Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আত্ম2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আত্ম2 এর বাংলা অর্থ হলো -

(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব।
কর্ম
(-র্মন্) বি. নিজের কাজ।
কলহ বি. গৃহবিবাদ।
কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা।
কেন্দ্রিক
বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর।
গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন।
গর্ব
বি. অহংকার।
গর্বী
(-র্বিন্) বিণ. অহংকারী।
গোপন
বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা।
গৌরব
বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব।
গ্লানি
বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার।
ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা।
ঘাতী
(-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)।
বিণ. স্ত্রী.ঘাতিনী।
চরিত
বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী।
&tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা।
জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)।
বি. (স্ত্রী.)জা কন্যা।
জীবনী
বি. নিজের জীবনী, আত্মচরিত।
জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত।
জ্ঞান,তত্ত্ব
বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন।
তত্ত্বজ্ঞ
বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ।
তুষ্টি,তৃপ্তি
বি. নিজের তৃপ্তি বা সন্তোষ।
তুল্য
বিণ. নিজের সমান।
বিণ. (স্ত্রী.)তুল্যা।
ত্যাগ
বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান।
ত্যাগী
(-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন।
ত্রাণ
বি. বিপদ থেকে নিজের মুক্তি।
দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা।
দর্শন
বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার।
দর্শী
(-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন।
দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন।
দৃষ্টি-আত্মদর্শন
-এর অনুরূপ।
দোষ বি. নিজের দোষ বা ত্রুটি।
দ্রষ্টা
(ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি।
দ্রোহ
বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ।
দ্রোহী
(-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী।
নিবেদন
বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ।
নিয়ন্ত্রণ
বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা।
&tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা।
˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন।
বিণ. স্বাবলম্বী।
নিষ্ঠ
বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjectiveনেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ।
পক্ষ
বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন।
পর বি. নিজে ও অন্যেরা।
পরায়ণ
বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর।
পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ।
পীড়ন
বি. নিজেকে কষ্ট দেওয়া।
প্রকটন
-আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)।
প্রকাশ
বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া।
প্রতারণা,প্রবঞ্চনা
-আত্মবঞ্চনা -র অনুরূপ।
প্রত্যয়
বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি।
প্রশংসা
বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি।
প্রসাদ
বি. নিজের মনের মধ্যে তৃপ্তি।
বঞ্চনা
বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো।
বত্ অব্য. নিজের মতো।
বন্ধু
বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু।
বর্গ
বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন।
বলি,বলি-দান
- আত্মদান -এর অনুরূপ।
বশ বিণ. স্বাধীন; সংযমী।
বি. আত্মসংযম, মনকে বশ করা।
বিকাশ
বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ।
বিক্রয়
বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন।
বিচ্ছেদ
বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ।
বিদ,বিদ্,বিত্
বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ।
বিদ্যা
বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা।
বিরোধ
বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ।
বিলাপ
বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ।
বিলোপ
বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন।
বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')।
বিশ্বাস
বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ।
বিসর্জন
-আত্মদান -এর অনুরূপ।
বিস্মরণ,বিস্মৃতি
বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাববিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন।
বুদ্ধি
বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান।
বেদী
(-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ।
ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব।
ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত।
মগ্ন
বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট।
মর্যাদা
বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান।
ম্ভরি
বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক।
ম্ভরিতা
বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ।
রক্ষা
বি. নিজেকে বাঁচানো।
রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)।
রূপ বি. স্বরূপ, নিজের চেহারাপ্রকৃতি।
লোপ-আত্মবিলোপ
-এর অনুরূপ।
শক্তি
বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা।
শাসন-আত্মসংযম
-এর অনুরূপ।
শুদ্ধি,শোধন
বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা।
শ্লাঘা
বি. নিজের প্রশংসা।
সংবরণ
বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা।
সংযম
বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা।
বিণসংযমী (-মিন্)।
সমর্পণ
বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান।
সমাহিত
বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়।
সম্পর্কীয়,সম্বন্ধীয়
বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন।
সম্ভ্রম,সম্মান
আত্মমর্যাদা -র অনুরূপ।
সর্বস্ব
বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর।
সাত্
বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত।
সার-আত্মসর্বস্ব
-র অনুরূপ।
সিদ্ধি
বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি।
স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ।
স্বরূপ
বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়।
হত্যা
বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ।
হন্তা
(-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী।
বিণ. (স্ত্রী.)হন্ত্রী।
হা বিণ. আত্মঘাতী।
হারা
বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আগুয়ান, আগুসার
(p. 82) āguẏāna, āgusāra দ্র আগু। 65)
আংশিক
(p. 77) āṃśika বিণ. 1 অংশবিষয়ক, অংশসম্বন্ধীয়; 2 অসম্পূর্ণ, খানিক, কতক (আংশিক সত্য, আংশিক তথ্য)। [সং. অংশ + ইক]। 48)
আব্বা
(p. 99) ābbā বি (মুসা.) বাবা, পিতা। [আ. বাবা]। ̃ জান বি. (মুস. সম্ভ্রমার্থে) বাবা। 34)
আচ2
(p. 79) āca2 বি. আগুনের আভা; তাপ বা ঝাঁজ (উনুনের আঁচ)। [সং. অর্চি (=অগ্নিশিখা)]। আঁচ দেওয়া ক্রি. বি. উনুন ধরানো, উনুনে অগ্নিসংযোগ করা। 6)
আটকৌড়ে, আটখানা, আটঘাট, আটচল্লিশ, আটচালা, আটত্রিশ, আটপ্রহর, আটপিঠে, আটপৌরে
(p. 85) āṭakauḍ়ē, āṭakhānā, āṭaghāṭa, āṭacalliśa, āṭacālā, āṭatriśa, āṭaprahara, āṭapiṭhē, āṭapaurē দ্র আট। 66)
আছ়ড়া
(p. 85) āch়ḍ়ā বি. 1 ছ়ড়া, পশলা, ছিটে বা ছিটা (এক আছড়া জল, জলের আছড়া); 2 গোছা। [তু. বাং. ছড়া1; সং. ছটা] 19)
আতত
আটই
(p. 85) āṭi দ্র আট। 60)
আক্রামক
(p. 82) ākrāmaka বিণ. আক্রমণকারী। [সং. আ + √ ক্রম্ + অক]। স্ত্রী আক্রামিকা। 9)
আওয়াজি
(p. 77) āōẏāji বি. দেওয়ালের উপরের দিকের ছোট জানালা; ঘুলঘুলির মতো ছোট জানালা। [ফা.]। 33)
আবাগা, আবাগে
আমর্শ
(p. 101) āmarśa বি. 1 স্পর্শ; 2 পরামর্শ, উপদেশ; 3 প্রণিধান, চিন্তা (পরামর্শ)। [সং. আ + √ মৃশ্ + অ]। ̃ ন বি. উক্ত সব অর্থে। 24)
আখেটক, আখেটিক
(p. 82) ākhēṭaka, ākhēṭika বি. ব্যাধ, শিকারি। [সং. আ + √ খিট্ + অক]। আখেটি বি. ব্যাধ। [তু. হি. আখেটী] 30)
আনূপ
(p. 95) ānūpa বিণ. জলময়। বি. জল ভালোবাসে এমন জন্তু (যেমন মোষ, গণ্ডার প্রভৃতি)। [সং. অনূপ + অ]। 14)
আঞ্জনি, আঞ্জুনি
(p. 85) āñjani, āñjuni বি. আজনাই, চোখের পাতায় উদ্গত ব্রণবিশেষ। [সং. অঞ্জন + অ + বাং. ই]। 51)
আঁচা
(p. 79) ān̐cā ক্রি. আঁচ করা, আন্দাজ করা, অনুমান করা (ব্যাপারটা আগেই আঁচতে পেরেছিল)। [বাং. √ আঁচ্ + আ]। 8)
আনানো
(p. 94) ānānō দ্র আনা2। 21)
আক-বত
(p. 80) āka-bata বি. পরকাল। [আ. অ'কবত্]। 29)
আনত1
(p. 89) ānata1 বিণ. 1 অবনত; ঈষত্ নত, হেঁট; 2 প্রণত। [সং. আ + নত]। আনতি বি. 1 অবনমন 2 প্রণাম 3 নম্রতা। 125)
আই2, আয়ি
(p. 77) āi2, āẏi বি. 1 (বর্ত. অপ্র.) মাতা, মা; 2 দিদিমা। [সং. আর্যিকা]। 6)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071270
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767708
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365112
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720682
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697431
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594223
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544202
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542068

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন