Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কালিকাদেবী। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভয়
(p. 50) abhaẏa বি. 1 ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; 2 আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); 3 (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক ('দাও গো অভয় মণ্ত্র' : রবীন্দ্র)। [সং. ন + ভয়]। অভয়া বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা। ̃ অরণ্য, অভয়ারণ্য বি. যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ। ̃ .দান বি. সাহস দেওয়া, 'ভয় নেই' এই আশ্বাস দেওয়া। ̃ .বচন, ̃ .বাক্য বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়। ̃ বাণী - অভয়বচন ও অভয়বাক্য -র অনুরূপ। 54)
ইচ্ছা
(p. 113) icchā বি. 1 বাঞ্ছা, স্পৃহা (ইচ্ছা করে ধাক্কা দিয়েছে); 2 প্রবৃত্তি, রুচি (খাওয়ার ইচ্ছা নেই); 3 অভিপ্রায়, আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)। [সং. √ ইষ্ + অ + আ]। ̃ কৃত বিণ. নিজেরই ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজের ইচ্ছায়। ̃ ধীন বিণ. (নিজের) ইচ্ছার অধীন বা বশ। &tilde নু.যায়ী (-য়িন্) বিণ. ক্রি-বিণ. নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। ˜ পত্র বি. মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল। ̃ ময়ী বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ̃ মৃত্যু বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা। ̃ শক্তি বি. প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)। 27)
কপালী
(p. 163) kapālī (-লিন্) বি. মহাদেব। বিণ. 1 কপালধারী, কপালযুক্ত; 2 ভাগ্যবান। [সং. কপাল + ইন্]। কপালিনী বিণ. (স্ত্রী.) কপালধারিণী, কপালযুক্ত। বি. কালিকাদেবী। 13)
কালী
(p. 188) kālī বি. 1 কালিকাদেবী, চণ্ডিকার রূপবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 2 (ব্যঙ্গে) কৃষ্ণবর্ণা নারী; 3 লেখার বা ছাপার কালি, মসি; 4 কালিয় নাগ। [সং. কাল3 + ঈ]। ̃ তলা বি. কালিকাদেবীর পূজার জন্য নির্দিষ্ট স্হান। আন্না-কালী বি. কন্যাসন্তানের নামবিশেষ-ক্রমাগত কন্যাসন্তান লাভের পর আর যাতে কন্যালাভ না হয়, সেজন্য কালীর কাছে প্রার্থনা জানিয়ে এই নাম রাখা হয়। [বাং. আর + না + কালী]। 15)
কৃতান্ত
(p. 204) kṛtānta বি. যম, শমন। 1 সিদ্ধান্ত; 2 সম্পাদিত। [সং. কৃত + আন্ত]। ̃. দলনী বি. (স্ত্রী.) কালিকাদেবী, কালী। 4)
ডাকাত, (বর্ত. অপ্র.) ডাকাইত
(p. 355) ḍākāta, (barta. apra.) ḍākāita বি. দস্যু, প্রকাশ্যে বলপূর্বক হরণকারী। [হি. ডকৈত, ডাকুয়া]। ডাকাত পড়া ক্রি. বি. ডাকাতের আক্রমণ হওয়া (জমিদারবাড়িতে ডাকাত পড়েছে)। ডাকাতি বি. 1 দস্যুবৃত্তি (ডাকাতি করে বড়লোক হয়েছে); 2 দস্যুবৃত্তির ঘটনা (প্রায়ই ডাকাতি হয়)। বিণ. 1 ডাকাতসংক্রান্ত; 2 ডাকাতিসংক্রান্ত। ডাকাতে বিণ. 1 ডাকাতসংক্রান্ত; ডাকাতদের; 2 ডাকাততুল্য (ডাকাতে সাহস)। ডাকাতে কালী ডাকাতদের উপাস্যা কালী বা কালিকাদেবী। 19)
দক্ষিণ
(p. 395) dakṣiṇa বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরু। দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া। 18)
দিগম্বর
(p. 407) digambara বিণ. 1 দশ দিক যার অম্বর বা আবরণস্বরূপ; 2 উলঙ্গ, বিবস্ত্র। বি. 1 দিক্স্বরূপ বস্ত্র; 2 শিব; 3 জৈন সম্প্রদায়বিশেষ। [সং. দিক্ + অম্বর]। দিগম্বরী বিণ. (স্ত্রী.) বিবসনা। বি. শিবপত্নী কালিকাদেবী।
নৃ
(p. 475) nṛ বি. মানুষ, নর। [সং. নী + ঋ]। ̃ কুল-বিদ্যা বি. মানবজাতির বিভিন্ন শাখা ও তাদের পরস্পর সম্পর্কবিষয়ক বিজ্ঞান, ethnology. ̃ তত্ত্ব, ̃ বিদ্যা বি. প্রাণীজগতে মানবজাতির উত্পত্তি ও ক্রমবিকাশবিষয়ক বিজ্ঞান, anthropology. ̃ পতি - নৃপ দ্র। ̃ মণি বি. 1 নরশ্রেষ্ঠ; 2 রাজা। ̃ মুণ্ড-মালিনী বিণ. (স্ত্রী.) নরমুণ্ডে গ্রথিত মাল্যধারিণী। বি. কালিকাদেবী। ̃ যজ্ঞ বি. অতিথিসত্কাররূপ যজ্ঞ। ̃ লোক বি. পৃথিবী। 121)
ব্রহ্ম2
(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার। [সং. √ বৃংহ্ + মন্]। ̃ .চর্য বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম। ̃ .চর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা। ̃ .চারী (-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার। স্ত্রী. ̃ .চারিণী। ̃ জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ̃ .জ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। ̃ .জ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী। ̃ .ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)। ̃ .তালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ। ̃ .তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি। ̃ ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। ̃ .দেব বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .দৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত। ̃ .নাভ বি. বিষ্ণু। ̃ .পুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ। ̃ .বন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ। ̃ .বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস। ̃ .বাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ̃ .বাদিনী। ̃ .বিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র। ̃ .বিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধ ও উপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়। ̃ .বৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ .ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)। ̃ .রন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ। ̃ র্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ। ̃ .লোক-ব্রহ্মপুরী -র অনুরূপ। ̃ .শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ। ̃ .শির, ̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ। ̃ .সংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত। ̃ .সংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ। ̃ .সাবর্ণি বি. দশম মনু। ̃ .সূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র। ̃ .স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি। ̃ .হত্যা বি. ব্রাহ্মণবধ। 24)
মুক্ত
(p. 708) mukta বিণ. 1 ত্রাণপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, মুক্তি পেয়েছে এমন (মুক্ত আত্মা); 2 মোহহীন (মুক্ত মন, সংস্কারমুক্ত); 3 উদার (মুক্তহাতে দান); 4 খালাসপ্রাপ্ত (কারামুক্ত); 5 নিষ্কৃতি বা অব্যাহতি পেয়েছে এমন (দায় থেকে মুক্ত, ঋণমুক্ত); 6 আরোগ্যপ্রাপ্ত (রোগমুক্ত); 7 খোলা, উন্মোচিত, নিষ্কাশিত (মুক্ত দ্বার, মুক্ত কৃপাণ); 8 অবাধ, অবারিত (মুক্তাঙ্গন); 9 অব্যাহত (মুক্তধারা, 'মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 1 বন্ধনহীন (মুক্তবেণি); 11 (বাং.) পরিষ্কৃত, সাফ (জঞ্জালমুক্ত)। বিণ. (স্ত্রী.) মুক্তা। ̃ .কচ্ছ বিণ. কাছাখোলা (মুক্তকচ্ছ হয়ে ছোটাছুটি করা)। ̃ .কণ্ঠে ক্রি-বিণ. 1 অসংকোচে, স্পষ্ট ভাষায়; 2 উচ্চকণ্ঠে, জোর গলায়। ̃ .কেশ বি. খোলা চুল। বিণ. চুল খুলে গেছে এমন। ̃ .কেশা বিণ. (স্ত্রী.) চুল খুলে রয়েছে বা খোলা অবস্হায় রয়েছে এমন; আলুলায়িত কেশযুক্তা। ̃ .কেশী বিণ. (স্ত্রী.) মুক্তকেশা। বি কালিকাদেবী। মুক্ত ছন্দ বি. ছন্দের বাঁধাধরা নিয়ম যে ছন্দে পালন করা হয় না, free verse. ̃ .পুরুষ বি. যে ব্যক্তি সংসারবন্ধন, পিছুটান ইত্যাদি থেকে মুক্তি পেয়েছে। ̃ .বেণি, ̃ .বেণী বি. খোলা চুল ('মুক্তবেণী পিঠের পরে লোটে': রবীন্দ্র)। বিণ. বিনুনি বাঁধেনি এমন। ̃ .সঙ্গ বিণ. বিষয়বাসনা-রহিত, আসক্তিহীন। ̃ .হস্ত বিণ. উদার, দানশীল, খোলাহাতে দান করতে পারে এমন। 3)
মুণ্ড
(p. 710) muṇḍa বি. মাথা, মস্তক। [সং. √ মুণ্ড্ + অ]। &tick .;চ্ছেদ, ̃.চ্ছেদন বি. মাথা কাটা মাথা কাটা যাওয়া। ̃ .পাত বি. 1 শিরশ্ছেদ, মুণ্ডচ্ছেদ; 2 (আল.) আভিশাপ, কঠোর তিরস্কার। ̃ .মালা বি. নরমুণ্ডে গাঁথা মালা। ̃ .মালিনী বিণ. (স্ত্রী.) মুণ্ডমালাধারিণী। বি. কালিকাদেবী। 31)
শব
(p. 769) śaba বি. মৃতদেহ, মড়া, লাশ। [সং. √ শব্ + অ]। ̃ দাহ, ̃ দহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো। ̃ দাহ-স্হান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান। ̃ দেহ বি. মড়া, মৃতদেহ। ̃ ব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা। ̃ যাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া। ̃ যান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি। ̃ সত্কার বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি। ̃ সাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়। শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া। শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী। শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ। শবাসনা বি. শবের উপর অবস্হিতা কালিকাদেবী। 42)
শ্মশান
(p. 786) śmaśāna বি. শবদাহের স্হান, মশান। [সং. শ্মন্ + শান]। ̃কালী বি. শ্মশানচারিণীরূপে কল্পিতা কালীমূর্তি। ̃চারী (-রিন্), ̃বাসী (-সিন্) বিণ. শ্মশানে বিচরণকারী বা বাসকারী। বি. 1 শিব, ভূতনাথ; 2 ভূত, প্রেত। ̃চারিণী, ̃বাসিনী বিণ. (স্ত্রী.) শ্মশানে বিচরণকারিণী বা বাসকারিণী। বি. কালিকাদেবী। ̃পুরী, ̃ভূমি বি. 1 শবদাহস্হান, শ্মশান; 2 (আল.) জনশূন্য হওয়ার ফলে শ্মশানের মতো মনে হয় এমন স্হান। ̃বন্ধু বি. যে-ব্যক্তি দাহকার্যের জন্য শবানুগমন করে শ্মশানে যায়। ̃বৈরাগ্য বি. শ্মশানে শবদাহকালে বিষয়-বাসনা সম্পর্কে যে ঔদাসীন্য বা বিমুখতা জন্মে। 39)
শ্যামা2
(p. 786) śyāmā2 বি. 1 শীতকালে সুখোষ্ণ গ্রীষ্মকালে সুখশীতলা তপ্তকাঞ্চনবর্ণা সুন্দরী যুবতী; 2 কৃষ্ণবর্ণা স্ত্রী; 3 কালিকাদেবী (শ্যামাপূজা); 4 দোয়েলজাতীয় লেজঝোলা পাখিবিশেষ; 5 যমুনা নদী; 6 প্রিয়ঙ্গুলতা। ̃পোকা বি. সবুজ পোকাবিশেষ, দেওয়ালি পোকা, শ্যামাপোকা ̃লতা বি. প্রিয়ঙ্গুলতা। 46)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074704
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768915
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366307
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721127
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698179
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594753
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545411
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542330

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন