Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ওজনবিশিষ্ট; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
ভার
(p. 664) bhāra বি. 1 ওজন (লঘুভার); 2 বোঝা, মোট (ভারবাহী); 3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার); 4 দায়িত্ব (কাজের ভার); 5 রাশি, সমূহ (কেশভার); 6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)। বিণ. 1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার); 2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা); 3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা); 4 অসুস্হ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার); 6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ̃ .কেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু। ̃ .প্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)। ̃ .বাহ, ̃ .বাহক, ̃ .বাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)। ̃ .যষ্টি বি. বাঁক। ̃ .সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ̃ .সাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্হৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ̃ .হীন বিণ. হালকা। ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)। ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া। 2)
ভারী1
(p. 664) bhārī1 বিণ. 1 বেশি ওজনবিশিষ্ট, গুরুভার (ভারী বস্তা, ভারী ব্যাগ); 2 কঠিন, দায়িত্বপূর্ণ (ভারী কাজের দায়িত্ব); 3 সংখ্যায় বেশি (দলে ভারী); 4 খুব, খুব বেশি (ভারী চালাক, ভারী কষ্ট); 5 অপ্রসন্ন, গম্ভীর (মুখ ভারী)। [সং. ভার + ইন্]। 14)
রতি1
(p. 733) rati1 বি. এক কুঁচের সমান ওজন। বিণ. 1 উক্ত ওজনবিশিষ্ট 2 (আল.) ছিঁটেফোঁটা, অত্যল্প পরিমাণ (একরতি ছেলের এই কাণ্ড!)। [সং. রক্তিকা (=কুঁচ)]। 46)
লঘু
(p. 753) laghu বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); ̃ সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 1√ অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. ̃ .তা, ̃ ত্ব। ̃ .ক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। ̃ .গামী (-মিন্) বিণ. দ্রুত ও স্বচ্ছন্দে চলতে পারে এমন। ̃ .গুরু-জ্ঞান, ̃.গুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ। ̃ .চিত্ত, ̃ .চেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা। ̃ .জ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা। ̃ .ত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ। ̃ .পদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে। ̃ .পাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)। ̃ .ভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার। ̃ .সংগীত বি. হালকা ধরনের সংগীত। ̃ .হস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত। 45)
সম
(p. 808) sama বিণ. 1 তুল্য, সমান, অনুরূপ (পুত্রসম, সমবয়স্ক, সমশ্রেণির); 2 অভিন্ন, একই (সমকাল); 3 ঋজু, অবন্ধুর (সমরেখা, সমতল); 4 যুগ্ম (সমরাশি); 5 সম্পূর্ণ; 6 সাধু। বি. (সংগীতে) তালের মাত্রাবিশেষ বা সমাপ্তি (গানের শেষে সমে এসে থামা)। [সং. √ সম্ + অ]। ̃ কক্ষ বিণ. 1 তুল্য প্রতিদ্বন্দ্বী বা সমান বলশালী; 2 তুল্য (তার সমকক্ষ ধনুর্ধর কে আছে?); 3 সমান (তার সমকক্ষ কেউ নেই)। স্ত্রী. ̃ কক্ষা। ̃ কক্ষতা বি. তুল্যতা, অভিন্নতা (নারী-পুরুষের সমকক্ষতা)। ̃ কাম বি. পুরুষের প্রতি পুরুষের কিংবা নারীর প্রতি নারীর যৌন আকর্ষণবোধ, homosexu ality. ̃ কামী বিণ. বি. সমকামযুক্ত বা সমকামযুক্ত ব্যক্তি। বি. ̃ কামিতা। ̃ কাল বি. একই সময় বা যুগ (আমাদের সমকালে এমন ঘটনা আর ঘটেনি)। ̃ কালিক, ̃ কালীন বিণ. একই কালের বা সময়ের, সমসাময়িক, contemporary (সমকালীন ঘটনাপ্রবাহ, দুই সমকালীন সাহিত্যিক)। ̃ কেন্দ্রিক বি. একই কেন্দ্রযুক্ত, concentric (সমকেন্দ্রিক দুটি বৃত্ত)। ̃ কোণ বি. (জ্যামি.) একটি সরলরেখার উপর লম্বভাবে অন্য একটি সরলরেখা অঙ্কন করলে যে কোণ উত্পন্ন হয়, right angle. ̃ কোণী ত্রিভুজ দ্র ত্রি। ̃ কৌণিক বিণ. 1 সমকোণযুক্ত; 2 সমকোণসংক্রান্ত। ̃ গোত্র বি. একই গোত্র বা বংশ। ̃ গোত্রীয় বিণ. একই গোত্রযুক্ত বা বংশীয়। ̃ ঘন (জ্যামি.) বি. 1 সমান গুণযুক্ত; সমজাতীয়, homogeneous; 2 regular solid (বি. প.)। ̃ চতুর্ভুজ বি. (জ্যামি.) যে চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান। ̃ জাতি বি. সমান বা একই জাতি, সমান বা একই শ্রেণি। বিণ. একজাতিভুক্ত। বি. ̃ জাতিতা, ̃ জাতিত্ব। ̃ জাতীয় বিণ. একই জাতির বা শ্রেণির অন্তর্ভুক্ত। স্ত্রী. ̃ জাতীয়া। বি. ̃ জাতীয়তা, ̃ জাতীয়ত্ব। ̃ তট বি. প্রাচীন পূর্ববঙ্গ। ̃ তল বিণ. অবন্ধুর, চৌরস, এবড়ো-খেবড়ো নয় এমন, plain. ̃ তা বি. 1 তুল্য বা সমান অবস্হা. অনুরূপতা; 2 অভিন্নতা (অধিকার ও ক্ষমতার সমতা); 3 ঋজুতা; 4 অবন্ধুরতা; 5 যুগ্মতা; 6 সমানভাব; 7 সাধুতা। ̃ তুল বিণ. 1 সমান ওজনবিশিষ্ট; 2 সমানসমান; 3 সমকক্ষ। ̃ তুল্য বিণ. (বাং. মতে) সমানসমান; সমকক্ষ। বি. ̃ তুল্যতা। স্ত্রী. ̃ তুল্যা। ̃ ত্ব বি. সমতা -র অনুরূপ। ̃ দর্শন বি. সমানজ্ঞানে অর্থাত্ কোনো ভেদাভেদ না করে দর্শন বা বিচার, নিরপেক্ষ বিচার। বিণ. সমান আকৃতিবিশিষ্ট। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 সমদর্শনকারী; 2 রাগদ্বেষবর্জিত; 3 নিরপেক্ষ, ভেদাভেদ করে না এমন। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দুঃখ বিণ. সমান দুঃখে দুঃখী। বি. সমান দুঃখ। ̃ দুঃখী (-খিন্) বিণ. সমান দুঃখযুক্ত; সমব্যথী। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ দূর-বর্তী (-র্তিন্) বিণ. কোনো নির্দিষ্ট স্হান থেকে সমান দূরে অবস্হিত, equidistant. বি. ̃ দূর-বর্তিতা। স্ত্রী. ̃ দূর-বর্তিনী। ̃ দৃষ্টি বি. সমদর্শন, নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বা বিচারের ক্ষমতা। ̃ দ্বি-খণ্ডক বিণ. সমান দুই খণ্ডে বিভক্ত করে এমন। ̃ দ্বি-বাহু ত্রিভুজ দ্র ত্রি। ̃ দ্বি-ভুজ বি. (জ্যামি.) সমদ্বিবাহু ক্ষেত্র, rhomboid. ̃ ধর্মা (-র্মন্) বিণ. 1 সমান বা একরকম ধর্মবিশিষ্ট বা গুণযুক্ত; 2 (বাং.) একই ধর্মাবলম্বী। ̃ পদস্হ বিণ. 1 সমান পদে অধিষ্ঠিত; 2 সমান অধিকারপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত। স্ত্রী. ̃ পদস্হা। বি. ̃ পদস্হতা। ̃ পাতে ক্রি-বিণ. সমান্তরালে, সমান্তরালভাবে। ̃ পৃষ্ঠ বিণ. সমতল, অবন্ধুর। ̃ প্রকৃতি বিণ. একই প্রকৃতিবিশিষ্ট; একই ধরনের। ̃ প্রাণ বিণ. অভিন্নহৃদয়; অন্তরঙ্গ। বি. ̃ প্রাণতা। স্ত্রী. ̃ প্রাণা। ̃ বয়সি, ̃ বয়স্ক বিণ. সমান বয়সবিশিষ্ট, একবয়সি। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ বর্তিতা দ্র সমবর্তী। ̃ বাহু ত্রিভুজ দ্র ত্রি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. পরের দুঃখে দুঃখবোধ, সহানুভুতি, দরদ। ̃ ব্যথী বিণ. সমবেদনাযুক্ত, দরদি। স্ত্রী. ̃ ব্যথিনী। ̃ ভাব বি. 1 একই ভাব বা ধরন; 2 সমান অবস্হা; 3 সাদৃশ্য। ̃ ভূমি বি. 1 সমতল ভূমি; 2 সমান উচ্চভূমি। বিণ. 1 সমতল; 2 ভূমির সঙ্গে সমান বা মিলিত অর্থাত্ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এমন (আক্রমণকারীরা গ্রামের ঘরবাড়ি সমভূমি করে দিল)। ̃ মূল্য বি. সমান বা একই দাম। বিণ. 1 সমান বা একই দামবিশিষ্ট; 2 তুল্য গৌরববিশিষ্ট। বি. ̃ মূল্যতা। ̃ রস বি. (অল.) সমান সুখ, তুল্য সুখ বা আনন্দ; যে আনন্দানুভূতির ভিতরে নব আনন্দানুভূতি এক হয়ে গেছে। বিণ. সমান রসযুক্ত। ̃ রাশি বি. (গণি.) যুগ্ম সংখ্যা (যেমন 6 8 2)। ̃ শ্রেণি বি. একই জাতি বা গোষ্ঠী বা দল। বিণ একই জাতি বা গোষ্ঠী বা দলের অন্তর্ভুক্ত। ̃ সময় বি. একই সময়। ̃ সাময়িক বিণ. (বাংলা প্রয়োগ) একই সময়ের (সমসাময়িক ইতিহাস)। সাম-সাময়িক শুদ্ধ রূপ কিন্তু অপ্র.। ̃ সূত্র বি. 1 দিক্চক্রবালের পূর্ব ও পশ্চিম বিন্দু ভেদকারী কাল্পনিক বৃত্তবিশেষ; 2 একই সরলরেখা (সমসূত্রে অবস্হিত); 3 একই সূত্র অর্থাত্ বন্ধন গ্রথন প্রভৃতির উপকরণ (সমসূত্রে গ্রথিত); 4 একই উপায় (সমসূত্রে জ্ঞাত হওয়া)। ̃ স্হলী বি. গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্হলভাগ, দোআব। ̃ স্বরে ক্রি-বিণ. মিলিত কণ্ঠে (সকলে সমস্বরে বলে উঠল)। ̃ স্বামিত্ব বি. সমানাধিকার, সমান মালিকানা। 41)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074473
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768772
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366212
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721106
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545318
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন