Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আরম্ভ); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনারম্ভ
(p. 25) anārambha বি. 1 আরম্ভের অভাব, আরম্ভ না হওয়া বা না করা; 2 আরম্ভেই যেখানে বিঘ্ন। [সং. ন + আরম্ভ]। 8)
অনুবন্ধ
(p. 29) anubandha বি. 1 অবতারণা; আরম্ভ ('মনমথ পাঠ মহল অনুবন্ধ': বিদ্যা.) 2 সংকল্প; 3 অভিলাষ ('মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে': গো. দা.) 4 সম্বন্ধ; 5 পারম্পর্য, correlation; 6 প্রসঙ্গ; 7 উপলক্ষ্য; 8 (ব্যাক.) কল্পিত বর্ণ যা 'ইত্' হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)। [সং. অনু + বন্ধ্ + অ]। অনুবন্ধী (-ন্ধিন্) বিম. 1 সম্বন্ধীয়, সম্পর্কিত; 2 অন্বিত; 3 অবিচ্ছিন্ন; 4 (জ্যামি.) অনুবর্তী conjugate (বি. প.); 5 অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (স. প.); 6 পারম্পর্যযুক্ত, সুসম্বদ্ধ, relevant. 17)
অনুষ্ঠান
(p. 31) anuṣṭhāna বি. 1 আরম্ভ; উদ্যোগ; 2 ক্রিয়াকর্ম, উত্সবাদি কর্মের সম্পাদন; নির্বাহ। [সং. অনু + √ স্হা + অন]। অনুষ্ঠিত বিণ. নির্বাহিত; আচরিত; সম্পাদিত। অনুষ্ঠেয় বিণ. নির্বাহ করা উচিত বা করার যোগ্য, অনুষ্ঠানযোগ্য (প্রতিদিনের অনুষ্ঠেয় কর্ম)। 27)
অভি-ক্রম
(p. 50) abhi-krama বি. 1 অভিযান; আক্রমণ; 2 আরম্ভ। [সং. অভি + √ ক্রম্ + অ]। 70)
অভি-ষেক
(p. 50) abhi-ṣēka বি. 1 রাজসিংহাসন প্রাপ্তির বা পূজাবেদিতে স্হাপনের অনুষ্ঠান; 2 মন্ত্রপূত তীর্থজলে স্নান করানো; 3 রাজপদে বরণ বা স্হাপন, coronation; 4 অবগাহন, স্নান; 5 (আল.) কোনো মহত্ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ বা কাজের আরম্ভ। [সং. অভি + √ সিচ্ + অ]। অভি-ষিক্ত বিণ. অভিষেক করা হয়েছে এমন; স্নান করানো হয়েছে এমন; আর্দ্র; সিঞ্চিত; (কর্মে) নিযুক্ত। অভি-ষেচন বি. ভালোরকমে সিক্ত করা; অভিষেক। 132)
আচমন
(p. 85) ācamana বি. 1 পূজার কাজ আরম্ভ করার আগে জল দিয়ে বিধিমতো দেহশুদ্ধি; 2 আঁচানো, খাওয়ার পর হাত-মুখ ধোয়া। [সং. আ + √ চম্ + অন]। আচমনীয় বি. 1 আচমন করার জল; 2 যা খেলে আচমন করতে হয় এমন খাদ্য। 4)
আদি
(p. 89) ādi বি. 1 আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি ('নাহি তুঁয়া আদি অবসানা': বিদ্যা); 2 উত্পত্তিস্হান; 3 (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। 1 প্রথম (আদি কবি); 2 মূল (আদি বাসস্হান)। [সং. আ + √ দা + ই]। ̃ .অকৃত্রিম বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। ̃ .কবি বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। ̃ .কান্ড বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। ̃ .কাব্য বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। ̃ .কারণ বি. 1 মূল কারণ; 2 পরমব্রহ্ম। ̃ .কাল বি. প্রাচীন কাল। ̃ .দেব বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। ̃ নাথ বি. ঈশ্বর; মহাদেব। ̃ .পুরাণ বি. ব্রহ্মপুরাণ। ̃ .পুরুষ বি. বংশের প্রথম পুরুষ। ̃ .বাসী (-সিন্) বি. আদিম অধিবাসী বা জাতি। ̃ .ভূত বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী ̃ ভূতা। ̃ .রস বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস। ̃ .রসাত্মক বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক। ̃ .রূপ বি. মূল আদর্শ, archetype. 65)
আনু-পূর্বিক
(p. 95) ānu-pūrbika বিণ. পরম্পরা অনুযায়ী, ক্রম অনুযায়ী; প্রথম থেকে শেষ (আনুপূর্বিক বর্ণনা)। ক্রি. বিণ. যথাক্রমে, আরম্ভ থেকে। [সং. অনুপূর্ব + ইক]। 3)
আব্রহ্ম
(p. 99) ābrahma অব্য. ব্রহ্ম থেকে। [সং আ + ব্রহ্মন্] ̃ স্তম্ভ বি. ব্রহ্ম থেকে আরম্ভ করে সামান্য স্তম্ব অর্থাত্ তৃণ পর্যন্ত জগত্-সংসার। 35)
আমল
(p. 101) āmala বি. 1 সময়, যুগ, কাল (ঠাকুরদার আমল, হাল আমল); 2 রাজত্বকাল, শাসনকাল (আকবরের আমল); 3 অধিকার ('কটকে হইল আলিবর্দির আমল': ভা. চ.); 4 প্রশ্রয়; গুরুত্ব (কথায় আমল না দেওয়া)। আমল দেওয়া ক্রি. বি. গ্রাহ্য করা, গুরুত্ব দেওয়া। ̃ নামা বি. জমি ইত্যাদিতে দখল দেওয়ার জন্য লিখিত আদেশ। আমলে আনা ক্রি. বি. 1 গ্রাহ্য করা (কারও কথাই আমলে আনে না); 2 কোনো কাজ হাতে নেওয়া বা আরম্ভ করা। 26)
আরব্ধ
(p. 104) ārabdha বিণ. আরম্ভ করা হয়েছে এমন (আরব্ধ কাজ শেষ করা)। [সং. আ + √ রভ্ + ত]। 10)
আরভ-মাণ
(p. 104) ārabha-māṇa বিণ. 1 আরম্ভ করা হচ্ছে এমন; 2 আরম্ভ করছে এমন। [সং. আ + √রভ্ + মান (শানচ্)]। 11)
আরম্ভ
(p. 104) ārambha বি. 1 সূত্রপাত, শুরু (বিবাদের আরম্ভ এভাবেই হয়েছিল); 2 উত্পত্তি (সৃষ্টির আরম্ভ); 3 উপক্রম, উদ্যোগ; 4 প্রস্তাবনা। [সং. আ + √রভ্ + অ]। ̃ ক বিণ. আরম্ভকারী; সূচনাকারী। আরম্ভিক বিণ. সূত্রপাতসংক্রান্ত; আরম্ভবিষয়ক; প্রারম্ভিক, গোড়াকার (আরম্ভিক ভাষণ)। 13)
উঠতি
(p. 119) uṭhati বিণ. 1 বাড়ছে এমন, বয়ঃপ্রাপ্ত হচ্ছে এমন (উঠতি বয়েসের ছেলে); 2 বৃদ্ধিশীল, চড়তি (উঠতি বাজার); 3 উন্নতিশীল (উঠতি অবস্হা)। বি. উন্নতি; উত্থান; চড়তি (উঠতির সময়)। [বাং. √ উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠতি-পড়তি বি. ওঠা-নামা; উন্নতি ও অবনতি; হ্রাস-বৃদ্ধি। উঠতির মুখ বি. উন্নতির আরম্ভ। 80)
উদ্বোধন
(p. 128) udbōdhana বি. 1 জ্ঞান বা বোধের উদ্রেক; 2 চেতনা সঞ্চার; 3 জাগরণ; 4 যা জানিয়ে দেয়; 5 (বাং. অর্থ) আনুষ্ঠানিক আরম্ভ বা উন্মোচন (অনুষ্ঠানের শুভ উদ্বোধন)। [সং. উত্ + বোধন]। 29)
উপ-ক্রন্তা
(p. 131) upa-krantā (-ন্তৃ) বিণ. উপক্রম করছে এমন; আরম্ভ করছে এমন, উদ্যোক্তা। [সং. উপ + √ ক্রম্ + তৃ]। 4)
উপ-ক্রম
(p. 131) upa-krama বি. 1 উদ্যোগ; 2 চেষ্টা; 3 আরম্ভ, সূত্রপাত (কলহের উপক্রম হল, আলোচনা ভেঙে যাবার উপক্রম)। [সং উপ + √ ক্রম্ + অ]। ̃ ণিকা বি. 1 আরম্ভ, সূত্রপাত; 2 ভূমিকা, মুখবন্ধ, প্রস্তাবনা। ̃ ণীয় বিণ. আরম্ভ করার যোগ্য। উপ-ক্রান্ত বিণ. আরম্ভ হয়েছে এমন, আবদ্ধ। 5)
উপ-দিষ্ট
(p. 132) upa-diṣṭa বিণ. 1 উপদেশপ্রাপ্ত, উপদেশ পেয়েছে এমন (এইভাবে উপদিষ্ট হয়ে তিনি কাজ আরম্ভ করলেন); 2 উপদেশের বিষয়ীভূত। [সং. উপ + √ দিশ্ + ত]। 8)
উপা-করণ
(p. 133) upā-karaṇa বি. 1 (উপনয়নের পর বেদ অনুশীলনের) আরম্ভ; 2 পশুযজ্ঞে পশুকে স্পর্শ করা। [সং. উপ + আ + √ কৃ + অন]। 86)
উপারম্ভ
(p. 133) upārambha বি. আরম্ভ। [সং. উপ + আ + √ রভ্ + অ, 'ম্' আগম]। 106)
উপোদ্-ঘাত
(p. 133) upōd-ghāta বি. 1 উপক্রম; আরম্ভ; সূচনা; 2 প্রস্তাবনা; 3 উদাহরণ। [সং. উপ + উদ্ + √ হন্ + অ]। 120)
কপাল
(p. 163) kapāla বি. 1 মাথার খুলি, করোটি; 2 ললাটস্হল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead; 3 ভাগ্য, অদৃষ্ট; 4 কলসির অর্ধাংশ, খাপরা। [সং. ক + √ পালি + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাত্। কপাল চাপড়ানো ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা। কপাল ঠুকে কাজে নামা ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা। কপাল ঠোকা ক্রি. বি. 1 মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; 2 যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা। ̃ পোড়া বিণ. হতভাগ্য। কপাল ফেরা ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া। কপাল ভাঙা ক্রি. বি. ভাগ্যহত হওয়া। ̃ ভৃত্, ̃ মালী বি. (নরমুণ্ডধারী) শিব। কপালের ফের বি. ভাগ্যের বিড়ম্বনা। কপালের লেখা বি. ভাগ্যলিপি, ভবিতব্য। 8)
কল্পারম্ভ
(p. 172) kalpārambha বি. 1 পূজাবিধির আরম্ভ; 2 দুর্গাপূজার পনেরো দিন আগে থেকে নিত্যপালনীয় অনুষ্ঠান। [সং. কল্প2 + আরম্ভ]। 36)
কান্না
(p. 181) kānnā বি. ক্রন্দন, রোদন, দুঃখকষ্ট বা ব্যথায় চোখের জল ফেলা। [সং. √ ক্রন্দ্]। কান্না আসা, কান্না পাওয়া ক্রি. বি. কাঁদার উপক্রম করা, কাঁদার ইচ্ছা হওয়া। কান্না চাপা ক্রি. বি. কান্না রোধ করার চেষ্টা করা; কান্না রোধ করা। কান্না জোড়া ক্রি. বি. কাঁদতে আরম্ভ করা। ̃ কাটি বি. প্রবল বা অবিরাম কান্না; বিলাপ; (আল.) একান্ত আবদার; অনুনয়বিনয়। 52)
কেঁচে
(p. 205) kēn̐cē অস-ক্রি. 1 পণ্ড হয়ে (সব কেঁচে গেছে); 2 নতুন করে (কেঁচে আরম্ভ করা)। [বাং. √কাঁচ্ + ইয়া = কাঁচিয়া কেঁচে]। কেঁচে গণ্ডূষ করা ক্রি. বি. সম্পূর্ণ নতুনভাবে আরম্ভ করা, আবার গোড়া থেকে শুরু করা। 21)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074502
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768790
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366235
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721108
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698154
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594702
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545335
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন