপভোগ করা (মজা লোটা); 4 গড়াগড়ি দেওয়া, লুণ্ঠিত হওয়া (ধুলায় লোটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ লুঠ্ লুণ্ঠ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 লুঠ করানো; 2 গড়াগড়ি দেওয়া বা দেওয়ানো। বিণ. উক্ত অর্থে। লুটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে লুঠ করে, সম্পূর্ণ আত্মসাত্ করে। 72)
লুণ্ঠন
(p. 760) luṇṭhana বি. 1 লুঠ, বলপূর্বক অপহরণ, অন্যায়ভাবে আত্মসাত্ করা; 2 ভূমিতে গড়াগড়ি দেওয়া। [সং. √ লুণ্ঠ্ + অন]। লুণ্ঠিক বিণ. 1 অপহৃত, লুঠ হয়েছে এমন (লুণ্ঠিত ধন); 2 ভূমিতলে পতিত (ধূলিলুণ্ঠিত); 3 গড়াগড়ি দিচ্ছে এমন। স্ত্রী. লুণ্ঠিতা। 80)
স্বজন
(p. 852) sbajana বি. নিজের লোক, জ্ঞাতি-কুটুম্ব বন্ধুবান্ধব পরিজন প্রভৃতি (আত্মীয়-স্বজন)। [সং. স্ব + জন]। ̃ পোষণ বি. নিজের আত্মীয় বন্ধু বা স্বজনকে অন্যায়ভাবে বা নীতিবহির্ভূতভাবে পোষণ বা সমর্থন। স্বজনী বি. (স্ত্রী.) আত্মীয়া; অন্তরঙ্গ সখী (তু. সজনী); (সম্বোধনে) স্বজনি। 8)
হানা
(p. 865) hānā ক্রি. 1 আঘাত করবার জন্য নিক্ষেপ করা; মারা ('তোমার সে আশায় হানিব বাজ': রবীন্দ্র); 2 হনন করা, বধ করা। বি. 1 (আস্ফালনসহ) আক্রমণ (হানা দেওয়া); 2 খানাতল্লাশির বা গ্রেপ্তারের জন্য আগমন (পুলিসের হানা)। বিণ. (প্রধানত ভূতপ্রেতের দ্বারা) আক্রান্ত (হানাবাড়ি)। [সং. √ হন্]। ̃ দার বিণ. (অন্যায়ভাবে) আক্রমণকারী। ̃ হানি বি. দুটি বিরুদ্ধ পক্ষের পরস্পর যুদ্ধ বা আক্রমণ। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073930
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768635
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366017
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721032
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698023
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594627
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545130
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542289

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন