Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঈশ্বরকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধ্যাত্ম
(p. 20) adhyātma বিণ. 1 আত্মবিষয়ক, spiritual (অধ্যাত্মদৃষ্টি, অধ্যাত্মলোক); 2 শরীরবিষয়ক; 3 ব্রহ্মবিষয়ক; 4 চিত্তবিষয়ক। বি. পরব্রহ্ম; পরমাত্মা। [সং. অধি+আত্মন্+অ]। ̃ .তত্ত্ব বি. আত্মবিদ্যা; ঈশ্বরবিষয়ক জ্ঞান। ̃ .তত্ত্ব-বিত্, ̃ তত্ত্ব-বিদ (-বিদ্) বি. বিণ. ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মবিষয়ক জ্ঞানে পারংগম (ব্যক্তি)। ̃ .বাদ বি. ব্রহ্ম বা পরমাত্মই সবকিছুর মূল, এই দার্শনিক মত; আমাদের যাবতীয় জ্ঞানই জ্ঞাতার আত্মগত, এই মত; subjectivism (বি. প.)। ̃ বাদী (-দিন্) বিণ. অধ্যাত্মবাদে বিশ্বাসী। অধ্যাত্মীয় বিণ. জ্ঞাতার নিজ সম্পর্কীয়, subjective (বি. প.)। 27)
অনীশ, অনীশ্বর
(p. 25) anīśa, anīśbara বিণ. ঈশ্বরহীন, নাস্তিক; ঈশ্বর মানে না এমন। [সং. ন + ঈশ, ঈশ্বর]। অনীশ্বরবাদ বি. ঈশ্বর নেই এই মত; নাস্তিক্য। অনীশ্বর-বাদী (-দিন্) বি. বিণ. নাস্তিক। 64)
ঈশিতা, ঈশিত্ব
(p. 118) īśitā, īśitba বি. 1 ঈশ্বরত্ব; 2 ঈশ্বরের মহিমা; 3 ঐশ্চর্যবিশেষ; 4 প্রভুত্ব বা প্রভুত্ব করার ক্ষমতা। [সং. √ ঈশ্ + ইন্ + তা, ত্ব]। 12)
ঈশ্বর
(p. 118) īśbara বি. 1 ভগবান; 2 জগতের স্রষ্টা; 3 প্রভু, স্বামী (প্রাণেশ্বর); 4 রাজা, অধিপতি (রাজ্যেশ্বর); 5 শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (যোগীশ্বর); 6 মৃত ব্যক্তির বা পুণ্যতীর্থের নামের আগে মহিমাসূচক চিহ্ন -* (*ভূদেব মুখোপাধ্যায়, *বারাণসী)। [সং. √ ঈশ্ + বর]। স্ত্রী. ঈশ্বরী। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ দত্ত বিণ. ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন, ঈশ্বরের কৃপায় প্রাপ্ত (ঈশ্বরদত্ত কণ্ঠ)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. ঈশ্বরের বিরোধী; ঈশ্বরের ক্ষমতা বা মহিমা বা অস্তিত্ব অস্বীকার করে এমন; নাস্তিক। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. ঈশ্বরভক্ত, ধার্মিক। বি. ̃ নিষ্ঠা, ̃ পরায়ণতা। ̃ প্রাপ্তি বি. ঈশ্বরকে পাওয়া; মৃত্যু। ̃ বিরোধী-ঈস্বরদ্বেষী -র অনুরূপ। ̃ ভক্ত, &tilde ; ভক্তি যথাক্রমে ঈশ্বরনিষ্ঠ ও ঈশ্বরনিষ্ঠা -র অনুরূপ। ঈশ্বরাজ্ঞা, ঈশ্বরাদেশ বি. ঈশ্বরের নির্দেশ। ঈশ্বরাধীন বিণ. ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল; দৈবাধীন। ঈশ্বরীয় বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক। 13)
ঐশ. ঐশিক, ঐশ্বর, ঐশ্বরিক
(p. 150) aiśa. aiśika, aiśbara, aiśbarika বিণ. 1 ঈশ্বরসম্বন্ধীয়; ঈশ্বরের; 2 ঈশ্বরের দ্বারা কৃত। [সং. ঈশ + অ, ইক, ঈশ্বর + অ, ঈক]। ঐশী বিণ. (স্ত্রী.) ঈশ্বরীয়, ঈশ্বরীসম্বন্ধীয় (ঐশীশক্তি, ঐশীমায়া)। 32)
ঐশ্বর্য
(p. 150) aiśbarya বি. 1 ধনসম্পত্তি, বিভব; 2 প্রভুত্ব; ঈশ্বরত্ব; 3 যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি। [সং. ঈশ্বর + য]। ̃ .গর্ব বি. ধনগর্ব, টাকার অহংকার। ̃ .বান (-বান্), ̃ .শালী (-লিন্) বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী। স্ত্রী. &tilde ; .বতী, ̃ .শালিনী।
ওঁ, ওম্
(p. 152) ō, m̐ōm বি. প্রণব বা সকল মন্ত্রের আদ্যবীজ; সকল মন্ত্রের ভিত্তিভূমি; ঈশ্বরবাচক ধ্বনি বা চিহ্ন; ব্রহ্মের শব্দপ্রতীক। [সং. অ + উ +ম্]। ওঁকার, ওঙ্কার, ওংকার বি. ওঁ ধ্বনি। 7)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
দত্ত
(p. 396) datta বিণ. অর্পিত, প্রদান করা বা দেওয়া হয়েছে এমন (পিতৃদত্ত নাম, ঈশ্বরদত্ত কণ্ঠ)। বি. বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [সং. √ দা + ত]। দত্তা বিণ. স্ত্রী. 1 অর্পিতা; 2 বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন (বাগ্দত্তা)। ̃ ক, দত্তক-পুত্র বি. পোষ্যপুত্র। ̃ হারী (-রিন্), দত্তাপ-হারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন। 37)
নিরীশ্বর
(p. 468) nirīśbara বিণ. 1 ঈশ্বরহীন; 2 ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারকারী, নাস্তিক; 3 ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে অস্বীকৃতিপূর্ণ (নিরীশ্বর মত)। [সং. নির্ + ঈশ্বর]। ̃ বাদ বি. ঈশ্বর নেই-এই দার্শনিক মত, নাস্তিক্যবাদ, atheism (বি. প.)। ̃ বাদী (-দিন্) বিণ. বি. নাস্তিক। 10)
নির্ভর
(p. 468) nirbhara বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)। বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক। [সং. নির্ + √ ভৃ + অ]। নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা। ̃ তা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা। ̃ যোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)। ̃ শীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. ̃ শীলতা। 124)
নিস্তার
(p. 475) nistāra বি. উদ্ধার, অব্যাহতি, নিষ্কৃতি (তার হাত থেকে তোমার নিস্তার নেই); 2 পরিত্রাণ, ত্রাণ, মুক্তি (ঈশ্বরই নিস্তার করবেন)। [সং. নির্ + √ তৃ + অ]। ̃ ক বিণ. নিস্তারকারী। 55)
নিয়ন্ত্রণ
(p. 461) niẏantraṇa বি. 1 পরিচালন, নিয়মন (সরকারি নিয়ন্ত্রণে খাদ্য সরবরাহ); 2 সংযত করা (অবস্হা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণাধীন); 3 দমন (প্রবৃত্তির নিয়ন্ত্রণ)। [সং. নি + √ যন্ত্র্ + অন]। নিয়ন্ত্রিত বিণ. নিয়ন্ত্রণ করা হয়েছে এমন (সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, ঈশ্বরনিয়ন্ত্রিত); প্রশমিত (যন্ত্রণা নিয়ন্ত্রিত হয়েছে); পরিমিত (নিয়ন্ত্রিত আহার, নিয়ন্ত্রিত ব্যায়াম)। 116)
পুরী
(p. 526) purī বি. 1 ভবন, গৃহ, আলয় (রাজপুরী); 2 নগরী; 3 ওড়িশার সমুদ্রতীরস্হ জগন্নাথক্ষেত্র (পুরীধাম); 4 সন্ন্যাসীদের উপাধিবিশেষ (ঈশ্বরপুরী)। [সং. পুর2 + ঈ]। 50)
প্রসাদ
(p. 552) prasāda বি. 1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ); 2 অনুগ্রহ (গুরুর প্রসাদে); 3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ; 4 রচনার প্রাঞ্জলতাগুণ; 5 সৌম্যতা। [সং. প্র + √ সদ্ + অ]। ̃ গুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ। ̃ ন, ̃ না বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান। প্রসাদাত্ ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)। প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন। প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য। 6)
প্রেরিত
(p. 554) prērita বিণ. 1 অনুপ্রাণিত, প্রণোদিত, উত্সাহিত, (ঈশ্বরপ্রেরিত); 2 পাঠানো হয়েছে এমন (ডাকযোগে প্রেরিত); 3 প্রেরণাপ্রাপ্ত। [সং. প্র + √ ঈর্ + ণিচ্ + ত]। 115)
পয়-গম্বর
(p. 488) paẏa-gambara বি. ঈশ্বরপ্রোরিত দূত, prophet. [ফা. পয়্গম্বর্]। 84)
বান-প্রস্হ
(p. 599) bāna-prasha বি. হিন্দু ধর্মানুযায়ী তৃতীয় আশ্রম অর্থাত্ প্রৌঢ় বয়সে সংসারধর্ম ত্যাগ করে বনগমনপূর্বক ঈশ্বরচিন্তায় অবশিষ্ট জীবনযাপন। [সং. বনপ্রস্হ +অ]। 15)
বিশ্বাস
(p. 627) biśbāsa বি. 1 প্রত্যয়, সত্য বা যথার্থ বলে ধারণা (ঈশ্বরবিশ্বাস); 2 আস্হা (লোকটির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে); 3 শ্রদ্ধা (ধর্মবিশ্বাস)। [সং. বি + √ শ্বস্ + অ]। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্), হন্তা (-ন্তৃ) বিণ. বিশ্বাসভঙ্গকারী, বিশ্বাসের পাত্র হয়েও অবিশ্বাসের কাজ করে এমন, বেইমান। স্ত্রী. ̃ ঘাতিকা, ̃ ঘাতিনী, ̃ হন্ত্রী। বি. ̃ ঘাতকতা। ̃ ভঙ্গ বি. বিশ্বস্ত হয়েও অবিশ্বাসের কাজ করা; অকৃতজ্ঞতা। ̃ ভাজন বিণ. বিশ্বাসের পাত্র। ̃ যোগ্য বিণ. বিশ্বাসের পাত্র, যাকে বিশ্বাস করা যায়। বিশ্বাসী (-সিন্) বিণ. 1 বিশ্বাসভাজন (বিশ্বাসী চাকর); 2 বিশ্বাস করে এমন (ভগবদ্বিশ্বাসী)। বিশ্বাস্য বিণ. বিশ্বাসযোগ্য। 25)
ভগ
(p. 655) bhaga বি. 1 ঐশ্বর্য বা ঐশীগুণ বা ঈশ্বরত্ব, বীর্য (অর্থাত্ সর্বশক্তি), যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য; এই ছয়রকম গুণ (ভগবান, ভগবতী); 2 মহিমা; মাহাত্ম্য; 3 সৌভাগ্য; 4 সৌন্দর্য (সুভগ); 5 ধর্ম; 6 স্ত্রী-যোনি (ভগাঙ্কুর); 7 মলদ্বার (ভগন্দর)। [সং. √ ভজ্ + অ]। 10)
রসুল
(p. 738) rasula বি. ঈশ্বরের দূত, পয়গম্বর, ঈশ্বরপ্রেরিত মহাপুরুষ। [আ. রসুল্]। 5)
শয়-তান
(p. 769) śaẏa-tāna বি. 1 ইহুদি খ্রিস্টান ও ইসলামি পুরাণোক্ত ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ; 2 পাপাত্মা, অতি দুর্বৃত্ত লোক; 3 (আল.) অতি দুষ্ট লোক। [আ. শৈতান্]। শয়-তানি বি. 1 দুর্বৃত্ততা, বদমাশি; 2 (স্ত্রী.) অতি দুষ্টা নারী। বিণ. শয়তান-সংক্রান্ত বা শয়তানের মতো। 59)
সন্ধ্যা
(p. 805) sandhyā বি. 1 দিন ও রাত্রির সন্ধিক্ষণ (প্রাতঃসন্ধ্যা, সায়ংসন্ধ্যা); 2 রাত্রির আরম্ভ, সাঁঝ (সন্ধ্যাবেলা); 3 দিন-রাত্রির সন্ধিক্ষণে ঈশ্বরোপাসনা, আহ্নিক (সন্ধ্যা করা); 4 বেলা, বার (দু-সন্ধ্যা খাওয়া); 5 পুরো এক দিন-রাত্রি (তিন সন্ধ্যাব্যাপী উপবাস); 6 যুগসন্ধি, যুগের আরম্ভকাল (কলির সন্ধ্যা); 7 (আল.) অবসান-কাল (জীবনসন্ধ্যা)। [সং.সম্ + √ ধ্যৈ + অ + আ]। ̃ আহ্নিক, ̃ হ্নিক, ̃ বন্দনা বি. 1 সায়ংকালীন ঈশ্বরোপাসনা; 2 ত্রিসন্ধ্যা ঈশ্বরবন্দনা। ̃ তারা বি. সন্ধ্যাবেলায় যে তারা সর্বাগ্রে উদিত হয়; সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তে দৃশ্যমান শুক্রগ্রহ, venus. ̃ ভাষা বৌদ্ধ সাধকদের রচিত 'চর্যাপদ'-এ ব্যবহৃত ভাষা, যার মধ্যে ধর্মকথার ভিতর একটা অন্যভাবের কথাও আছে, কিন্তু তা অস্পষ্ট। ̃ মণি বি. রক্তবর্ণ ফুলবিশেষ। ̃ রাগ বি. অস্তগমনোম্মুখ সূর্যের আলোকচ্ছটা। ̃ লোক বি. অস্তগামী সূর্যের ম্লান আলো। 17)
সন্ন্যাস
(p. 806) sannyāsa বি. 1 সম্পূর্ণ বর্জন (কর্ম-সন্ন্যাস); 2 সংসারবাসনা ত্যাগ, সংসারত্যাগপূর্বক ঈশ্বরচিন্তায় জীবনযাপন ও ভিক্ষান্নে প্রাণধারণ; 3 হিন্দুশাস্ত্রানুযায়ী চতুরাশ্রমের অর্থাত্ জীবনের চার পর্যায়ের শেষটি; 4 রোগবিশেষ, apoplexy. [সং. সম্ + নি + √ অস্ + অ]। সন্ন্যাসী (-সিন্) বিণ. বি. সন্ন্যাস অবলম্বনকারী, সংসারত্যাগপূর্বক পরমেশ্বরে নিবেদিত প্রাণ। স্ত্রী. সন্ন্যাসিনী। অনের সন্ন্যাসীতে গাজন নষ্ট কোনো কাজে বেশি লোক নিযুক্ত হলে কাজ নষ্ট হয়। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079950
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770620
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368338
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722026
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699185
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595425
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547920
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542744

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন