Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কম2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কম2 এর বাংলা অর্থ হলো -

(p. 164) kama2 (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)।
[ফা. কম্]।
কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)।
কম করে অব্য. অন্তত, কমপক্ষে।
জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)।
জোরি
বি. দুর্বলতা।
তি বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)।
পোক্ত
বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত।
বেশি
অব্য. অল্পাধিক।
বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)।
সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)।
কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও।
কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)।
38)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কাষায়
(p. 188) kāṣāẏa বিণ. কষায় বর্ণবিশিষ্ট, গৈরিক। [সং. কষায় + অ]। 33)
কবজ1
(p. 164) kabaja1 বি. 1 রসিদ; দাখিলা; খত; 2 অধিকার, দখল। [আ. ক'ব্জ্]। 7)
কাঁপা
(p. 177) kām̐pā ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ̃ নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)। 5)
কোঁচ৩
(p. 209) kōn̐ca3 বি. কোঁচকানো ভাব। [সং. কুঞ্চন]। 5)
কয়েক
(p. 166) kaẏēka বিণ. কতিপয়, অল্পসংখ্যক। [বাং. কয়1 + এক]। 14)
কলা1
(p. 169) kalā1 বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ̃ কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ। ̃ ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ̃ নিধি বি. চন্দ্র। ̃ বত্ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ̃ বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ̃ বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ̃ ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান। ̃ ভৃত্ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। 67)
কেঙ্গারু, কেঙারু
(p. 206) kēṅgāru, kēṅāru দ্র ক্যাঙারু। 3)
কাল-পেঁচা
(p. 186) kāla-pēn̐cā বি. 1 ধূসর রঙের মাথাবিশিষ্ট কটা রঙের পেঁচাবিশেষ যার চিত্কার অশুভ বলে বিবেচিত; 2 (আল.) অত্যন্ত অশুভকর বা কালো ও কদাকার ব্যক্তি। [বাং. কাল2 + পেঁচা]। 29)
ক্লোম
(p. 217) klōma (-মন্) বি. 1 পিত্তকোষ; 2 মূত্রাশয়; 3 ফুসফুস, lungs. [সং. √ ক্লু + মন্]। ̃ নালিকা বি শ্বাসনালী, wind pipe (বি. প.)। ̃ শাখা বি. শ্বাসনালীর প্রধান শাখাদ্বয়ের যেকোনোটি, bronchus (বি.প.)। 5)
কাঁকই
(p. 174) kān̐ki বি. বড় ও মোটা দাড়ার চিরুনি। [সং. কঙ্কতিকা]। 42)
কুযুক্তি
(p. 198) kuyukti বি. 1 অসার অদ্ভুত বা অন্যায় যুক্তি; 2 কুমন্ত্রণা, মন্দ পরামর্শ। [সং. কু + যুক্তি]। 21)
কুঞ্জল
(p. 194) kuñjala বি. পান্তাভাতের জল, আমানি। [সং. কু + জল (নি.)]। 34)
কাল-বোস, কাল-বাউশ
(p. 186) kāla-bōsa, kāla-bāuśa বি. রুই মাছের মতো আকৃতিবিশিষ্ট ঈষত্ কালো রঙের মাছবিশেষ। [দেশি]। 32)
কানাত, (বর্জি.) কানাত্
(p. 181) kānāta, (barji.) kānāt বি. তাঁবু; তাঁবুর ঘের বা পরদা। [তুর্. ক'নাত্]। 32)
কাকে
(p. 177) kākē সর্ব. 1 কাহাকে-র চলিত রূপ; 2 কাউকেই নয় (আমি কাকে ভয় পাই?) [বাং. 'ক' শব্দের দ্বিতীয়ার একবচনের রূপ]। 22)
কংগ্রেস
কদাচার, কদাচরণ
কন্দর
(p. 162) kandara বি. 1 পর্বতের গুহা; 2 আদা, আর্দ্রক; 3 ওল; 4 কাঁধ, স্কন্ধ। [সং. কম্ + √ দৃ + অ]। 14)
কই1
কাঁসি
(p. 177) kām̐si বি. 1 কাঁসার তৈরি কিনারা-উঁচু থালা বা ডিশ; 2 কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কাঁসা + ই]। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227919
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839814
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098883
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us