Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্রহ্ম2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ব্রহ্ম2 এর বাংলা অর্থ হলো -

(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার।
[সং. √ বৃংহ্ + মন্]।
.চর্য
বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম।
.চর্যাশ্রম
হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা।
.চারী
(-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার।
স্ত্রী..চারিণী।
জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন।
.জ্ঞান
বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান।
.জ্ঞানী
(-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী।
.ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)।
বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)।
.তালু
বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ।
.তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি।
ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ।
.দেব বি. নারায়ণ, বিষ্ণু।
.দৈত্য
বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত।
.নাভ বি. বিষ্ণু।
.পুরী
বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ।
.বন্ধু
বি হীন বা পতিত ব্রাহ্মণ।
.বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস।
.বাদী
(-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক।
স্ত্রী..বাদিনী।
.বিদ্যা
বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র।
.বিহার
বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধউপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়।
.বৈবর্ত
বি. অষ্টাদশ পুরাণের অন্যতম।
.ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)।
.রন্ধ্র
বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ।
র্ষি
বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ।
.লোক-ব্রহ্মপুরী
-র অনুরূপ।
.শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ।
.শির,
̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ।
.সংগীত
বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত।
.সংহিতা
বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ।
.সাবর্ণি
বি. দশম মনু।
.সূত্র
বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র।
.স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি।
.হত্যা
বি. ব্রাহ্মণবধ।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাত্সরিক
(p. 596) bātsarika বিণ. 1 বত্সরসম্বন্ধীয়; 2 বছরে বছরে অনুষ্ঠিত বা উপস্হিত হয় এমন (বাত্সরিক শ্রাদ্ধ)। [সং. বত্সর + ইক]। 37)
বিছা2
(p. 611) bichā2 ক্রি. বিছানো (চাদর বিছাও)। [ সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। ̃ নো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)। 20)
বিটপালং
(p. 611) biṭapāla দ্র বিট2। 60)
বলাত্-কার
(p. 580) balāt-kāra বি. 1 বলপ্রয়োগ; 2 ধর্ষণ, বলপূর্বক যৌনসংগম। [সং. বলাত্ + √ কৃ + অ]। 174)
বান2
(p. 599) bāna2 বি. 1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাত্ জলস্ফীতি; 2 (আল.) জলোচ্ছ্বাস। [ সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]। ̃ ভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)। বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া। বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া। 10)
বাট-খারা
বিশিষ্ট
বাজেয়াপ্ত
বৈভিন্ন্য
(p. 644) baibhinnya বি. 1 বিভিন্নতা; 2 বৈচিত্র্য। [সং. বিভিন্ন + য]। 51)
বরণ2
বগলি
(p. 573) bagali বি. 1 ছোটো থলি; 2 বটুয়া। [ফা. বগলী]। 47)
বামাল
বিধৌত
(p. 616) bidhauta বিণ. 1 প্রক্ষালিত, মার্জিত; 2 ধৌত (নদীবিধৌত দেশ)। [সং. বি + ধৌত]। বিধৌতি বি. ধৌতি, ধোয়া। 30)
বিরোচন
(p. 625) birōcana বি. 1 সূর্য; 2 অগ্নি; 3 চন্দ্র; 4 দৈত্যবিশেষ, বলির পিতা। [সং. বি + √ রুচ্ + অন]। 6)
ব্রঙ্কাইটিস
বাতাসি, (বর্জি.) বাতাসী
(p. 596) bātāsi, (barji.) bātāsī বি. 1 আঁশহীন ছোটো মাছবিশেষ; 2 ক্রমাগত আকাশে উড়তে থাকে এমন কালো রঙের পাখিবিশেষ, swift. [বাং. বাতাস + ই]। 49)
বার্তা2
বেঢপ, বেঢং, বেঢক
(p. 633) bēḍhapa, bēḍha, mbēḍhaka বিণ. 1 বেমানান, বিসদৃশ (বেঢপ মাপের পোশাক); 2 ফ্যাশন-বহির্ভূত; 3 কুশ্রী, বিশ্রী (বেঢপ চেহারা)। [ফা. বে + বাং. ঢং, ঢক, ঢপ]। 160)
বৈসাম্য
(p. 646) baisāmya বি. (বিরল) 1 সাম্যের অভাব; 2 ইতরবিশেষ, প্রভেদ ('সহেতুক বৈসাম্য': ভূদেব)। [ বাং. বি + সং. সাম্য]। 12)
বামন1
(p. 600) bāmana1 বি. 1 বিষ্ণুর পঞ্চম অবতার; 2 অস্বাভাবিক রকমের বেঁটে লোক (বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া)। বিণ. খুব বেঁটে। [সং. √ বামি (√ বম্ + ণিচ্) + অন]। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534668
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140181
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730331
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942506
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838425
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696593
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us