Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুকুর। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অলর্ক
(p. 64) alarka বি. খ্যাপা কুকুর, পাগল কুকুর; 2 শ্বেত আকন্দ। [সং. অল + √ অর্ক + অ]। 18)
আ-তু
(p. 89) ā-tu অব্য. কুকুরকে ডাকার শব্দ। 12)
আমক-শ্মশান
(p. 101) āmaka-śmaśāna বি. যে শ্মশানে মৃতদেহ দাহ না করে শিয়াল কুকুরের খাওয়ার জন্য ফেলে রাখা হয়। [সং. আম4 + ক + শ্মশান]. 2)
আহ্লাদ
(p. 111) āhlāda বি. 1 আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); 2 মজা; 3 স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)। [সং. আ + √ হ্লাদ্ + অ]। ̃ ন বি. আহ্লাদ উত্পাদন। আহ্লাদিত বিণ. আনন্দিত, হৃষ্ট। আহ্লাদী (-দিন্) বিণ. (স্ত্রী.) 1 আমোদপ্রিয়া; 2 নেকি; 3 অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে। আহ্লাদে আটখানা আনন্দে আত্মহারা।
এঁটুলি, এঁটুল
(p. 142) ēn̐ṭuli, ēn̐ṭula বি. কুকুর গোরু ছাগল ইত্যাদির গায়ে এঁটে থেকে রক্ত শোষণ করে এমন ক্ষুদ্র কীটবিশেষ। [বাং. আঁটা + উলি, উল]। 11)
কুঁই-কুঁই
(p. 192) kum̐i-kum̐i অব্য. বি. ক্ষুধা, শীত, কষ্ট প্রভৃতির সূচক চাপা আর্তনাদ (কুকুরছানাটা শীতে কুঁইকুঁই করছে, কোথা থেকে যেন একটা কুঁইকুঁই শব্দ আসছে)। [ধ্বন্যা.]। 11)
কুক-শিমা
(p. 192) kuka-śimā বি. কুকুর-শোঁকা গাছ, ওষুধরূপে ব্যবহৃত হয় এমন গাছবিশেষ। [দেশি]। 46)
কুকুর
(p. 192) kukura বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ̃ কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ̃ ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা। 49)
কুক্কুর
(p. 192) kukkura বিণ. কুকুর। [সং. √ কুক্ + ক + উর-তু. সং. কুর্কুর্]। বি. (স্ত্রী.) কুক্কুরী। 52)
কুত্তা, কুত্তো
(p. 196) kuttā, kuttō বি. কুকুর (ডালকুত্তা, খেঁকিকুত্তা, নেড়িকুত্তা)। [হি.কুত্তা]। বি. (স্ত্রী.) কুত্তি। 9)
কেঁউ-কেঁউ
(p. 205) kēm̐u-kēm̐u অব্য. কুকুরের আর্ত চিত্কার (কুকুরটা কেঁউকেঁউ করতে করতে পালিয়ে গেল)। 20)
কৌলেয়, কৌলেয়ক
(p. 210) kaulēẏa, kaulēẏaka বি. সত্কুলজাত কুকুর। বিণ. সত্কুলজাত, কুলীন। [সং. কুল + এয়, ক]। 92)
খেঁক
(p. 232) khēn̐ka বি. অব্য. 1 শিয়াল বা কুকুরের রাগ বা বিরক্তি-প্রকাশক শব্দ; 2 কর্কশ বাক্য। [ধ্বন্যা.]। ̃ খেঁক বি. কর্কশভাবে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া। ̃ খেঁকানি, ̃ খেঁকানো বি. খেঁক খেঁক করে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া; খেঁক খেঁক শব্দ। খেঁকানো ক্রি. বি. খেঁক খেঁক শব্দ করে তেড়ে যাওয়া বা খেঁক খেঁক শব্দে ক্রোধ প্রকাশ করা। 5)
খেঁকি
(p. 232) khēn̐ki বিণ. রাগী; খেঁক খেঁক করে এমন। ̃ কুকুর, ̃ কুত্তা বি. খেঁক খেঁক করে তাড়া করতে অভ্যস্ত কুকুরবিশেষ। [বাং. খেঁক + ই]। 7)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
গ্রাম2
(p. 261) grāma2 বি. 1 পল্লি, পাড়াগাঁ; 2 ক্ষুদ্র জনবসতি; 3 সমূহ (গুণগ্রাম) ; 4 (সংগীতে) প্রবাহ বা ওঠা-নামা ভেদে স্তর বা পর্দা (স্বরগ্রাম)। [সং. √গ্রস্ + ম]। ̃ জ বিণ. গ্রামে জাত বা উত্পন্ন (গ্রামজ সম্পদ)। ̃ ণী গ্রামের মণ্ডল বা নেতা। ̃ ধর্ম বি. স্ত্রীসংসর্গ, যৌনসম্ভোগ। ̃ বাসী (সিন্) বি. গ্রামের অধিবাসী। ̃ ভাটি বি. গ্রামবৃত্তি; গ্রামের সামাজিক অনুষ্ঠানাদির জন্য সংগৃহীত অর্থ। ̃ মৃগ বি. কুকুর। ̃ সম্পর্ক বি. একই গ্রামের অধিবাসী হওয়ার ফলে প্রতিষ্ঠিত বা স্হাপিত সম্বন্ধ (গ্রামসম্পর্কে তিনি আমার কাকা)। গ্রামান্ত বি. গ্রামের প্রান্তসীমা বা শেষ সীমা। গ্রামান্তর বি. অন্য গ্রাম, ভিন্ন গ্রাম (গ্রামান্তরে চলে যাওয়া)। গ্রামিক বি. গ্রামের অধিকারী; গ্রামরক্ষক। গ্রামী (-মিন্) বিণ. 1 গ্রামের কর্তা ; 2 গ্রামবাসী; 3 গ্রাম্য; 4 গ্রামবিশিষ্ট; গ্রামযুক্ত। গ্রামীণ বিণ. 1 গ্রামে উত্পন্ন; 2 গ্রাম্য; 3 গ্রামস্হ (গ্রামীণ শিল্প)। 63)
গ্রাম্য
(p. 261) grāmya বিণ. 1 গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক; 2 গ্রামজাত, গ্রামে উত্পন্ন ; 3 গ্রামস্হ, গ্রামের; 4 ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)। [সং. গ্রাম + য]। ̃ তা বি. 1 অমার্জিত ভাব, অভদ্রতা; 2 ভাষার শব্দগত ও অর্থগত অশোভনতা। ̃ ধর্ম বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ। ̃ মৃগ বি. কুকুর। 65)
ঘি
(p. 269) ghi বি. 1 ঘৃত, দুধ থেকে প্রস্তুত স্নেহজাতীয় পদার্থবিশেষ; 2 ঘিলু (মাথার ঘি)। [সং. ঘৃত]। ঘিয়ে-ভাজা বিণ. 1 ঘি দিয়ে ভাজা হয়েছে এমন (ঘিয়ে-ভাজা লুচি); 2 (-বিদ্রূপে) অত্যন্ত রুগ্ন, হাড়জিরজিরে (ঘিয়ে-ভাজা কুকুর)। 8)
ঘেউ, ঘেউ-ঘেউ
(p. 270) ghēu, ghēu-ghēu অব্য. বি. কুকুরের ডাক। [দেশি-ধ্বন্যা.]। 33)
ঘেয়ো
(p. 270) ghēẏō বিণ. ঘা-যুক্ত (ঘেয়ো কুকুর)। [বাং. ঘা + উয়া ও]। 44)
ঘোগ
(p. 272) ghōga বি. 1 বাঘ ও কুকুরের মাঝামাঝি জন্তুবিশেষ; 2 বাঘের শত্রু বুনো কুকুর ; 3 মাঠে ও ক্ষেতে জল বেরোবার গর্ত বা নালি। [দেশি-তু. সং. কোক]। 3)
চক-চক1
(p. 274) caka-caka1 অব্য. বি. জিভ দিয়ে তরল জিনিস পান করার শব্দ (কুকুরটা চকচক করে জল খাচ্ছে)। [ধ্বন্যা.]। 8)
চুবানো
(p. 290) cubānō ক্রি. জল বা অন্য কোনো তরল জিনিসে ডুবানো (কাপড় জলে চুবানো, কুকুরছানাকে পুকুরে চুবানো)। [হি. √চুবা]। বি. বিণ. উক্ত অর্থে। চুবানি, চুবনি, চুবুনি বি. ডুবানো, ডুবিয়ে দেওয়া, নিমজ্জন (খুব চুবুনি খেয়েছে)।
ছুটা, ছোটা
(p. 304) chuṭā, chōṭā ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ̃ ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ̃ নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 105)
ডাল-কুত্তা
(p. 355) ḍāla-kuttā বি. ইয়োরোপীয় শিকারি কুকুরবিশেষ, গ্রে-হাউণ্ড। [হি.]। 44)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074757
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768938
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366327
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721130
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698186
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594760
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545437
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542336

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন