Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

করবে। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-হেলন, অব-হেলা
(p. 46) aba-hēlana, aba-hēlā বি. 1 উপেক্ষা, অবজ্ঞা, হেলা, তাচ্ছিল্য (উপদেশ অবহেলা করা); 3 অনায়াস (সে অবহেলায় এই কাজ করতে পারে। ক্রি-বিণ. অনায়াসে (করবে অবহেলে)। [সং. অব + হেলা]। অব-হেলিত বিণ. উপেক্ষিত, অবজ্ঞা করা হয়েছে এমন। 45)
আবার
(p. 99) ābāra ক্রি-বিণ. অব্য. 1 পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); 2 অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); 3 অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]। 8)
উপ-বিষ
(p. 133) upa-biṣa বি. 1 আকন্দর আঠা, করবীর আঠা প্রভৃতি পাঁচ রকম বিষাক্ত পদার্থ; 2 কৃত্রিম বিষ। [সং. উপ + বিষ]। 14)
কচু
(p. 156) kacu বি. 1 মানুষের খাদ্য কন্দবিশেষ; 2 (অবজ্ঞায়) কিছুই না, ঘোড়ার ডিম (তুমি আমার কচু করবে)। [সং. √ কচ্ + উ, তু. হি. কচচূ]। ̃ কাটা বিণ. অবলীলাক্রমে ও সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে এমন। ̃ ঘেঁচু বি. আজেবাজে শাকসবজি; অখাদ্য বস্তু। ̃ পোড়া বি. অখাদ্য বস্তু; কিছুই নয়। 45)
করবী, করবীর
(p. 167) karabī, karabīra বি. মধুর কিন্তু মৃদু গন্ধবিশিষ্ট ফুলবিশেষ ও তার গাছ। [সং. করবীর]। রক্তকরবী বি. লাল করবী। শ্বেত করবী বি. সাদা রঙের করবী। 17)
করিষ্য-মাণ
(p. 167) kariṣya-māṇa (বর্ত. বিরল) বিণ. যে করবে; ভবিষ্যতে যা করা হবে। [সং. √ কৃ + স্যমান]। 37)
কলা2
(p. 169) kalā2 বি. 1 (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উত্পন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; 2 (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)। [সং. কদলী]। কলা খাওয়া ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা দেখানো ক্রি. বি ফাঁকি দেওয়া। কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া) ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা। ̃ বউ, ̃ বধূ, ̃ বৌ বি. 1 দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; 2 কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; 3 নবপত্রিকা; 4 নবদুর্গা; 5 (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; 6 (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ। 68)
কাটব
(p. 179) kāṭaba ক্রি. (ব্রজ.) কাটবে; দংশন করবে। [বাং. √ কাট্]। 17)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কি না
(p. 190) ki nā অব্য. 1 সংশয়, বিতর্ক, প্রশ্ন ইত্যাদি সূচক শব্দ (যাবে কি না বলো, করবে কি না জানি না); 2 প্রশ্নসূচক শব্দ (তুমি তো খুব বুদ্ধিমান, ঠিক কি না?)। [সং. কিংনু]। 9)
খান-দান
(p. 226) khāna-dāna বি. 1 বংশ; 2 বংশকৌলীন্য; আভিজাত্য; উচ্চবংশে জন্মের গৌরব (তোমার খানদানের কথা স্মরণ রেখে কাজ করবে)। [ফা. খান্দান]। খান-দানি বিণ. উচ্চবংশীয়; অভিজাত বা উচ্চশ্রেণির (খানদানি হোটেল, খানদানি চালচলন)। 43)
গণ্ডূষ
(p. 239) gaṇḍūṣa বি. 1 এক মুখ বা এক কোষ জল; 2 হাতের কোষ; 3 মন্ত্রোচ্চারণ করে হাতের কোষ ভরে জল পান (পুজোয় বসে আগে গণ্ডূষ করবে)। [সং. √গণ্ড়্ + ঊষ]। 3)
গূঢ়
(p. 253) gūḍh় বিণ. 1 গুপ্ত, অপ্রকাশিত, অলক্ষিত (গূঢ় অভিসন্ধি); 2 অজ্ঞাত, দুর্জ্ঞেয়, জটিল (গূঢ়তত্ত্ব); 3 দূর্গম, দুষ্প্রবেশ্য (গূঢ় রহস্য); 4 লুক্কায়িত (গূঢ় পথ); 5 নিভৃত। [সং. √গুহ্ + ত]। ̃ পাদ বি. 1 কচ্ছপ; 2 সাপ। ̃ পুরুষ বি. গুপ্তচর। ̃ বৃক্ষ বি. করবী গাছ। ̃ মার্গ বি. গুপ্তপথ; সুড়ঙ্গ। ̃ সাক্ষী বি. যে সাক্ষী গোপনে বিরূদ্ধপক্ষের কথা জেনে নেয় বা জেনে নিয়েছে। 57)
গোস্তাকি
(p. 261) gōstāki বি. ঔদ্ধত্য, বেয়াদপি (হুজুর আমার গোস্তাকি মাফ করবেন)। [ফা. গুস্তাখী]। 22)
ঘণ্টা
(p. 266) ghaṇṭā বি. 1 কাঁসা বা অন্য ধাতু দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ; 2 ষাট মিনিট বা আড়াই দণ্ডকাল সময়; 3 (বিদ্রূপে) কিছুই না, ঘোড়ার ডিম (ঘণ্টা করবে)। [সং. √ঘণ্ + ট + আ]। 5)
ঘেঁচু
(p. 270) ghēn̐cu বি. 1 ক্ষুদ্র কচু; 2 (অবজ্ঞার্থে) কিছুই নয় (তুমি আমার ঘেঁচু করবে)। [দেশি; 'কচু'-র সহচর শব্দ-কচুঘেঁচু]। 36)
চিন্তে
(p. 290) cintē বি. চিন্তা -র বিকৃত কথ্য রূপ। অস-ক্রি. চিন্তিয়া -র কথ্য রূপ (ভেবেচিন্তে কাজ করবে)। 18)
ছিঁড়া, ছেঁড়া
(p. 304) chin̐ḍ়ā, chēn̐ḍ়ā ক্রি. 1 ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); 2 তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); 3 ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); 4 যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। বিণ. 1 বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); 2 ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); 3 উত্পাটিত (ছেঁড়া ফুল); 4 ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ̃ খোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ̃ ছিঁড়ি বি. 1 বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); 2 পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; 3 উত্কট বিপদ। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 55)
জানা
(p. 322) jānā বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ ন (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 11)
টুটা
(p. 346) ṭuṭā ক্রি. বি. 1 ভেঙে যাওয়া; ভেঙে ফেলা; 2 দূর হওয়া; 3 দূর করা; 4 চূর্ণ করা বা হওয়া ('টুটিল মোহ-কারা': রবীন্দ্র)। [সং. √ ত্রুট্ + বাং. আ]। টুটই ক্রি. (ব্রজ.) 1 ভগ্ন হয় বা করে; 2 দূর করে। টুটত ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূর হয়। টুটব ক্রি. (ব্রজ.) ভগ্ন, হ্রাসপ্রাপ্ত বা দূরীভূত হবে ('টুটব বিরহক ওর': বিদ্যা.)। ̃ নো ক্রি. ভগ্ন বা দূরীভূত করা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ব ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূরীভূত করবে। 19)
ট্যাঁ
(p. 348) ṭyā বি. ছোট শিশুর কান্নার ধ্বনি। [ধ্বন্যা.]। ট্যাঁ ট্যাঁ বি. ক্রমাগত ট্যাঁ ধ্বনিযোগে কান্না। ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)। 22)
ত2, তো
(p. 363) ta2, tō অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবত্]। 3)
তত2
(p. 365) tata2 অব্য. বিণ. 1 সেই পরিমাণ (যত হাসি তত কান্না, যত টাকা চাও তত পাবে না); 2 তেমন, সেইরকম; আশানুরূপ (বইটি তত ভালো নয়)। [সং. ততি]। ̃ ক্ষণ ক্রি-বিণ. 1 ততখানি সময়, সেই পর্যন্ত (ততক্ষণ তুমি কী করবে? যতক্ষণ না আসি ততক্ষণ থেকো); 2 সেই সময়ের মধ্যে (ততক্ষণ নিশ্চয় সে ফিরে আসবে)। ̃ হি, ̃ হিঁ (ব্রজ.) ক্রি-বিণ. তাতে ('ততহি বয়ান পুছন্দ': বিদ্যা)। 2)
তুলো
(p. 375) tulō বি. তুলা1 -এর কথ্য রূপ। তুলো-ধোনা করা ক্রি. (কথ্য) প্রচণ্ড তিরস্কার বা প্রহার করা (ধরা পড়লে মেরে তুলোধোনা করবে)। 229)
থানা
(p. 392) thānā বি. 1 অবস্হানস্হল; আস্তানা, ঘাঁটি (সৈন্যের থানা); 2 ছাউনি, সৈন্যসমাবেশ (ওখানে এক দল সেপাই থানা দিয়েছে); 3 প্রহরা (থানা দেওয়া); 4 পুলিশের দপ্তর বা এলাকা, কোতোয়ালি (থানায় নালিশ করবে)। [হি. থানা সং. স্হান]। থানা-পুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া। ̃ দার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা। 30)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083921
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772160
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369902
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722723
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700007
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595866
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550097
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন