Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আনু-পূর্বিক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আনু-পূর্বিক এর বাংলা অর্থ হলো -

(p. 95) ānu-pūrbika বিণ. পরম্পরা অনুযায়ী, ক্রম অনুযায়ী; প্রথম থেকে শেষ (আনুপূর্বিক বর্ণনা)।
ক্রি. বিণ. যথাক্রমে, আরম্ভ থেকে।
[সং. অনুপূর্ব + ইক]।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আলম-গির
(p. 106) ālama-gira বি 1 জগতের শ্রেষ্ঠ ব্যক্তি; 2 মোগল সম্রাট ঔরঙ্গজেবের উপাধি। [আ ইলম + ফা গীর] 8)
আল-জিভ, আল-জিব
আরিন্দা
আত্মোপম
আপতন
(p. 95) āpatana বি. 1 পতন, পড়ে যাওয়া; 2 সংঘটন; কোনো ঘটনার আকস্মিক সংঘটন, accident; 3 অবতরণ, নামা। [সং. আ + √ পত + অন]। আপতিক বিণ. সহসা বা হঠাত্ ঘটেছে এমন, accidental. আপতিত বিণ. দৈবাত্ বা হঠাত্ আগত; নিপতিত; অবতীর্ণ। 43)
আটকানো
(p. 85) āṭakānō ক্রি. 1 আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো); 2 বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না); 3 লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো); 4 বাধা দেওয়া (বন্যা আটকানো); 5 বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আটক নামধাতু √ আটকা + আনো]। 64)
আবহ
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময়মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আয়ত2
(p. 101) āẏata2 বি. এয়োতি। [আয়তি1 দ্র]। 62)
আধেয়
(p. 89) ādhēẏa বি. আধারস্হ বস্তু (কলসি আধার, জল আধেয়), content. বিণ. স্হাপনযোগ্য; উত্পাদ্য। [সং.] আ + √ ধা + য]। 113)
আদপে
(p. 89) ādapē ক্রি-বিণ. অব্য. আসলে, মূলে; মোটে, একেবারেই। [সং আদৌ]। 49)
আম৪
(p. 99) āma4 বিণ. অপক্ক, কাঁচা (আম মাংস); অদগ্ধ. আপোড়া (আমসরা, আমহাঁড়ি)। [সং. √অম্ + অ]। 56)
আখুঞ্জ, আখুনজি, আখনজি
(p. 82) ākhuñja, ākhunaji, ākhanaji বি. ফারসি-শিক্ষক। [ফা. আখুন্ + হি.জি]। 28)
আবীত1
(p. 99) ābīta1 বিণ. 1 আবৃত, ঢাকা; 2 পরিহিত। [সং. আ + ̃ ব্যে + ত]। 22)
আড়াল
(p. 85) āḍ়āla বি. 1 দৃষ্টির বাহির, অন্তরাল (চোখের আড়াল, আড়ালে রাখো); 2 পরদা, আবরণ (দুটো ঘরের মাঝে একটা আড়াল থাকা দরকার)। [বাং. আড়2]। 98)
আপ্ত1
(p. 97) āpta1 বিণ. 1 প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); 2 অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); 3 বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। ̃ .কাম বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ .দূতী বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। ̃ .বচন, ̃ .বাক্য বি. 1 দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; 2 নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; 3 (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা। 17)
আসাদন
(p. 110) āsādana বি. 1 লাভ, প্রাপ্তি; 2 সমাগম; 3 সম্পাদন। [সং. আ + √ সাদি + অন]। আসাদিত বিণ. লব্ধ, প্রাপ্ত; কাছে এসেছে এমন; সম্পাদিত। 4)
আস্হা
(p. 110) āshā বি. 1 ভরসা (তার উপর আস্হা রেখো); 2 শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি (ধর্মে আস্হা); 3 বিশ্বাস (হোমিয়োপ্যাথিতে আস্হা নেই)। [সং. আ + √ স্হা + অ]। ̃ বান (-বত্), ̃ শীল বিণ. আস্হা আছে এমন। ̃ হীন বিণ. আস্হা বা ভরসা বা বিশ্বাস নেই এমন।
আধিক্য
আচ2
(p. 79) āca2 বি. আগুনের আভা; তাপ বা ঝাঁজ (উনুনের আঁচ)। [সং. অর্চি (=অগ্নিশিখা)]। আঁচ দেওয়া ক্রি. বি. উনুন ধরানো, উনুনে অগ্নিসংযোগ করা। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577776
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185503
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785563
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026505
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901092
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708591
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620143

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us