Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ওজনের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আঁটি1, আটি
(p. 79) ān̐ṭi1, āṭi বি. শাক, ঘাস, খড় ইত্যাদির গোছা (শাকের আঁটি, খড়ের আঁটি, আঁটি বাঁধা)। [দেশি]। বোঝার উপর শাকের আঁটি প্রচুর ওজনের উপর সামান্য ভার; বিরাট দায়িত্ব বা বোঝা যার কাঁধে রয়েছে অতি সামান্য বাড়তি বোঝা তার কাছে কিছুই নয়। আঁটিসাঁটি দ্র আঁট। 19)
আড়াই
(p. 85) āḍ়āi বিণ. দুই এবং আধ, 21 / 2। [প্রাকৃ. আড়্ঢাইয়]। ̃ হাতি বিণ. আড়াই হাত দৈর্ঘ্যবিশিষ্ট। তাল গাছের আড়াই হাত কোনো কাজের শেষ এবং সবচেয়ে কঠিন অংশ। ̃ য়া বি. আড়াই গুনের নামতা; (বর্ত বিরল) আড়াই সের ওজনের বাটখারা। 95)
আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
কম2
(p. 164) kama2 (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে অব্য. অন্তত, কমপক্ষে। ̃ জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। ̃ জোরি বি. দুর্বলতা। ̃ তি বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। ̃ পোক্ত বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত। ̃ বেশি অব্য. অল্পাধিক। বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ̃ সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)। কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও। কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)। 38)
কর্ষ1
(p. 169) karṣa1 বি. ওজনের পরিমাণবিশেষ (16 মাষা, কবিরাজি মতে 2 তোলা)। [সং. √ কৃষ্ + অ]। 34)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
কাঁচি৩, (বর্জি.) কাঁচী
(p. 174) kān̐ci3, (barji.) kān̐cī বিণ. কম; কম ওজনের (কাঁচি সের); ঠাসবোনা (কাঁচি ধুতি)। [বাং. কাঁচা + ই]। 58)
গ্যালন
(p. 261) gyālana বি. তরল দ্রব্যের ওজনের পরিমাণবিশেষ-এক গ্যালন প্রায় সাড়ে চার লিটারের সমান। [ইং. gallon]। 39)
গ্রাম1
(p. 261) grāma1 বি. ওজনের মাপবিশেষ, কিঞ্চিদধিক 7 1/2 রতি, এক কিলোগ্রামের এক হাজার ভাগের এক ভাগ, 1/1 কিলোগ্রাম। [ইং. gram(me), কিলো দ্র]। 62)
ছটাক
(p. 301) chaṭāka বি. 1 ওজনের পরিমাণবিশেষ (=5 তোলা বা 1/16 সের বা 1/4 পোয়া); 2 ভূমির পরিমাণবিশেষ (=5 হাত লম্বা ও 4 হাত চওড়া)। [হি. ছটাংক ? সং. ষট্টঙ্ক]। 14)
ঢলতা
(p. 360) ḍhalatā বি. 1 পণ্যবস্তুর ন্যায্য ওজনের উপর বাড়তি পরিমাণ (প্রতি কেজিতে 2 গ্রাম ঢলতা চলে যাচ্ছে); 2 টাল, ঢলে পড়া; ঝোঁকা। [হি.]। 16)
তুলা৪
(p. 375) tulā4 বি. 1 দাঁড়িপাল্লা, নিক্তি; 2 (জ্যোতিষ.) সপ্তম রাণিক; 3 শতপল পরিমাণ, সোনারুপার পরিমাণবিশেষ। [সং. √ তুল্ + অ + আ]। ̃ দণ্ড, ̃ যন্ত্র বি. ওজন মাপার যন্ত্র, দাঁড়িপাল্লা, নিক্তি। ̃ দান বি. দাতার দেহের ওজনের সমপরিমাণ সোনারুপা দান, তুলট। ̃ ধারী (-রিন্) বি. ওজনকারী, ব্যবসায়ী। 226)
তোলা1
(p. 387) tōlā1 বি. সোনারূপোর ওজনের পরিমাণবিশেষ, ভরি (=8 রতি, (বর্ত.) 11.668 গ্রাম)। [বাং. তোল + আ (স্বার্থে)]। 35)
বাট-খারা
(p. 596) bāṭa-khārā বি. দ্রব্যসামগ্রীর ওজন নির্ণয় করার জন্য নির্দিষ্ট ওজনের লৌহখণ্ডাদি, পড়েন। [হি. বট্খারা-তু. সং. বটক]। 4)
বিরাশি
(p. 621) birāśi বি. বিণ. 82 সংখ্যা বা সংখ্যক। [তু. হি. বয়াসী প্রাকৃ. বিঅসী]। বিরাশি সিক্কা (আল.) খুব ভারী ওজন বা শক্তি (বিরাশি সিক্কা ওজনের চড়)। 106)
ভরি
(p. 658) bhari বি. সোনারুপোর ওজনের মাপবিশেষ, 1 তোলা, প্রায় 11.664 গ্রাম। [দেশি]। 30)
ভার
(p. 664) bhāra বি. 1 ওজন (লঘুভার); 2 বোঝা, মোট (ভারবাহী); 3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার); 4 দায়িত্ব (কাজের ভার); 5 রাশি, সমূহ (কেশভার); 6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)। বিণ. 1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার); 2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা); 3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা); 4 অসুস্হ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার); 6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ̃ .কেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু। ̃ .প্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)। ̃ .বাহ, ̃ .বাহক, ̃ .বাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)। ̃ .যষ্টি বি. বাঁক। ̃ .সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ̃ .সাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্হৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ̃ .হীন বিণ. হালকা। ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)। ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া। 2)
ভারোত্তোলন
(p. 664) bhārōttōlana বি. ওজন তোলা লোহার রডের দুই দিকে বিশেষ ওজনের লোহার চাকতি লাগিয়ে মাথার উপরে তোলবার প্রতিযোগিতা, weight-lifting. [সং. ভার + উত্তোলন]। 17)
মন2
(p. 676) mana2 (বর্জি). মণ বি. ওজনের মাপবিশেষ, 4 সের, প্রায় 37*1/2 কিলোগ্রাম পরিমিত ওজনের সমান মাপ। [আ. মন্-তু. সং 'মণভিধানং খযুগৈশ্চ সেরৈঃ']। ̃ .কষা বি. (গণি.) মনের হিসাব মূল্যাদি নিরূপণের অঙ্ক। ̃ .কিয়া বিয় মন হিসাবের তালিকা। ̃ কে ক্রিবিণ. মনপ্রতি, প্রতি মনে (মনকে দু-সের কম)। ̃ .মনি বিণ. মনযুক্ত, মনবিশিষ্ট (দুমনি বস্তা)। 100)
লিটার
(p. 760) liṭāra বি. তরল পদার্থের ওজনের মাপবিশেষ [ইং. litre]। 46)
হন্দর
(p. 858) handara (বর্ত. অপ্র.) বি. ওজনের পরিমাণবিশেষ (1 হন্দর = 112 পাউণ্ড, 5.8 কিলোগ্রাম) [ইং. hundred weight]। 50)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072229
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768033
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365462
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720822
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697665
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594378
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544559
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542153

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন