Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্ভর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নির্ভর এর বাংলা অর্থ হলো -

(p. 468) nirbhara বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)।
বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক।
[সং. নির্ + √ ভৃ + অ]।
নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা।
তা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা।
যোগ্য
বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)।
শীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী।
বি.শীলতা।
124)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ন্যাত-প্যাত
(p. 481) nyāta-pyāta বি. 1 মিয়ানো বা ম্লান ভাব; 2 অত্যন্ত নরম বা নেতিয়ে পড়ার ভাব (ন্যাতপ্যাত করা)। [বাং. তু. নেতা2]। ন্যাত-পেতে বিণ. 1 মিইয়ে গেছে বা ম্লান হয়ে গেছে এমন; 2 নেতিয়ে পড়েছে এমন। 35)
নিখাকি, নিখাগি
(p. 459) nikhāki, nikhāgi বিণ. (সচ. গালিতে) (স্ত্রী) কিছুই খায় না এমন (নিখাকি মেয়ে)। বি. কিছুই খায় না এমন স্ত্রীলোক। [বাং. নি + খাকি]। 29)
নিরক্ষ
(p. 461) nirakṣa বি. অক্ষোন্নতিশূন্য অঞ্চল বা দেশ যেখানে দিন ও রাত্রি সমান হয়। [সং. নির্ (নিঃ) + অক্ষ]। ̃ বলয়, ̃ বৃত্ত, ̃ রেখা বি. (ভূগো.) দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত বৃত্তাকার রেখা, ভূ-বিষুবরেখা, equator (বি. প.)। নিরক্ষীয় বিণ. নিরক্ষরেখার নিকটস্হ বা নিরক্ষরেখাসম্বন্ধীয়, equatorial (বি. প.)। 123)
নিরিখ
(p. 468) nirikha বি. 1 বাজারদর; 2 হার (এখনকার নিরিখে বিচার করলে ভুল হবে)। [ফা. নির্খ]। 5)
নিকাশ
নিশান1
নক্ত
(p. 443) nakta বি. 1 রাত্রি; 2 ছেঁড়া ন্যাকড়া, কানি। [সং. √ নজ্ + ত]। ̃ চর, ̃ চারী (-রিন্), ̃ ঞ্চর বিণ. নিশাচর। বি. 1 রাক্ষস; 2 প্যাঁচা; 3 চোর। নক্তান্ধ বিণ. রাতকানা। নক্তান্ধতা বি. রাতে চোখে দেখতে না পাওয়া।
নাড়া বাঁধা
নিধান
(p. 461) nidhāna বি. 1 আধার, ভাণ্ডার, আগার (করুণানিধান); 2 নিধি; 3 অর্পণ, স্হাপন; 4 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্ক গণনের প্রথম রাশি, base of logarithm (বি. প.); 5 আমানত, deposit (স.প.)। [সং. নি + √ ধা + অন]। 31)
নিষ্ফলা2
(p. 475) niṣphalā2 বিণ. ফলহীন, ফল ধরে না এমন (নিষ্ফলা গাছ)। [সং. নির্ + ফল + বাং. আ (স্বার্থে)]। নিষ্ফলা বার যে দিনে কোনো ক্রিয়াকর্ম করলে ফলের সম্ভাবনা নেই। 41)
নিষ্কাশ, (বিরল) নিষ্কাস
(p. 475) niṣkāśa, (birala) niṣkāsa বি. বার হওয়া, নিঃসরণ, নির্গমন, বহির্গমন। [সং. নির্ + √ কশ্ (কস্) + অ]। ̃ ন বি. 1 জল, রস ইত্যাদি তরল পদার্থ বার করা, বহিষ্করণ; নিঃসরণ (জলনিষ্কাশন); 2 দূরীকরণ; 3 নির্বাসন। নিষ্কাশিত বিণ. বার করা হয়েছে এমন; বহিষ্কৃত; নিঃসারিত; দূরীকৃত; নির্বাসিত। 8)
নিগ্রো
(p. 460) nigrō বি. (মূলত আফ্রিকার) কৃষ্ণকায় মানুষ। [ইং. negro]। 16)
নিরানব্বই, (কথ্য) নিরানব্বুই
(p. 467) nirānabbi, (kathya) nirānabbui বি. বিণ. 99 সংখ্যা বা সংখ্যক। [সং. নবনবতি]। 24)
নিন্দা
নাদা1
(p. 454) nādā1 বি. বড়ো জালা বা গামলা। [সং. নন্দা]। ̃ পেটা বিণ. বড়ো জালা বা গামলার মতো পেটওয়ালা, স্হূলোদর। 17)
নিট1
ন়ড়-নড়, নড়-বড়
(p. 444) n়ḍ়-naḍ়, naḍ়-baḍ় বি. ঢিলে হয়ে নড়তে থাকে এমন ভাব বা অবস্হা; কমজোর হয়েও খসে পড়েনি এমন ভাব (দরজার কাঠটা নড়নড় করছে)। [বাং. নড়া2 নড় + নড়, বড় (সহচর শব্দ)]। নড়-নড়ে, নড়-বড়ে বিণ. শিথিল, আলগা; শিথিল বা আলগা হয়ে নড়ছে এমন (দরজা-জানলা একেবারে নড়বড়ে হয়ে গেছে)। 39)
নির্লোভী
(p. 473) nirlōbhī (বাং.) বিণ. নির্লোভ, লোভহীন। [ সং. নির্ + লোভ]। 14)
নিরুপম
নাটুয়া
(p. 454) nāṭuẏā বিণ. বি. নর্তক; 2 অভিনেতা। [সং. নাট + বাং. উয়া]। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 1886349
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1713483
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1299329
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 686482
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 657247
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 567993
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 529149
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 465693

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন