Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘণ্টা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘণ্টা এর বাংলা অর্থ হলো -

(p. 266) ghaṇṭā বি. 1 কাঁসা বা অন্য ধাতু দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ; 2 ষাট মিনিট বা আড়াই দণ্ডকাল সময়; 3 (বিদ্রূপে) কিছুই না, ঘোড়ার ডিম (ঘণ্টা করবে)।
[সং. √ঘণ্ + ট + আ]।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘোরা-ফেরা
(p. 272) ghōrā-phērā বি. ঘুরে ফিরে বেড়ানো, ইতস্তত বেড়ানো, [বাং. ঘোরা + ফেরা]। 17)
ঘটা2
(p. 265) ghaṭā2 ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ̃ নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)। 14)
ঘাগরা, ঘাঘরা
ঘেঁচড়ানো
(p. 270) ghēn̐caḍ়ānō ক্রি. বি. 1 বারবার ঘষা; 2 (আল.) একই জিনিসের বিরক্তিকর পুনরাবৃত্তি করা; বারবার একই কথা বোঝানো বা একই পড়া মুখস্হ করা (একই পড়া রোজ রোজ ঘেঁচড়াতে আর ভালো লাগে না)। [দেশি ঘেঁচড়া + বাং. আনো]। 35)
ঘাটা
(p. 266) ghāṭā বি. নদী খাল প্রভৃতির তীরে নৌকা স্টিমার ইত্যাদি ভিড়াবার স্হান (জাহাজঘাটা, স্টিমারঘাটা)। [বাং. ঘাট2 + আ]। 55)
ঘুম
(p. 270) ghuma বি. নিদ্রা, শরীর ও মনের যে (রাত্রীকালীন) অবস্হায় চোখ বন্ধ থাকে, নার্ভতন্ত্র নিষ্ক্রিয় থাকে এবং পেশি থাকে শিথিল। [দেশি]। ঘুম চটে যাওয়া ক্রি. বি. ঘুমের আবেশ কেটে যাওয়া। ঘুম দেওয়া, ঘুম যাওয়া, ঘুম লাগানো ক্রি. বি. ঘুমানো। ঘুম পাড়ানো ক্রি. বি. (কাউকে) নিদ্রিত করা। ̃ কাতুরে বিণ. নিদ্রালস; সর্বদাই ঘুমাতে চায় এমন; অনেকক্ষণ ঘুমাতে না পারলে কাতর হয় এমন। ̃ ঘোর বি. 1 গভীর ঘুম; 2 ঘুমের আবেশ (তখনও তার ঘুমঘোর কাটেনি)। ̃ ন্ত বিণ. নিদ্রিত (ঘুমন্ত শিশু, ঘুমন্ত বাঘ)। ̃ পাড়ানি বিণ. নিদ্রিত করায় এমন, ঘুমিয়ে পড়তে সাহায্য করে এমন (ঘুমপাড়ানি গান)। ঘুমা ক্রি. ঘুমানো। ঘুমিয়ে থাকা ক্রি. বি. (আল.) অলস বা অসতর্ক হয়ে থাকা (সামনে বিপদ। এখনও ঘুমিয়ে থাকবে?)। ঘুমানো ক্রি. নিদ্রিত হওয়া; নিদ্রিত থাকা। বি. উক্ত অর্থে। কাঁচা ঘুম বি. অপূর্ণ ঘুম। 3)
ঘটিকা
(p. 265) ghaṭikā বি. 1 আড়াই দণ্ড, ঘণ্টা (দুই ঘটিকায়); 2 ছোট ঘট, ঘটি ; 3 পায়ের গোড়ালি। [সং. ঘটী + ক + আ]। 17)
ঘুঁটি
(p. 269) ghun̐ṭi বি. দাবা পাশা প্রভৃতি খেলার গুটিকা। [সং. গুটিকা]। ঘুঁটি চালা ক্রি. বি. দাবা পাশা প্রভৃতি খেলায় দান দেওয়া। 19)
ঘণ্ট
ঘট
(p. 265) ghaṭa বি. 1 ছোট কলসি ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র); 2 পাত্র, আধার (সর্ব ঘটে); 3 মাথা, মগজ (ঘটে বুদ্ধি নেই); 4 দেহ ('ঘটের মধ্যে সাঁই বিরাজে': বাউল গান)। [সং. √ঘট্ + অ]। ̃ কর্পর বি. 1 ঘটের ভাঙা টুকরো, ভাঙা খাপরা; 2 বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম। ̃ কার বি. কুম্ভকার, কুমোর। 4)
ঘুটিং
(p. 269) ghuṭi বি. একপ্রকার কাঁকর বা ছোট নুড়ি যা পুড়িয়ে চুন তৈরি হয়। [হি. ঘুট]। 26)
ঘরোয়া
(p. 266) gharōẏā বিণ. 1 গৃহসম্বন্ধীয়, পারিবারিক (ঘরোয়া ব্যাপার); 2 অতি ঘনিষ্ঠ, আপন (ঘরোয়া লোক); 3 ঘরেই সহজ ও স্বাভাবিক বোধ করে এমন (আমার পুত্রবধূটি বেশ ঘরোয়া স্বভাবের মেয়ে)। [বাং. ঘর + উয়া]। 36)
ঘৃতাক্ত
(p. 270) ghṛtākta বিণ. ঘিয়ে-মাখা, ঘি দেওয়া হয়েছে বা মাখা হয়েছে এমন। [সং. ঘৃত + অক্ত]। 28)
ঘেঙানি
(p. 270) ghēṅāni বি. একঘেয়ে কাতরোক্তি। [ঘেঙা দ্র]। 41)
ঘুগনি
(p. 269) ghugani বি. আলু, সিদ্ধ মটর, নারকেল প্রভৃতি মিশিয়ে তৈরি খাবারবিশেষ। [হি. ঘুঁঘ্নী]। ̃ দানা বি. ঘুগনি। 21)
ঘোল
(p. 272) ghōla বি. তক্র, জলের সঙ্গে মিশিয়ে পাতলা করা বা মাখন-তোলা দই। [সং. √ঘূণ্ ( ঘূর্ণ) + অ; অথবা √হন্ + অ -তু. প্রাকৃ. ঘোল]। ঘোল খাওয়া ক্রি. বি. (আল.) বিপদে পড়ে বিব্রত হওয়া। ঘোল খাওয়ানো ক্রি. বি. (আল.) নাকাল করা। মাথায় ঘোল ঢালা ক্রি. বি. (আল.) অপমানিত বা জব্দ করা। ̃ মউনি বি. যে দণ্ড বা যন্ত্র দিয়ে দই ঘুটে ঘোল করা হয়, দধিমন্হনদণ্ড। 19)
ঘরানা
ঘুনি
(p. 269) ghuni বি. মাছ ধরার ফাঁদাবিশেষ, বাঁশের শলাকা দিয়ে তৈরি খাঁচার মতো মাছ-ধরা ফাঁদ। [দেশি]।
ঘনা
(p. 266) ghanā ক্রি. 1 কাছে যাওয়া, নিকটবর্তী হওয়া (ভয়ে তার কাছে কেউ ঘনায় না) ; 2 আসন্ন হওয়া (মৃত্যু ঘনাল, দুর্যোগ ঘনিয়ে এল)। [বাং. ঘন + আ]। 15)
ঘাবড়া
(p. 269) ghābaḍ়ā ক্রি. থতমত খাওয়া, বিচলিত হওয়া, হতবুদ্ধি হওয়া, ভয় পাওয়া (ঘাবড়েছে, ঘাবড়িয়ো না)। [হি. √ঘব্ড়া]। ̃ নি বি. ঘাবড়ানোর ভাব। ̃ নো ক্রি. বি. বিণ. থতমত খাওয়া; হতবুদ্ধি হওয়া; ঘাবড়েছে বা হতবুদ্ধি হয়েছে এমন। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578138
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185938
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786187
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027409
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901246
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848219
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708679
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620467

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us