Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আলাদা); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভিন্ন
(p. 50) abhinna বিণ. 1 ভিন্ন বা আলাদা নয় এমন; একই প্রকারের, সমান (অভিন্নহৃদয়); 2 ভেদ করা বা ছিন্ন করা হয়নি এমন, অচ্ছিন্ন। [সং. ন + ভিন্ন। বি. ̃ তা, ̃ ত্ব। 96)
অসংযুক্ত
(p. 67) asaṃyukta বিণ. সংযুক্ত নয় এমন, পৃথক, আলাদা, বিচ্ছিন্ন। [সং. ন + সংযুক্ত]। 41)
আদর
(p. 89) ādara বি 1 যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); 2 স্নেহ, প্রীতি; সোহাগ; 3 শ্রদ্ধা, ভক্তি। [সং. আ + √দৃ + অ]। ̃ ণীয় বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। আদরিণী বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি। 54)
আল-গোছ
(p. 104) āla-gōcha বিণ. অসংলগ্ন, আলগা, আলাদা, অন্যকিছুর সংস্পর্শ থেকে মুক্ত (বাসনগুলো আলগোছ করে রাখো)। [তু. সং. অলগ্ন - তু. হি. অলগ]। আল-গোছে ক্রি-বিণ. 1 আলগাভাবে, আলতো করে (কাচের বাসনগুলো আলগোছে রেখো); 2 সন্তর্পণে (আলগোছে যাও)। 57)
আল1
(p. 104) āla1 বি. জমির বাঁধ, আইল, এক জমি থেকে তার পাশের জমিকে আলাদা করার জন্য নির্মিত বাঁধ। [সং. আলি]। 49)
আলাদা
(p. 106) ālādā বিণ. 1 ভিন্ন, অন্য বা অন্যরকম (আলাদা বিছানায় শোয়); 2 স্বতন্ত্র, পৃথক (এটাকে আলাদা রাখো) [আ. আলাহিদা]। 20)
আলাদিনের প্রদীপ
(p. 106) ālādinēra pradīpa আশ্চর্য জাদুময় প্রদীপ যা দিয়ে অসাধ্যসাধন করা যায়। 21)
ইজ্জত
(p. 113) ijjata বি. 1 সম্মান, সম্ভ্রম, কদর (গুণী লোকের ইজ্জতই আলাদা); 2 সতীত্ব, শ্লীলতা, আবরু (ইজ্জত নাশ, ইজ্জত রক্ষা করতে প্রাণ দেওয়া)। [আ. ইজ্জত্]।
তখন
(p. 363) takhana ক্রি-বিণ. সেইসময়, সে কালে, সে যুগে (তখন তুমি কোথায় ছিলে?) তখন কলকাতায় ঘোড়ায়-টানা ট্রাম চলত)। সমু. তব্য. 1 তবে, তা হলে (বাপ মরুক, তখন বুঝবে ঠেলা); 2 তাই, সেইজন্য, তার ফলে (তাকে অনেক করে বোঝানো হল, তখন সে বুঝল); 3 অবশেষে (চোর পালাল, তখন গৃহস্হের ঘটে বুদ্ধি এল)। বি. সেইসময়, সেই কাল (তখন থেকে এক বছর)। [সং. তত্ক্ষণ]। ̃ ই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্। ̃ কার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।
তফাত, (বর্জি.) তফাত্
(p. 367) taphāta, (barji.) taphāt বি. 1 দূরত্ব, ব্যবধান বা ব্যবধানের পরিমাণ (দুই খুঁটির মধ্যে বিশ হাত তফাত); 2 দূরবর্তী স্হান (তফাতে গিয়ে বসল); 3 পার্থক্য, প্রভেদ (দুই ভাইয়ে অনেক তফাত)। বিণ. 1 দূরগত (তফাত হও); 2 পৃথক, আলাদা (ছেলেমেয়েরা তফাত হয়ে গেছে)। [আ. তফাওয়ত্]। 48)
দল
(p. 400) dala বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে': তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। ̃ কচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। ̃ গত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। ̃ ছাড়া, ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। ̃ ছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া। ̃ ত্যাগ বি. দল ছেড়ে দেওয়া। ̃ পতি বি. সর্দার, নেতা। ̃ বদ্ধ বিণ. একদলে মিলিত। ̃ বল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)। ̃ ভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত। দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ। দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত। দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)। 15)
ধান
(p. 433) dhāna বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ̃ ক্ষেত, ̃ খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ̃ দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যত্সামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)। 36)
ধারা2
(p. 433) dhārā2 বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ̃ কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ̃ কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ̃ ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ̃ ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ̃ জল বি. বৃষ্টি। ̃ ধর বি. মেঘ। ̃ পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ̃ বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাত্ক্ষণিক বিবরণ, running commentary. ̃ বর্ষ, ̃ বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ̃ বাহিক, ̃ বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ̃ বাহিকতা, ̃ বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ̃ বিবরণী, ̃ ভাষ্য - ধারাবর্ণনা -র অনুরূপ। ̃ যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ̃ সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ̃ সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ̃ স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান। 75)
পৃথক
(p. 530) pṛthaka বিণ. 1 স্বতন্ত্র, ফারাক (পৃথক জায়গা, পৃথক পোশাক); 2 ভিন্ন, আলাদা (পৃথগন্ন, ভাইয়েরা পৃথক হয়েছে); 3 অসংলগ্ন, ছাড়া-ছাড়া (পৃথক পৃথক ঘরবাড়ি)। [সং. √ পৃথ্ + অক্]। পৃথক্-করণ বি. বিযুক্ত বা আলাদা করা। বিণ. পৃথক্-কৃত। পৃথকী-করণ বি. (অশু.) সংযুক্ত বা সংলগ্ন বস্তুকে আলাদা করা। পৃথকত্ব বি. পার্থক্য; বিভিন্নতা। 7)
প্রত্যেক
(p. 546) pratyēka বিণ. প্রতিটি বা প্রতিজন, আলাদা আলাদা করে সকলে (প্রত্যেক দিন, প্রত্যেক মানুষ)। সর্ব. এক এক করে সকলে (প্রত্যেকই গিয়েছিল)। [সং. প্রতি + এক]। 10)
ফারাক
(p. 564) phārāka বি. পার্থক্য, তফাত (চাহিদা ও জোগানের অনেক ফারাক)। বিণ. 1 বিচ্ছিন্ন, পৃথক, আলাদা (ফারাক হয়ে বসো); 2 মুক্ত, নিষ্কৃতিপ্রাপ্ত ('ফারাক করিয়া দেহ ব্যাধের নন্দনে': ক.ক)। [আ. ফারগ্]। 30)
বিবিক্ত
(p. 621) bibikta বিণ. 1 অসম্পৃক্ত, আলাদা, স্বতন্ত্র, পৃথক ('জাতিভেদে বিবিক্ত মানুষ': সু. দ.); 2 নির্জন, জনহীন, নিভৃত ('বৃষ্টির বিবিক্ত দিনে': সু. দ.); 3 একাগ্র; 4 বিশুদ্ধ। [সং. বি + √ বিচ্ + ত]। ̃ সেবী (-বিন্) বিণ. নির্জন স্হানে বাসকারী। বিবিক্তি বি. একাকিত্ব; নির্জনতা ('বিবিক্তিতে তাই মুমূর্ষার প্রতিকার নাই': সু. দ.)। 12)
বিশ্লেষ
(p. 627) biślēṣa বি. 1 অসংযোগ, বিচ্ছেদ, এক থেকে অন্যকে আলাদা করা; 2 বিভাগ; 3 বিচ্যুতি। [সং. বি + √ শ্লিষ্ + অ]। বিশ্লিষ্ট বিণ. যার বিভিন্ন অংশ বা উপাদান পৃথক করা হয়েছে; বিযুক্ত; বিচ্ছিন্ন (পরস্পর-বিশ্লিষ্ট); পৃথক্কৃত। ̃ ণ বি. 1 পৃথক্করণ; 2 বিভিন্ন অংশ বা উপাদান পৃথক করে নিয়ে পর্যবেক্ষণ ও তত্ত্বনিরূপণ 3 (বাং.) বিশদ আলোচনা। বিশ্লেষিত বিণ. বিশ্লিষ্ট করা হয়েছে এমন। 34)
ভাজিত
(p. 661) bhājita বিণ 1 (গণি.) ভাগ করা হয়েছে এমন (পনেরো ভাজিত তিন); 2 বিভক্ত; 3 পৃথক্কৃত, আলাদা করা হয়েছে এমন। [সং. √ ভাজ্ + ত]। 16)
ভানা
(p. 661) bhānā ক্রি. শস্য থেকে তুষ আলাদা করা (ধান ভানা, ধান ভানতে শিবের গীত গাওয়া)। বি. উক্ত অর্থ (ধান ভানা এখনও চলেছে?)। বিণ. ভানা হয়েছে এমন (ভানা ধান)। ̃ ই বি. ভানার কাজ বা মজুরি। ̃ নি বি. শস্য তুষমুক্ত করা, ভানাই। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা শস্য তুষমুক্ত করা। 48)
ভিন্ন
(p. 664) bhinna বিণ. 1 অন্য (ভিন্ন ব্যাপার, ভিন্ন কথা); 2 আলাদা, পৃথক (ভিন্ন হয়ে বসো); 3 বিচ্যুত, বিযুক্ত, খণ্ডিত, বিভক্ত (ছিন্নভিন্ন দেহ); 4 একান্নবর্তী নয় এমন, হাঁড়ি আলাদা এমন (ভাইয়েরা ভিন্ন হয়েছে)। অব্য. অনু. ছাড়া, বিনা, ব্যতীত (এ কাজ সে ভিন্ন আর কেউই পারবে না)। [সং. √ ভিদ্ + ত]। ̃ তা বি. অন্যত্ব; পার্থক্য (চালচলনের ভিন্নতা)। ̃ .রুচি বিণ. আলাদা বা অন্যরকম রুচিবিশিষ্ট। ভিন্নার্থ বি. অন্য অর্থ বা তাত্পর্য। বিণ. অন্য অর্থ বা তাত্পর্যযুক্ত। ভিন্নার্থক বিণ. ভিন্ন অর্থযুক্ত (ভিন্নার্থক শব্দ)। 55)
হাড়
(p. 862) hāḍ় বি. 1 যা দিয়ে মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো তৈরি, অস্হি; 2 (আল.) মর্ম (হাড়ে-হাড়ে টের পাওয়া)। [সং. হ়ড্ড]। হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া। হাড় গুঁড়ো করা ক্রি. বি. অতিশয় প্রহার করা। ̃ কিপটে বিণ. অতি কৃপণ। ̃ গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা। হাড়গোড় ভাঙা দ হাড়-গোড় ভেঙে যাওয়ার ফলে চলনশক্তি রহিত হয়ে উপবিষ্ট; (আল.) সম্পূর্ণ অক্ষম বা হতাশ। হাড়-গোড় ভাঙা ক্রি. বি. (আল.) প্রচণ্ড প্রহার করা। হাড়-জিরজিরে বিণ. কঙ্কালসার। হাড় জুড়ানো ক্রি. বি. স্বস্তিলাভ করা। হাড় জ্বালানো ক্রি. বি. অত্যন্ত জ্বালাতন করা। হাড় মাটি করা - মাটি দ্র। হাড়-জ্বালানো বিণ. অত্যন্ত জ্বালাতন করে এমন। ̃ পাকা বিণ. পাকামিতে দড় বা পটু। ̃ ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)। ̃ মাস বি. (কথ্য) হাড় ও মাংস। হাড়-মাস আলাদা করা ক্রি. বি. (আল.) নিদারুণ প্রহার করা। হাড়ে-মাসে-জড়ানো বিণ. অচ্ছেদ্য সম্পর্কযুক্ত। হাড়ে-মাসে জ্বালানো ক্রি. বি. খুব জ্বালাতন করা। ̃ হদ্দ ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ মূলদেশ পর্যন্ত, আগাগোড়া (হাড়হদ্দ জানি)। ̃ হাভাতে বিণ. একেবারে নিঃস্ব বা লক্ষ্মীছাড়া। হাড়েহাড়ে ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ সম্পূর্ণ, পুরোপুরি (তাকে হাড়েহাড়ে চিনি)। 79)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075337
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769225
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366616
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721223
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698271
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594824
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545703
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542374

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন